অস্বাভাবিকভাবে বাড়ছে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারে দাম

কয়েক দিন ধরে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ওয়েল্ডিং।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2016, 08:07 AM
Updated : 7 Jan 2016, 08:07 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

৩১ ডিসেম্বর বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের দর ছিল ১৬ টাকা ৭ পয়সা। চার দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৩০ পয়সায়।

এ দর বৃদ্ধিকে অস্বাভাবিক ধরে নিয়ে ডিএসই কর্তৃপক্ষ কারণ জানতে চাইলে এ জবাব দিয়েছে কোম্পানিটি।

দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য রয়েছে কি না তা জানতে চেয়ে ৬ জানুয়ারি কোম্পানিকে চিঠি দেয় ডিএসই।

চিঠির জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য তাদের কাছে নেই।