- নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচ জুয়ান গাম্পের ট্রফিতে প্রথমে খেলতে রাজি হয়েও সরে দাঁড়িয়েছে রোমা। এতে বেজায় ক্ষেপেছে বার্সেলোনা। সেরি আর দলটির বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে কাতালান ক্লাবটি।
- কর ফাঁকির মামলায় দায় স্বীকার করার পর স্যামুয়েল এতোকে ২২ মাসের জেল দিয়েছে স্পেনের একটি আদালত। তবে শাস্তির মেয়াদ দুই বছরের কম হওয়ায় ও অতীতে কখনও ফৌজদারী অপরাধ না করায় এই স্থগিত থাকছে। তাকে জেলে যেতে হচ্ছে না। মোটা অঙ্কের জরিমানা অবশ্য দিতে হচ্ছে ক্যামেরুন ও বার্সেলোনার সাবেক তারকা ফরোয়ার্ডকে।
- বার্সেলোনায় দানি আলভেসের দ্বিতীয় অধ্যায় দীর্ঘায়িত হচ্ছে না খুব একটা। অভিজ্ঞ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না ক্লাব। এই মাস শেষে চুক্তি শেষ হতেই তাই শেষ হয়ে যাচ্ছে কাম্প নউয়ে ৩৯ বছর বয়সী ডিফেন্ডারের বিচরণ।
- কাম্প নউয়ে ফিরতে যাচ্ছেন জোসে মরিনিয়ো। নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচ জুয়ান গাম্পের ট্রফিতে বার্সেলোনার এবারের প্রতিপক্ষ পর্তুগিজ এই কোচের দল রোমা।
- আর্থিক সমস্যায় জর্জরিত বার্সেলোনা নানা সীমাবদ্ধতার মাঝেও নতুন মৌসুমে শক্তি বাড়াতে চাইছে। কাজটা তাদের জন্য বেশ কঠিন। তবে দলটির চার অধিনায়কের একজন জর্দি আলবার বিশ্বাস, কঠিন এই সময় কাটিয়ে ঠিকই ঘুরে দাঁড়াতে পারবেন তারা। প্রতিকুল পরিস্থিতি মোকাবেলায় নিজেদের আরও ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করছেন স্প্যানিশ ডিফেন্ডার।
- তিন বছর পর আবার যুক্তরাষ্ট্রে খেলতে যাচ্ছে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। প্রাক-মৌসুমের এই টুর্নামেন্টে তাদের সঙ্গী হবে সেরি আর দল ইউভেন্তুস।
- চুক্তির মেয়াদ শেষ হতো চলতি মাসেই। তার আগেই এক বছরের জন্য চুক্তি নবায়ন করলেন বার্সেলোনা ডিফেন্ডার সের্হি রবের্তো।
- নিজে সরাসরি কিছু না বললেও সাম্প্রতিক সময়ে বের্নার্দো সিলভার দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছে বেশ। এই গ্রীস্মে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডারকে নাকি দলে টানতে আগ্রহী বার্সেলোনা। এই প্রসঙ্গে অবশ্য এখনই কিছু বলতে চান না তিনি। এই ব্যাপারে ভেবে দেখবেন মৌসুম শেষে।
- চেনা আঙিনায় নিজেদের মেলে ধরতে ব্যর্থ হলেন ফেররান তরেস, পিয়েরে-এমেরিক অবামেয়াংরা। শিরোপাশূন্য মৌসুমে বার্সেলোনার শেষটা হলো তাই হতাশায়। তাদের মাঠ থেকে দারুণ জয় নিয়ে ফিরল ভিয়ারিয়াল।
- আগামী মৌসুমের প্রস্তুতি পরিকল্পনা সাজিয়ে ফেলছে বার্সেলোনা। প্রাক-মৌসুমে অস্ট্রেলিয়ার পর প্রীতি ম্যাচ খেলতে তারা যাবে যুক্তরাষ্ট্রে। সেখানে তাদের প্রতিপক্ষ মেজর লিগ সকার-এর ক্লাব ইন্টার মায়ামি ও নিউ ইয়র্ক রেড বুলস।
- ম্যানচেস্টার সিটি ছেড়ে নতুন স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন বার্সেলোনায়। সের্হিও আগুয়েরোর দিকে চেয়ে নিয়তি তখন হয়তো মুচকি হেসেছিল! শরীরে বাসা বাঁধল কঠিন ব্যাধি। হৃদযন্ত্রের স্পন্দন জটিলতা সংক্রান্ত অ্যারিথমিয়া রোগের কারণে কদিন পর ফুটবলকেই বিদায় বলে দিতে বাধ্য হলেন তিনি। দীর্ঘদিন বাদে পেছনে ফিরে তাকিয়ে কঠিন সেই সময়ের কথা শোনালেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড।
- যখন দায়িত্ব নিয়েছিলেন, দল ছিল খাদের কিনারায়। লা লিগায় শীর্ষ চারে ঢোকা তখন দূরের পথ। সেখান থেকে শাভি এরনান্দেসের হাত ধরে বদলে যাওয়া বার্সেলোনা রানার্সআপ হওয়া নিশ্চিত করে ফেলেছে। কাতালান ক্লাবটির যে ঐতিহ্য, তাতে দুইয়ে থেকে শেষ করাটা প্রাপ্তির না হলেও পরিস্থিতি বিবেচনায় এতেই সন্তুষ্ট কোচ।
- নিয়মিত খেলোয়াড়দের অনেককে ছাড়া খেলতে নেমে ম্যাচ জুড়ে আক্রমণে ভুগল বার্সেলোনা। গেতাফের বিপক্ষে লক্ষ্যে শট রাখতে পারল স্রেফ একটি। প্রত্যাশিত জয় ধরা দিল না। তবে অন্য ম্যাচের ফল পক্ষে আসায় লা লিগায় রানার্সআপ হওয়া নিশ্চিত হয়ে গেল শাভি এরনান্দেসের দলের।
- মাত্র ২৭ বছর বয়সে নিভে গেল বার্সেলোনার যুব একাডেমির সাবেক ফুটবলার মাক্সি রোলনের জীবন প্রদীপ। সড়ক দুর্ঘটনায় চলে গেলেন এই আর্জেন্টাইন উইঙ্গার।
- একদিকে চোটের মিছিল। সঙ্গে যোগ হয়েছে একসঙ্গে তিন খেলোয়াড়ের নিষেধাজ্ঞা। দুইয়ে মিলে গেতাফে ম্যাচের স্কোয়াড গড়তে নাজেহাল অবস্থা বার্সেলোনার। কোচ শাভি এরনান্দেস তাই বাধ্য হয়ে ‘বি’ দলের পাঁচ ফুটবলারকে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন।
- বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, ধারের মেয়াদ শেষে স্থায়ীভাবে অ্যাস্টন ভিলায় যোগ দেবেন ফিলিপে কৌতিনিয়ো। শেষ পর্যন্ত হলোও তাই। বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে পাকাপাকিভাবে দলে টেনেছে স্টিভেন জেরার্ডের দল।
- সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে রোনালদ আরাউহোর অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়ার ঘটনা বেশ ভীতি ছড়িয়েছিল। পরে অবশ্য স্বস্তির সংবাদ দেন বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস। জানান, এই ডিফেন্ডারকে নিয়ে শঙ্কা কেটে গেছে।
- মেমফিস দিপাইয়ের চমৎকার ফিনিশিংয়ের পর জোড়া গোল করলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। বার্সেলোনার রক্ষণের মারাত্মক ভুলে একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আভাস দিল সেল্তা। কিন্তু তাদের জন্য বড় ধাক্কা হয়ে এলো জেসন মুরিয়োর লাল কার্ড। শেষ আধ ঘণ্টার বেশি সময় এক জন কম নিয়ে খেলা দলটি সেভাবে স্বাগতিকদের চ্যালেঞ্জই জানাতে পারল না। অনায়াস জয়েই স্প্যানিশ সুপার কাপে জায়গা করে নেওয়ার পথে এগিয়ে গেল শাভি এর্নান্দেসের দল।
- কোনো কিছু পাওয়ার তীব্র ইচ্ছে থাকলেও আর্থিক সীমাবদ্ধতা অনেক সময়ই বাধা হয়ে দাঁড়ায়। দল-বদলের বাজারে বার্সেলোনার অবস্থাও এখন তাই। নতুন মৌসুমে দলকে শক্তিশালী করার ক্ষেত্রে ক্লাবের এই আর্থিক দিকও মাথায় রেখেই পরিকল্পনা করতে হচ্ছে কোচ শাভি এরনান্দেসকে।
- লা লিগায় শীর্ষ চার নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। মূল লক্ষ্য পূরণ হওয়ায় দারুণ খুশি দলটির কোচ শাভি এরনান্দেস। এখন স্প্যানিশ সুপার কাপে খেলতে দুইয়ে থেকে লিগ শেষ করার দিকে মনোযোগ দিতে চান স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা।
- হতাশায় মোড়ানো মৌসুমের শেষটা যতটা সম্ভব ভালো করতে চায় বার্সেলোনা। আগেভাগেই নিশ্চিত করতে চায় লা লিগার শীর্ষ চারে থাকা। বাকি ম্যাচগুলোতে ভালো করে জায়গা করে নিতে চায় স্প্যানিশ সুপার কাপে।
- শিরোপার সম্ভাবনা মিলিয়ে যাওয়ার পর থেকেই লা লিগায় দ্বিতীয় হওয়ার লক্ষ্যে এগোচ্ছে বার্সেলোনা। তবে সেই অভিযানে রিয়াল বেতিস ম্যাচের আগে বড় একটি ধাক্কা খেল দলটি। ঊরুর চোটে ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্দ পিকে।
- ঘরের মাঠে জিততে ভুলে যাওয়া বার্সেলোনা আবারও আলোর দেখা পেয়েছে। কাম্প নউয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হারের বাজে স্মৃতি পেছনে ফেলে জয়ে ফিরেছে দলটি। রিয়াল মায়োর্কার বিপক্ষে এই জয় শুধু কাতালান শিবিরে স্বস্তিই দিচ্ছে না, সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার ক্ষেত্রেও আত্মবিশ্বাস যোগাচ্ছে।
- ম্যাচ জয়ের তাৎক্ষনিক আনন্দ আছে। সঙ্গে আছে ঘরের মাঠে হারের চক্র থেকে বের হওয়া ও পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসার স্বস্তি। তবে বার্সেলোনায় নেই বাঁধনহারা উল্লাস আর প্রাণভরা উচ্ছ্বাস। লিগের উত্তেজনা যখন শেষ এত আগেই, চিরপ্রতিদ্বন্দ্বী দল যখন করছে শিরোপার উৎসব, সেসব তো কাঁটা হয়েই বিদ্ধ করার কথা! বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং অনুভব করছেন সেই যন্ত্রণাই।
- সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা তিন হারের হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। মায়োর্কাকে হারিয়ে লিগ টেবিলে আবারও দুই নম্বরে ফিরল শাভি এরনান্দেসের দল।
- শাভি এরনান্দেস কোচ হওয়ার পর থেকে নিজেদের পুরনো রুপে ফেরার আভাস ছিল বার্সেলোনার খেলায়। সাম্প্রতিক সময়ে যদিও ফের পথ হারিয়েছে দলটি। ঘরের মাঠেই ধুঁকতে হচ্ছে হার এড়াতে। তবে মনোবল না হারিয়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী শাভি।
- শীর্ষ চারে থেকে লা লিগা শেষ করার লক্ষ্যে থাকা বার্সেলোনা পরবর্তী ম্যাচের আগে জোড়া ধাক্কা খেয়েছে। পায়ের আঙুলের চোটে ছিটকে গেছেন মিডফিল্ডার নিকো গনসালেস। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট। ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
- বার্সেলোনার দায়িত্ব ছাড়ার আগে ও পরে রোনাল্ড কুমানের অভিযোগ ছিল, ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সমর্থন পাননি তিনি। দুজনের সম্পর্কও শেষের দিকে ছিল খারাপের দিকে। তবে এই ডাচ কোচ চান, বর্তমান কোচ শাভি এরনান্দেসের সঙ্গে যেন এমনটা না হয়। তিনি আশাবাদী, ক্লাব সভাপতির পূর্ণ সমর্থন পাবেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।
- অনুমতি মিলেছে সিটি কাউন্সিল থেকে। তাই আগামী জুনে কাম্প নউয়ের সংস্কার কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা।
- বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন রোনালদ আরাহো। মেয়াদ বাড়িয়েছেন চার বছর।
- মাস গড়াতেই আবারও হ্যামস্ট্রিংয়ের চোটে পড়লেন সের্জিনো দেস্ত। গত মার্চে ছিল বাঁ পায়ে সমস্যা। এবার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে বার্সেলোনার এই ডিফেন্ডারের।
- মৌসুমের শুরুর মলিনতা কাটিয়ে দারুণ খেলতে থাকা বার্সেলোনা শেষ দিকে এসে ফের পথ হারিয়েছে। ঘরের মাঠে যেন জিততে ভুলে গেছে দলটি। ফলে লিগে দ্বিতীয় হওয়াটাও চ্যালেঞ্জিং হয়ে পড়েছে শাভি এরনান্দেসের দলের জন্য। কাতালান দলটির অধিনায়ক সের্হিও বুসকেতস জানালেন, ঘরের মাঠে ব্যর্থতা কাটিয়ে উঠার পথ খুঁজছেন তারা।
- বার্সেলোনা কোচ হিসেবে শাভি এরনান্দেসের মধুচন্দ্রিমা শেষ। সংসারের নানা টানাপোড়েন এখন তিনি টের পাচ্ছেন। গায়ে লাগছে কঠিন বাস্তবতার আঁচ। তবে পরিবারের কর্তা হিসেবে তো হাল ছাড়লে চলে না। বিধ্বস্ত মনোবলের দলকে তাই উজ্জীবিত করার চেষ্টা করছেন তিনি। হতাশায় ভরা মৌসুমের শেষ প্রান্তে এসেও অনেক প্রাপ্তির হাতছানি দেখছেন বার্সেলোনা কোচ।
- শুরুতেই পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা করে গেল বার্সেলোনা, কিন্তু তাদের বেশিরভাগ শট হলো লক্ষ্যভ্রষ্ট। কাঙ্ক্ষিত গোলের দেখাও তাই মিলল না। কাতালান দলটির মাঠে দারুণ এক জয় তুলে নিল রায়ো ভাইয়েকানো।
- কাম্প নউয়ে শাভি এরনান্দেস কোচ হয়ে আসার সময় লা লিগার শিরোপা লড়াইয়ে ধারেকাছেও ছিল না বার্সেলোনা। সাবেক এই মিডফিল্ডারের কোচিংয়ে মৌসুমের দ্বিতীয় ভাগে ঘুরে দাঁড়ালেও দলটির কোনো শিরোপা জেতার সম্ভাবনা আর নেই বললেই চলে। বাস্তবতার আলোকে শাভির লক্ষ্য তাই দুইয়ে থেকে লা লিগা শেষ করা। তবে পরের মৌসুমে যেকোনো মূল্যে জিততে চান শিরোপা।
- লিগ টেবিলে দুই দলের মাঝে ব্যবধান ১৫ পয়েন্টের। রিয়াল মাদ্রিদের কয়েক ম্যাচ হাতে রেখে লা লিগা জয় প্রায় নিশ্চিত। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন নিরঙ্কুশ সাফল্য দেখে আক্ষেপে পুড়ছেন দানি আলভেস। বার্সেলোনা ডিফেন্ডারের বিশ্বাস, তারা আরও আগে চেনা ছন্দে ফিরতে পারেননি বলেই ‘ভাগ্যবান’ রিয়াল আছে অনায়াস জয়ের পথে।
- ম্যাচের শুরুর দিকেই গোল করে এগিয়ে যাওয়া। এরপর কেবলই পেছন পানে হাঁটা। প্রতিপক্ষের আক্রমণে দিশেহারা হওয়া। একের পর এক আক্রমণ ঠেকিয়ে শেষ পর্যন্ত কোনোরকমে ওই গোল ধরে রাখতে পারা। সব মিলিয়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ শেষে যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন শাভি এরনান্দেস। তবে প্রতিপক্ষের খেলায় মুগ্ধ বার্সেলোনা কোচ বলছেন, অন্তত ড্র প্রাপ্য ছিল সোসিয়েদাদের।
- গোছানো ও ছন্দময় ফুটবলে শুরুতেই মিলল গোল। বাকি সময়ে নিজেদের খুঁজে ফিরল বার্সেলোনা। একের পর এক আক্রমণে কয়েকটি দারুণ সুযোগ তৈরি করল রিয়াল সোসিয়েদাদ, কিন্তু একটিও কাজে লাগাতে পারল না। কোনোমতে জিতে লিগ টেবিলের দুই নম্বরে ফিরল শাভি এরনান্দেসের দল।
- বহুল আলোচিত ইউরোপিয়ান সুপার লিগ চালুর প্রচেষ্টায় উয়েফার সঙ্গে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ইউভেন্তুসের আইনি লড়াই বড় এক ধাক্কা খেল। এই তিন ক্লাবের পক্ষে মাদ্রিদের একটি আদালত যে আদেশ দিয়েছিল, সেটি তুলে নেওয়া হয়েছে। ফলে ক্লাব তিনটি এখন উয়েফার শাস্তির মুখে পড়তে পারে।
- ঘরের মাঠে হেরে ইউরোপা লিগ থেকে বিদায়। লা লিগায় পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা দলের কাছে ঘরের মাঠেই হার। পিঠাপিঠি দুটি বড় ধাক্কায় হতাশ বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস। তবে মুষড়ে না পড়ে দলকে তিনি বলছেন পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে।
- কাদিসের সামনে পড়লেই কী যেন হয়ে যায় বার্সেলোনার! দলটির বিপক্ষে আরও একবার নিজেদের মেলে ধরতে ব্যর্থ হলো কাতালান দলটি। উজ্জীবিত পারফরম্যান্সে তাদের মাঠ থেকে অসাধারণ জয় নিয়ে ফিরল সফরকারীরা।
- নিজ ঘরেই অতিথি! ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে মাঠের আবহে বার্সেলোনার ক্ষেত্রে এই কথাই যেন হয়ে উঠে সত্য। কাম্প নউয়ের গ্যালারির বড় একটা অংশ দখলে নেয় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সমর্থকরা। ম্যাচজুড়ে তাদের গর্জনে মনেই হয়নি প্রতিপক্ষের মাঠে খেলছে জার্মান দলটি। স্প্যানিশ ক্লাবটিকে ছিটকে দিয়ে সেমি-ফাইনালেও উঠে যায় তারা। সেই থেকে বার্সেলোনা কোচ শাভি এরনান্দেসের বারবার মনে হচ্ছে, নিজ বাড়িতে সেদিন ডাকাতির শিকার হয়েছিলেন তারা।
- কাম্প নউয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতার ম্যাচে প্রতিপক্ষের এত দর্শক আর দেখতে চায় না বার্সেলোনা। তাই টিকেট নীতিতে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
- প্রথম লেগে সমতা। দ্বিতীয় লেগ হাতের তালুর মতো চেনা মাঠ কাম্প নউয়ে, কিন্তু বার্সেলোনা পারল না জিততে, পারল না হিসাব মেলাতেও। ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পর তাই কোচ শাভি এরনান্দেস অকপটে বললেন, অনেক ভুলের চড়া মাশুল দিয়ে হেরেছে বার্সেলোনা। আত্মসমালোচনার বার্তাও দলকে দিলেন তিনি।
- বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কিকে আসছে গ্রীষ্মেই বার্সেলোনা দলে ভেড়াতে চায় বলে গুঞ্জন রয়েছে। দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে, এমন খবরও কিছু গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। তবে এসবের কোনো সত্যতা নেই বলে মন্তব্য করেছেন কাতালান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর মাতেও আলেমানি।
- একে তো হেরেছে দল, ছিটকে গেছে ইউরোপা লিগ থেকে; তার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে পেদ্রির চোট। স্পেনের একাধিক দৈনিক জানিয়েছে, মৌসুমের বাকি অংশে এই মিডফিল্ডারকে আর পাবে না বার্সেলোনা।
- অপ্রত্যাশিত ব্যর্থতায় বেদনার অনলে পুড়ছে এক দল। আরেক দল ভেসে যাচ্ছে যেন অভাবনীয় উচ্ছ্বাসের জোয়ারে। ইউরোপা লিগের চমক জাগানিয়া এক রাতের পর দুই দলের চিত্র এমনই। বার্সেলোনাকে হারিয়ে সেমি-ফাইনালে উঠে আনন্দ প্রকাশের ভাসা খুঁজে পাচ্ছেন না আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের গোলকিপার কেভিন ট্রাপ। বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস আক্ষেপ করছেন ভালো খেলতে না পারায়।
- নিজের মাঠে খেলা, অথচ সেটাই যেন হয়ে উঠল প্রতিপক্ষের ডেরা। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সমর্থকদের গর্জনে কাম্প নউ বার্সেলোনার জন্য হয়ে উঠল একরকম বিভীষিকা। বার্সেলোনা কোচ শাভি এরনান্দেসের মতে, তার দলের পরাজয়ে দর্শক সমর্থনের প্রভাব কিছটা হলেও থাকতে পারে। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ। প্রতিপক্ষের এত দর্শক কীভাবে মাঠে প্রবেশ করতে পারল, তা বুঝেই উঠতে পারছেন না তিনি।
- শুরুতেই প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেওয়ার ধাক্কা আর সামলে উঠতে পারল না বার্সেলোনা। চমৎকার পারফরম্যান্সে একে একে স্প্যানিশ দলটির জালে তিনবার বল পাঠাল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। শেষ দিকে দুটি গোল শোধ করলেও লাভ হলো না কাতালানদের। স্মরণীয় এক জয়ে ইউরোপা লিগের সেমি-ফাইনালে উঠল জার্মান দলটি।
- ইউরোপীয় ফুটবলে নিশ্চিতভাবেই সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও পরাশক্তি। দাপট আছে আতলেতিকো মাদ্রিদেরও। কিন্তু ঘরোয়া লিগগুলোর বিবেচনায় ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে অনেকে পিছিয়ে রাখে লা লিগাকে। তবে এবারের চ্যাম্পিয়ন্স লিগে একই রাতে রিয়ালের পাশাপাশি ভিয়ারিয়ালও সেমি-ফাইনালে ওঠায় মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাবে বলে বিশ্বাস বার্সেলোনা কোচ শাভি এরনান্দেসের।
- মৌসুমের প্রথম কয়েক মাসে পথ হারিয়ে ধুঁকতে থাকা একটা দলের দায়িত্ব নিয়ে আশার প্রদীপ জ্বেলেছেন শাভি এরনান্দেস। তার কোচিংয়ে বার্সেলোনা আবারও নজরকাড়া ফুটবল খেলতে শুরু করেছে। এই ধারা ধরে রাখতে পারলে লা লিগার শিরোপা লড়াইয়ে অনেক এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদকেও তারা প্রতিদ্বন্দ্বিতা জানাতে পারবে বলে বিশ্বাস করেন বার্সেলোনায় শাভির এক সময়ের সতীর্থ রোনালদিনিয়ো।
- চার মিনিটের মধ্যে দুটি পেনাল্টি! একটি কাজে লাগাতে পারল লেভান্তে, অন্যটি রুখে দিলেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। চার মিনিটে দুই গোল করে এগিয়ে গেল বার্সেলোনা। পরে প্রতিপক্ষকে আরেকটি পেনাল্টি উপহার দিয়ে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে তারা। তবে লুক ডি ইয়ংয়ের শেষ দিকের গোলে স্বস্তির জয় তুলে নিল শাভি এরনান্দেসের দল।
- প্রতিপক্ষের আঙিনায় ড্রয়ের অস্বস্তির সঙ্গে বার্সেলোনা শিবিরে যোগ হয়েছে সেখানকার মাঠ নিয়ে অসন্তোষ। তবে এসব নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চান না বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে পরের লেগে কীভাবে আটকানো যায়, আপাতত সেটাই ভাবনা তার।
- কাঙ্ক্ষিত ফলাফল না পেলে ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে দলগুলোর প্রশ্ন তোলার উদাহরণ আছে ভুরিভুরি। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ড্র করার পর বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস অবশ্য সে পথে হাঁটেননি। তবে তিনি আঙ্গুল তুলেছেন জার্মান ক্লাবটির মাঠের দিকে!
- ‘অচেনা’ প্রতিপক্ষের সামনে উজ্জ্বল শুরুর পর পথ হারাতে বসেছিল বার্সেলোনা। চেনা আঙিনায় দারুণ পারফরম্যান্সে এগিয়ে যায় আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। তবে ব্যবধান ধরে রাখতে পারল না তারা। ফেররান তরেসের গোলে হার এড়াল শাভি এরনান্দেসের দল।
- চলতি মৌসুম শেষের পর প্রীতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া যাবে বার্সেলোনা। সেখানে তাদের প্রতিপক্ষ দেশটির এ-লিগের খেলোয়াড়দের নিয়ে গঠিত অল স্টার্স দল।
- দারুণ ফর্ম ধরে রেখে লিগ টেবিলে এগিয়েই চলেছে বার্সেলোনা। সবশেষ জয়ে উঠে এসেছে দুইয়ে। সাম্প্রতিক সময়ে দলটির পারফরম্যান্স অসাধারণ বললেও বাড়িয়ে বলা হয় না। কিন্তু লা লিগার শিরোপা লড়াইয়ে তাদের বাস্তবিক সম্ভাবনা নেই বললেই চলে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধানটা যে অনেক বড়। তবে নতুন করে পাওয়া আশা ছাড়তে রাজি নন শাভি এরনান্দেস। শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দিলেন বার্সেলোনা কোচ।
- ধারাভাষ্যকার বললেন ‘ম্যাজিকাল… বিস্ময়কর এক গোল।’ তাৎক্ষনিকভাবে এর চেয়ে ভালো বিশেষণ বুঝি আর হয় না। সত্যিই জাদুকরি এক মুহূর্ত উপহার দিলেন পেদ্রি, সেই ইন্দ্রজালে বিস্ময়াভূত যেন সবাই। মুগ্ধ কোচ শাভি এরনান্দেসের চোখে পেদ্রি ‘সুপারলেটিভ’ ফুটবলার। বার্সেলোনার তরুণ এই সেনসেশন নিজে বলছেন, শট নিয়েই তিনি বুঝতে পেরেছিলেন, বল খুঁজে নেবে জালের ঠিকানা।
- বছরের শুরুতে বার্সেলোনায় উসমান দেম্বেলে হয়ে পড়েছিলেন ব্রাত্য। তাকে ছুঁড়ে ফেলা হয়েছিল স্কোয়াডের বাইরে। বলা হয়েছিল, চুক্তি নবায়ন না করলে জানুয়ারিতেই ক্লাব ছাড়তে। দুই মাস না গড়াতেই পাল্টে গেছে সব কিছু। পারফরম্যান্স দিয়েই নিজেকে আবার একাদশে নিয়মিত করেছেন ফরাসি তারকা।
- মৌসুমের শুরুর দিকে দুই দলের মাঝে ব্যবধান ছিল অনেক। এরপর শাভি এরনান্দেসের হাত ধরে বদলে যাওয়া বার্সেলোনা এখন লা লিগার পয়েন্ট টেবিলে সেভিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। দুই দলের আসছে মুখোমুখি লড়াইটি তাতে পেয়েছে ভিন্ন মাত্রা। কাতালান দলটির কোচের কাছে ম্যাচটির গুরুত্ব ফাইনালের মতোই।
- লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে করোনাভাইরাস থাবা বসিয়েছে বার্সেলোনা শিবিরে। আক্রান্ত হয়েছেন কাতালান দলটির ফরোয়ার্ড লুক ডি ইয়ং।
- এসি মিলান থেকে ফ্রাঁক কেসিয়ের বার্সেলোনায় যোগ দেওয়ার কেবল আনুষ্ঠানিকতাই বাকি, গণমাধ্যমে খবর ছিল এমনই। ক্লাবের আগেই বিষয়টি নিশ্চিত করে দিলেন সের্হিও বুসকেতস। তার বিশ্বাস, কোত দি ভোয়ার এই মিডফিল্ডারকে পেয়ে তাদের দলের শক্তি বাড়বে আরও।
- বৃষ্টির বাধা পেরিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রিয় ক্লাবের মেয়েদের লড়াই দেখতে কাম্প নউয়ে হাজির হলো হাজারো দর্শক। সংখ্যাটা দাঁড়াল ৯১ হাজার ৫৫৩! ভেঙে গেল নারী ফুটবলে ক্লাব পর্যায়ে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও এক ম্যাচে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ড।
- কিছু দিন আগেও, শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করাই ছিল বার্সেলোনার মূল লক্ষ্য। শাভি এরনান্দেস দায়িত্ব নেওয়ার পর ছন্দে ফেরা দলটি এখন দেখতে শুরু করেছে বড় স্বপ্ন। এখনও বেশ বড় ব্যবধানেই শিরোপা দৌড়ে এগিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার বিশ্বাস, এভাবে খেলা চালিয়ে গেলে তাদের হাতেই উঠবে লিগ শিরোপা!
- শাভি এরনান্দেসের হাত ধরে খুব দ্রুত বদলে যাচ্ছে বার্সেলোনার চেহারা। মৌসুমের প্রথম ভাগের ছন্নছাড়া দলটিকে অল্প সময়ে তিনি বেঁধেছেন এক সুতোয়। সাম্প্রতিক সময়ে তাদের মাঠের পারফরম্যান্স এককথায় দুর্দান্ত। ফুটবল মহলে স্প্যানিশ সাবেক এই মিডফিল্ডারের কোচিং নিয়ে মুগ্ধতা দিনে দিনে বেড়েই চলেছে। সাবেক ইংলিশ মিডফিল্ডার স্টিভেন জেরার্ডের মতে যেমন, লিওনেল মেসি ও অঁতোয়ান গ্রিজমানের মতো তারকাদের হারিয়ে দিকহারা বার্সেলোনাকে পথে ফেরাতে শাভির চেয়ে ভালো কোচ আর হতো না।
- বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই দলটির চিত্র বদলে দিয়েছেন শাভি এরনান্দেস। তার হাত ধরে মিলেছে কাতালান ক্লাবটিতে সুদিন ফেরার আভাস। তাই তাকে লম্বা সময়ের জন্য ধরে রাখতে চান ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।
- সাম্প্রতিক সময়ে বার্সেলোনা দারুণ ছন্দে থাকায় ধারণা করা হচ্ছিল, ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তারা। কিন্তু মাঠের সবকিছুই হলো পুরোপুরি ভিন্ন। মাদ্রিদের দলটিকে হেসেখেলে হারিয়ে দিল কাতালান ক্লাবটি। এতে বেশ অবাক বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস। প্রতিপক্ষ যে এভাবে আত্মসমর্পন করবেন, কল্পনাও করেননি তিনি।
- প্রথম ১০ মিনিট আর শেষের খানিকটা সময় বাদ দিলে পুরো ম্যাচেই রিয়াল মাদ্রিদ ছিল কোণঠাসা। ব্যস্ত সময় পার করে ঘর সামলাতে। সেটাও অবশ্য পারেনি তারা। ভঙ্গুর রক্ষণ, অকার্যকর মাঝমাঠ আর ধারহীন আক্রমণে প্রতিপক্ষককে একটুও ভাবাতে পারেনি দলটি। ঘরের মাঠে বার্সেলোনার কাছে নাস্তানাবুদ হওয়ার পর ধেয়ে আসছে সমালোচনার তীর। ঢাল হযে সামনে দাঁড়ানোর চেষ্টা করছেন কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, “সব দায় আমার।”
- বার্সেলোনা কী করতে পারে সেটা দেখানোর উপযুক্ত মঞ্চ ক্লাসিকো- কোচের এমন উজ্জীবনী বার্তায় জেগে উঠল পুরো দল। খেলল অবিশ্বাস্য সুন্দর ফুটবল। দখল নিল মাঝমাঠের, আক্রমণভাগ হয়ে উঠল বিধ্বংসী। খেই হারানো রিয়াল মাদ্রিদ কোনো জবাব খুঁজে পেল না। ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দীদের উড়িয়ে কাতালান ক্লাবটি যেন দিল বার্তা- পালাবদলের অধ্যায় শেষ, নতুন মোড়কে ফিরছে পুরনো বার্সেলোনা।
- পালাবদলের অধ্যায়ে একটু একটু করে যেন চেনা রুপে ফিরতে শুরু করেছে বার্সেলোনা। মিলছে কঠিন সময় পেছনে ফেলে আসার ইঙ্গিত। এমন সময়ে তাদের সামনে এবার আরেকটি বড় পরীক্ষা, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই। ‘হাইভোল্টেজ’ ম্যাচটিকে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখছেন কাতালান দলটির কোচ শাভি এরনান্দেস।
- বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড একটা সময় ছিল শাভি এরনান্দেসের নামের পাশে। নিজে ছিলেন মাঝমাঠের নেতা। ক্লাবটির অনেক সাফল্যের নায়ক এই স্প্যানিয়ার্ড এখন পথ দেখাচ্ছেন ডাগআউট থেকে। মাস কয়েক আগেও ধুঁকতে থাকা দলটি যেন দিশা খুঁজে পেয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষ কোচকে স্তুতিতে ভাসালেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
- রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের মূল দায়িত্ব তার কাঁধে। আছেন দুর্দান্ত ফর্মেও। পায়ের চোটে আসছে ক্লাসিকো থেকে করিম বেনজেমার ছিটকে যাওয়াটা তাই দলটির জন্য বড় ধাক্কা হয়েই এসেছে। কোচ কার্লো আনচেলত্তিও মানছেন, ফরাসি তারকাকে ছাড়া কাজটা সহজ হবে না তাদের জন্য। ভিন্ন সমাধানের খোঁজে আছেন এই ইতালিয়ান।
- শঙ্কা ছিল আগে থেকেই। সেটিই সত্যি হলো। পায়ের চোটে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা।
- চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে চোট থাবা বসিয়েছে বার্সেলোনা শিবিরে। হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন ডিফেন্ডার সের্জিনো দেস্ত।
- ইউরোপা লিগে শেষ ষোলোর ফিরতি লেগে দৃষ্টিনন্দন গোলে পেদ্রি মনে করিয়ে দিয়েছেন লিওনেল মেসিকে। বার্সেলোনার জার্সিতে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার অসংখ্য চোখধাঁধানো গোলের সঙ্গে পেদ্রির গোলের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। তবে স্প্যানিশ মিডফিল্ডারের মতে, এমন তুলনা স্রেফ পাগলামির শামিল।
- ইউরোপা লিগে টিকে থাকার লড়াইয়ে যেভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে দল, তাতে খুব খুশি বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস। ছেলেদের লড়াকু মানসিকতায় আসছে ক্লাসিকোর আগে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছেন সাবেক স্প্যানিশ এই মিডফিল্ডার।
- ঘরের মাঠে গ্যালারি ভর্তি দর্শকের সামনে গালাতাসারাই শুরুটা করে দারুণ। এগিয়ে যাওয়ার পর অবশ্য ছন্দ ধরে রাখতে পারেনি তারা। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বার্সেলোনা।
- সুযোগ রয়েছে লা লিগায় শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে জায়গা নিশ্চিত করার। তবে বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস আরও উঁচুতে থেকে ইউরোপ সেরার মঞ্চে ফিরতে চান। জিততে চান ইউরোপা লিগের শিরোপা।
- জাতীয় দল ও সাবেক ক্লাবে কঠিন কয়েকটি মাস কাটিয়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর অল্প সময়েই নিজেকে ফিরে পেতে শুরু করেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। গোল করে চলেছেন টানা। গ্যাবন ফরোয়ার্ডের গত কয়েক ম্যাচের পারফরম্যান্সে দারুণ খুশি কাতালান দলটির কোচ শাভি এরনান্দেস।
- গালাতাসারাই ম্যাচের হতাশা পেছনে ফেলে ওসাসুনার বিপক্ষে ম্যাচ জুড়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিল বার্সেলোনা। দারুণ জয়ে উঠল লিগ টেবিলের তিনে।
- স্প্যানিশ পুরুষ ফুটবলে শীর্ষ লিগের শিরোপা লড়াই থেকে অনেক আগেই পিছিয়ে পড়েছে বার্সেলোনা। সেখানে ক্লাবটির নারী দল ছুটে চলেছে অদম্য গতিতে। মৌসুম শেষ হতে এখনও অনেক বাকি, তার আগেই কাজ সেরে ফেলল তারা। রিয়াল মাদ্রিদকে উড়িয়ে লা লিগার সমতুল্য নারী প্রিমেরা ডিভিশনের ট্রফি উঁচিয়ে ধরল বার্সেলোনা।
- গালাতাসারাইয়ের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোল না পেয়ে, জিততে না পেরে খারাপ লাগছে বার্সেলোনা কোচ শাভি এরনান্দেসের। ফিনিশিংয়ের দুর্বলতার পুরনো সমস্যা নতুন করে ফুটে ওঠায় বেশ অসন্তুষ্টও তিনি। একই সঙ্গে কিছুটা স্বস্তিবোধও করছেন এই স্প্যানিয়ার্ড, ঘরের মাঠে কিছু হারাতে তো হয়নি!
- ম্যাচ জুড়ে আধিপত্য করল বার্সেলোনা। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দিল গালাতাসারাইকে। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের বাধা পেরুতে পারল না তারা। বাঁধ সাধল পোস্টও। নিজ আঙিনায় জিততে না পারার হতাশায় মাঠ ছাড়ল শাভি এরনান্দেসের দল।
- একটু একটু করে যেন চেনা রুপে ফিরতে শুরু করেছে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলে উঠে এসেছে তিনে। নাপোলিকে উড়িয়ে উঠে গেছে ইউরোপা লিগের শেষ ষোলোয়। তারপরও ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় নিজেদের ফেভারিট মানতে নারাজ দলটির কোচ শাভি এরনান্দেস। ক্লাবের সাবেক এই মিডফিল্ডারের কাছে বার্সেলোনায় প্রতিটা ম্যাচই যে একেকটি পরীক্ষা!
- বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়ার পর প্রায় ছয় মাস পেরিয়ে গেছে। তারপরও কাতালান ক্লাবটিতে আর্জেন্টাইন তারকাকে হারানোর হাহাকার কমেনি একটুও। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার কণ্ঠেও একই সুর। তবে কঠিন বাস্তবতার নীরিখে মেসিকে চলে যেতে দেওয়ায় কোনো ভুল দেখেন না তিনি।
- টানা তিন ম্যাচে চারটি করে গোল করা বার্সেলোনাকে এবার ফিনিশিংয়ে কিছুটা ভুগতে দেখা গেল। প্রথমার্ধে পিছিয়ে পড়ায় হোঁচট খাওয়ার শঙ্কাও জাগল। তবে দ্বিতীয়ার্ধে দুই বদলি খেলোয়াড়ের গোলে প্রত্যাশিত জয়ই পেল শাভি এরনান্দেসের দল।
- খুব করে থাকতে চেয়েছিলেন কাম্প নউয়ে। হতে চেয়েছিলেন সাফল্যের সঙ্গী। কিন্তু ব্যর্থতার দায় মাথায় নিয়ে মৌসুমের শুরুর দিকে হারাতে হয় চাকরি। এরপর থেকে একরকম চুপই ছিলেন বার্সেলোনার সাবেক কোচ রোনাল্ড কুমান। এবার মুখ খুলেই মনে পুষে থাকা ক্ষোভ ঝাড়লেন তিনি। একমাত্র লক্ষ্য ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা।
- একজন বদলি হিসেবে নেমে গোল করে ও করিয়ে বদলে দিয়েছেন ম্যাচের চিত্র। আরেকজন জালের দেখা না পেলেও আলো ছড়িয়েছেন ম্যাচ জুড়ে। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দারুণ খেলা উসমান দেম্বেলে ও পেদ্রিকে প্রসংসায় ভাসিয়েছেন বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস।
- মাসখানেক আগেও দলে যিনি হয়ে পড়েছিলেন ব্রাত্য, সেই উসমান দেম্বেলে বদলি হিসেবে নামার কিছুক্ষণ পরই দুর্দান্ত এক গোল করলেন। ম্যাচের নিয়ন্ত্রণ নিল বার্সেলোনা। সেখান থেকে তাদের আর নাড়াতে পারল না আথলেতিক বিলবাও। টানা তৃতীয় ম্যাচে গোল উৎসব করল শাভি এরনান্দেসের দল।
- আগের ম্যাচেই ব্যর্থতার বৃত্ত ভেঙ্গে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল বার্সেলোনা। ভালেন্সিয়াকে স্রেফ গুঁড়িয়ে দেওয়া কাতালান দলটি নাপোলির বিপক্ষে ছিল আরও দাপুটে। দলের এমন পরিপূর্ণ পারফরম্যান্সে খুব খুশি শাভি এরনান্দেস। বার্সেলোনা কোচের মতে, সেরি আর দলটির মাঠে তারা মৌসুমে তাদের সেরা পারফরম্যান্স দেখিয়েছে।
- ইউরোপা লিগের শেষ ষোলোয় তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের বিপক্ষে খেলবে শাভি এরনান্দেসের দল।
- ভালেন্সিয়ার বিপক্ষে যেখানে শেষ করেছিল, সেখান থেকেই যেন নাপোলির বিপক্ষে শুরু করল বার্সেলোনা। আক্রমণের পসরা মেলে ম্যাচের শুরুতে পাঁচ মিনিটের মধ্যে করল দুই গোল। ইতালিয়ান দলটি ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও প্রতিপক্ষের উজ্জীবিত পারফরম্যান্সে পেরে উঠল না। দুর্দান্ত জয়ে ইউরোপা লিগের শেষ ষোলোয় উঠল শাভি এরনান্দেসের দল।
- নতুন পরিচয়ে পুরনো ঠিকানায় ফিরে শাভি এরনান্দেস ঘোষণা দিয়েছিলেন, প্রিয় ক্লাবকে ফেরাতে চান সুউচ্চ অবস্থানে। মাঠের পারফরম্যান্সে যদিও তার প্রমাণ এখনও মেলেনি। পালাবদলের অধ্যায়ে এবার নতুন আরেক মোড়ে দাঁড়িয়ে ধুঁকতে থাকা দলটি। নাপোলির বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচটির আগে বার্সেলোনা কোচ বললেন, আসছে লড়াইয়ে জিতে প্রমাণ করতে চান যে তারা ইউরোপে খেলার যৌগ্য।
- দলের ক্ষয়ে যাওয়া শক্তি বাড়াতে সময়ের সেরা ফরোয়ার্ডদের একজন আর্লিং হলান্ডকে দলে টানতে আগ্রহী বার্সেলোনা। তাদের সেই চাওয়া বাস্তবতার মুখ দেখলে নরওয়ের ফরোয়ার্ডের সঙ্গে একাদশে জায়গার লড়াইয়ে সরাসরি প্রতিদ্বন্দিতা হতে পারে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের। সেসব নিয়ে অবশ্য চিন্তিত নন গ্যাবনের এই ফরোয়ার্ড। বরং হলান্ডের সঙ্গে খেলতে পারার সম্ভাবনাটাকে দারুণ এক প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।
- ক্লাব ও জাতীয় দলে কঠিন কয়েকটি মাস কাটানোর পর বার্সেলোনায় যোগ দিয়ে বেশ দ্রুতই মানিয়ে নিয়েছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। দলটির হয়ে প্রথম গোলের দিনে পেয়ে গেছেন হ্যাটট্রিকও। ভালেন্সিয়ার বিপক্ষে পুরোটা সময় আক্রমণে দুর্দান্ত খেলা এই ফরোয়ার্ডে মুগ্ধ কাতালান দলটির কোচ শাভি এরনান্দেস।
- টানা দুই ম্যাচে হতাশাজনক ফলের পর ভালেন্সিয়াকে পেয়ে আলো ছড়াল বার্সেলোনার আক্রমণভাগ। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচে আধিপত্য বিস্তার করল তারা। নতুন ঠিকানায় গোলের খাতা খোলার দিনে হ্যাটট্রিক উপহার দিলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। দুর্দান্ত জয়ের আনন্দে মাঠ ছাড়ল শাভি এরনান্দেসের দল।
- লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর পেরিয়ে গেছে ছয় মাসের বেশি সময়। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা কাতালান ক্লাবটি। ক্লাবের ইতিহাসের মহাতারকাকে হারিয়ে যেন ধুঁকছে দলটি। ফ্রেংকি ডি ইয়ংয়ের কথায় সেটাই ফুটে উঠছে। সাতবারের বর্ষসেরা ফুটবলারের শূন্যতা এখনও তারা অনুভব করেন বলে জানালেন এই মিডফিল্ডার।
- আক্রমণভাগে বেড়েছে শক্তি, এসেছে নতুন মুখ। তবুও ম্যাচে সেই পুরনো চিত্র। হাতছাড়া হয়ে যাচ্ছে অসংখ্য সুযোগ। দুয়েকটা ম্যাচ বাদ দিলে বার্সলোনার গোলের সুযোগ কাজে লাগানোর হার ভীষণ বাজে। হতাশার এই অধ্যায়ে সবশেষ সংযোজন নাপোলি ম্যাচ। ইতালিয়ান সেরি আর দলটির বিপক্ষে কোনোমতে ড্র করতে পেরেছে স্পট কিকে গোল করে। ম্যাচ শেষ কোচ শাভি এরনান্দেসের আক্ষেপ, এই ম্যাচে জয় তাদের প্রাপ্য ছিল, সেটাও বড় ব্যবধানে।
- বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করল বার্সেলোনা। সুযোগও মিলল অনেক। তবে দিন শেষে আরও একবার তাদের ফিনিশিংয়ে বিবর্ণতার চিত্রটাই বড় হয়ে উঠল। নাপোলির বিপক্ষে ঘরের মাঠে ড্র করে ইউরোপা লিগে টিকে থাকার লড়াইয়েও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেল শাভি এরনান্দেসের দল।
- ইউরোপের প্রায় সবকটি বড় দলই আছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে। বার্সেলোনার জন্য বাস্তবতাটা অবশ্য ভিন্ন। ইউরোপ সেরার মঞ্চ থেকে আগেভাগেই বিদায় নিয়ে তাদের খেলতে হচ্ছে ইউরোপা লিগে। শক্তিমত্তার কারণে কাতালান ক্লাবটিকে এই প্রতিযোগিতার শিরোপা দৌড়ে এগিয়ে রাখছেন অনেকে। তবে নিজেদের ফেভারিট হিসেবে দেখতে নারাজ দলটির কোচ শাভি এরনান্দেস।
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
- ৫০ ঘণ্টা রিচার্জ করা যাবে না ডেসকোর প্রিপেইড মিটার
- শিক্ষককে পিটিয়ে খুন: আশুলিয়ার সেই ছাত্র গ্রেপ্তার
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড