প্রিমিয়াম সিকিউরিটিজের মামলায় সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ

১৯৯৬ সালে শেয়ার কারসাজিতে প্রিমিয়াম সিকিউরিটিজের মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও তাদেরকে জেরা সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 12:51 PM
Updated : 1 March 2017, 12:51 PM

শেয়ারবাজার-সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে গঠন করা বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ পরে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৮ মার্চ দিন রেখেছেন।

বিএসইসির প্যানেল আইনজীবী মাসুদ রানা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, “এরপরে রায়ের জন্য শুধু যুক্তিতর্ক পর্ব বাকি থাকবে। এ হিসাবে মামলাটির রায় দ্রুত পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।”

এর আগে ১৮ জানুয়ারি এ মামলার অপর ৩ সাক্ষী ডিএসইর মহা-ব্যবস্থাপক রুহুল খালেক, সিনিয়র এক্সিকিউটিভ দেলোয়ার হোসেন ও বিএসইসির সহকারী পরিচালক এনামুল হককে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।

এদিকে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে মামলার আসামি মশিউর রহমান ও আনু জায়গীরদারের বিচারকাজ বন্ধ রয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন- এম এ রউফ চৌধুরী ও সাঈদ এইচ চৌধুরী।

আসামিরা প্রিমিয়াম সিকিউরিটিজের নামে ১৯৯৬ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রতারণার মাধ্যমে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন করেছেন।

আসামিদের এ ধরনের কার্যকলাপ সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি করেছে, যার পরিপ্রেক্ষিতে বিএসইসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ-১৯৬৯ এর ২১ ধারায় গঠিত তদন্ত কমিটি ১৯৯৭ সালের ২৭ মার্চ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদনে আসামিরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ-১৯৬৯ এর ১৭ ধারার ই(২) বিধান লঙ্ঘন করেছেন বলে উল্লেখ করা হয়।

আর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশের ২৪ ধারার অধীনে আসামিদের শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।