দর পতনের শীর্ষে আরএন স্পিনিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে আরএন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2017, 10:58 AM
Updated : 16 Feb 2017, 10:58 AM

বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ।

বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, বুধবার আরএন স্পিনিং মিলস লি: এর সমাপনী মূল্য ছিল ৩২.৩০ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৩০.৬০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লি:। কোম্পানিটির দর কমেছে ৩ দশমিক ৮৫ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে কে এন্ড কিউ (বাংলাদেশ) লি: (৩.৫৯%), গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লি: (৩.৪৪%), গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লি: (৩.০৩%), বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লি: (২.৮০%), প্রাইম ফাইন্যান্স অ‌্যান্ড ইনভেস্টমেন্ট লি: (২.৭৫%), কন্টিনেন্টাল ইন্সুরেন্স লি: (২.৭৪%), আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড (২.৫২%) এবং হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড (২.৪৬%)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।