কোম্পানির আধুনিকায়ন, পুনর্বিন্যাস, সংস্কার ও সম্প্রসারণে (বিএমআরই) নতুন পরিকল্পনা নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিম টেক্সটাইল।
Published : 22 Mar 2016, 06:14 PM
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
কোম্পানির উৎপাদন ক্ষমতা ২৬৫.২০ লাখ ইয়ার্ড থেকে ৪৯৯.২০ লাখ ইয়ার্ডে উন্নীত করার লক্ষ্য ঠিক করেছে রহিম টেক্সটাইল।
কোম্পানিটি জমি কিনবে, নতুন ভবন নির্মাণ এবং নতুন যন্ত্রপাতি স্থাপন করবে কারখানায়। আর এতে মোট ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৫৩ লাখ টাকা।
নতুন প্রকল্প বাস্তবায়নে কোম্পানি নিজস্ব তহবিল এবং ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থের জোগান দেবে।
এর আগে কোম্পানিটি ৩৫ কোটি টাকার বিএমআরই পরিকল্পনা গ্রহণ করে এবং এ বাবদ ১৬ কোটি ৮ লাখ টাকা ব্যয়ও করেছে।
তবে অর্ধেক টাকা ব্যয় হওয়ার পর মাঝপথেই তা বাতিল করে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
এদিকে আগের বিএমআরই বাস্তবায়নে ৫৯ লাখ ৩৮ হাজার মূল্যের পরিত্যক্ত পুরাতন প্ল্যান্ট ও মেশিনারি ধ্বংস করার প্রস্তাবও কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গৃহীত হয়েছে।