২৫০ কোটি টাকার বন্ড ছাড়তে চায় ইউনিয়ন ক্যাপিটাল

২৫০ কোটি টাকার নন-কনভার্টিবল বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটালের পরিচালনা পর্ষদ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2017, 10:56 AM
Updated : 8 May 2017, 10:56 AM
তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলেই তা বাস্তবায়িত হবে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এসব বন্ড ইস্যু করে ২৫০ কোটি টাকা সংগ্রহ করবে ইউনিয়ন ক্যাপিটাল। সাত বছরমেয়াদী বন্ডের প্রতিটি লটের আকার হবে এক কোটি টাকা।

জামানতবিহীন এই বন্ড ছাড়তে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয়।

কনভার্টিবল বন্ডের মতো নন-কনভার্টিবল বন্ডকে ইক্যুইটি বা শেয়ারে রূপান্তরিত করা যায় না, যে কারণে এই ধরনের বন্ডে কনভার্টিবল বন্ড থেকে সুদ বেশি দিতে হয়।

ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর মূলধন বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি বন্ড ইস্যু করে মূলধন বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে।