মেসির গোল্ডেন বলে মারাদোনার বিস্ময়!

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও হাসি ফোটাতে পারেনি শিরোপার স্বপ্ন দেখে আসা লিওনেল মেসির। এখন তারই স্বদেশি ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা বলছেন গোল্ডেন বল প্রাপ্য নয় আর্জেন্টিনার অধিনায়কের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2014, 03:31 PM
Updated : 14 July 2014, 06:01 PM

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনা ১-০ গোলে হারলেও গোল্ডেন বল জেতেন চারবারের বর্ষসেরা ফুটবলার মেসি।

মেসিকে এ পুরস্কার দেয়ার জন্য ফিফার ওপর এক হাত নিলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক মারাদোনা।

“আমি মেসিকে বিশ্ব ব্রহ্মাণ্ড দিয়ে দিতাম। কিন্তু মার্কেটিংয়ের লোকজন যখন চায় সে এমন কিছু জিতুক যা তার (প্রাপ্য) নয়, তখন তা অন্যায়।”

গ্রুপ পর্বে তিন ম্যাচে চার গোল করেন মেসি। টানা চার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন ফুটবলের এই মহাতারকা।

সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একমাত্র গোলটির উৎসও ছিলেন মেসি। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে সেমি-ফাইনালে নিষ্প্রভ ছিলেন তিনি।

১৯৮৬ সালে জার্মানিকেই হারিয়ে আর্জেন্টিনাকে দুই শিরোপার শেষটি এনে দিয়েছিলেন মারাদোনা। সেই আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জিতেছিলেন তিনি।

জার্মানির কাছে হারলেও মারাদোনা মনে করেন, দেশকে গর্বিত করার মতো ফুটবল ফাইনালে খেলেছে আর্জেন্টিনা।

“রক্ষণভাগে একটি ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে জিতেছে জার্মানি। কিন্তু কখনোই ওরা আমাদের চেয়ে ভালো খেলেনি। ওরা আমাদের অনেক সম্মান দেখিয়েছে আর ছেলেরা মাঠে তা অর্জন করে নিয়েছে।”