৫০০% নগদ লভ্যাংশ ঘোষণা গ্ল্যাক্সোস্মিথক্লাইনের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2017, 10:31 AM
Updated : 5 March 2017, 10:31 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

অর্থাৎ কারও কাছে যদি এ কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ার থাকে, তবে তিনি ৫০০০ টাকা পাবেন।

রোববার শেয়ারটি ১৫৬০ টাকার ঘরে লেনদেন হচ্ছিল ফলে এর লভ্যাংশ থেকে প্রকৃত মুনাফা হয়েছে ৩.২১ শতাংশ।     

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৩ টাকা ৫১ পয়সা।

এসময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১৪ টাকা ৬৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ।