আড়াই মাসে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় দিনে পুঁজিবাজারে সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে বেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 11:11 AM
Updated : 16 Oct 2017, 11:11 AM

সোমবার দিন শেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ১১৭ কোটি টাকা কমে ৫০২ কোটি টাকায় নেমেছে।

প্রায় আড়াই মাসের মধ্যে এটাই সর্বনিম্ন লেনদেন, যখন ডিএসইতে লেনদেন একপর্যায়ে দেড় হাজার কোটি টাকাও ছাড়িয়ে গিয়েছিল।

এর আগে ২৩ জুলাই সর্বনিম্ন লেনদেন ছিল ৪৭৭ কোটি ৯৬ লাখ। এর পর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ডিএসইতে প্রতিদিন গড়ে প্রায় ৯৪৪ কোটি লেনদেন হয়েছে।

এ সময়ের মধ্যে ডিএসইতে লেনদেন বাড়তে বাড়তে এক পর্যায়ে গত ১৮ সেপ্টেম্বর সর্বোচ্চ এক হাজার ৫২৫ কোটি ৮৯ লাখ টাকায় উঠেছিল।

সোমবার ডিএসইতে দিনের শুরুটা সূচক পতন দিয়ে হলেও মধ্যভাগে সার্বিক সূচক বেশ কিছুটা বেড়ে যায়। তবে দিন শেষে বেশ খানিকটা দরপতন হয়ে ছয় হাজার ১৩ পয়েন্ট অবস্থান করছে সূচক, যা আগের দিনের চেয়ে মাত্র ৪ পয়েন্ট বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দিন শেষে ১৮ হাজার ৬৬৮ পয়েন্টে অবস্থান করছে; লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৮ লাখ টাকা, যা গত দিনের চেয়ে প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা কম।

ডিএসইতে লেনদেনের তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি হলো- উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ব্যাংক, এক্সিম ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট্, আমরা নেটওয়ার্ক, ইফাদ অটোস, এমটিবি লিমিটেড ও লঙ্কাবাংলা ফাইন্যান্স।

দর বৃদ্ধির তালিকার শীর্ষ ১০টি কোম্পানি হলো- এশিয়ান প্যাসিফিক ইন্সুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, রহিম টেক্সটাইল, আইসিবি এমপ্লয়ী মি. ফা. ফার্স্ট-১ স্কিম-১, ইন্টারন্যাশনাল লিজিং, পেনিনসুলা চিটাগাং, সেন্ট্রাল ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স ও এমটিবি লিমিটেড।

দর কমার তালিকার শীর্ষ ১০টি কোম্পানি হলো- মিথুন নিটিং, ফাইন ফুডস, প্রাইম ১ আইসিবিএ, স্টাইল ক্রাফট, প্রাইম লাইফ ইন্সুরেন্স, মডার্ন ডাইং, আমরা নেটওয়ার্ক, মুন্নু সিরামিকস, তাকাফুল ইন্সুরেন্স ও আইটিসি।