পুঁজিবাজারে সূচক, লেনদেন বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2017, 09:15 AM
Updated : 19 June 2017, 09:20 AM

সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্টের বেশি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৫৫ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫৪০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৬৭ কোটি ৪৯ লাখ টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৮ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩২ পয়েন্টে।

সোমবার সিএসইতে ৫১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এই বাজারে ২৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭২ দশমিক ০০ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির। কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।