- প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ এক বছর পিছিয়ে গেছে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতাটি।
- করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মাঠে খেলা নেই, অনুশীলনও বন্ধ। খেলোয়াড়দের ফিটনেস নেই শীর্ষ পর্যায়ে। আশরাফুল ইসলাম রানা তাই সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাওয়ায় লাভ দেখছেন। জাতীয় দলের এই গোলরক্ষক জানালেন, সামনের সময়ে ঠিকঠাক প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন তারা।
- করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন নিয়ে শঙ্কা ছিল। সেটিই শেষ পর্যন্ত হলো সত্যি। পিছিয়ে গেল দক্ষিণ এশিয়ার ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতা। টুর্নামেন্টটি হবে আগামী বছর।
- প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এরই মধ্যে বিশ্বের অনেক দেশে খেলাধুলা স্থগিত হয়ে গেছে। এর প্রভাব পড়তে পারে সাফ চ্যাম্পিয়নশিপে। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর নির্ধারিত সময়ে শুরু নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
- সাফ চ্যাম্পিয়নশিপে আধিপত্য ধরে রাখল ভারতের মেয়েরা। নেপালকে তাদের মাঠে হারিয়েই পঞ্চম শিরোপা জিতেছে তারা।
- বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের মেয়েরা সাফল্য পায় হরহামেশাই। কিন্তু সিনিয়র পর্যায়ে দল ছোটে উল্টো পথে। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরে সেমি-ফাইনাল থেকে বাংলাদেশ বাদ পড়ার পর ব্যর্থতার কারণ হিসেবে বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি জানালেন বয়সভিত্তিক দলে সাফল্য পাওয়া তরুণ খেলোয়াড়দের ওপর জাতীয় দলে অতি নির্ভরতার কথা।
- এ ম্যাচেও বাংলাদেশ প্রথম গোল হজম করল গোলরক্ষক রুপনা চাকমার ভুলে। ভারতের খেলোয়াড়দের গতি ঠিকমতো বুঝতে না পেরে নিজেদের পোস্ট অরক্ষিত রেখে পরের দুই গোল খেল দল। এরপর যোগ করা সময়ে হারের ব্যবধান বাড়ল আরও। ম্যাচ শেষে ভুলগুলো স্বীকার করে নিয়ে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন সময় চাইলেন আরও।
- প্রথমার্ধে তিন গোল খেয়ে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শক্তিশালী ভারতের কাছে হেরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শেষ চার থেকে ছিটকে গেছে বাংলাদেশ।
- ভারতের বিপক্ষে প্রাণবাজি লড়াইয়ের পণ মেয়েদের। গোলাম রব্বানী ছোটনও বাঁচা-মরার লড়াইয়ে জিততে প্রতিপক্ষকে চার ফরোয়ার্ড দিয়ে আক্রমণের ছক কষছেন। সাবিনা খাতুন, সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার ও সানজিদা খাতুন-এই চারজনকে ভারতের রক্ষণে আক্রমণ শানাতে পাঠাবেন বাংলাদেশ কোচ।
- শক্তিশালী ও অভিজ্ঞ-ভারতকে নিয়ে এই দুই শব্দ বাংলাদেশের কোচ, খেলোয়াড়দের মুখে মুখে ফিরছে। শোনা কথার ভিড়ে ব্যতিক্রম কিছুই শোনালেন সাবিনা খাতুন। সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল সামনে রেখে অধিনায়ক দলকে মনে করিয়ে দিচ্ছেন জাপান, দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী নয় ভারত। তাই তাদেরকে ভয় পাওয়ারও কিছু নেই।
- ভারতের বিপক্ষে খেলা নয় ম্যাচে হার আটটি; ড্র একটি। বাংলাদেশের ওপর ভারতের আধিপত্য বোঝাতে পরিসংখ্যানটুকুই যথেষ্ট। তবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের চারবারের সেরাদের শক্তিশালী মানলেও কৃষ্ণা-স্বপ্নারা প্রত্যয়ী কণ্ঠে জানালেন পরিসংখ্যানের পাতায় একটি জয় লেখার মতো আত্মবিশ্বাস আছে তাদের।
- রোববার রাতে টিম হোটেলে কোচের প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন দলের সবাই। পরে আলাদা বৈঠক হয়েছে শুধু ডিফেন্ডারদের নিয়ে। সোমবার অনুশীলন শেষে ডিফেন্ডার আঁখি খাতুনও জানালেন, নেপালের বিপক্ষে ম্যাচে করা ভুলগুলো তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে ভালোভাবে। প্রতিশ্রুতি দিলেন সেমি-ফাইনালে ভুলের পুনরাবৃত্তি না করার।
- শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য সুখবর কৃষ্ণা রানী সরকারের চোট থেকে সেরে ওঠা। নির্ভরযোগ্য এই মিডফিল্ডারও উন্মুখ হয়ে আছেন সেমি-ফাইনালে শুরু থেকে খেলতে।
- পল স্মলি ‘২৫ মিনিটের ভুল’ বললেও মূলত নেপাল ম্যাচের শুরুর ২৮ মিনিটে খাওয়া তিন গোল নিয়েই হচ্ছে যত আলোচনা। তাতে চাপা পড়ে যাচ্ছে বাকিটা সময়ে মাসুরা পারভীন-রুপনা চাকমাদের দারুণ প্রতিরোধ, সিরাত জাহান স্বপ্নার শটে বল ক্রসবার কাঁপিয়ে ফিরে আসার মুহূর্তগুলো। বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্রেটেজিক ডিরেক্টর স্মলি ভাবতে চান ‘ভালো সময়টুকু’ নিয়ে। ভারতের বিপক্ষে সেমি-ফাইনাল সামনে রেখে দল ওই ভুল থেকে শিখেছে বলেও মনে করেন এই অস্ট্রেলিয়ান।
- নেপাল চ্যালেঞ্জ জেতা হয়নি; কিন্তু সেই হতাশায় মুষড়ে পড়ছে না দল। বরং নব উদ্যমে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল খেলার প্রত্যাশা বাংলাদেশের। মিডফিল্ডার মনিকা চাকমাও আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন, নেপাল ম্যাচের ব্যর্থতা ভুলে ফাইনালে ওঠার লড়াই নতুন পরিকল্পনা নিয়ে খেলবেন তারা।
- শক্তিশালী ভারতের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া অনুমিতই ছিল। হয়েছেও সেটা। বর্তমান চ্যাম্পিয়নদেরই তাই সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেল নিজেদের গ্রুপের রানার্সআপ হওয়া বাংলাদেশ।
- পঞ্চম মিনিটে আত্মঘাতী গোল করলেন মাসুরা পারভীন। দ্বিতীয় গোল হজম মাসুরা-রুপনা চাকমার বোঝাপড়ার ঘাটতিতে। তৃতীয় গোলটি মাঞ্জালী কুমারী করলেন আঁখি খাতুনকে বোকা বানিয়ে। নেপালের কাছে হারের পর বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন তাই দায় দিলেন ডিফেন্ডারদের।
- সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে আসতে পারল না বাংলাদেশ। মাসুরা পারভীনের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর দল হজম করল আরও দুই গোল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে না পারা বাংলাদেশ হারল বড় ব্যবধানে।
- সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাস তো বটেই জাতীয় দলের কোনো লড়াইয়ে নেপালের বিপক্ষে জয়ের হাসি নেই বাংলাদেশের মেয়েদের। পরিসংখ্যানের পাতায় যা একটু স্বস্তি আছে, তা গত নভেম্বরে অলিম্পিক বাছাইয়ে পিছিয়ে পড়ে করা ড্র নিয়ে। মিয়ানমারের ওই ড্র থেকে অনুপ্রেরণা নিতে চাইছে বাংলাদেশ। প্রতিপক্ষের মাঠে, স্থানীয় দর্শকের সামনে খেলার প্রতিকূলতা জয় করে বেরিয়ে আসতে চাইছে ব্যর্থতার বৃত্ত থেকে।
- গত অলিম্পিক বাছাইয়ে কর্নার থেকে নেপালের জালে গোল করেছিলেন মনিকা চাকমা। কোচ গোলাম রব্বানী ছোটন, বাফুফের টেকনিক্যাল অ্যান্ড স্ট্যাটেজিক ডিরেক্টর পল স্মলির চোখে তাই অন্যতম নির্ভরতার নাম এই মিডফিল্ডার। স্বাভাবিকভাবে নেপাল ম্যাচে তার দিকে তাকিয়ে থাকবে দল। ১৬ বছর বয়সী এই খেলোয়াড়ও দিলেন মাঝমাঠ আগলে রাখার প্রতিশ্রুতি। জানালেন প্রতিপক্ষের মাঠে খেলা তাদের জন্য চাপ হবে না।
- প্রতিপক্ষ এবার নেপাল। খেলাও তাদের মাঠে; স্থানীয় দর্শকের সামনে। বিষয়টা যে চ্যালেঞ্জিং তা মানছেন সাবিনা খাতুন। তবে নিজ দলের ওপর আস্থা রেখে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক ঘোষণা দিলেন লড়াইয়ের।
- ভুটানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে জাতীয় দলের হয়ে গোলের খাতা খুললেন মিশরাত জাহান মৌসুমী। গোলের জন্য হাসফাস করতে থাকা দলও হাফ ছেড়ে বাঁচল। কিন্তু ম্যাচ শেষে নিজের প্রথম গোলের আনন্দের সঙ্গে আক্ষেপও জানালেন ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার।
- ম্যাচ শেষের বাঁশি বাজার পর সাবিনা-মৌসুমীরা কেউ নেচে উঠলেন না জয়ের আনন্দে। প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোর সৌজন্যতাটুকু সারার পর উৎসবহীনভাবে মাঠ ছাড়ল বাংলাদেশ দল! ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন, সহ-অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী যদিও বললেন জিতে খুশি তারা। কিন্তু ‘প্রত্যাশিত গোল’ না পাওয়ার হতাশা আড়াল করতে পারেননি দুজনের কেউই।
- ভারতকে যেন ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ধরেই নিয়েছে বাংলাদেশ! তাই ভুটানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের আগে কোচ-খেলোয়াড়দের মনে ঘুরে ফিরে আসছে সেমি-ফাইনালে ভারতকে এড়ানোর ভাবনা! তবে দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মিশরাত জাহান মৌসুমী জানালেন শিরোপাধারীদের এড়ানোর ভাবনা থাকলেও এ জন্য ভুটান ম্যাচ নিয়ে চাপ নিবেন না তারা।
- মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পথচলা যতদিনের, ঠিক ততদিনের পথচলা সাবিনা খাতুনেরও! পঞ্চম আসরে খেলতে নামার অপেক্ষায় থাকা ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড তাই অনুভব করছেন বাড়তি রোমাঞ্চ। প্রতিশ্রুতি দিচ্ছেন অভিজ্ঞতার ডালা মেলে ধরে দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেওয়ার।
- সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় জয়ের গল্পটি ভুটানের বিপক্ষেই লেখা। ২০১০ সালের প্রথম আসরে কক্সবাজারে গ্রুপ পর্বে ৯-০ গোলে জিতেছিল মেয়েরা। নেপালের বিরাটনগরে এবার সেই ভুটানকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার লক্ষ্য বাংলাদেশের।
- গত সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ খেলে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ মহিলা ফুটবল দল। মাঝের দুই বছরে সাবিনা-মারিয়াদের বয়স এবং অভিজ্ঞতা বাড়ায় এবারের সাফ নিয়ে প্রত্যাশা আরও বেশি হওয়াই স্বাভাবিক। তবে কোচ গোলাম রব্বানী ছোটন প্রত্যাশার চাপ না নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন আরও ভালো খেলার। জানালেন সেমি-ফাইনালে শক্তিশালী ভারতকে এড়ানোর জন্য গ্রুপ পর্ব নিয়ে পরিকল্পনা থাকার কথাও।
- প্রথমার্ধে ইব্রাহিম হুসেইন এগিয়ে নিলেন দলকে। দ্বিতীয়ার্ধে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করলেন আলি ফাসির। ভারতের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে শিরোপা উৎসব করল মালদ্বীপ।
- পুরো শক্তির নয়, জাতীয় দলের নামে মূলত অনূর্ধ্ব-২৩ দল নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার মিশনে এসেছে ভারত। দাপটের সঙ্গে ফাইনালে ওঠা দলটি মুকুট ধরে রাখতে উন্মুখ হয়ে আছে। অন্যদিকে মালদ্বীপ কোচের দাবি তার দলটি মূলত ‘সেমি-প্রফেশনাল’! তবে ফাইনাল সামনে রেখে পিটার সেগ্রেট ঠিকই জানালেন ভারতকে হারিয়ে সাফের মুকুট ফিরে পেতে চান তিনি।
- গতবার গ্রুপ পর্বেই মুখোমুখি হতে হয়েছিল শক্তিশালী ভারতের। এবারের সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল, ভুটান ও পাকিস্তান।
- প্রথমার্ধে ভারতকে আটকে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে পারেনি পাকিস্তান। মানভির সিংয়ের নৈপুণ্যে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত।
- অধিকাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আক্রমণে এগিয়ে থেকেও পারল না নেপাল। প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলা মালদ্বীপ সুযোগগুলো কাজে লাগিয়ে দারুণ জয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে।
- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে উত্তাপ ছড়াচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ। মুকুট ধরে রাখার মঞ্চে উঠতে মুখিয়ে আছে ভারত। প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে উঠতে প্রত্যয়ী পাকিস্তান।
- গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ড্রই যথেষ্ট ছিল ভারতের জন্য। মালদ্বীপকে হারিয়ে শতভাগ জয় নিয়ে সেরা চারে উঠেছে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাধারীরা।
- শক্ত ভিতের উপর থেকে দলের বিদায়টা হলো যার হাস্যকর ভুলে, সেই গোলরক্ষক শহীদুল আলম সোহেলের পাশে দাঁড়িয়েছেন জেমি ডে। তবে নেপালের কাছে হেরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ার হতাশা আড়াল করেননি বাংলাদেশ কোচ।
- টানা দুই জয়ে জেগেছিল দারুণ সম্ভাবনা। কিন্তু নেপালের বিপক্ষে গোলরক্ষক শহীদুল আলম সোহেলের হাস্যকর ভুলে তা শেষ হয়ে গেল! নিজেদের মাঠে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকেই দর্শক হয়ে গেল বাংলাদেশ।
- শেষ দিকে যা একটু প্রতিরোধ গড়ল ভুটান। কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। প্রথমার্ধে জোড়া গোল করে চালকের আসনে বসা পাকিস্তান শেষ দিকে আরও একটি করে অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে।
- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে রুখে দিয়েছে শ্রীলঙ্কা। আর এই ড্রয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমি-ফাইনালে উঠে গেছে ভারত।
- টানা দুই জয়ে সেমি-ফাইনালের পথে বাংলাদেশ। অন্যদিকে, পাকিস্তানের কাছে হারের পর ভুটানকে গুঁড়িয়ে দিয়ে আশা বাঁচিয়ে রেখেছে নেপাল। সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই ঘুরে দাঁড়ানো নেপালকে সমীহ করছেন জেমি ডে। তবে শেষ বাধা পেরিয়ে সেরা চারে উঠতে উন্মুখ হয়ে আছেন বাংলাদেশ কোচ।
- বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আক্রমণ জোরালো হচ্ছিল না। তাই কাঙিক্ষত গোলের দেখা মিলল ম্যাচের শেষ দিকে এসে। পাকিস্তানকে হারানোর পর শিষ্যদের প্রশংসায় ভাসালেন জেমি ডে। জয়টা তাদের প্রাপ্য বলেই বিশ্বাস বাংলাদেশের কোচের।
- শেষ দিকে গোল হজম করে হারলেও বাংলাদেশের প্রশংসা করতে ভোলেননি জোসে আন্তোনিও নোহেইরা। প্রতিপক্ষ দলের মিডফিল্ডার জামাল ভূইয়া ও ফরোয়ার্ড সাদউদ্দিনের আলাদাভাবে প্রশংসা করেছেন পাকিস্তানের এই ব্রাজিলিয়ান কোচ।
- ম্যাচের শেষ দিকে হলো অপেক্ষার অবসান। তপু বর্মনের হেড ঠিকানা খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে গ্যালারিতে আসা ফুটবলপ্রেমীরা ফেটে পড়ল উল্লাসে। পাকিস্তানকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।
- ভুটানকে উড়িয়ে দিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল নেপাল।
- শুরুতে গোছালো ফুটবল খেললেও পরে ছন্দ হারানো শ্রীলঙ্কা পেরে ওঠেনি ভারতের সঙ্গে। স্বস্তির জয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার মিশন শুরু করেছে প্রতিযোগিতাটির সফলতম দলটি।
- ভুটানের বিপক্ষে মধুর প্রতিশোধ নিতে পারায় তপু-সুফিলদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে তাই আরও ভালো খেলে জয়ের জন্য উন্মুখ হয়ে আছে জেমি ডের দল।
- শারীরিক গড়নের দিক থেকে পাকিস্তানের খেলোয়াড়রা শক্তিশালী মেনে নিচ্ছেন জেমি ডে। তবে শারীরিক গড়ন যে সবসময় ফুটবল ম্যাচের ফল নির্ণায়ক নয়, তাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ। প্রত্যয়ী কণ্ঠে জানিয়েছেন, ভুটানকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাওয়া শুরুর ধারাবাহিকতা ধরে রাখতে চান।
- ভুটানকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরুর পর শিষ্যদের প্রশংসায় ভাসালেন জেমি ডে। জয়টা ভীষণ দরকার ছিল জানিয়ে বাংলাদেশ কোচ বললেন, ভুটানের বিপক্ষে ‘খুবই ভালো’ খেলেছে তপু-সুফিলরা।
- প্রথম আক্রমণেই দেখা মিলল পেনাল্টির। তপু বর্মনের লক্ষ্যভেদে উচ্ছ্বাসে ভাসল হাজারো সমর্থক। দ্বিতীয়ার্ধের শুরুতে মাহবুবুর রহমান সুফিলের দুর্দান্ত গোলে আবারও গ্যালারিতে উঠল আনন্দের ঢেউ। ভুটানের বিপক্ষে মধুর প্রতিশোধ নিয়ে বাংলাদেশ পেল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভসূচনা।
- ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা পাকিস্তান। শেষ দিকে সমতায় ফেরে নেপাল। কিন্তু যোগ করা সময়ের গোলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে তিন বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা দলটি।
- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন ভারত। শিরোপাধারী হিসেবে এবারও অন্যতম ফেভারিট তারা। দলটির কোচ স্টিভেন কন্সট্যানটিন ট্র্যাফিক জ্যামের কারণে সংবাদ সম্মেলনেই আসতে পারলেন না! বাকি ছয় কোচ এসেছিলেন; কিন্তু কেউই মুখ ফুটে বললেন না-চ্যাম্পিয়ন হতে চাই!
- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভুটানের ওপর বাংলাদেশের ছড়ি ঘোরানোর চিত্র। কিন্তু দুই দলের সর্বশেষ ম্যাচের স্মৃতি বাংলাদেশের জন্য যে ভীষণ হতাশার। তবে অতীতের সাফল্য-ব্যর্থতা নিয়ে ভাবছেন না জেমি ডে। নতুন টুর্নামেন্ট বলেই নতুন শুরুর দিন গুনছেন স্বাগতিক কোচ।
- সর্বশেষ এশিয়ান গেমসে নিয়মিত খেলা ১১ জনের থাকা মোটামুটি নিশ্চিতই ছিল। সঙ্গে আর নয় জন যোগ করে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য চূড়ান্ত দল দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে।
- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত সর্বশেষ শিরোপা জেতে সেই ২০০৩ সালে। নিজেদের মাঠে আরেকটি সাফ সামনে রেখে তাই জাতীয় দলের কোচ জেমি ডে বাড়তি অনুপ্রেরণা খুঁজছেন অতীত সাফল্যের মধ্যে।
- বল পজেশনে এগিয়ে থাকলেও জয়ের জন্য দরকারি গোলটা করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে হারের পর কোচ জেমি ডে জানালেন, কারো কারো কাছ থেকে সেরাটা পাননি তিনি।
- সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে খেলা প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।
- শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। দলের সবাই ফিট আছে বলে চাওয়া পূরণের ব্যাপারে আশাবাদী কোচ জেমি ডে।
- ২০১৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে বসবে সাফ চ্যাম্পিয়নশিপের আগামী আসর। সাত দল নিয়ে হতে যাওয়া এবারের প্রতিযোগিতায় অংশ নেবে না শিরোপাধারী আফগানিস্তান।
- লক্ষ্যটা ছিল ফাইনালে ওঠা। সেটা যে এত দাপটের সঙ্গে পূরণ হবে ভাবা যায়নি আগে। মালদ্বীপকে গুঁড়িয়ে দিয়েই মেয়েদের সাফ ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ‘উদযাপন ও বিয়ের কারণে চোট’, জবাব দিলেন হাসান
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- লাল কার্ড পাওয়া মেসির পাশেই কোচ
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- কোভিড-১৯: ঘোষণার সেই টাকা চান ১০ হাজার পুলিশ সদস্য
- পরের সিরিজের ভাবনায় একাদশে ৩ পেসার
- ভারতে কোভিড-১৯ টিকা পাওয়া ৪৪৭ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক