ছয় মাসে ৫% লভ্যাংশ দেবে রিজেন্ট টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2016, 10:22 AM
Updated : 16 Oct 2016, 10:28 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ছায় মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ ৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ নগদ হিসেবে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ডিসেম্বরে শেষ হওয়া বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেয়।

২৭ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে।এর জন্য ৭ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।