- প্রয়াত দিয়েগো মারাদোনার উত্তরাধিকারীর সংখ্যা এখনও নির্দিষ্ট হয়নি। দুই বছর আগে মাগালি গিল নামের এক মেয়ে মারাদোনাকে পিতা দাবি করেন। এমন বিষয় সুরাহার জন্য ডিএনএর নমুনার প্রয়োজনে মারাদোনার দেহ ‘অবশ্যই সংরক্ষণের’ নির্দেশনা দিয়েছে আর্জেন্টিনার একটি আদালত।
- সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে একাদশে পেলে ও দিয়েগো মারাদোনা। আছেন ব্রাজিলের সাবেক তারকা স্ট্রাইকার রোনালদো। যে কোনো দলকে গুঁড়িয়ে দেওয়ার মতো স্বপ্নের দল বেছে নিয়েছে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল।
- আলোচনা চলছিল বেশ কদিন ধরে। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। নিজেদের স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে নাপোলি। এতদিন যে ভেন্যুর নাম ছিল সান পাওলো, এখন তা বদলে করা হয়েছে দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়াম।
- গোল উদযাপনের সময় দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধা জানাতে গিয়ে জার্সি খুলে ফেলায় জরিমানা গুনতে হচ্ছে লিওনেল মেসিকে। বার্সেলোনার আর্জেন্টাইন তারকাকে ৬০০ ইউরো জরিমানা করেছে লা লিগা কর্তৃপক্ষ।
- কদিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে অসীমের পথে পাড়ি জমানো দিয়েগো মারাদোনার মৃত্যুর তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার বিচার বিভাগের কর্মকর্তারা। কিংবদন্তি এই ফুটবলারের ব্যক্তিগত চিকিৎসকের সম্পত্তি অনুসন্ধানের নির্দেশও দেওয়া হয়েছে বলে স্থানীয় এক প্রসিকিউটর অফিস জানিয়েছে।
- লিওনেল মেসি গোল পেলে উদযাপনে দিয়েগো মারাদোনাকে যে স্মরণ করবেন, তা হয়তো অনেকেই অনুমান করেছিলেন। তবে সেটার ধরন কি হবে, জানতেন না তার বার্সেলোনা সতীর্থরাও।
- দুই টুর্নামেন্টে দুই চেহারা বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে ছুটছে কাম্প নউয়ের দলটির জয়রথ। অন্যদিকে, লা লিগায় সবশেষ ছয় ম্যাচে জয় কেবল একটি! এমন পার্থক্যের একটা কারণ খুঁজে পেয়েছেন রোনাল্ড কুমান। বার্সেলোনা কোচের মতে, প্রতিপক্ষ রক্ষণাত্মক খেলায় স্পেনের শীর্ষ লিগে ভুগছে তার দল।
- দিয়েগো মারাদোনা দুর্দান্ত ড্রিবলিংয়ে ডিফেন্ডারদের পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিলেন আর রেফারি আলি বিন নাসের ভাবছিলেন, এই বুঝি ফাউল হলো, বাজাবেন বাঁশি। তবে, তেমন কিছুই হয়নি সেদিন। আর হয়নি বলেই ফুটবলপ্রেমীরা সাক্ষী হতে পেরেছিল ‘গোল অব দা সেঞ্চুরি’র। সেই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন বলে গর্বিত বোধ করেন বিন নাসের।
- খেলার সময় অতোটা বুঝতে পারেননি পাওলো মালদিনি। সমস্ত মনোযোগ ছিল যে কোনো মূল্যে দিয়েগো মারাদোনাকে থামানোর দিকে। পরে যখন ভিডিওতে ফাউলগুলো দেখেন তখন নিজেই লজ্জা পেয়ে যান তিনি। পরে আর্জেন্টাইন কিংবদিন্তর কাছে চেয়ে নেন ক্ষমা।
- শ্রদ্ধা-শোক-ভালোবাসার জোয়ারের মধ্যে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে দিয়েগো মারাদানোকে। বিবিসি জানায়, বৃহস্পতিবার বুয়েন্স আইরেসে লাখো ভক্ত-সমর্থক ফুটবল জাদুকরকে শ্রদ্ধা জানালেও শেষকৃত্য আয়োজন ছিল একান্তই পারিবারিক। কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা মিলিয়ে ২৪ জনের মতো ছিলেন শেষকৃত্যে।
- বিশ্বের প্রায় সব গণমাধ্যমের প্রথম পাতায় প্রাধান্য পেয়েছে দিয়েগো মারাদোনার মৃত্যুর খবর। শ্রদ্ধা জানানো হয়েছে ‘ফুটবল ঈশ্বরকে’।
- করোনাভাইরাসের আঘাতে পুরো বিশ্ব আজ বিপর্যস্ত। অতি সংক্রামক এই ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে সবখানে। তবে, মারাদোনার প্রতি আর্জেন্টাইনদের ভালোবাসার কাছে মরণভয় যেন তুচ্ছ। কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে বুয়েন্স আইরেসের রাস্তায় নেমে এসেছে হাজারো আর্জেন্টাইন। আর্জেন্টিনা মানেই মারাদোনা, মারাদোনা মানেই আর্জেন্টিনা-তাদের মাতমে সেটাই যেন আরও একবার নতুন করে প্রমাণ হলো।
- কাসা রোসাদার প্রেসিডেন্সিয়াল ভবনে কফিনে চিরনিদ্রায় শুয়ে আছেন দিয়েগো মারাদোনা। আর্জেন্টিনার পতাকা দিয়ে মোড়ানো কফিনের ওপর রাখা তার বিখ্যাত ১০ নম্বর জার্সি। চারিদিকে চলছে কিংবদন্তিকে হারানোর মাতম। শুরু হয়ে গেছে তাকে সমাহিত করার প্রক্রিয়া।
- শ্রদ্ধা আর ভালবাসায় দিয়েগো মারাদোনাকে স্মরণ করছে ফিফা। এ উপলক্ষে ‘হোম অব ফিফা’য় পতাকা অর্ধনমিত রাখছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
- স্রেফ ফুটবলের গণ্ডি ছাড়িয়ে দিয়েগো মারাদোনা যেভাবে ছুঁয়েছিলেন জীবনের সীমানা, তার বিদায়ও তেমনি ছুঁয়ে গেছে গোটা বিশ্বকে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের যাবতীয় ব্যস্ততাও তাই থমকে গেল কিছুক্ষণের জন্য। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে জানানো হলো সম্মান ও ভালোবাসা।
- দিয়েগো মারাদোনার ‘হ্যান্ড অব গড’ গোলের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন পিটার শিলটন। আর্জেন্টাইন এই তারকাকে এর জন্য কখনও ক্ষমা করবেন না বলে অনেকবারই ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক এই গোলরক্ষক। প্রতারণার জন্য ক্ষমা না চাওয়ায়, এখনও আর্জেন্টাইন কিংবদন্তির স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।
- বিষাদে নীল ফুটবল বিশ্ব। শোকে কাতর ফুটবলপ্রেমীরা। দিয়েগো মারাদোনার মৃত্যুতে প্রিয়হারা বেদনার ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশের ফুটবল অঙ্গনেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় সাবেক তারকা ফুটবলাররা করলেন আর্জেন্টাইন কিংবদন্তির স্মৃতিচারণ।
- একক নৈপুণ্যে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে কলঙ্কিত এক অধ্যায়ের জন্ম দিয়েছিলেন দিয়েগো মারাদোনা। স্বপ্নভঙ্গের সেই স্মৃতি দীর্ঘ দিন দাগ কেটেছিল ওই ম্যাচে ইংল্যান্ডের হয়ে খেলা ট্রেভর স্টিভেনের মনে। তবে সময়ের পরিক্রমায় সেই ক্ষত শুকিয়ে গেছে সাবেক এই মিডফিল্ডারের। ঘৃণ্য সেই কাজের জন্য নয়, মারাদোনাকে তার অর্জনের জন্য মনে রাখা উচিত বলে মনে করেন তিনি।
- দিয়েগোর সঙ্গে আমার কত স্মৃতি, কত খুশির মুহূর্ত…বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন হোর্হে ভালদানো। খবর শোনার পর থেকে কাঁদছে বুয়েনস আইরেস, কাঁদছে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বেরও একই অবস্থা। শোকে ভাসছেন এক সময়ের সতীর্থরা। সাবেক-বর্তমান খেলোয়াড়রা শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছেন অসীমের দিকে চলে যাওয়া দিয়েগো মারাদোনাকে।
- চেনা গণ্ডি পেরিয়ে পাড়ি জমিয়েছেন অন্য পারে, কিন্তু ফুটবলকে কি বিদায় বলেছেন দিয়েগো মারাদোনা? জীবনকালেই তো ভক্ত-সমর্থকদের কাছে, সর্বোপরি ফুটবল বিশ্বের কাছে ওয়াদা করে গেছেন, আবারও ফিরে আসবেন তিনি। একই রূপে, ফুটবল জাদুকরের বেশে।
- আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনার সম্মানে ফিফার প্রতি ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর (স্থায়ীভাবে তুলে রাখা) আহ্বান জানিয়েছেন লিগ ওয়ানের দল অলিম্পিক মার্শেইয়ের কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াস।
- দিয়েগো মারাদোনা মানেই প্রবল কৌতূহল, দুর্নিবার আকর্ষণ। মারাদোনা মানেই খবর। ফুটবল পায়ে যেমন তিনি প্রতিপক্ষকে ভেঙেচুড়ে এগিয়ে গেছেন, তেমনি মাঠের বাইরে ভাবনার প্রকাশেও তার লাগাম থাকত সামান্যই। আচরণে আর কণ্ঠে নিজেকে মেলে ধরেছেন নিজের মতো করেই।
- মাশরাফি বিন মুর্তজা নানা সময়ে অনেকবারই বলেছেন, তার কাছে দিয়োগো মারাদোনাই ফুটবলের শেষ কথা। তারকা বলতেও কেবল একজনকেই বোঝেন তিনি। মারাদোনার বিদায়ের খবর জেনেও বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক আবার বললেন সেই কথা, ‘তার মতো কেউ নেই।’ মারাদোনাকে সত্যিকারের ‘আইকন’ বলছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান।
- বহুমাত্রিক এক জীবন কাটিয়েছেন দিয়েগো মারাদোনা। ফুটবল মাঠে ধরা দিয়েছে কত অর্জন। মাঠের বাইরে তর্কে-বিতর্কে সবসময় ছিলেন আলোচনায়। সাইকোলজিস্ট ও লেখক গুস্তাভো বেরনস্তেইন তার মাঝে দেখেছিলেন গোটা আর্জেন্টিনার ছায়া।
- বল পায়ে তিনি শিল্পী। নান্দনিকতার ঝংকারে মোহিত করে রাখা জাদুকর। নেতৃত্বে অনুপ্রেরণাদায়ী। আবেগ আর আত্মবিশ্বাস সেখানে মিলেমিশে একাকার। আর্জেন্টিনা ও নাপোলির অভাবনীয় সাফল্যের মহানায়ক। কখনও আবার তিনি ট্র্যাজেডির নায়ক। মাঠের ভেতরে-বাইরে বর্ণময় চরিত্র। বেহিসেবী, বিদ্রোহী, মাদকে বুঁদ, প্রাণশক্তিতে ভরপুর, বিতর্ক, উন্মাদনা, সব মিলিয়ে দিয়েগো আরমান্দো মারাদোনা একজনই। তার মতো কেউ ছিল না। তার মতো কেউ হয়তো আর হবে না।
- ফুটবল মাঠে দিয়েগো মারাদোনা যেন ছিলেন একজন শিল্পী। গতি আর বাঁ পায়ের কারিকুরিতে উপহার দিয়েছেন জাদুকরী কত মুহূর্ত। প্লেমেকার হিসেবে সতীর্থদের দিয়ে গোল করানোতেই ছিল তার আনন্দ। নিজেও পেয়েছেন জালের দেখা। এর অনেকগুলোই কালের সীমানা ছাড়িয়ে জায়গা করে নিয়েছে ফুটবলের গল্পগাঁথায়।
- দিয়েগো মারাদোনার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে ক্রীড়াজগতে। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির এমন চলে যাওয়া যেন মেনে নিতে পারছেন না কেউ। শুধু ফুটবলে নয়, অন্যান্য খেলার সাবেক-বর্তমান ক্রীড়াবিদরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তাদের অনুভূতি।
- প্রিয় হারানোর বেদনায় কাতর আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনার প্রয়াণে দেশটির সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।
- পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন দিয়েগো মারাদোনা। মৃত্যুকালে এই ফুটবল কিংবদন্তির বয়স হয়েছিল ৬০ বছর।
- এক লড়াইয়ে জিতে আরেক লড়াইয়ের সামনে দিয়েগো মারাদোনা। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এই ফুটবল কিংবদন্তি গেছেন অতিরিক্ত অ্যালকোহল আসক্তি থেকে সেরে ওঠার নিরাময় কেন্দ্রে।
- মস্তিষ্কে অস্ত্রোপচারের পর দিয়েগো মারাদোনা ‘সজাগ ও ভালো’ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক।
- আগের দিন বলা হয়েছিল-ভালো আছেন দিয়েগো মারাদোনা, গুরুতর কোনো সমস্যা নেই। পরদিন জানা গেল, আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। দ্রুত করাতে হবে অস্ত্রোপচার।
- লিওনেল মেসি বার্সেলোনায় স্বস্তিতে ছিলেন না, আগেই বুঝতে পেরেছিলেন দিয়েগো মারাদোনা। মেসি ক্লাব ছাড়তে চাওয়ার পর তার সঙ্গে বার্সেলোনার আচরণ মোটেই ঠিক ছিল না বলে মনে করেন আর্জেন্টাইন কিংবদন্তি।
- সুযোগ পেলেই ১৯৮৬ বিশ্বকাপে হাত দিয়ে করা সেই গোলের প্রসঙ্গ টেনে ইংল্যান্ডকে খোঁচা দেন দিয়েগো মারাদোনা। জন্মদিন উপলক্ষে ‘ফ্রেঞ্চ ফুটবল’ সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন কিংবদন্তি স্বভাবসুলভ ভঙ্গিতে আবারও তাই করলেন। মজা করে বললেন, ইংল্যান্ডের জালে ডান হাত দিয়ে গোল করার স্বপ্ন দেখেন তিনি!
- অর্ধ শতাব্দী আগের এই জুন মাসেই ব্রাজিল জিতেছিল তৃতীয় বিশ্বকাপ। তোস্তাও পেয়েছিলেন প্রথবারের মতো বিশ্বসেরার মুকুট জয়ের স্বাদ। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তিতে ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে সর্বকালের সেরা ফুটবলার নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন এই ব্রাজিল কিংবদন্তি। দিয়েগো মারাদোনা থেকে শুরু করে হালের ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসিকে বাদ দিয়ে সর্বকালের সেরা হিসেবে সতীর্থ পেলেকেই বেছে নিয়েছেন তিনি।
- আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব হিমনাসিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন কোচ দিয়েগো মারাদোনা। নতুন চুক্তি অনুযায়ী ২০২০-২১ মৌসুম পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন আর্জেন্টাইন কিংবদন্তি।
- রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসিকে অনেকে ইতিহাসের সেরা হিসেবেও দেখেন। বার্সেলোনা তারকার জাদুকরী ফুটবলে মুগ্ধ ফাবিও কানাভারোও; তবে সবসময়ের সেরার প্রশ্নে দিয়েগো মারাদোনাকে বেছে নিলেন ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক।
- দিয়েগো মারাদোনা-বিশ্বকাপ জয়ের নায়ক, কিংবদন্তি। আর লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার। দুজনের সঙ্গেই খেলার সুযোগ হয়েছে রবের্তো আয়ালার। আর্জেন্টিনার সাবেক এই ডিফেন্ডারের চোখে, তারা ফুটবল জাদুকর, সৌন্দর্য্যের প্রতীক।
- ক্যারিয়ার জুড়ে লিখেছেন সাফল্যের নানা গল্প। তবে বিতর্কেও কম জড়াননি দিয়েগো মারাদোনা। মাদক নেওয়ার অপরাধে নিষিদ্ধ হওয়া কিংবা অন্যের সঙ্গে দুর্ব্যবহার, নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন প্রায়ই। বাজে আচরণের জন্য যেমন ১৯৯০ বিশ্বকাপ ফাইনালের আগেই লাল কার্ড দেখতে পারতেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার, জানিয়েছেন ওই ম্যাচের রেফারি এদগার্দো কোদেসাল।
- খেলোয়াড়ি জীবনে জিতেছেন সম্ভাব্য সবকিছু। নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। তবে বিতর্কও নিত্য সঙ্গী ছিল রোনালদিনিয়োর। বুট জোড়া তুলে রাখার পরও যা পিছু ছাড়েনি। সম্প্রতি জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে ঢুকে খাটতে হয়েছে জেল। দুঃসময়ে ব্রাজিলিয়ান তারকার পাশে দাঁড়ালেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনা।
- খেলোয়াড়ী জীবনে দিয়েগো মারাদোনাকে পেয়েছিলেন মাঠে প্রতিপক্ষ হিসেবে। আর এখন লিওনেল মেসিকে দেখছেন প্রতিপক্ষ শিবিরের ডাগআউটে দাঁড়িয়ে। লেগানেসের কোচ হাভিয়ের আগিররের চোখে তারা দুজনই অসাধারণ ফুটবলার। পার্থক্য অবশ্য আছে এক জায়গায়, আচরণে।
- পেশাদার ফুটবলে শুরুতেই পাদপ্রদীপের আলোয় উঠে আসা দিয়েগো মারাদোনা ক্যারিয়ার জুড়ে লিখেছেন সাফল্যের নানা গল্প। হয়ে উঠেছেন কিংবদন্তি। বিতর্কেও কম জড়াননি; মাদক নেওয়ার অপরাধে হয়েছিলেন নিষিদ্ধ। বুটজোড়া তুলে রাখার পরও বিতর্ক তার পিছু ছাড়েনি। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের স্বীকৃতি যেমন পেয়েছেন, তেমনি ফুটবলকে কলুষিত করায় হয়েছেন নিন্দিতও।
- করোনাভাইরাসের প্রভাবে খেলাধুলা বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রায় সব ক্লাব। এমন কঠিন পরিস্থিতিতে ক্লাব হিমনাসিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এর কোচ দিয়েগো মারাদোনা। ক্লাবকে নিজের বেতন কম দেওয়ার প্রস্তাব দিয়েছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।
- আর্জেন্টাইন লিগের শিরোপা নিষ্পত্তি হলো শেষ দিনের নাটকীয়তায়। বোকা জুনিয়র্সের রোমাঞ্চকর শিরোপা জয়ের নায়ক সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেস।
- আর্জেন্টিনার ইতিহাসে সেরা ফুটবলার কে? লিওনেল মেসি নাকি দিয়েগো মারাদোনা। এই বিতর্কে এবার যোগ দিলেন জেরার্দ পিকে। লম্বা সময় ধরে বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্ব ধরে রাখায় বার্সেলোনা সতীর্থকেই এগিয়ে রাখছেন স্প্যানিশ ডিফেন্ডার।
- কদিন ধরেই গুঞ্জন চলছিল মুজিববর্ষে দিয়েগো মারাদোনা আসছেন। অবশেষে গুঞ্জন সত্যি হলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তির আসার খবর নিশ্চিত করেছে।
- ‘বিশ্বের সবচেয়ে বড় ক্লাব’ বোকা জুনিয়র্সের কোচ হিসেবে টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ মাউরিসিও পচেত্তিনোকে চান ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা।
- আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব হিমনাসিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দিয়েগো মারাদোনা। ক্লাবটির দায়িত্বে থাকছেন বলে জানিয়েছেন দেশটির কিংবদন্তি এই ফুটবলার।
- আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব হিমনাসিয়ার দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা।
- স্বদেশি কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা দেশের প্রথম বিভাগের ক্লাব হিমনাসিয়ার দায়িত্ব নেওয়ায় ভীষণ খুশি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
- আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব হিমনাসিয়ার দায়িত্ব নিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। ২০১০ সালে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর এই প্রথম নিজ দেশে কোচিং করাবেন বিশ্বকাপ জয়ী তারকা।
- মেক্সিকোর দ্বিতীয় স্তরের ক্লাব দোরাদোস দে সিনালাওয়ের কোচের দায়িত্ব ছাড়তে হচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে। চিকিৎসকের পরামর্শে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মাতিয়াস মোরলা।
- অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারেনি। দলটিকে লিগে তাদের হারানো গৌরব ফিরে পেতে সাহায্য করতে চান আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা।
- ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্সে বেজায় ক্ষেপেছেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক দিয়েগো মারাদোনা। দেশটির ফুটবল সংস্থার তীব্র সমালোচনা করেছেন এই কিংবদন্তি।
- বুয়েনস আইরেসের একটি হাসপাতালে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনার শরীরে সফল অস্ত্রোপচার হয়েছে।
- হাসপাতাল থেকে ফেরা দিয়েগো মারাদোনা তাকে নিয়ে চিন্তিত ভক্তদের ‘ভালো আছেন’ বলে আশ্বস্ত করে বার্তা পাঠিয়েছেন।
- রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সান্তিয়াগো সোলারি খুব বেশি দিন কাজ করতে পারবেন না বলে মনে করেন তার স্বদেশি কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা।
- লিওনেল মেসি আর্জেন্টিনা দলে ফিরবেন বলে বিশ্বাস দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার।
- সম্প্রতি আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে নিয়ে করা আপত্তিকর এক মন্তব্য থেকে সরে এসেছেন তার স্বদেশি মারাদোনা। কিংবদন্তি এই ফুটবলারের দাবি, পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে তার বন্ধুত্ব অনেক গভীর।
- লিওনেল মেসির পক্ষে কথা বলতে গিয়ে উল্টো তার কঠোর সমালোচনা করে বসলেন দিয়েগো মারাদোনা।
- লিওনেল মেসিকে আর্জেন্টিনা দল থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা।
- মেক্সিকোর দ্বিতীয় স্তরের ক্লাব দোরাদোস দে সিনালোয়ার কোচের দায়িত্ব নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনা।
- শেষ ষোলোয় কলম্বিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয় ছিল একটা বড় ডাকাতি এবং রেফারি তার দায়িত্ব ঠিকমতো পালন করেনি- এমন মন্তব্যের জন্য ফিফা ও এর রেফারিদের কাছে ক্ষমা চেয়েছেন দিয়েগো মারাদোনা।
- এর আগে গ্যালারিতে অসঙ্গত আচরণের জন্য দিয়েগো মারাদোনাকে সর্তক করে দিয়েছিল ফিফা। এবার রেফারির সমালোচনা করায় আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলারকে কড়া ভাষায় তিরস্কার করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
- বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনা দলকে বিনামূল্যে কোচিং করানোর প্রস্তাব দিয়েছেন দেশটির ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা।
- বিশ্বকাপের শেষ ষোলো থেকে উত্তরসূরিদের বিদায়ে অবাক নন দিয়েগো মারাদোনা। ফ্রান্সের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়টাকে ‘একটি মৃত্যু ঘোষণার উপাখ্যান’ হিসেবে দেখছেন কিংবদন্তি এই ফুটবলার।
- এখনও লিওনেল মেসি রাশিয়া বিশ্বকাপটা নিজের করে নিতে পারেন বলে বিশ্বাস করছেন দিয়েগো মারাদোনা।
- নাইজেরিয়া ম্যাচে দিয়েগো মারাদোনার আচরণে নাখোশ ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি ভক্তদের সম্মান জানাতে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি আহ্বান জানিয়েছে।
- মার্কোস রোহোর শট নাইজেরিয়ার জালে জড়ানোর সঙ্গে সঙ্গে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন দিয়েগো মারাদোনা। পরে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন এই আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার। পরে ভক্ত-সমর্থকদের তিনি নিজেই জানিয়েছেন সুস্থ থাকার কথা।
- রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জন্য প্রচণ্ড সমালোচনার মুখে থাকা লিওনেল মেসির পাশে দাঁড়িয়েছেন দিয়েগো মারাদোনা। তার মতে, গ্রুপ পর্বে আর্জেন্টিনার খারাপ অবস্থার জন্য কোনোভাবেই দায়ী নয় অধিনায়ক।
- রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সে বেজায় ক্ষেপেছেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক দিয়েগো মারাদোনা। কোচ হোর্হে সাম্পাওলি ও দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের তীব্র সমালোচনা করেছেন এই কিংবদন্তি।
- লিওনেল মেসিকে আর্জেন্টিনার ইতিহাসের সেরা খেলোয়াড় বলে মনে করেন স্পেনের অধিনায়ক সের্হিও রামোস। স্প্যানিশ ডিফেন্ডারের মতে, মেসির চেয়ে অনেক পিছিয়ে আছেন দিয়েগো মারাদোনা।
- আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি থেকে গোল করতে না পেরে সমালোচনার মুখে পড়েছেন লিওনেল মেসি। তবে উত্তরসূরিকে দোষ দিচ্ছেন না দিয়েগো মারাদোনা। আর্জেন্টাইন কিংবদন্তির মতে, ফুটবলে এমনটা হতেই পারে।
- বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা আইসল্যান্ডের সঙ্গে ড্র করাটা আর্জেন্টিনার জন্য লজ্জার বলে মনে করেন দিয়েগো মারাদোনা। দল এভাবে খেললে কোচ হোর্হে সাম্পাওলি দেশে ফিরতে পারবে না বলে সতর্ক করে দিয়েছেন এই ফুটবল কিংবদন্তি।
- উত্তর আমেরিকার তিন দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে ২০২৬ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত পছন্দ হয়নি দিয়েগো মারাদোনার। আর্জেন্টাইন এই কিংবদন্তির মতে, তিন দেশেই ফুটবল তেমন জনপ্রিয় নয়।
- রাশিয়া বিশ্বকাপে লিওনেল মেসির প্রমাণের কিছু নেই বলে মনে করেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো মারাদোনা।
- ইউভেন্তুসের বিপক্ষে যোগ করা সময়ে রেফারির কি রিয়াল মাদ্রিদকে আলোচিত ওই পেনাল্টিটি দেওয়া উচিত ছিল? দিয়েগো মারাদোনার মতে পেনাল্টি দেওয়া ঠিক হয়নি। তবে ওই পরিস্থিতিতে রিয়াল উইঙ্গার লুকাস ভাসকেস যেভাবে ডাইভ দিয়েছিলেন নিজে হলে তাই করতেন বলে জানালেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি।
- মারাদোনাকে ছাড়িয়ে নাপোলির হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক হওয়া মারেক হামসিক তার জার্সি আর্জেন্টাইন কিংবদন্তিকে উপহার দিয়েছেন।
- দিয়েগো মারাদোনা সর্বকালের সেরা বলে দৃঢ় বিশ্বাস গাব্রিয়েল বাতিস্তুতার। আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ডের দৃষ্টিতে মারাদোনার মতো মুগ্ধতা ছড়াতে পারেন না লিওনেল মেসি।
- সমালোচকদের কাছে আর্জেন্টিনা ও বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসির প্রমাণ করার কিছু নেই বলে মনে করেন তার স্বদেশি ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা।
- কিলিয়ান এমবাপেকে কিনতে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসকে পরামর্শ দিয়েছিলেন দিয়েগো মারাদোনা। কিন্তু দলে ক্রিস্তিয়ানো রোনালদো থাকায় তরুণ ফরোয়ার্ডকে দলে টানেনি স্পেনের সফলতম ক্লাবটি।
- নাইজেরিয়ার কাছে আর্জেন্টিনার হারের পর আবারও দলটির কোচ হতে চেয়েছেন দিয়েগো মারাদোনা।
- ১৯৮৬ বিশ্বকাপে করা আলোচিত-সমালোচিত গোল নিয়ে এতদিন অনেক কথাই বলেছেন দিয়েগো মারাদোনা। ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার নিয়ে কথা বলতে গিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি জানালেন, তখন এটি চালু থাকলে ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলটি হত না।
- দলকে অবিস্মরণীয় সাফল্য এনে দেওয়া দিয়েগো মারাদোনার সম্মানে ১০ নম্বর জার্সি তুলে রেখেছে নাপোলি। সেই জার্সি ক্লাবটির বর্তমান ফরোয়ার্ড লরেন্সো ইনসিনিয়ে পাবেন কিনা তা নিয়ে মজা করে চ্যালেঞ্জ জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি।
- লিওনেল মেসির বিয়েতে দাওয়াত না পেলেও প্রিয় উত্তরসূরিকে শুভকামনা জানিয়েছেন দিয়েগো মারাদোনা। স্বদেশি তারকার সঙ্গে সম্পর্কটা আগের মতোই থাকবে বলে মনে করেন একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ এনে দেওয়া এই কিংবদন্তি।
- সম্প্রতি ১৯৮৬ বিশ্বকাপে দিয়াগো মারাদোনার করা ‘হ্যান্ড অব গড’ গোলের প্রসঙ্গ টেনে তার সমালোচনা করেন দানি আলভেস। জবাবে ছেড়ে কথা বলেননি আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার। ব্রাজিলের ডিফেন্ডারকে ‘নির্বোধ’ বলেছেন দেশটির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক।
- কিছুটা আক্ষেপের সুরে দিয়েগো মারাদোনা বললেন, ক্রিস্তিয়ানো রোনালদো আর্জেন্টিনার খেলোয়াড় হলে কতই না ভালো হতো। অবশ্য তুলনামুলক সেরার প্রশ্নে সেক্ষেত্রেও লিওনেল মেসিকেই বেছে নিতেন দেশটির ফুটবল কিংবদন্তি ।
- লম্বা সময় পর কোচিংয়ে ফিরলেন দিয়েগো মারাদোনা। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় সারির দল আল-ফুজাইরাহর দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি।
- ক্লাব ফুটবলে আকাশচুম্বী সাফল্য পাওয়া লিওনেল মেসি জাতীয় দলের হয়ে জিততে পারেননি কিছুই। আর তাই বার্সেলোনার এই ফরোয়ার্ডকে দিয়েগো মারাদোনার সমতুল্য মনে করেন না ব্রাজিলের সাবেক তারকা রোমারিও।
- আরও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ লিওনেল মেসিকে ছাড়া খেলে রাশিয়া বিশ্বকাপের টিকেট আর্জেন্টিনা পাবে কি-না, এ নিয়ে সংশয়ে আছেন দেশটির ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা।
- আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে দেওয়া ফিফার শাস্তি মানতে পারছেন না ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। আর্জেন্টিনার সাবেক তারকা ও কোচ জানিয়েছেন, এ নিয়ে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর মুখোমুখি হবেন তিনি।
- ১৯৮৬ বিশ্বকাপে ইংলিশ সমর্থকদের মন ভেঙে দেওয়া সেই ‘হ্যান্ড অব গড’ গোলের চেষ্টা আবারও করেছিলেন দিয়েগো মারাদোনা। তবে এবার আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলারের প্রচেষ্টা সফল হয়নি। পেয়েছেন প্রাপ্য শাস্তিও।
- বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার হয়ে কাজ করার স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে দিয়েগো মারাদোনার। সংস্থাটির দূত হিসেবে কাজ করবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি।
- সান সিরোয় এসি মিলানের বিপক্ষে নাপোলির গুরুত্বপূর্ণ জয়ের পেছনে দিয়েগো মারাদোনার দেওয়া উৎসাহ ভূমিকা রেখেছে বলে মনে করেন দলটির ফরোয়ার্ড হোসে কাইয়েহন।
- আবার ইতালির নাপোলিতে ফিরছেন দিয়েগো মারাদোনা। আর্জেন্টিনার এই ফুটবল কিংবদন্তি সেরি আ ক্লাবটির দূত হতে যাচ্ছেন।
- ইন্টার মিলানে স্ট্রাইকার মাওরো ইকার্দির পারফরম্যান্স বেশ সন্তোষজনক। তবে এখনও সে আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নয় বলেই মনে করেন দিয়েগো মারাদোনা।
- ফিফার বর্ষসেরা পুরস্কার দেওয়ার অনুষ্ঠানে লিওনেল মেসিসহ অন্য ফুটবলারদের না যাওয়ার কারণটা জানিয়েছিল বার্সেলোনা। কিন্তু সেটা পছন্দ হয়নি দিয়েগো মারাদোনার। জুরিখের জাঁকালো অনুষ্ঠানে মেসিদের অনুপস্থিতিতে হতাশ আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ সালের বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি ফুটবলার।
- খেলার ধরনের কারণে লিওনেল মেসিকে অনেক আগে থেকেই দিয়েগো মারাদোনার সঙ্গে তুলনা করে আসছে অনেকে। তবে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত দুই আর্জেন্টাইনের মধ্যে মারাদোনা বেশি লড়াকু ছিলেন বলে মনে করেন দেশটির সাবেক কোচ সেসার লুইস মেনোত্তি।
- ইতালির রোমে একটি চ্যারিটি ম্যাচ খেলতে গিয়ে প্রথমার্ধ শেষে মাঠ থেকে ফেরার সময় উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন আর্জেন্টিনার দুই সাবেক ফুটবলার দিয়েগো মারাদোনা ও হুয়ান সেবাস্তিয়ান ভেরন।
- লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদো একই মানের খেলোয়াড় বলে মনে করেন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা।
- নাপোলি ছেড়ে গনসালো হিগুয়াইনের ইউভেন্তুসে যোগ দেওয়ার সিদ্ধান্তে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন দিয়েগো মারাদোনা। তবে এই বিষয়ে শুধু উত্তরসূরির দোষ দেখছেন না এই ফুটবল কিংবদন্তি।
- অনেকের মতেই সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন লোথার মাথেউস। জার্মান সাবেক এই ফুটবলারের মতে দিয়েগো মারাদোনা যেমনটা ছিলেন, বর্তমানে ঠিক তেমনই মেসি।
- লিওনেল মেসির অবসর নেওয়া আর এর কয়েক সপ্তাহ পর আবার সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফেরার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন আর্জেন্টিনার সাবেক কোচ ও অধিনায়ক দিয়েগো মারাদোনা।
- লিওনেল মেসি তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না বলে মনে করেন আর্জেন্টিনার সাবেক কোচ ও অধিনায়ক দিয়েগো মারাদোনা।
- ইতিহাসের সেরা ফুটবলারের প্রশ্ন উঠলে অধিকাংশ সময়ই পেলে ও মারাদোনাকে ঘিরে ফুটবল বিশ্ব দুই ভাগ হয়ে যায়। তবে পোপ ফ্রান্সিসের মতে, সাবেক এই দুই কিংবদন্তি নয়, লিওনেল মেসিই ইতিহাসের সেরা ফুটবলার।
- এসি মিলান ও ইতালির সাবেক কোচ আররিগো সাক্কির মতে, মেসির চেয়ে দিয়েগো মারাদোনা ভালো খেলোয়াড় ছিলেন। পূর্বসূরির মতো পাঁচবারের বর্ষসেরা ফুটবলার দৃঢ় ব্যক্তিত্বেরও অধিকারী নন বলে মনে করেন এই ইতালিয়ান কোচ।
- দ্বিতীয় মেয়াদে আর্জেন্টিনার কোচ হওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন দিয়েগো মারাদোনা। এমনকি বিনা বেতনেও এই দায়িত্ব নিতে চান দেশটির হয়ে বিশ্বকাপ জেতা কিংবদন্তি এই ফুটবলার।
- দেশের হয়ে একটি শিরোপা জিততে উন্মুখ হয়ে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তারকা এই ফরোয়ার্ডের সাফল্য-ক্ষুধাই পর্তুগালকে ইউরোর ফাইনাল জেতাতে পারে বলে মনে করেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা।
- আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়া লিওনেল মেসিকে ফেরাতে অনেকেই অনেক কথা বলছেন। তবে দেশটির ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা বার্সেলোনার এই তারকা ফুটবলারকে আপাতত একা থাকতে দিতে দেশবাসীর প্রতি অনুরোধ করছেন।
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী
- খুলনায় এক লাখ ৩০ হাজার টাকায় একটি কৈবল মাছ বিক্রি
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সুনামগঞ্জে ভেঙে পড়ল নির্মাণাধীন সেতু
- টিভি সূচি (সোমবার, ০১ মার্চ ২০২১)
- মার্চে কালবৈশাখীর পর তাপপ্রবাহের আভাস
- মাদক মামলা থেকেও ইরফান সেলিমকে অব্যাহতি