কারণ ছাড়াই বাড়ছে পাঁচ কোম্পানির শেয়ারের দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ারের দর কোনো কারণ ছাড়াই বাড়ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 01:16 PM
Updated : 17 July 2017, 01:16 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

কোম্পানিগুলো হলো- সায়হাম কটন মিলস লিমিটেড, রহিমা ফুড করপোরেশন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড এবং দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড।

অস্বাভাবিক এই দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিগুলো জানিয়েছে, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে।

সায়হাম কটন মিলস লিমিটেড

গত ১৮ জুন থেকে শেয়ারটির দর বেড়েই চলেছে। শেয়ারটির দর ১৬ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ রোববার ২১.৬০ টাকা ।

অর্থাৎ একমাসে শেয়ারটির দর বেড়েছে ৪ টাক ৮০ পয়সা বা ২৮ দশমিক ৫৭ শতাংশ।

আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

সোমবার শেয়ারটি সমাপনী মূল্য ছিল ২১ টাকা ।

রহিমা ফুড করপোরেশন

গত ১৯ জুন থেকে শেয়ারটির দর বেড়েই চলেছে। সে সময় শেয়ারটির দর ১৩৯ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ সোমবার ১৭২.১০ টাকা হয়।

অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ৩২ দশমিক ২০ টাকা ২৩ বা ৬ দশমিক ০১ শতাংশ।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি

গত ২০ মার্চ থেকে শেয়ারটির দর বেড়ে চলেছে। ওইদিন শেয়ারটির দর ছিল ১৪৯ টাকা ৬০ পয়সা। সর্বশেষ ১৩ জুলাই এর দর ছিল ১৯০ টাকা।

অর্থাৎ এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৪০ টাকা ৪০ বা ২৭ শতাংশ।

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড

এই শেয়ারের দর বাড়ছে গত ৯ জুলাই থেকে। এ সময়ে শেয়ারটির দর ১০ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১২ টাকা ২০ পয়সা পর্যন্ত হয়।

অর্থাৎ এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ বা ১৬ দশমিক ১৯ শতাংশ।

দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড

১২ জুন থেকে বেড়ে চলা শেয়ারটির ৮ টাকা ২০ পয়সা থেকে সর্বশেষ ১১ টাকা ২০ পয়সা পর্যন্ত হয়।

অর্থাৎ এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৩৬ দশমিক ৫৮ শতাংশ।