লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2017, 11:12 AM
Updated : 17 May 2017, 11:13 AM

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৯৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩২ কোটি ৩৫ লাখ টাকা বেশি।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৬৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। 

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি শেয়ারের দর।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৭ দশমিক ৩১ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪২৮ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক তিন দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার এক পয়েন্টে।

অন্যদিকে বুধবার সিএসইতে ৪২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৩৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮১০ দশমিক ৪৪ পয়েন্টে।

এ বাজারে লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।