স্পেন-নেদারল্যান্ডসকে ফিফার জরিমানা

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন ও রানার-আপ নেদারল্যান্ডসকে ফাইনাল ম্যাচে নিয়ম ভঙ্গের দায়ে জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2010, 08:19 AM
Updated : 3 August 2010, 08:19 AM
লন্ডন, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন ও রানার-আপ নেদারল্যান্ডসকে ফাইনাল ম্যাচে নিয়ম ভঙ্গের দায়ে জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
ফিফা ডাচ ফেডারেশনকে জরিমানা করেছে ৯০৮০ পাউন্ড আর স্প্যানিশ অ্যাসোসিয়েশনকে ৬০৫৩ পাউন্ড।
দক্ষিণ আফ্রিকার সেই মেজাজ গরম করা ফাইনাল ম্যাচে ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েব আট জন ডাচ খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়েছিলেন। আর ডাচ রক্ষণভাগের খেলোয়াড় হেইটিঙ্গাকে লাল কার্ড দিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেছিলেন।
স্পেনের পাঁচজন খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও অতিরিক্ত সময়ে ইনিয়েস্তার লক্ষ্যভেদে ১-০ গোলে জয় পায় তারা।
ডাচ মাঝমাঠের খেলোয়াড় নাইজেল ডি জং 'কুং ফু' স্টাইলে লাথি মেরে বসেছিলেন