আইন ভঙ্গ: মিরর ফাইন্যান্সিয়ালকে জরিমানা

আইন ভঙ্গের দায়ে মিরর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 12:23 PM
Updated : 1 March 2017, 12:23 PM

মঙ্গলবার  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসইসি।

প্রতিষ্ঠানটি ডিপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট যথা সময়ে নবায়ন না করার পাশাপাশি শাখা ব্যবস্থাপক ও কমপ্লায়েন্স অফিসার রাখেনি এবং চুক্তি মোতাবেক অফিস স্পেস ব্যবহার করেনি।

এছাড়া প্রতিষ্ঠানটিতে ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেনে মার্জিন প্রদান করেছে।

হিসাব বিবরণীতে মার্জিন ঋণের সুদ সঠিকভাবেও দেখানো হয়নি। ৫ লাখ টাকার ওপরে নগদ লেনদেন করা হয়েছে। মাসিক নিট ক্যাপিটাল ঠিকভাবে প্রস্তুত করা হয়নি।

এসব বিষয়ে আইন ভঙ্গ করার দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।