৫ কোম্পানির লভ্যাংশ নির্ধারণী সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের চার কোম্পানি এবং খাদ্য খাতের একটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিচালনা পর্ষদের সভা ডেকেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 08:06 AM
Updated : 15 Oct 2017, 08:06 AM

এগুলো হলো- বস্ত্র খাতের কোম্পানি রহিম টেক্সটাইল মিলস্‌, মালেক স্পিনিং মিলস্‌, হামিদ ফেব্রিক্স ও সায়হাম কটন মিলস এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। সবগুলো কোম্পানিই এ ক্যাটাগরির।

কোম্পানিগুলোর পর্ষদ সভায় চলতি বছরের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নিয়ে পর্যালোচনা হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।

সাধারণত পরিচালনা পর্ষদের এ ধরণের সভা শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসে।

* আগামী ২২ অক্টোবর দুপুর ৩টা ৪৫ মিনিটে রহিম টেক্সটাইল মিলস্‌ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা হবে।

১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি ২০১৬ সালে ৪০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।

* মালেক স্পিনিং মিলস্‌ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২২ অক্টোবর বিকাল ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

পুঁজিবাজারে ২০১০ সালে তালিকাভুক্ত এই কোম্পানি গত বছর শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

* বস্ত্র খাতের আরেক কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেড ২১ অক্টোবর বিকাল ৩টায় পরিচালনা পর্ষদের সভা ডেকেছে।

২০১৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

* সায়হাম কটন মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৩ অক্টোবর বেলা সাড়ে ৩টায় বসবে।

পুঁজিবাজারে ২০১২ সালে তালিকাভুক্ত এই কোম্পানি ২০১৬ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল দিয়েছিল।

* খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় বসবে।

পুঁজিবাজারে ১৯৮৯ সালে তালিকাভুক্ত এই কোম্পানি ২০১৬ সালে ৪০ শতাংশ নগদ ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল।