একদিন পরই ঘুরে দাঁড়িয়েছে বাজার

দরপতনের পরদিনই আবার ঘুরে দাঁড়িয়েছে দেশের দুই পুঁজিবাজার। সপ্তাহের শেষ দিনে সূচক এবং লেনদেন দুইই বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2017, 09:50 AM
Updated : 16 Feb 2017, 09:50 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৯১ পয়েন্ট হয়েছে।

এদিন ডিএসইতে এক হাজার ৬২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে এক শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির দাম।

অন‌্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৩০৯ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে তিন শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।

এর আগে টানা সাতদিন পুঁজিবাজারে সূচক ও লেনদেন বাড়ার পর বুধবার দরপতন ঘটেছে।

ওইদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮০ পয়েন্ট হয়।

লেনদেন হয় এক হাজার ৫৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১০ দশমিক ২৩ শতাংশ কম ছিল।

অন্যদিকে বুধবার আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৮ পয়েন্ট কমে ১৭ হাজার ২৮৮ পয়েন্টে স্থির হয়।

এ বাজারে লেনদেন হয় ৬১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১১ দশমিক ২৬ শতাংশ কম।