৩ কোম্পানির শেয়ারের ‘অস্বাভাবিক’ দরবৃদ্ধি 

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের তিন কোম্পানিরশেয়ারের অস্বাভাবিকদরবৃদ্ধির পেছনেকোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 06:26 AM
Updated : 16 Oct 2017, 06:26 AM

এগুলো হলো- ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক, জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ণ লুব্রিকেন্টস ও খাদ্য খাতের কোম্পানি মেঘনা কনডেন্স মিল্ক।

সম্প্রতি এই তিন কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে কর্তৃপক্ষকে নোটিস পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)।

জবাবে তিনকোম্পানিই জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীলতথ্য ছাড়াই তাদের শেয়ারের দর বাড়ছে।

ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা যায়, রোববার পর্যন্ত ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারের দর ৩১ শতাংশের বেশি বেড়েছে।২৬ সেপ্টেম্বর এই শেয়ারটি ১৩০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়, যা বাড়তে বাড়তে ১৫ অক্টোবর সর্বশেষ ১৭১ টাকা ২০ পয়সায় লেনদেনহয়েছে।

ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ারের দর রোববার পর্যন্ত বেড়েছে ১৫ শতাংশের বেশি। ১১ অক্টোবর শেয়ারটি সর্বশেষ ৮৭০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়, যা বেড়ে ১৫ অক্টোবরসর্বশেষ এক হাজার ৬ টাকা ৩০ পয়সায় উঠে।

মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর গত ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত একটানা প্রায় ২৬ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে শেয়ারটি ১৩ টাকা ৯০ পয়সা থেকে সর্বশেষ ১৭ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।