পুঁজিবাজারে সূচক পতন

সপ্তাহের প্রথম দিন সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2017, 09:05 AM
Updated : 5 March 2017, 09:07 AM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স রোববার প্রায় ১৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭৩ পয়েন্ট হয়েছে।

এ কাজারে ৮৩০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪.৫৩ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৮৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৫ পয়েন্ট কমে ১৭ হাজার ২৬৭ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২১ দশমিক ১৪ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির দাম।