মেসির গোল্ডেন বলে অবাক ব্লাটারও

বিশ্বকাপে ব্যক্তিগত অর্জন নয়, শিরোপাই লক্ষ্য ছিল লিওনেল মেসির। তা পূরণ হয়নি, পেয়েছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার, তাতে কাটেনি হতাশা। এখন আবার শুনতে হচ্ছে গোল্ডেন বলও না কি প্রাপ্য ছিল না তার, বিস্মিতদের তালিকায় আছে ফিফা প্রধান জেপ ব্লাটারেরও নাম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2014, 05:36 PM
Updated : 14 July 2014, 05:36 PM

গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে চারটি গোল করে দলকে নকআউট পর্বে তুলে আনতে মূলত একাই ভূমিকা রাখেন আর্জেন্টিনার এই তারকা।

সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একমাত্র গোলটির উৎসও ছিলেন মেসি। টানা চার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন ফুটবলের এই মহাতারকা।

মাঝে নেদারল্যান্ডসের বিপক্ষে সেমি-ফাইনালে নিষ্প্রভ থাকলেও পুরো টুর্নামেন্টে তার পারফরম্যান্সের বিচারে সেরা খেলোয়াড়ের বিবেচনায় সবসময় উজ্জ্বল ছিলেন টানা চারবারের ফিফা বর্ষসেরা এই তারকা।

তবে ব্লাটার বুঝি অন্য কাউকে আশা করেছিলেন।

“মেসিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে দেখে আমি কিছুটা অবাক হয়েছি।” ফাইনাল শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ব্লাটার।

মেসি বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় বিস্ময় প্রকাশ করেন কিংবদন্তি দিয়েগো মারাদোনাও।