সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 10:37 AM
Updated : 16 March 2017, 10:37 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৭৫ পয়েন্টের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৯৬৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৮ কোটি ৪৬ লাখ টাকা কম।

বুধবার এই বাজারে ৯৭২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির দর।

দিন শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭০১ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৫৯ পয়েন্টে।

অন্যদিকে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭০৫ দশমিক ৪৪ পয়েন্টে।  মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার।

এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

৫৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে ৫৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।