নতুন আইপিও আসছে বাজারে

ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2017, 12:48 PM
Updated : 5 Nov 2017, 12:57 PM

মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬০৪তম সভায় প্রকৌশল খাতের এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াইম্যাক্স ইলেকট্রোড প্রতিটি ১০ টাকা মূল্যের এক কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত এই অর্থ দিয়ে কোম্পানিটি মুলধনী যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জামাদি, কাচামাল ও আইপিও বাবদ খরচ মেটাবে।

২০১৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৩ পয়সা। একইসময়ে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৪ টাকা ৮৭ পয়সা।

 ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

কোম্পানির ওয়েবসাইটে দেওয়া আইপিও প্রসপেক্টাসের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন এম এ মালেক। 

২০০৫ সালে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করা ওয়াইম্যাক্স ইলেকট্রোড ২০১৪ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়।

কোম্পানির কারখানা কুষ্টিয়ার দৌলতপুরের ফুলবাড়িয়ায়; করপোরেট অফিস ঢাকার নিউ এলিফ্যান্ট রোডে।

ওয়েল্ডিং ইলেক্ট্রোড, জি আই তার ও পেরেক তৈরি ও বিপণন করে কোম্পানিটি।

এনএএম আইবিএল ইসলামিক ইউনিট ফান্ড

মঙ্গলবারের সভায় ১৫ কোটি টাকার এনএএম আইবিএল ইসলামিক ইউনিট ফান্ডের প্রসপেক্টাসও অনুমোদন দিয়েছে বিএসইসি।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ইসলামী ব্যাংকের জন্য ১০ কোটি টাকা। বাকি ৫ কোটি টাকা ১০ টাকা অভিহিত মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের ইউনিট বিক্রি করে সংগ্রহ করা হবে।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ন্যাশনাল অ্যাসেট ম্যানেজম্যান্ট। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।