দর কমার ধারাতেই পুঁজিবাজার

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই দর কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 10:46 AM
Updated : 19 April 2017, 10:46 AM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩১ পয়েন্টের মত।

তবে ঢাকায় লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রামে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৬৮৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের মঙ্গলবারের চেয়ে ২১ কোটি ৫৩ লাখ টাকা কম।

মঙ্গলবার এই বাজারে ৭০৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬ দশমিক ৪২ পয়েন্ট কমে পাঁচ হাজার ৫৫৫ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দুই দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৭৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক  ১.০১ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৫৫ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৫৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৪৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

বুধবার সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২২৩ দশমিক ৯৫ পয়েন্টে।

এই বাজারে লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।