ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া শেয়ারের মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইস্টার্ন লুব্রিকেন্টসের।
Published : 22 Mar 2016, 06:44 PM
মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ।
সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।
ডিএসইর ওয়েবসাইটে জানা গেছে, সোমবার ইস্টার্ন লুব্রিকেন্টসের সমাপনী মূল্য ছিল ৭২৩.৭০ টাকা। মঙ্গলবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৭৭৭.৯০ টাকা।
এরপর রয়েছে যথাক্রমে লিব্রা ইনফিউশন (৫ দশমিক ৬৬ শতাংশ), জেমিনী সী ফুড (৪ দশমিক ৮৬ শতাংশ), লিগেসী ফুট (৪ দশমিক ৫৩ শতাংশ), কেয়া কসমেটিকস (৪ দশমিক ০৮ শতাংশ), আনোয়ার গ্যালভানাইজিং (৩ দশমিক ৭৪ শতাংশ), অ্যাম্বী ফার্মা (৩ দশমিক ৬০ শতাংশ), আইসিবি সোনালি ১ (৩ দশমিক ৪৫ শতাংশ) এবং ইস্টার্ন হাউজিং (৩ দশমিক ২৭ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।