বার্সেলোনায় মেসুত ওজিল

লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা আক্রমণভাগের শক্তি বাড়ানোর পর এবার নজর দিয়েছে মাঝ-মাঠের দিকে। তাই জার্মান ক্লাব ওয়ের্ডার ব্রেমেন থেকে মেসুত ওজিলকে দলে ভিড়িয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2010, 08:17 AM
Updated : 10 August 2010, 08:17 AM
ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা আক্রমণভাগের শক্তি বাড়ানোর পর এবার নজর দিয়েছে মাঝ-মাঠের দিকে। তাই জার্মান ক্লাব ওয়ের্ডার ব্রেমেন থেকে মেসুত ওজিলকে দলে ভিড়িয়েছে তারা।
এর আগে আক্রমণভাগের শক্তি বাড়ানোর জন্য ভালেন্সিয়া থেকে দলে নেয়া হয় বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলদাতাদের একজন ডেভিড ভিয়াকে।
স্পেনের একটি পত্রিকা জানিয়েছে, বার্সেলোনার সঙ্গে চার বছরের জন্য চুক্তি করেছেন ২১ বছর বয়সী মাঝ-মাঠের খেলোয়াড় ওজিল। তিনি বছরে পারিশ্রমিক পাবেন ১০ মিলিয়ন ইউরো। ওজিলকে দলে টানার চেষ্টা করেছিল বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। এছাড়া ইংল্যান্ডের ক্লাব আর্সেনালও উঠেপড়ে লেগেছিল ওজিলকে পাওয়ার জন্য।
ওজিল ওয়ের্ডার ব্রেমেনে যোগ দেন ২০০৮ সালে। তার সঙ্গে ব্রেমেনের চুক্তি ছিল ২০১১ সাল পর্যন্ত। তাই বার্সার কাছ থেকে ক্ষতিপূরণ পেয়েছে ব্রেমেন।
গত মৌসুমে বুন্ডেসলিগায় তৃতীয় স্থান দখল করেছিল ব্রেমেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯১৭ ঘ.