বিবিএস ক্যাবলস ডিএসইএক্স সূচকে যুক্ত

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত বিবিএস ক্যাবলস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএইএক্সে যুক্ত হয়েছে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 07:57 AM
Updated : 16 Oct 2017, 07:58 AM
২২ অক্টোবর থেকে প্রকৌশল খাতের এই কোম্পানির শেয়ার এই সূচকে গণনা শুরু হবে বলে ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে।

গত ১৩ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০২ তম কমিশন সভায় এ কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেওয়ার পর ৩১ জুলাই থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনে আসে।

ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, এসঅ্যান্ডপির ডাউ জোন্স ইনডিসেসের (এসপিডিজেআই) তৈরি ডিএসই বাংলাদেশের সূচক পদ্ধতি অনুসারে এবং ডিএসইর ইনডেক্স কমিটির তত্ত্বাবধানের মধ্য দিয়ে বিবিএস ক্যাবলস ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়েছে, যা ২২ অক্টোবর থেকে কার্যকর হবে।

৩১ জুলাই ডিএসইতে বিবিএস ক্যাবলসের শেয়ারের লেনদেন ৯০ টাকা ৩০ পয়সা দিয়ে শুরু হয়, যা বেড়ে রোববার দিন শেষে ১২৩ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

বিবিএস ক্যাবলসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২০ কোটি টাকা। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৬৮ কোটি ৭১ লাখ টাকা। এর মোট ১২ কোটি শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৩৩ দশমিক ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৫ দশমিক ৮৮ শতাংশ, বিদেশি দশমিক ১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪০ দশমিক ৩৭ শতাংশ শেয়ার।