ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 11:33 AM
Updated : 19 March 2017, 11:33 AM

রোববার লেনদেন শেষে কোম্পানিটির দর আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়, বৃহস্পতিবার আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ডের সমাপনী দর ছিল ২১ টাকা ৮০ পয়সা। রোববার দিন শেষে তা দাঁড়িয়েছে ২৩ টাকা ৯০ পয়সায়।

এদিন দরবৃদ্ধির তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স।কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস (৬ দশমিক ৭৯ শতাংশ), প্রগতি ইন্সুরেন্স(৫ দশমিক ৬৯ শতাংশ), এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট (৪ দশমিক ৯৭ শতাংশ), সাইফ পাওয়ারটেক (৪ দশমিক ৩৯ শতাংশ), এসিআই ফর্মুলেশনস (৪ দশমিক ৩৪ শতাংশ), তাকাফুল ইসলামী ইন্সুরেন্স(৪ দশমিক ২৫ শতাংশ), ডেল্টা স্পিনিং (৪ দশমিক ২৪ শতাংশ) এবং ফারইস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (৪ দশমিক ০৫ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।