প্রথমার্ধের দেওয়া দুই গোলে জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা। কিন্তু বাঁধ সাধেন কিলিয়ান এমবাপে। দুই মিনিটে দুই গোলে ফ্রান্সকে লড়াইয়ে ধরে রাখলেন এই তারকা ফরোয়ার্ড। অতিরিক্ত সময়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোলে আবার আর্জেন্টিনাকে লিড এনে দিলেন। শেষ মুহূর্তে হ্যাটট্রিক করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে গেলেন এমবাপে। পেনাল্টি শুটআউটে ফরাসিদের হ্রদয় ভেঙে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল মেসির আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে গত রোববারের ফাইনালে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতেছে লিওনেল স্কালোনির দল। ছবি: রয়টার্স
Published : 19 Dec 2022, 01:05 AM