ডিএসইতে লেনদেন ৬০০ কোটি টাকার নিচে

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৬০০ কোটি টাকার নিচে নেমে এসেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2017, 12:23 PM
Updated : 13 April 2017, 12:23 PM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে মূল্যসূচক প্রায় অপরিবর্তিত থাকলেও হাতবদল হয়েছে ৫৯৫ কোটি ৭৯ লাখ লাখ টাকার শেয়ার।

এই অংক আগের দিনের চেয়ে ১২০ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে ৭১৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২২ দশমিক ৫০ পয়েন্ট। লেনদেন হয়েছে ৪৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক দশমিক ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪৫ দশমিক ৮৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৪ দশমিক ৮৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৭ দশমিক ৩৩ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে বৃহস্পতিবার ৪৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৭২ দশমিক ৩২ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টি দর।