পুঁজিবাজারে সূচক কমেছে

সপ্তাহের শেষ কার্যদিবসে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2017, 11:33 AM
Updated : 11 May 2017, 11:33 AM

বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্টের বেশি কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৬৭ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬৮৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় ৮৬ কোটি ৯৭ লাখ টাকা কম।

আগের দিন বুধবার ডিএসইতে লেনদেন হয় ৭৭৪ কোটি ৩ লাখ টাকা। 

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৪ দশমিক ৮৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৯৬ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ০৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২৩ পয়েন্টে।

অন্যদিকে বৃহস্পতিবার সিএসইতে ৩৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে ৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২০ দশমিক ৭৭ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির। কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।