দরপতনেই লেনদেন শেষ

আগের সপ্তাহের ধারাবাহিকতায় সূচক পতনের মধ্য দিয়ে নতুন সপ্তাহ শুরু করেছে দেশের দুই পুঁজিবাজার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 09:40 AM
Updated : 15 Oct 2017, 09:40 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে ৬ হাজার আট পয়েন্টে নেমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২০৬ পয়েন্ট কমে নেমেছে ১৮ হাজার ৬১৯ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইএক্স কমেছে প্রায় ১৩৮ পয়েন্ট, সিএএসপিআই কমেছে প্রায় ৪৭১ পয়েন্ট।

পুঁজিবাজারে সীমার অতিরিক্ত বিনিয়োগ করায় সাত ব্যাংকের জরিমানা করার খবর আসার পর গত সোমবার দুই বাজারে বড় ধরনের দরপতন হয়। এরপর একদিন সূচক বাড়লেও গত তিন কাযদিবস টানা পতনের ধরায় রয়েছে বাজার।

সাম্প্রতিক দরপতন নিয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর পেছনে তিনটি কারণ রয়েছে। প্রথমত বাজারের সূচক একটা বেশ কিছুদিন বেড়েছিল। তাই সামান্য মূল্য সংশোধনের প্রয়োজনীয়তা ছিল।

“দ্বিতীয়ত এর মধ্যেই সাতটি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের জরিমানা খবর আসে। আর তৃতীয় কারণ হচ্ছে, বসুন্ধরা পেপার মিলের বিডিংয়ে অংশ নেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টাকা ফ্রি করা।”

শাকিল রিজভী মনে করেন, বাজার ‘ঊর্ধ্বমুখী ধারাতেই’ রয়েছে, মূল্য সংশোধন শেষে শিগগিরই ঘুরে দাঁড়াবে।

রোববার দিনের শুরুতে সূচক বৃদ্ধি পেলেও তা ২০ মিনিটের বেশি টেকেনি। এরপর থেকেই শুরু হয় দরপতন। প্রায় দুই ঘণ্টা টানা দরপতন চলার পর সূচক কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সফল হয়নি। তবে একসময় ডিএসই সূচক ৭৬ পয়েন্ট কমে গেলেও দিন শেষে কিছুটা নেতিবাচক হয়ে শেষ হয়।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে কমেছে ২৫২টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।

সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, কমেছে কমেছে ১৭৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম।

গত কয়েক সপ্তাহের ধারাতে এদিন বাজারে লেনদেনে শীর্ষস্থান ধরে রেখেছে ব্যাংক খাতের শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- ইফাড অটোজ, উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ব্যাংক, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, আমরা নেটওয়ার্ক, এনবিএল ও এসিআই।

সিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে- ইউসিবিএল, এনবিএল, আমরা নেটওয়ার্ক, ব্র্যাক ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, আইএফআইসি, ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও বেক্সিমকো।

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে- ইস্টার্ন লুব্রিকেন্টস, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নিটোল ইন্সুরেন্স, সিমটেক্স, ব্র্যাক ব্যাংক, ওয়াটা কেমিক্যাল, ট্রাস্ট ব্যাংক অগ্রনি ইন্সুরেন্স, এসিআই ও বিডিঅটোকারস।

দরপতনের শীর্ষে রয়েছে- ইটিএল, মিথুন নিটিং, মডার্ন ডায়িং, প্রাইম টেক্সটাইল, আমরা নেটওয়ার্ক, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, পিপিলস ইন্সুরেন্স, ফরচুন ও আরগম ডেনিম।