প্রাইম ব্যাংকের ১৬ শতাংশ লভ্যাংশ অনুমোদন

২০১৬ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার হোল্ডাররা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2017, 01:28 PM
Updated : 8 May 2017, 01:28 PM

সোমবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশের এ অনুমোদন দেওয়া হয় বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী সাধারণ সভার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রাইম ব্যাংকের ভাইস চেয়ারপার্সন নাসিম আনোয়ার হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মাফিজ আহমেদ ভূঁইয়া, অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জি এম খুরশীদ আলম, পরিচালকদের মধ্যে কাজী সিরাজুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, মেরিনা ইয়াসমিন চৌধুরী, সালমা হক, ওয়াহিদ মুরাদ জামিল, মো. মুশতাক আহমেদ তানভীর (তিতাস) ও এম ফরহাদ হোসেন এফসিএ, সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন ইমাম আনোয়ার হোসেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সচিব এবং এসইভিপি মোহাম্মদ এহসান হাবীব।