ট্রাস্ট ব্যাংকের শেয়ারের ‘অস্বাভাবিক দরবৃদ্ধি’

মূল্য সংবেদনশীল কোনো তথ্য না থাকলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের শেয়ারের দর বেড়েছে।

পুঁজিবাজার ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 08:44 AM
Updated : 12 Oct 2017, 08:44 AM

কোম্পানির পক্ষ থেকে জানানো এই তথ্য বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্যানুযায়ী, ২৪ জুলাই থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ২৮ টাকা ১০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ বুধবার ৪৩ টাকা ৬০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

অর্থাৎ ৫৪ কার্য দিবসে শেয়ারটির দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ ।  

কোম্পানিটির শেয়ারের এই দরবৃদ্ধিকে অস্বাভাবিক ধরে নিয়ে কারণ জানতে চেয়ে ডিএসই ১১ অক্টোবর নোটিস পাঠায়।

এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

২০০৯ সালে বাজারে তালিকাভুক্ত এ ক্যাটাগরির এই ব্যাংক কোম্পানি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।