- দল পুনরুদ্ধার করেছে লিগ ওয়ানের শ্রেষ্ঠত্ব। নতুন ক্লাবে প্রথম মৌসুমেই পেয়েছেন লিগ শিরোপা জয়ের স্বাদ। তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অনেকটা সময় আধিপত্য করেও হেরে যাওয়ার কষ্টটা ভুলতে পারছেন না পিএসজি তারকা লিওনেল মেসি।
- একসঙ্গে জ্বলে উঠলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। জোড়া গোল করলেন আর্জেন্টাইন তারকা। সেই দুই গোলে অবদান রাখার পর জালের দেখা পেলেন ফরাসি ফরোয়ার্ড। মোঁপেলিয়েকে উড়িয়ে জয়ের পথে ফিরল পিএসজি।
- লিওনেল মেসি, নেইমার, আনহেল দি মারিয়া, কিলিয়ান এমবাপে- এক ঝাঁক তারকায় গড়া দল। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের আঙিনায় তারা বড্ড আলোহীন। অনেকে তাই পিএসজি শিবিরে দেখতে চান বড়সড় পরিবর্তন। রোনালদিনিয়ো সেই দলে নেই। বরং বদলের দাবি শুনে তিনি ভীষণ ক্ষুব্ধ।
- ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি ব্যর্থতা এসেছে আগেও। কিন্তু পিএসজিতে এসে নিজ দলের সমর্থকদের দুয়ো শোনার তেতো অভিজ্ঞতাও হলো লিওনেল মেসির। ইতিহাসের সেরা ফুটবলারদের একজনের সঙ্গে এমন আচরণ বেশ ব্যথিত করছে ক্রিস্তিয়ঁ কারেম্বুকে। ফ্রান্সের সাবেক এই ফুটবলারের মতে, মেসিকে আরও সম্মান দেখানো উচিত ক্লাবটির সমর্থকদের।
- খরা কাটিয়ে লিওনেল মেসি উপহার দিলেন দর্শনীয় গোল। ব্যবধান যদিও ধরে রাখতে পারল না পিএসজি। শেষ সময়ে গোল হজম করে হাতছাড়া করল জয়। তবে মূল লক্ষ্য ঠিকই পূরণ হলো তাদের। চার ম্যাচ হাতে রেখে লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলল মাওরিসিও পচেত্তিনোর দল।
- জিতলে নিশ্চিত হয়ে যেতে পারে লিগ ওয়ান শিরোপা। অঁজির বিপক্ষে এমন সমীকরণের ম্যাচে লিওনেল মেসিকে পাচ্ছে না পিএসজি।
- তারকায় ঠাসা দল নিয়েও বড় মঞ্চে ও গুরুত্বপূর্ণ সময়ে খেই হারানো চলতি মৌসুমে পিএসজির সবচেয়ে বড় হতাশার কারণ। তবে, এবার হয়তো পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে। টানা দুই ম্যাচে নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় যে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে দলটির আক্রমণত্রয়ী, তাতে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা জেগেছে। একই সঙ্গে আছে আফসোসের জায়গাও। কিলিয়ান এমবাপের কণ্ঠে ফুটে উঠেছে ঠিক তাই, মেসি ও নেইমারের সঙ্গে তার বোঝাপড়ার উন্নতি হতে যে একটু দেরি হয়ে গেল।
- ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি। আবারও একসঙ্গে জ্বলে উঠলেন পিএসজির আক্রমণভাগের তিন তারকা। হ্যাটট্রিকের আনন্দে ভাসলেন কিলিয়ান এমবাপে ও নেইমার। সতীর্থদের তিনটি গোলে অবদান রাখলেন লিওনেল মেসি। ক্লেহমোঁকে উড়িয়ে লিগ টেবিলে ১৫ পয়েন্টে এগিয়ে গেল মাওরিসিও পচেত্তিনোর দল।
- সাস্প্রতিক ব্যর্থতা ঝেড়ে ফেলতে এবং ক্ষুব্ধ সমর্থকদের মন জয় করতে যেমন পারফরম্যান্সের দরকার ছিল, ঠিক সেটাই উপহার দিল পিএসজি। কিলিয়ান এমবাপের দুর্দান্ত নৈপুণ্যের ম্যাচে গোলের দেখা পেলেন নেইমার ও লিওনেল মেসিও। লরিয়েঁকে উড়িয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল মাওরিসিও পচেত্তিনোর দল।
- কাতার বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি ২৩১ দিন। কিন্তু আগেভাগেই যেন প্রতিপক্ষকে কথায় কাবু করার চেষ্টা শুরু করে দিল পোল্যান্ড। তা না হলে গ্রুপের সবচেয়ে শক্তিশালী এবং শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনার সেরা অস্ত্র লিওনেল মেসিকে নিয়ে কেন এমন বিতর্কিত কথা বলবেন আন্তনি পিখনিচেক!
- একজনের বয়স ৩৭, আরেকজনের ৩৪। ক্রিস্তিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি কেউই দেননি আন্তর্জাতিক ফুটবলের বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত। কিন্তু দুজনের বয়সের কারণেই সবার ভাবনা আটকে গেছে এক জায়গায়; আসছে বিশ্বকাপই হয়তো হতে যাচ্ছে তাদের শেষ বৈশ্বিক আসর। শেষের এই যাত্রার প্রথম ধাপে তাদের প্রতিপক্ষ কারা, জানা যাবে শুক্রবার।
- বার্সেলোনায় ২১ বছরের ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের পাশাপাশি লিওনেল মেসি ব্যর্থতার স্বাদও পেয়েছেন কিছু। কিন্তু কখনোই তাকে নিজ দলের সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনতে হয়নি। পিএসজিতে প্রথম মৌসুমেই সেই তেতো অভিজ্ঞতা হয়েছে তার। ইতিহাসের সেরা ফুটবলারদের একজনের প্রতি তারই ক্লাবের সমর্থকদের এমন আচরণ কিছুতেই মানতে পারছেন না রোনালদিনিয়ো।
- অনেক পরীক্ষা-নীরিক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে কাতার বিশ্বকাপের বল উন্মোচন করা হয়েছে। বলটির নাম দেওয়া হয়েছে ‘আল রিহলা।’
- ক্রিপ্টোকারেন্সিতে এরই মধ্যে যোগ দিয়েছেন বেশ কয়েকজন বড় ক্রীড়াবিদ। এবার তাতে নাম লিখিয়েছেন লিওনেল মেসিও। ডিজিটাল ফ্যান টোকেন কোম্পানি সোসিওস ডটকমের প্রচারের জন্য ২ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছেন এই ফুটবল মহাতারকা।
- কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার যে ইঙ্গিত দিয়েছেন লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া, তা নিয়ে আলোচনার শেষ নেই। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি অবশ্য অত সামনে তাকাতে চান না। অন্যদেরও বর্তমানে থেকে এই দুই তারকার ফুটবল উপভোগ করার পরামর্শ দিলেন তিনি।
- দীর্ঘদিনের জাতীয় দল সতীর্থ লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দেওয়ার পর তার সঙ্গে সুর মেলালেন আনহেল দি মারিয়া। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর এই মিডফিল্ডার বললেন, জাতীয় দলের জার্সি গায়ে সম্ভবত এটাই দেশের মাটিতে তার শেষ ম্যাচ হয়ে থাকবে।
- ম্যাচ জুড়ে গ্যালারি থেকে ভেসে এলো ‘মেসি, মেসি, মেসি…’ গর্জন। ভক্ত-সমর্থকদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে আর্জেন্টাইন তারকা জানালেন কৃতজ্ঞতা। ভেনেজুয়েলার বিপক্ষে দারুণ জয়ের পর দল নিয়ে মাঠে ‘ল্যাপ অব অনার’ দিয়ে দর্শকের অভিনন্দনের জবাবও দেন তিনি। এ সব কিছুর মাঝেই যেন লুকিয়ে অপ্রত্যাশিত এক ভবিষ্যতের ইঙ্গিত; মিলল মেসির ক্যারিয়ারের ইতি টানার আভাস।
- মেসির নাম ধরে গান, মেসির নামেই স্লোগান। ৫০ হাজার দর্শকে ঠাসা স্টেডিয়ামে একটিই রব, ‘মেসি, মেসি…।’ সেই গর্জনে প্রকম্পিত চারপাশ। আর্জেন্টিনার জয় ছাপিয়ে একটা পর্যায়ে উপলক্ষ হয়ে ওঠে যেন মেসি-ময়। দর্শকের এমন আবেগ-ভালোবাসা স্পর্শ করে স্বয়ং লিওনেল মেসিকেও। ম্যাচ শেষে তিনি তাই সমর্থকদের প্রতি জানান কৃতজ্ঞতা।
- পিএসজিতে সময়টা ভালো কাটছে না। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর শুনেছেন দলটির ভক্তদের দুয়ো। তবে জাতীয় দলে ঠিকই স্বরূপে দেখা গেছে লিওনেল মেসিকে। ফেরার ম্যাচে উপহার দিয়েছেন জাদুকরী কিছু মুহূর্ত। সুযোগ তৈরি করেছেন, জাল খুঁজে নিয়েছেন। তার উপস্থিতিতে প্রাণবন্ত ফুটবল উপহার দেওয়া আর্জেন্টিনা সহজেই হারিয়েছে তলানির দল ভেনেজুয়েলাকে।
- পিএসজিতে যোগ দেওয়ার সময় থেকেই লিওনেল মেসিকে ঘিরে উন্মাদনায় মেতে ছিল ক্লাবটির সমর্থকরা। এই ফুটবল মহাতারকাকে নিয়ে তাদের স্বপ্নও আকাশ ছুঁয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই বদলে গেছে চিত্র। দলের ব্যর্থতার জন্য সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে দুয়ো দিচ্ছেন পিএসজি ভক্তরা। ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনি মনে করেন, পিএসজিতে সমালোচনার সঙ্গে মানিয়ে নিতে হবে মেসিকে।
- মাঠে সময়টা ভালো কাটছে না লিওনেল মেসির। দল ছিটকে পড়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। নিজেকে সইতে হয়েছে ঘরের মাঠে সমর্থকদের দুয়ো। এবার তিনি ছিটকে গেলেন মাঠের বাইরেই। ফ্লুর মতো অসুস্থতার কারণে পিএসজির আসছে ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টাইন তারকা।
- ভেনেজুয়েলা ও একুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ৩৩ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ফিরেছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। নানা কারণে গুরুত্বপূর্ণ সাত খেলোয়াড় জায়গা পাননি স্কোয়াডে।
- চ্যাম্পিয়ন্স লিগ থেকে আরও একবার দল আগেভাগে বিদায় নেওয়ায় পিএসজির সমর্থকদের মনে লুকিয়ে থাকা অনেক দিনের ক্ষোভ যেন বেরিয়ে এলো। লিওনেল মেসি ও নেইমার শুনলেন দুয়ো। ব্যতিক্রম কেবল আক্রমণভাগের আরেক তারকা কিলিয়ান এমবাপের বেলায়। ফরাসি ফরোয়ার্ড জালের দেখাও পেলেন। কঠিন সময়ের মধ্য দিয়ে চলা মাওরিসিও পচেত্তিনোর দল পেল স্বস্তির জয়।
- মোটেও ভালো যাচ্ছিল না সময়। থাবা বসিয়েছিল চোট। চারদিক থেকে ধেয়ে আসছিল সমালোচনার তীর। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো ছিলেন স্থির, দৃঢ়প্রতিজ্ঞ। ছিলেন তুড়ি মেরে পাল্টা জবাব দেওয়ার অপেক্ষায়। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে সুযোগ মিলল। মেলে ধরলেন নিজেকে। সমালোচকদের পাল্টা জবাব দেওয়া, আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব মেলে ধরা রোনালদোকে প্রশংসায় ভাসাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তিরা।
- সান্তিয়াগো বের্নাবেউয়ে তাদের কত স্মৃতি। বার্সেলোনার হয়ে এখানে স্মরণীয় সব জয়ের উচ্ছ্বাসে ভেসেছেন লিওনেল মেসি ও নেইমার। আবারও তারা একসঙ্গে ফিরছেন এই মাঠে। এবার অবশ্য পিএসজির জার্সিতে। নেইমারের মতে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসছে ম্যাচটি তাদের দুই জনের জন্য বিশেষ কিছু।
- সুযোগ তৈরি করছেন, গোলে অবদান রাখছেন, এ পর্যন্ত ঠিকই আছে। কিন্তু লিওনেল মেসি মানে তো স্রেফ খেলা গড়ে দেওয়াই নয়, জাল পর্যন্ত বল নেওয়াও। সেই কাজটা পিএসজিতে ঠিক নিজের মান অনুযায়ী করতে পারছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে কেবল এ কারণে মেসির সমালোচনা হবে, তা মানতে পারছেন না পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।
- আগের ম্যাচে হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়াল পিএসজি। আলো ছড়ালেন দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। সাঁত এতিয়েনকে হারিয়ে লিগ ওয়ানে জয়ের পথে ফিরল মাওরিসিও পচেত্তিনোর দল।
- যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) এখন পর্যন্ত খেলেছেন বেশ কিছু বড় তারকা। সময়ের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসিকেও আগামীতে সেখানে খেলতে দেখতে চান তার সাবেক জাতীয় দল সতীর্থ গনসালো হিগুয়াইন। পিএসজি ফরোয়ার্ড যুক্তরাষ্ট্রে খেলা উপভোগ করবেন বলেও মনে করেন তিনি।
- লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর পেরিয়ে গেছে ছয় মাসের বেশি সময়। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা কাতালান ক্লাবটি। ক্লাবের ইতিহাসের মহাতারকাকে হারিয়ে যেন ধুঁকছে দলটি। ফ্রেংকি ডি ইয়ংয়ের কথায় সেটাই ফুটে উঠছে। সাতবারের বর্ষসেরা ফুটবলারের শূন্যতা এখনও তারা অনুভব করেন বলে জানালেন এই মিডফিল্ডার।
- কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের জাদুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতে যাওয়ায় শেষ পর্যন্ত আক্ষেপে পুড়তে হয়নি লিওনেল মেসিকে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ভুলে যেতে চাইবেন পিএসজি তারকা। প্রতিযোগিতাটিতে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডে এখন তার নামটিও যে যোগ হয়েছে!
- চোট কাটিয়ে ফিরলেন করিম বেনজেমা, তবে রইলেন নিজের ছায়া হয়ে। রিয়াল মাদ্রিদের পুরো আক্রমণভাগের চিত্রই তাই। প্রতিপক্ষের দুর্বলতায় আধিপত্য করল তারকাসমৃদ্ধ পিএসজি। তবে মিলছিল না গোল। পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারলেন না লিওনেল মেসি। অবশেষে ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে ব্যবধান গড়ে দিলেন কিলিয়ান এমবাপে।
- ফরাসি কাপ থেকে বিদায়ের হতাশা পেছনে ফেলে লিগ ওয়ানে দারুণ পারফরম্যান্স উপহার দিল পিএসজি। সতীর্থের গোলে অবদান রাখার পর নিজে জালের দেখা পেলেন লিওনেল মেসি। চমৎকার একটি গোল করলেন কিলিয়ান এমবাপে। লিলকে উড়িয়ে লিগ টেবিলে ১৩ পয়েন্টে এগিয়ে গেল মাওরিসিও পচেত্তিনোর দল।
- কোভিড মহামারীর জন্য ২০২০ সালের ব্যলন ডি’অর বাতিল না হলে সেটি রবের্ত লেভানদোভস্কিই জিততেন, গত বছরের ওই বর্ষসেরার পুরস্কারটি হাতে নিয়ে লিওনেল মেসির এমন মন্তব্য ছুঁয়ে গিয়েছিল অনেককে। গতবারের মতো ২০২১ সালের ‘দা বেস্ট ফিফা মেনস প্লেয়ারও’ জিতেছেন পোলিশ তারকা। কিন্তু পুরস্কারটির লড়াইয়ে ভোট দেওয়ার সময় আর তাকে সেরা বলে গণ্য করেননি মেসি। বিষয়টি বেশ অবাক করেছে বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডকে।
- অপেক্ষার পালা শেষ হচ্ছে লিওনেল মেসির। করোনাভাইরাস থেকে পুরোপুরি সেরে ওঠা আর্জেন্টাইন তারকা রাঁসের বিপক্ষে স্কোয়াডে ফিরবেন বলে জানিয়েছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।
- লিওনেল মেসিকে ঘিরে কদিন ধরে যা শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত হলোও তাই। বিশ্বকাপ বাছাইপর্বে আসছে দুই ম্যাচের জন্য দলের সেরা তারকাকে স্কোয়াডে রাখেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
- ২০২১ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচনে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর ভোটে প্রমাণ হয়, প্রতিপক্ষকে সেরা মনে করেন না তারা। ফিফার বর্ষসেরার খেতাব পাওয়া রবের্ত লেভানদোভস্কির চোখেও সেরা নন মেসি-রোনালদোর কেউ।
- করোনাভাইরাস থেকে সেরে উঠলেও এখনই মাঠে ফেরা হচ্ছে না লিওনেল মেসির। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আরও সময় দিয়ে চায় পিএসজি।
- কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন আগেই। এর ধকলটাও প্রায় কাটিয়ে উঠেছে লিওনেল মেসি। খুব শিগগিরই তাকে মাঠে দেখা যাবে বলে আশাবাদও প্রকাশ করেছেন পিএসজির এই ফরোয়ার্ড। তবে পুরোপুরি সেরে উঠতে এত বেশি সময় লাগবে, শুরুতে ভাবেননি এই আর্জেন্টাইন।
- করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ঠিকই, কিন্তু এখনও তার ধকল কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। তাই লিওঁর মাঠে লিগ ওয়ানের আসছে ম্যাচে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে ছাড়াই খেলতে হবে পিএসজিকে।
- এবারের বর্ষসেরা ফুটবলারের একটি পুরস্কার ব্যালন ডি’অর আগেই জিতেছেন। ফিফার বছর সেরার খেতাবটিও জয়ের দৌড়ে ভালোভাবেই আছেন লিওনেল মেসি। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে লড়াইয়ে আছেন রবের্ত লেভানদোভস্কি ও মোহামেদ সালাহ।
- সপ্তাহের শুরুতে কোভিড পজিটিভ হয়েছিলেন লিওনেল মেসি। পাঁচ দিনের মধ্যেই করোনাভাইরাসমুক্ত হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন পিএসজি তারকা।
- ইউরোপ জুড়ে নতুন করে যে করোনাভাইরাসের ঢেউ শুরু হয়েছে, তার জোরাল আঘাত পড়েছে পিএসজি শিবিরে। লিওনেল মেসিসহ দলটির চার খেলোয়াড় আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসে।
- কাম্প নউয়ে ফিরে পুরনো সতীর্থ লিওনেল মেসিকে পাননি দানি আলভেস। তবে আর্জেন্টাইন তারকার সঙ্গে আবারও খেলার ইচ্ছা আছে তার এবং সেটা অন্য কোথাও নয়। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বিশ্বাস, তার মতো মেসিও ভবিষ্যতে বার্সেলোনায় ফিরবেন এবং আবারও দুজনে একসঙ্গে খেলবেন দলটির হয়ে।
- প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে উল্টেপাল্টে যাওয়া ক্রীড়াঙ্গনে যা কিছু হওয়ার কথা ছিল আগের বছর, ঠাসা সূচিতে সবই হলো এবার। তাতে তুমুল ব্যস্ততাময় ১২ মাস পার করল ক্রীড়া বিশ্ব। বিশেষ করে ফুটবলে যেন হাফ ছাড়ার সময়টাও ছিল না খেলোয়াড়দের। সঙ্গে কোয়ারেন্টিন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ। এত এত সমস্যার ভীড়েও খেলার মাঠ ছিল চেনা রূপে, লম্বা বিরতির পর গ্যালারিতেও ফেরে প্রাণ। সব মিলিয়ে বিশ্ব ক্রীড়াঙ্গন অনেকটাই ছিল তার আপন মহিমায়।
- একজনকে রাখা হয় ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের কাতারে। আরেকজনের মাঝে সম্ভাবনা আছে আগামীতে নিজেকে সেরাদের কাতারে নিয়ে যাওয়ার। পিএসজি মিডফিল্ডার আন্দের এররেরা মনে করেন, বর্তমানে লিওনেল মেসিই বিশ্বের সেরা ফুটবলার। তার আরেক সতীর্থ কিলিয়ান এমবাপে ভবিষ্যতের সেরা হবেন বলে বিশ্বাস এই স্প্যানিয়ার্ডের।
- বয়সভিত্তিক দল থেকে দুজনের একসঙ্গে পথচলা শুরু। সময়ের সঙ্গে গড়ে উঠেছে দারুণ বন্ধুত্ব। শারীরিক অসুস্থতার কারণে সের্হিও আগুয়েরোর আগেভাগে অবসরের সিদ্ধান্ত তাই স্বাভাবিকভাবেই নাড়া দিয়েছে লিওনেল মেসিকে। জীবনের নতুন অধ্যায়ে প্রিয় বন্ধুকে শুভকামনা জানিয়েছেন এই ফুটবল মহাতারকা।
- তারকা-মহাতারকা নিয়ে গড়া পিএসজির ট্রফি কেসে একটি জায়গা এখনও শূন্য। কাড়ি কাড়ি অর্থ খরচ করেও মেলেনি ইউরোপ সেরার মঞ্চে একটি শিরোপা। যেটি বার্সেলোনার হয়ে চারবার জিতেছেন লিওনেল মেসি। তবে তাতে ভরেনি তার মন। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ও ফরাসি ক্লাব পিএসজির চাওয়া এসে মিলেছে এক জায়গায়- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা তাদের চাই-ই চাই।
- লিগ ওয়ানে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে উজ্জীবিত পারফরম্যান্স উপহার দিল পিএসজি। আলো ছড়ালেন আক্রমণভাগের দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। ক্লাব ব্রুজকে উড়িয়ে গ্রুপ পর্ব শেষ করল মাওরিসিও পচেত্তিনোর দল।
- এক যুগেরও বেশি সময় ধরে অর্জনের তালিকায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে। তবে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় দুজনের মধ্যে প্রতিযোগিতা নিয়ে ভাবেন না আর্জেন্টাইন তারকা। বললেন, অন্যরা কী করছে সেটা নিয়ে না ভেবে তার মূল লক্ষ্য কেবলই নিজের উন্নতি করা।
- ফুটবল দুনিয়ায় জাতীয় দল কিংবা ক্লাব, সবখানেই ১০ নম্বর জার্সির বিশেষ একটা মাহাত্ম্য আছে। দিয়েগো মারাদোনা, পেলে, রোমারিওরা পরতেন এই জার্সি। লিওনেল মেসি তার সাবেক ক্লাব বার্সেলোনাতেও পরতেন ১০ নম্বর। কিন্তু পিএসজিতে তার গায়ে উঠেছে ৩০ নম্বর জার্সি। নেইমার অবশ্য তাকে ১০ নম্বর দেওয়ার প্রস্তাব দিলেও খুশিমনেই ৩০ নম্বর বেছে নিয়েছেন বলে জানালেন আর্জেন্টাইন তারকা।
- কেবল এক মৌসুম লিওনেল মেসির সঙ্গে খেলার সুযোগ পেয়েছেন পেদ্রি। সময়টা খুব বেশি না হলেও ফুটবল মহাতারকার সাহচর্যে ওই সময়টা তাকে সমৃদ্ধ করেছে বলে মনে করেন বার্সেলোনার তরুণ তুর্কি। ব্যালন ডি’অরের মঞ্চে তরুণ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের পর তাই সাবেক সতীর্থের প্রতি কৃতজ্ঞতা ঝরে পড়ল এই স্প্যানিয়ার্ডের কণ্ঠে।
- রেকর্ড ছয়টি ব্যালন ডি’অর আগে থেকেই শোভা পাচ্ছিল তার অর্জনের শোকেসে। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি আবারও জিতে সংখ্যাটা সাতে নিয়ে গেলেন লিওনেল মেসি। দারুণ প্রাপ্তির পর আর্জেন্টাইন তারকা বললেন, এমন অর্জন তার নিজের কাছেই অবিশ্বাস্য লাগছে।
- ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’- এর পুরস্কার ব্যালন ডি’অর ২০২১ এর জন্য সোমবার প্যারিসে যেন তারার মেলা বসেছিল। জমকালো অনুষ্ঠানে ছিলেন সাবেক ও বর্তমান তারকা ফুটবলাররা। অনেকেই এসেছিলেন স্বপরিবারে। রবের্ত লেভানদোভস্কি, জর্জিনিয়োদের পেছনে ফেলে রেকর্ড সপ্তমবারের মতো বর্ষসেরার পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স
- ক্লাব ফুটবলে গেল মৌসুমটা আহামরি না কাটলেও জাতীয় দলের হয়ে দীর্ঘ শূন্যতা ঘোচানোর মাঝেই আসল কাজটা সেরে ফেলেন লিওনেল মেসি। বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে এগিয়ে যান অনেকটা। মিলে গেল তার স্বীকৃতিও। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২১ সালের ব্যালন ডি’অর জিতে নিলেন আর্জেন্টাইন তারকা।
- লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে সামলানো যে কোনো ডিফেন্ডারের জন্যই কঠিন চ্যালেঞ্জ। কাকে সামলানো তুলনামূলক বেশি কঠিন? বিভিন্ন সময়ে এই দুজনের বিপক্ষে খেলা চেলসি ডিফেন্ডার চিয়াগো সিলভার মতে, মেসির চেয়ে রোনালদোকে আটকে রাখা একটু সহজ।
- ম্যাচ জুড়ে একচেটিয়া আক্রমণ করে গেল পিএসজি। দ্বিতীয়ার্ধের পুরোটা একজন কম নিয়েও ভালোই লড়াই করল সাঁত এতিয়েন। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠল না তারা। শঙ্কা কাটিয়ে ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ল মাওরিসিও পচেত্তিনোর দল।
- ক্লাব ফুটবলে অর্জনে ভরপুর লিওনেল মেসির জাতীয় দলের হয়ে যাত্রাটা দীর্ঘদিন ছিল হতাশার চাদরে মোড়ানো। অবশেষে সেই খরা কেটেছে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে। তার চোখ এবার আরও বড় অর্জনের দিকে। আর্জেন্টিনার দলনায়কের বিশ্বাস, বিশ্ব সেরার মঞ্চেও বিশেষ কিছু অর্জনের সামর্থ্য রয়েছে তাদের।
- এক যুগেরও বেশি সময় ধরে দুজন ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের খেলোয়াড়। সেই সময়ের বার্সেলোনার মেসি আর রিয়াল মাদ্রিদের সের্হিও রামোস আজ একই দলে। অতীতের ‘তিক্ততা’ ভুলে এখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার পালা। নতুন ঠিকানায় পুরনো ‘শত্রুর’ সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে কেমন লাগছে? জবাবে স্প্যানিশ ডিফেন্ডারের প্রতি শ্রদ্ধাই ঝরল আর্জেন্টিনা অধিনায়কের কণ্ঠে। জানালেন, কাছ থেকে দেখার অভিজ্ঞতায় রামোসকে ভিন্নভাবে আবিষ্কার করছেন তিনি।
- লিওনেল মেসি থাকতেই কঠিন সময় শুরু হয়েছিল বার্সেলোনার। সেটা এখন আরও ঘনীভূত হয়েছে; ক্লাবের ইতিহাসের সেরা তারকাকে হারিয়ে যেন দিশা পাচ্ছে না দলটি। তবে প্রত্যাশার ডালি সাজিয়ে দলটির কোচের দায়িত্ব নিয়েছেন চাভি এরনান্দেস। সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডারের হাত ধরে কাতালান দলটি আবারও সাফল্যের পথে ফিরবে বলে বিশ্বাস আর্জেন্টাইন তারকার।
- কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা কাটানোর নায়ক লিওনেল মেসি স্বাভাবিকভাবেই আছেন ফিফা বর্ষসেরার লড়াইয়ে। তার সঙ্গে প্রত্যাশিতভাবে আছেন তার সবসময়ের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো। লড়াইয়ে আছেন বর্তমানের আরেক সেরা বিবেচিত নেইমারও।
- ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার পর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখল পিএসজি। কিন্তু দ্বিতীয় গোলের দেখা আর মেলে না। উল্টো দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখলেন গোলরক্ষক, একটু পর দল খেয়ে বসল গোল। তেতে ওঠা নঁতের বিপক্ষে হোঁচট খাওয়ার মঞ্চ যেন প্রস্তুত। সেখান থেকে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিলেন লিওনেল মেসি।
- সদ্যই কোচ হিসেবে ফিরেছেন চাভি এরনান্দেস। এরপর খেলোয়াড় হিসেবে পুরনো ঠিকানায় যোগ দিয়েছেন ডিফেন্ডার দানি আলভেস। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা এবার আত্মবিশ্বাসের সুরে শোনালেন লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তার ফেরার সম্ভাবনাও। তবে এই দুজনের খেলোয়াড় হিসেবে আসার সম্ভাবনা তেমন দেখেন না তিনি।
- জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি ও নেইমারের আরেকটি লড়াই দেখার সম্ভাবনা শেষ হয়ে গেল। পায়ের চোট কাটিয়ে আর্জেন্টিনা অধিনায়কের শুরুর একাদশে ফেরার ঘোষণা আসার কয়েক ঘন্টা পরই জানা গেল, ঊরুতে ব্যথা অনুভব করায় আসছে ‘সুপারক্লাসিকোয়’ খেলবেন না ব্রাজিল তারকা নেইমার।
- ম্যাচের আগে লিওনেল স্কালোনি বলেছিলেন, পুরোপুরি সুস্থ হয়ে লিওনেল মেসি খেলার জন্য প্রস্তুত। কিন্তু উরুগুয়ের বিপক্ষে পিএসজি তারকাকে শুরুর একাদশে রাখেননি আর্জেন্টিনা কোচ। এর কারণ ব্যাখ্যা করলেন তিনি। একই সঙ্গে বললেন, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে ছন্দ খুঁজে পেতেই উরুগুয়ের বিপক্ষে শেষ ১৫ মিনিট খেলানো হয় অধিনায়ককে।
- চোটের কারণে পিএসজির সবশেষ দুই ম্যাচে পারেননি খেলতে। ক্লাবের সবশেষ অনুশীলনেও ছিলেন না লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই তার জাতীয় দলে খেলা নিয়ে ছিল সংশয়। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আসছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অধিনায়ককে পাওয়ার ব্যাপারে আশাবাদী। জানালেন, পুরোপুরি সুস্থ হয়ে মেসি এখন খেলার জন্য প্রস্তুত।
- পায়ের পেশির চোটে খেলতে পারেননি ক্লাবের সবশেষ দুটি ম্যাচ। সেরে ওঠার প্রক্রিয়ায় থাকার মাঝেই লিওনেল মেসিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য দলে রেখেছে আর্জেন্টিনা। বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি পিএসজি। তাদের মতে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা একজন খেলোয়াড়কে জাতীয় দলে রাখা একেবারেই ঠিক হয়নি।
- পায়ের পেশির চোটের কারণে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে পিএসজির ম্যাচটি চলার সময়ই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি দলের সেরা তারকাকে রেখেই আসছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন।
- প্রতিপক্ষের আক্রমণভাগে লিওনেল মেসির না থাকাটা যে কোনো কোচের কাছেই স্বস্তির। কিন্তু বিষয়টি সেভাবে দেখেন না লাইপজিগ কোচ জ্যাসি মার্স। পিএসজি দলে পার্থক্য গড়ে দেওয়ার মতো যথেষ্ট খেলোয়াড় আছে বলে মনে করেন তিনি।
- লিওনেল মেসিকে ঘিরে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। চোটের কারণে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে ম্যাচের দল থেকে ছিটকে গেলেন পিএসজি তারকা।
- অশ্রুসিক্ত চোখে বাধ্য হয়েই বিদায় বলেছিলেন ভালোবাসার ক্লাব বার্সেলোনাকে। তবে মনের বন্ধন তো রয়ে গেছে আগের মতোই অটুট। তাই বুটজোড়া তুলে রাখার পর নতুন ভূমিকায় কাম্প নউয়ে ফিরতে চান লিওনেল মেসি। জানালেন, পিএসজির সঙ্গে চুক্তি শেষেই ফিরে যাবেন কাতালান ক্লাবটিতে।
- লিগ ওয়ানে লিলের বিপক্ষে লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। আর্জেন্টাইন তারকাকে রেখেই ম্যাচটির জন্য স্কোয়াড ঘোষণা করেছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
- লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপেকে পাচ্ছে না পিএসজি। শঙ্কা আছে লিওনেল মেসির খেলা নিয়েও। পেশির সমস্যায় ভুগছেন আর্জেন্টাইন তারকা।
- পিএসজিতে লিওনেল মেসিকে খুব একটা স্বচ্ছন্দ্য মনে হচ্ছে না থিয়েরি অঁরির। ১৯৯৮ বিশ্বকাপ জয়ী এই ফরাসি ফরোয়ার্ডের চোখে, নতুন ঠিকানায় এসে আর্জেন্টাইন ফরোয়ার্ড যেন কিছুটা নিঃসঙ্গ হয়ে পড়েছেন।
- ফল জানা যাবে আগামী মাসের শেষের দিকে। তবে এবারের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, সে আলোচনা থেমে নেই। পাঠকদের উপর মার্কার চালানো জরিপে ‘পরিষ্কার ফেভারিট’ লিওনেল মেসি।
- প্রথম পেনাল্টি নিলেন লিওনেল মেসি। দ্বিতীয় পেনাল্টি নিজে না নিয়ে তিনি ডাকলেন কিলিয়ান এমবাপেকে। ফরাসি ফরোয়ার্ড অবশ্য উড়িয়ে মেরে নষ্ট করেন সুবর্ণ সুযোগ। তবে এর মধ্যে অন্যরকম প্রাপ্তিও আছে এমবাপের। পারস্পরিক শ্রদ্ধাবোধের বিষয়টি ছুঁয়েছে তাকে।
- কিলিয়ান এমবাপের দারুণ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াল লাইপজিগ। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে এগিয়েও গেল তারা। তবে রুখতে পারল না তারকাসমৃদ্ধ পিএসজিকে। সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে অসাধারণ এক জয় এনে দিলেন লিওনেল মেসি।
- গোছানো ও ছন্দময় ফুটবল খেলে আক্রমণের পর আক্রমণ। সেই স্রোতে ভেঙে যায় উরুগুয়ের রক্ষণ। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে পয়েন্ট হারানোর হতাশা পেছনে ফেলে আর্জেন্টিনার দারুণ জয়। ম্যাচ শেষে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির কণ্ঠে তৃপ্তি মনের মতো ম্যাচ খেলতে পারায়।
- প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে না পারা আর্জেন্টিনা এবার কোনো ভুল করেনি। শক্তিশালী রক্ষণের আরেক দল উরুগুয়ের বিপক্ষে সামনে থেকে নেতৃত্ব দিলেন লিওনেল মেসি। গোল করলেন, অন্যদের গোলে ভিত গড়ে দিলেন। তাতে উরুগুয়েকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরল লিওনেল স্কালোনির দল।
- চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ফেভারিট নয়, কাম্প নউয়ে থাকার সময়ের শেষ দিকে বলে আসছিলেন লিওনেল মেসি। নিজের পুরনো ক্লাব নিয়ে তার ভাবনায় কোনো পরিবর্তন আসেনি। ইউরোপ সেরার মঞ্চে এখনও আর্জেন্টাইন ফরোয়ার্ডের ফেভারিটের তালিকায় নেই বার্সেলোনা।
- রেকর্ড ছয়টি ব্যালন ডি’অর শোভা পাচ্ছে তার অর্জনের শোকেসে। আরেকটির সম্ভাবনাও বেশ জোরালো। বরাবরের মতো এবারও বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে নিজেকে সেরা ভাবছেন না লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার মতে, ২০২১ সালের বর্ষসেরা খেলোয়াড় হওয়ার যোগ্য তার দুই ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে ও নেইমার।
- শৈশবে পাড়ি জমানো ক্লাবেই ছিলেন দুই দশকের বেশি সময়। সাফল্যে ভরা ২১টি বছর। লিওনেল মেসির কাছে বার্সেলোনা হয়ে উঠেছিল নিজের বাড়ির মতো। ক্লাবটির সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে উঠেছিলেন এই আর্জেন্টাইন। অন্য সবার মতো তিনিও ভাবেননি, চলে যেতে হবে অন্য কোথাও। কিন্তু বদলে যাওয়া পরিস্থিতিতে মেসি এখন পিএসজিতে। প্রিয় শহর, চেনা আঙিনা ছেড়ে যাওয়ার কষ্ট এখনও পোড়ায় তাকে।
- কোভিড মহামারীর ধাক্কায় এক বছরের বিরতি শেষে ফিরল ব্যালন ডি’অর। এ বছরের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটির লড়াইয়ে প্রত্যাশিতভাবেই আছেন সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। তাদের পাশাপাশি বর্তমানের অন্যতম সেরা বিবেচিত নেইমারের সঙ্গে আছেন ক্লাব ও জাতীয় দলের দুর্দান্ত মৌসুম কাটানো জর্জিনিয়ো এবং গোলমেশিন রবের্ত লেভানদোভস্কি।
- জলে ডুবতে বসা মানুষ তো খড়কুটো ধরেও বাঁচতে চায়। অমনই এক আশা ছিল হুয়ান লাপোর্তার মনের কোণে। লিওনেল মেসির কাম্প নউ ছাড়ার সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরও বার্সেলোনা প্রেসিডেন্ট দেখছিলেন প্রায় অসম্ভব এক স্বপ্ন। হয়তো বিনা পয়সাতেই খেলার প্রস্তাব দেবেন আর্জেন্টাইন তারকা। তা হয়নি, ফ্রি ট্রান্সফারে মেসি চলে যান পিএসজিতে। এখন আর এ নিয়ে কোনো আক্ষেপ নেই লাপোর্তার।
- নতুন ক্লাবে নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে সংগ্রাম করতে হচ্ছে। পিএসজির জার্সিতে প্রথম মাঠে নামার পর এক মাসের বেশি পেরিয়ে গেলেও এখনও স্বরূপে দেখা যায়নি লিওনেল মেসিকে। তবে বার্সেলোনার চেনা আঙিনা ছেড়ে প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই এই আর্জেন্টাইনের।
- লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া পিএসজির অসাধারণ আক্রমণভাগ এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি। সের্হিও রামোস নতুন ক্লাবের হয়ে এখনও নামতে পারেননি মাঠেই। ক্যারিয়ারে তাদের সবারই অর্জনের পাল্লা অনেক ভারী। তবে তাতে বর্তমানে সাফল্যের নিশ্চয়তা তো আর মেলে না। তাই দলের তারকাদের স্বরূপে ফেরার অপেক্ষায় আছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।
- এক যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। নিশ্চিতভাবেই সময়ের সেরা দুই ফুটবলার তারা। কিন্তু তুলনাটা যখন তাদেরই মধ্যে তখন বিতর্কের শেষ আর হয় না। ইংলিশ গ্রেট গ্যারি লিনেকারও যেমন শুরুতে কিছুটা দ্বিধায় পড়ে গেলেন। খানিক পরই অবশ্য সব সংশয় ঠেলে বললেন, মেসিই সেরা।
- লিওনেল মেসির সঙ্গে খেলাটা সময়ের অধিকাংশ ফুটবলারেরই স্বপ্ন। কিন্তু ঠিক উল্টোটা শোনা যাচ্ছিল কিলিয়ান এমবাপেকে নিয়ে। পিএসজিতে আর্জেন্টাইন তারকার আগমণে নাকি অসন্তুষ্ট ছিলেন এমবাপে! তবে সেসব ভুয়া খবর বলে উড়িয়ে দিলেন ফরাসি এই তারকা। বললেন, মেসির সঙ্গে খেলা দারুণ উপভোগ করেন তিনি।
- বার্সেলোনার হয়ে গোলের অনেক রেকর্ডের মালিক লিওনেল মেসি পিএসজির জার্সিতে যেন নিজেকে খুঁজে পাচ্ছিলেন না। সবার মতো তার গোলের অপেক্ষায় ছিলেন মাওরিসিও পচেত্তিনোও। ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্জেন্টাইন তারকা গোলের দেখা পাওয়ায় পিএসজি কোচের চোখেমুখেও ছিল তাই বাড়তি উচ্ছ্বাস।
- নেইমার, কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসিকে নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগ এখনও সেভাবে জমে ওঠেনি। মাঝেমধ্যেই স্পষ্ট হয়ে ওঠে তাদের মধ্যে বোঝাপড়ার অভাব। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে মেসির দুর্দান্ত গোলে সমস্যা কেটে যাওয়ার আভাস মিলছে। আর্জেন্টাইন তারকাও আশা দেখালেন, খুব শিগগিরই তাদের সেরাটা দেখতে পারবে সবাই।
- নামের ভারে পিএসজির ‘ভয়ঙ্কর’ আক্রমণভাগ মাঠে কবে স্বরূপে ধরা দিবে? নতুন জার্সিতে লিওনেল মেসিই বা কবে গোল পাবেন? দুটি প্রশ্নের জবাব যেন মিলে গেল একটি মুহূর্তে। কিলিয়ান এমবাপের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল উদযাপনে মেতে উঠলেন আর্জেন্টাইন তারকা। ম্যানচেস্টার সিটির টানা আক্রমণ সামলে দারুণ জয় তুলে নিল মাওরিসিও পচেত্তিনোর দল।
- চোট থেকে সেরে উঠেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রেখেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন পিএসজির কোচ মাওরিসিও পচেত্তিনো।
- হাঁটুর চোট কাটিয়ে মাত্রই ফিরেছেন অনুশীলনে। ইউরোপের মঞ্চে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির খেলা নিয়ে তাই রয়েছে সংশয়। তবে পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো আশাবাদী, ইংলিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবেন মেসি।
- এখনও হয়তো সেভাবে একসঙ্গে জ্বলে উঠতে পারেনি লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগ। তবে তাদের কার্যকারিতা নিয়ে কোনো সংশয় নেই পেপ গুয়ার্দিওলার। ম্যানচেস্টার সিটি কোচ মনে করছেন, এই ত্রয়ী মাঠে যেমন ইচ্ছে তেমন কিছু করার সামর্থ্য রাখেন।
- হাঁটুর চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি।
- হাঁটুর চোট এখনও সেরে না ওঠায় আসছে ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন লিওনেল মেসি। তবে ব্যস্ত সূচিতে সামনেই আরও বড় ম্যাচ, প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের এই লড়াইয়ে আর্জেন্টাইন তারকাকে পাওয়ার আশা করছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।
- হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি লিওনেল মেসি। তাই মোঁপেলিয়ের বিপক্ষে লিগ ওয়ানে পিএসজির পরবর্তী ম্যাচেও দেখা যাবে না আর্জেন্টাইন তারকাকে।
- অর্থের সাম্রাজ্যে হারানো সিংহাসন ফিরে পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফোর্বস সাময়িকীর এই বছরের সবচেয়ে বেশি আয়ের ফুটবলারদের তালিকায় লিওনেল মেসিকে পেছনে ফেলে শীর্ষে ফিরলেন পর্তুগিজ মহাতারকা।
- পিএসজির ঘরের মাঠে প্রথম ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন লিওনেল মেসি। অনুশীলন না করে এই আর্জেন্টাইন ফরোয়ার্ড চিকিৎসা নিয়েছেন। দলের পরের ম্যাচে মেসের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
- শেষ সময়ের গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। তবে এই জয় ছাপিয়ে বেশি আলোচনা যেন কোচের একটি সিদ্ধান্ত নিয়ে। লিওনেল মেসির মতো একজনকে উঠিয়ে নেওয়ার ঘটনা তো সচরাচর খুব একটা দেখা যায় না! বিশেষ করে, দল যখন গোল পেতে মরিয়া। ম্যাচের পর কোচ মাওরিসিও পচেত্তিনো বলছেন, দল ও ফুটবলারদের ভালোর জন্যই সিদ্ধান্ত নেন তিনি।
- লিওনেল মেসি নিশ্চিতভাবেই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন। তবে কিছুটা চুপচাপ স্বভাবের কারণে বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ হয়েছে লিওনেল মেসির নেতৃত্ব গুণ। বিশেষ করে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে। কিন্তু কাছ থেকে দেখার অভিজ্ঞতায় নেতা হিসেবে মেসির প্রতি মুগ্ধ তার পিএসজি সতীর্থ আন্দের এররেরা। তার মতে, নেতা হিসেবে মেসি সবার জন্য অনুকরণীয়।
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- আফগানিস্তানকে ১ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি
- দেলোয়ার কীভাবে মৎস্যজীবী লীগে, খতিয়ে দেখবেন কাদের
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?