গোল্ডেন বল মেসিরই প্রাপ্য: সাবেইয়া

দিয়েগো মারাদোনা প্রশ্ন তুলতে পারেন। কিন্তু ডাগআউটে বসে লিওনেল মেসির খেলা দেখা আর্জেন্টিনা কোচ আলেহান্দ্রো সাবেইয়া বললেন, গোল্ডেন বল মেসিরই প্রাপ্য।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2014, 05:08 PM
Updated : 14 July 2014, 05:16 PM

আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে ৪টি গোল করেন মেসি। চার বার ম্যাচ সেরার স্বীকৃতিও পান তিনি। জার্মানির বিপক্ষে মারাকানা স্টেডিয়ামে রোববারের ফাইনালে মেসি তার মতো খেলতে না পারলেও টুর্নামেন্ট সেরার পুরস্কারটা তার অধিকারেই গেছে।

মেসির এই পুরস্কার জয় নিয়ে কোনো সংশয়ই ছিল না তার কোচ সাবেইয়ার।

"দারুণ একটা বিশ্বকাপ কেটেছে মেসির। আমাদের এখানে নিয়ে এসেছে সে-ই।"

অনেকেরই বিশ্বাস ছিল, এই বিশ্বকাপটা জিতলে বিশ্ব ফুটবলে অমরত্ব পাবেন মেসি। এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারলে মেসি পেলে-মারাদানোর পাশে নাম লেখাতে পারবেন বলেও উল্লেখ করেছিলেন অনেকে।

সাবেইয়া কি মনে করেন, বিশ্বকাপটা জিততে না পারায় মেসি একটু পিছিয়ে পড়লেন?

আর্জেন্টিনা কোচ এটা মনে করেন না, "আমার মনে হয় মেসি সেরাদের সেরার কাতারে আরো আগেই উঠে গেছে।"