সূচক-লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচকে ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 12:04 PM
Updated : 17 July 2017, 12:04 PM

সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্টের বেশি কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৭৫ পয়েন্টের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ১১৪৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১১৫ কোটি ৮৬ লাখ টাকা কম।

আগের দিন রোববার ডিএসইতে লেনদেন হয় ১২৬৩ কোটি ৪৬ লাখ টাকা। 

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৭৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে ৫ হাজার ৮২৪ দশমিক ৪২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৩ পয়েন্টে।

এদিকে সিএসইতে ৬৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ছিল ৭৪ কোটি ১৪ লাখ টাকা।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৫০ দশমিক ৪৮ পয়েন্টে নেমেছে।

এই বাজারে লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।