মুনাফা বেড়েছে দুই মিউচুয়াল ফান্ডের

পূঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড এনএলআই ফাস্ট ও সাউথইস্ট ব্যাংক ফার্স্ট প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 09:26 AM
Updated : 12 Oct 2017, 09:26 AM

দুটি ফান্ডেরই মুনাফা বেড়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে।

তবে মুনাফা বাড়ার খবরে দুই ফান্ডের দরে ইতিবাচক প্রভাবতো পড়েইনি উল্টো ডিএসইতে একটি মিউচুয়াল ফান্ডের দর কমেছে।

এনএলআই ফাস্ট মিউচুয়াল ফান্ড প্রথম (জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকে প্রতি ইউনিটে ৬৮ পয়সা মুনাফা দেখিয়েছে, যা আগের একই সময়ের তুলনায় ৭৪ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা ছিল ৩৯ পয়সা।

তবে এনএলআই ফাস্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদ আগের তুলনায় ১ দশমিক ৬৬ শতাংশ কমেছে ।

আলোচ্য সময়ে ফান্ডের বাজারভিত্তিক ইউনিট প্রতিনিট সম্পদ রয়েছে ১৫ টাকা ৯৬ পয়সা, যা আগের বছর ছিল ১৬ টাকা ২৩ পয়সা ।

বৃহস্পতিবার মুনাফা বাড়ার খবরের পরও এনএলআই ফাস্ট মিউচুয়াল ফান্ডের দাম আগের দিনের সমাপনী মূল্য ১৫ টাকাতেই সর্বশেষ লেনদেন হয়েছে পুঁজিবাজারে ।

অন্যদিকে সাউথইস্ট ব্যাংক একই সময়ে প্রতি ইউনিটে ৬২ পয়সা মুনাফা দেখিয়েছে, যা আগের বছর এই সময় ছিল ২৯ পয়সা অর্থাৎ আগের সময়ের তুলনায় ১১৪ শতাংশ বেশি ।

তবে এই মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি বাজারভিত্তিক প্রতি নিট সম্পদ আগের তুলনায় ৭ টাকা ৪২ শতাংশ কমেছে ।

প্রথম (জুলাই-সেপ্টেম্বর) প্রান্তিকে ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদ হয়েছে ১৪ টাকা ৯৬ পয়সা, যা আগের বছর ছিল ১৬ টাকা ১৬ পয়সা ।

মুনাফা বাড়ার খবরেও এনএলআই ফাস্ট মিউচুয়াল ফান্ড ইউনিট বৃহস্পতিবার ডিএসইতে আগের দিনের সমাপনী দরেই লেনদেন হচ্ছিল।

অন্যদিকে মুনাফা বাড়ার খবরের পরও সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচু্য়াল ফান্ডের দাম আগের দিনের চেয়ে ১০ পয়সা কমে ১৩ টাকা ৯০ পয়সায় সর্বশেষ লেনদেন হয়।