আইপিডিসির ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৩০০ কোটি টাকার ‘জিরো কুপন’ বন্ডের প্রস্তাব অনুমোদন দিয়েছে বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 02:23 PM
Updated : 15 March 2017, 02:56 PM

এই বন্ডের মেয়াদ হবে পাঁচ বছর।

বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হক সভায় সভাপতিত্ব করেন।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে বন্ডটি অরূপান্তরযোগ্য। এই বন্ডটি পাঁচ বছরে সম্পূর্ণ অবসায়ন হবে, যা বাণিজ্যিক ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট হাউজ, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরা প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করতে পারবে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ‘হাই কস্ট ডিপোজিট রিপ্লেসমেন্ট’ এবং ‘লেন্ড ফর লংগার টার্ম’ খাতে ব্যয় করবে।

বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এর ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে সিটি ব্যাংক দায়িত্ব পালন করছে। আর ট্রাস্টি হিসেবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।