ওটিসি মার্কেটের ৫ কোম্পানির জরিমানা

যথাসময়ে আর্থিক হিসাব দাখিল না করায় পাঁচ কোম্পানির প্রত্যেক পরিচালককে একলাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2017, 01:26 PM
Updated : 9 May 2017, 01:26 PM
এগুলো হল- মেটালেক্স করপোরেশন, রাসপিট বাংলাদেশ, বায়োনিক সী ফুড এক্সপোর্টস, খাজা মোসাইক টাইলস অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ ও মিতা টেক্সটাইলস লিমিটেড।

এই পাঁচ কোম্পানির শেয়ার ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে লেনদেন হয়।

তবে কোম্পানিগুলোর স্বতন্ত্র পরিচালকেরা এই জরিমানার বাইরে থাকবেন বলে মঙ্গলবার বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মেটালেক্স, রাসপিট, খাজা মোসাইক ও মিতা টেক্সটাইলস ২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে। আর বায়োনিক সী ফুড ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে।

“এতে প্রতিষ্ঠানগুলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর ১২ ধারা লঙ্ঘিত হয়েছে। এজন্য পরিচালকদের একলাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

“স্বতন্ত্র পরিচালকদের এই জরিমানা দিতে হবে না।”