- প্রথম চার ব্যাটসম্যানের সবার ফিফটি। পরের ব্যাটসম্যানের প্রায় ফিফটি। আউট হননি কেউই। নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটসম্যানদের এই পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে আশায় বুক বাঁধছেন বাংলাদেশের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
- তামিম ইকবালের ব্যাটে ওয়ানডের আগ্রাসন। সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে ফিফটি। রান পেলেন নুরুল হাসান সোহানও। ৮০ ওভার হওয়ার আগেই দলের রান তাই পেরিয়ে গেল তিনশ। সারা দিনে বোলাররা নিতে পারলেন কেবল ১ উইকেট।
- দেশের বাইরে বাংলাদেশের সবশেষ টেস্ট জয় শ্রীলঙ্কায়। বিদেশের মাঠে সবচেয়ে স্মরণীয় টেস্ট জয়ও সেটি। আগের টেস্টে বাজেভাবে হারার ধাক্কা সামলে নিজেদের শততম টেস্টে দুর্দান্ত স্কিল আর টিম স্পিরিটের প্রদর্শনীতে ওই জয় পেয়েছিল বাংলাদেশ। এবারও শ্রীলঙ্কায় সেই জয়ের রেসিপি কাজে লাগাতে চান স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
- আগের সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচ ছিলেন ড্যানিয়েল ভেটোরি। শ্রীলঙ্কায় থাকছেন সোহেল ইসলাম। দুজনের প্রোফাইলে আকাশ-পাতাল ফারাক। কিংবদন্তি ভেটোরির সঙ্গে তুলনাই চলে না সোহেলের। তবে একটা জায়গায় তিনি অনেক এগিয়ে। বাংলাদেশের স্পিনারদের তার চেয়ে ভালো চেনে আর কে! বাংলাদেশের স্পিন আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র মেহেদী হাসান মিরাজ যেমন উচ্ছ্বসিত তার ছেলেবেলার কোচকে জাতীয় দলে পেয়ে।
- রাজস্থান রয়্যালসের হয়ে দ্বিতীয় ম্যাচে এসে মিলেছে নিজের প্রথম উইকেটের স্বাদ। একই ম্যাচে ধরা দিয়েছে আরেকটি শিকার। পরে ক্রিস মরিসের চার ছক্কায় দল পেয়েছে রোমাঞ্চকর এক জয়। সব মিলিয়ে আইপিএলে দারুণ এক ম্যাচ শেষে উচ্ছ্বসিত মুস্তাফিজুর রহমান।
- দুয়েকটি বাজে ডেলিভারি বাদে মুস্তাফিজুর রহমান প্রায় নিখুঁত লাইন-লেংথে বোলিং করে গেলেন শুরু থেকে। সাফল্যও মিলল। আইপিএলে প্রথম ম্যাচে খরুচে বোলিংয়ের হতাশা পেছনে ফেলে এবার দ্যুতি ছড়ালেন রাজস্থান রয়্যালসের বাঁহাতি পেসার।
- মাস দুয়েক আগে সুযোগ পাওয়ার খুব কাছে গিয়েও পাননি সাইফ হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের একাদশে বিতর্কিতভাবে উপেক্ষা করা হয় তাকে। এরপর আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি, তিন অঙ্কের স্বাদ পান জাতীয় লিগেও। জোড়া সেঞ্চুরির আত্মবিশ্বাস নিয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে এই টপ অর্ডার ব্যাটসম্যান বললেন, সুযোগ পেলে তা লুফে নিতে চান।
- তিন দিনের কোয়ারেন্টিন শেষ। বুধবার সবশেষ কোভিড পরীক্ষায় ফল সবারই নেগেটিভ। শুরু হয় গেল তাই মাঠের প্রস্তুতি পর্ব। শ্রীলঙ্কায় প্রথম দিনের অনুশীলনে বৃহস্পতিবার সকালে ঘণ্টা চারেক ঘাম ঝরালেন বাংলাদেশের ক্রিকেটাররা।
- আইসিসি দুর্নীতি বিরোধী বিধির বেশ কয়েকটি ধারা ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের একসময়কার বোলিং কোচ হিথ স্ট্রিককে।
- বল হাতে চেনা চেহারায় সাকিব আল হাসান, আঁটসাঁট বোলিংয়ের সঙ্গে শিকার গুরুত্বপূর্ণ একটি উইকেট। কিন্তু বাংলাদেশের অলরাউন্ডার হতাশা উপহার দিলেন ব্যাটিংয়ে। তার দল কলকাতা নাইট রাইডার্স বড় বিস্ময় উপহার দিল নিজেদের মুঠোয় থাকা জয় প্রতিপক্ষের কাছে তুলে দিয়ে।
- লকডাউনে বাংলাদেশে আটকে থাকতে হলো না দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পাঁচ নারী ক্রিকেটারকে। পজিটিভ হওয়ার পরদিনই আবার ওই পাঁচজনের কোভিড পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। মঙ্গলবার সন্ধ্যায়ই তারা ঢাকা ছেড়েছেন দেশের উদ্দেশ্যে।
- বাংলাদেশে লকডাউনের কারণে বাতিল করা হলো শেষ ম্যাচ, তবু দেশে ফিরতে পারলেন না দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের সব ক্রিকেটার। সতীর্থরা যখন দেশের পথে, দলের ৫ ক্রিকেটার তখন ঢাকার একটি হোটেলে আছেন আইসোলেশনে। বাংলাদেশ ছাড়ার আগে সবশেষ কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছেন তারা।
- বাংলাদেশের ক্রিকেটারদের চেষ্টায় কোনো কমতি দেখেন না খালেদ মাহমুদ। প্রস্তুতি প্রক্রিয়ায় তার চোখে পড়ে না গলদ। তারপরও মাঠের পারফরম্যান্স কেন হচ্ছে না, এই বিসিবি পরিচালকের কাছেও তা ধাঁধা। তবে তার আশা, শ্রীলঙ্কা সফরে ব্যর্থতার জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারবে বাংলাদেশ দল।
- টেস্ট ক্রিকেট মানেই যেন বাংলাদেশের জন্য এখন দুঃসহ অভিজ্ঞতা। মাঠে নামলেই সঙ্গী একের পর এক বিব্রতকর হার। সেই ধারায় ছেদ টানার চ্যালেঞ্জ নিয়ে শ্রীলঙ্কা সফরে ঢাকা ছাড়লেন ক্রিকেটাররা।
- ব্যাটিংয়ে শেষটায় নেমে তেমন কিছু করতে পারেননি সাকিব আল হাসান। বোলিংয়ে প্রথম বলেই নেন উইকেট। কিন্তু ধরে রাখতে পারেননি ছন্দ। বাংলাদেশের এই অলরাউন্ডারের আইপিএলে ফেরার দিনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
- করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাব পড়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের সিরিজে। বাতিল করা হয়েছে দুই দলের শেষ ওয়ানডে।
- “যারা সাদা বলে খেলছে, তারা অনেক দিন ধরে খেলছে। জানে কীভাবে (লাল বলে মানিয়ে নিতে) কী করতে হয়”, যেন নিজেকেই প্রবোধ দিলেন মুমিনুল হক! জাতীয় লিগের সুবাদে বড় দৈর্ঘ্যের ক্রিকেটের কিছুটা স্বাদ পেয়েছেন টেস্ট অধিনায়কসহ কয়েকজন। নিউ জিল্যান্ড সফরের জন্য সেই সুযোগ হয়নি মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজদের। তাই প্রস্তুতির কিছুটা ঘাটতি নিয়েই আরেকটি সফরে যাচ্ছে বাংলাদেশ।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সিরিজটা ভালো না গেলেও বোলিং নিয়ে উদ্বেগের খুব বেশি কিছু দেখছেন না মুমিনুল হক। বাংলাদেশ টেস্ট অধিনায়কের দুর্ভাবনায় জায়গা জুড়ে আছে ব্যাটিং। দেশের বাইরে সবশেষ পাঁচ টেস্টেই যে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ!
- এক ম্যাচ পর আরেকটি সেঞ্চুরি উপহার দিলেন নিগার সুলতানা। বড় পুঁজির ওপর দাঁড়িয়ে বল হাতে আলো ছড়ালেন ফাহিমা খাতুন। ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ পেল টানা চতুর্থ জয়।
- সিরিজ শুরুর আগেই কি পিছিয়ে বাংলাদেশ? সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে মাঠের লড়াইয়ের আগে নিজেদের খর্বশক্তির মনে করছেন না মুমিনুল হক। বাংলাদেশ টেস্ট অধিনায়ক মনে করিয়ে দিলেন, সাকিব ও মুস্তাফিজ অতিমানব নন।
- “ফাজলামো নয়, সত্যি…”, এভাবেই নিজের অনুভূতি তুলে ধরেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। বলা যায়, এভাবে বলতে বাধ্য হয়েছিলেন। গৌরবদীপ্ত ক্যারিয়ারে স্মরণীয় ইনিংস তো তিনি কতই খেলেছেন। তার প্রায় সব সেঞ্চুরিই বদলে দিয়েছে ম্যাচের মোড়। দুর্দান্ত সব বোলিং আক্রমণ তিনি গুঁড়িয়ে দিয়েছেন ব্যাটকে মুগুর বানিয়ে। অথচ তার সেরা সেঞ্চুরি কিনা বাংলাদেশের বিপক্ষে!
- করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় আপাতত বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুবাদের সিরিজ।
- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। খুব বেশি শারীরিক জটিলতা তার নেই বলে জানালেন দেশের সাবেক এই অধিনায়ক।
- অফ স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করার চক্করে আপন সত্ত্বাই যেন হারিয়ে ফেলেছিলেন শুভাগত হোম চৌধুরি। অবশেষে জাতীয় নির্বাচকদের কাছে তার সত্যিকার পরিচয় ফিরে এলো। শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে শুভাগতকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
- শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম চৌধুরি। এই অফ স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে ২১ সদস্যের দলে আছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও তিন পেসার মুকিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।
- আবারও দারুণ বোলিংয়ে নিজেদের মেলে ধরলেন রিতু মনি ও নাহিদা আক্তার। সিরিজে প্রথমবার সুযোগ পেয়ে আলো ছড়ালেন রাবেয়া খানও। বাকিটা সহজেই সারলেন ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে সহজেই হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং নারী দল।
- সিরিজভিত্তিক স্পন্সরশিপ থেকে বেরিয়ে অবশেষে লম্বা সময়ের জন্য স্পন্সর পেল বাংলাদেশ ক্রিকেট দল। নতুন স্পন্সর অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ।’ ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বিসিবি।
- করোনাভাইরাসের প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের আসছে সিরিজে। ছয় দিন পিছিয়ে গেছে পাকিস্তানের দলটির বাংলাদেশ সফর।
- আগের ম্যাচে দ্রুত ফেরার আক্ষেপ যেন এবার মিটিয়ে নিলেন নিগার সুলতানা। দারুণ ব্যাটিংয়ে করলেন সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে দ্বিতীয় ওয়ানডেতে সহজেই হারাল বাংলাদেশ ইমার্জিং নারী দল।
- উদীয়মানদের দল ঠাসা জাতীয় দলের ক্রিকেটারদের দিয়ে। তারাই গড়ে দিলেন ব্যবধান। ব্যাট হাতে আলো ছড়ালেন ফারজানা হক। বোলিংয়ে উজ্জ্বল সালমা খাতুন। তাদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে হারিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ইমার্জিং দল।
- গত ২৩ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড সফরে রওনা হওয়ার আগে মুস্তাফিজুর রহমান বলেছিলেন, তার কাছে সবকিছুর আগে দেশের খেলা। সেই মুস্তাফিজ দেশে ফিরে বিমানবন্দর থেকেই উড়াল দিলেন আইপিএল খেলতে। তবে কি মনোভাব বদলে গেল তার, নাকি শ্রীলঙ্কা সফরে তাকে রাখা হতো না? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, পরেরটিই কারণ।
- নিউ জিল্যান্ডে বাংলাদেশের গ্রাউন্ড ফিল্ডিং তো বাজে ছিলই, ক্যাচও ফসকেছে দেদার। দেশে ফেরার পর স্পিনার নাসুম আহমেদ এসবের পেছনে কারণ দেখালেন পরিষ্কার আকাশ ও সেখানকার আবহাওয়াকে।
- নিউ জিল্যান্ড থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে আর বের হলেন না মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে রোববার দুপুরেই ঢাকা ছাড়লেন এই বাঁহাতি পেসার। রাজস্থানের ক্যাম্প এবার মুম্বাইয়ে।
- ২০২৩ বিশ্বকাপের আগে ওয়ানডে দলে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না তামিম ইকবাল। তবে নিউ জিল্যান্ডে ব্যর্থতার পর টুকটাক কিছু বদলের সম্ভাবনার কথা বললেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানে নতুন হাওয়ার ছোঁয়ার চেয়ে পুরনো আশ্রয়ে ফেরার সম্ভাবনাই বেশি।
- কখনও ক্যাচ ফসকানো, কখনও স্টাম্পিং বা রান আউটের সুযোগ হাতছাড়া। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের এসব ভুলের দৃশ্য খুব নিয়মিত। তবে তার ওপরই আস্থা রাখছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের মতে, কিপিং ছাড়া বা না ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার মুশফিকের আছে।
- নিউ জিল্যান্ডে যাচ্ছেতাই পারফরম্যান্স বাংলাদেশ দলের। চারপাশে সমালোচনার ঝড়। তামিম ইকবাল বলছেন, বাইরের আলোচনার মূল্য তাদের কাছে একটুও নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক কথা বললেন দলের ফিল্ডিং, মুশফিকের কিপিং, তার নিজের স্ট্রাইক রেট, দল নিয়ে পরিকল্পনাসহ সাম্প্রতিক আরও অনেক প্রসঙ্গে।
- সাকিব আল হাসানকে চার নম্বরে খেলানোর পরীক্ষা আপাতত শেষ বলেই ইঙ্গিত দিলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানালেন, পরের সিরিজেই সাকিবকে তিন নম্বরে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি, সৌম্য সরকারকে ‘ফিনিশার’ বানানোর ভাবনা থেকেও দল সরে এসেছে বলে আভাস দিলেন তামিম।
- ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্যের সংস্করণ চালু করে, একটু প্রস্তুতি নিয়ে মেয়েদের টেস্ট মর্যাদার জন্য আবেদন করার ভাবনায় ছিল বিসিবি। এর আগেই আইসিসি সব পূর্ণ সদস্য দেশের নারী দলকে স্থায়ীভাবে টেস্ট ও ওয়ানডে মর্যাদা দিয়ে দিয়েছে। হুট করে টেস্ট মর্যাদা পাওয়ার আনন্দে অবশ্য ভেসে যাচ্ছে না বাংলাদেশ। তড়িঘড়ি করে কোনো টেস্ট আয়োজন না করে মেয়েদের ঘরোয়া ক্রিকেটকে নতুন করে সাজানোর পরিকল্পনা করছে বিসিবি।
- বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড শুরু হওয়ার কথা সোমবার থেকে। কিন্তু তা আর হচ্ছে না। কোভিডের প্রকোপ বাড়তে থাকায় আপাতত স্থগিত হয়ে গেছে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে দেশের প্রধান টুর্নামেন্ট।
- সবশেষ দফায় যখন বাংলাদেশের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান, প্রকাশ্য সংবাদ সম্মেলনে বলেছেন যে এই দায়িত্ব উপভোগ করেন না। তবে সময়ের স্রোত সেই ভাবনার জমিতে পলি ফেলেছে বলেই মনে হচ্ছে। এই অলরাউন্ডার এখন বলছেন, আবার দেশের নেতৃত্ব পেলে অবশ্যই চেষ্টা করে দেখবেন।
- সাক্ষাৎকারের শুরুতেই সাকিব আল হাসানের শর্ত, ‘বিতর্কিত কিছু নিয়ে প্রশ্ন করা যাবে না।’ আইপিএলে খেলতে চাওয়ার চিঠির ভুল ব্যাখ্যা করা হয়েছে দাবি করে বোর্ডের দিকে তিনি আঙুল তোলায় কিছুদিন ধরেই উত্তাল দেশের ক্রিকেট। তার শর্ত শুনে বোঝা গেল, নতুন বিতর্কের জন্ম দিতে চান না। কথা প্রসঙ্গে তবু চলেই এলো সাম্প্রতিক অনেক কিছু। আইপিএল খেলতে সাকিব এখন মুম্বাইয়ে, টিম হোটেলে চলছে কোয়ারেন্টিন। সেখান থেকে ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া দীর্ঘ একান্ত সাক্ষাৎকারে এই অলরাউন্ডার কথা বললেন কোয়ারেন্টিনের দুঃসহ অভিজ্ঞতা, বাংলাদেশ দলের পারফরম্যান্স, আইপিএল খেলতে চাওয়ার প্রেক্ষাপট, তার ক্যারিয়ার, নিষেধাজ্ঞা, নেতৃত্ব, অবসর ভাবনা, সবকিছু নিয়ে।
- মহামারীকালে মাঠের বাইরে ক্রিকেটারদের জন্য কত বড় পরীক্ষা, সেই বাস্তবতার সঙ্গে এবার পরিচয় হলো সাকিব আল হাসানের। মানসিক অবসাদের খুব বাজে পর্যায়ে চলে গিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ওই সময়টাতেই তার উপলব্ধি হয়েছে, অবসাদের কোন পর্যায়ে গেলে লোকে আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নেয়।
- দুঃসময়ের শুরু দেশের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। সেই সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর নিউ জিল্যান্ডে কাটল হতাশার এক সফর। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর দলের আত্মবিশ্বাস এখন তলানিতে। মাহমুদউল্লাহ মনে করছেন, এখান থেকে ঘুরে দাঁড়াতে যেভাবেই হোক জয় প্রয়োজন।
- শ্রীলঙ্কা সফরের আগে রান নেই মুমিনুল হকের ব্যাটে। জাতীয় ক্রিকেট লিগে টানা চার ইনিংসে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। দ্বিতীয় রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে ড্র করেছে তার দল চট্টগ্রাম বিভাগ।
- নিউ জিল্যান্ড থেকে আরও একবার বাংলাদেশকে ফিরতে হচ্ছে খালি হাতে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও সঙ্গী হয়েছে হোয়াইটওয়াশড হওয়ার তেতো স্বাদ। প্রতিপক্ষকে পাল্টা আঘাত করতে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ এখন সামনে তাকিয়ে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসার কথা নিউ জিল্যান্ডের। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে নিতে চান মধুর প্রতিশোধ।
- এবার হবে, মিলবে কাঙ্ক্ষিত জয়ের দেখা-সফরের আগে দলে বইছিল আত্মবিশ্বাসের স্রোত। তবে পারফরম্যান্সে নেই তার কোনো প্রতিফলন। সফর শেষে পেছনে ফিরে তাকালে শুধু হতাশার চিত্রই চোখে পড়ে। আর তাই মিলছে না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর হিসেব। এতো প্রস্তুতি নিয়েও না পারার কারণ খুঁজে পাচ্ছেন না তিনি।
- পুরো সফরের সারমর্ম যেন উঠে এলো শেষ ম্যাচে। ব্যাটিং সহায়ক উইকেটে নিউ জিল্যান্ড মাতল রান উৎসবে। সঙ্গে থাকল বাংলাদেশের সুযোগ হাতছাড়ার মিছিল। পরে বড় রান তাড়ায় ব্যাটিংয়ে ভোগান্তি। ভুলে যাওয়ার মতো একটি সফর শেষ হলো বিব্রতকর এক হার দিয়ে।
- দুই ইনিংসেই খুলনা বিভাগকে কম রানে থামিয়ে মূল কাজটা করে রেখেছিলেন মুকিদুল ইসলাম। শেষ দিনে বাকিটুকু সারলেন নাসির হোসেন। সবুজ ঘাসের উইকেটে ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে রংপুর বিভাগকে নিয়ে গেলেন জয়ের বন্দরে।
- নিউ জিল্যান্ড সফরের শেষ ম্যাচে মাঠে নামার আগেই বড় এক ধাক্কা খেল বাংলাদেশ দল। ধুঁকতে থাকা দল এই ম্যাচে মাঠে পাচ্ছে না অধিনায়ক মাহমুদউল্লাহকে। চোটের কারণে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।
- থিতু হয়ে ইনিংস বড় করতে পারলেন না ঢাকা মেট্রোর ব্যাটসম্যানরা। দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে দ্রুত থামিয়ে দলকে বড় লিড এনে দিলেন চট্টগ্রাম বিভাগের তরুণ স্পিনার হাসান মুরাদ।
- দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন খুলনা বিভাগের বেশিরভাগ ব্যাটসম্যান। আবারও ৬ উইকেট নিয়ে লক্ষ্যটা নাগালে রাখলেন মুকিদুল ইসলাম। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে জাতীয় ক্রিকেট লিগে জয় দেখছে রংপুর বিভাগ।
- নিউ জিল্যান্ড সফরে দলের সময় ভালো কাটছে না। ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেও কেউ তেমন সাড়া ফেলতে পারেনি। তবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে একা লড়াই করে আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহর। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন সৌম্য সরকার ও মোহাম্মদ নাইম শেখ।
- একটি জয়ের অপেক্ষায় শেষ হতে চলল আরেকটি সফর। সেই জয় এখনও অধরা। আগের নানা সফরে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ, এবার হয়ে গেছে ৫ ম্যাচ। নিউ জিল্যান্ডকে তাদের দেশে হারাতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে কি ধরা দেবে সেই বহু কাঙ্ক্ষিত জয়, নাকি হারের ধারা দীর্ঘায়িত হবে টানা ৩২ আন্তর্জাতিক ম্যাচে?
- বৃষ্টির মধ্যেই খেলতে হয়েছে। খেলা বন্ধ হওয়ার পর আবার বৃষ্টি থামার আগেই খেলা শুরু হয়ে গেছে। রান তাড়া শুরুর সময়ও লক্ষ্য জানা ছিল না। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে এরকম অদ্ভুতুড়ে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে বাংলাদেশ দলকে। কোচ রাসেল ডমিঙ্গো বললেন, এমন কিছু তিনি আগে কখনও দেখেননি।
- দুর্দান্ত ব্যাটিংয়ে দেড়শ ছাড়ানো ইনিংস খেললেন পিনাক ঘোষ। সঙ্গে শাহাদাতের ফিফটিতে চারশ ছাড়াল চট্টগ্রাম বিভাগের সংগ্রহ। শামসুর রহমানের ফিফটির পর জাবিদ হোসেনের দৃঢ়তায় জবাব দিচ্ছে ঢাকা মেট্রো।
- ফিনিশিং একদমই ভালো হলো না। না বোলিংয়ে, না ব্যাটিংয়ে। মাঝে একটু ঝলক দেখালেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটসম্যানের ঝড়ো ফিফটিতে কিছুটা সময় ছড়াল উত্তেজনা। তবে জয়-পরাজয়ের হিসেবে তা খুব একটা প্রভাব ফেলতে পারল না। বাংলাদেশও পারল না ব্যর্থতার চক্র থেকে বের হতে। দ্বিতীয় টি-টোয়েন্টিও অনায়াসে জিতে সিরিজ জয় নিশ্চিত করল নিউ জিল্যান্ড।
- টানা দুই ইনিংসে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন রানের বিব্রতকর রেকর্ড গড়ল বরিশাল বিভাগ। সানজামুল ইসলাম ও তাইজুল ইসলামের নৈপুণ্যে প্রতিপক্ষকে গুঁড়িয়ে জাতীয় ক্রিকেট লিগে দুই দিনেই ইনিংস ব্যবধানে জিতল রাজশাহী বিভাগ।
- জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কক্সবাজারে ঢাকা বিভাগের বিপক্ষে খেলছে সিলেট বিভাগ। তবে সোমবার শুরু হওয়ার ম্যাচটির একাদশ দাঁড় করাতেই গলদঘর্ম অবস্থা সিলেটের ম্যানেজমেন্টের। মাঠের ১১ জনের বাইরে আর কোনো ক্রিকেটার এই মুহূর্তে নেই সিলেটের স্কোয়াডে। আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন একজন ক্রিকেটার, নতুন করে শনাক্ত হয়েছে দলটির আরও ৫ ক্রিকেটার।
- ম্যাচের প্রথম দুই বলে নেই দুই উইকেট! সেখান থেকে দুর্দান্ত এক ইনিংস খেললেন তুষার ইমরান। জাতীয় ক্রিকেট লিগে আগের ম্যাচে ৯৯ রানে আউট হওয়ার আক্ষেপ কিছুটা ঘোচালেন এবার সেঞ্চুরি করে। কিন্তু খুলনা বিভাগের বেশিরভাগ ব্যাটসম্যানই যোগ দিলেন ব্যর্থতার মিছিলে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে গতবারের চ্যাম্পিয়নদের আড়াইশর নিচে গুটিয়ে দিয়েছেন মুকিদুল ইসলাম।
- প্রথম রাউন্ডের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে পারলেন না মুমিনুল হক। অধিনায়কের হতাশার দিনে ব্যাট হাতে আলো ছড়ালেন পিনাক ঘোষ। জাতীয় লিগে তার দারুণ সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বিপক্ষে চট্টগ্রাম বিভাগ পেল বড় সংগ্রহের ভিত।
- দিনের শুরু থেকে শেষ পর্যন্ত রাজত্ব করলেন বোলাররা। ম্যাচের শুরুর দিনেই শেষ হয়ে গেল বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগের প্রথম ইনিংস। ২১ উইকেট পতনের দিনে অলরাউন্ড নৈপুণ্যে উজ্জ্বল তাইজুল ইসলাম। একশর নিচে গুটিয়ে যাওয়া দলকে লড়াইয়ে রাখতে বল হাতে আলো ছড়ালেন সোহাগ গাজী।
- স্ট্রেটে বাউন্ডারি বেশ ছোট। বড় সংগ্রহ গড়ার পথে এই সুবিধা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে নিউ জিল্যান্ড। ছোট বাউন্ডারির এই সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে হারের পর এই ব্যর্থতার জন্য আক্ষেপ ঝরল আফিফ হোসেনের কণ্ঠে।
- নিউ জিল্যান্ডের রান ২০ ওভারে ২১০। মাহমুদউল্লাহর তবু দাবি, ভালো বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। ফিল্ডিংয়ে বাড়তি কিছু বাউন্ডারি দেওয়া আর ব্যাটিংয়ে একই ভুল বারবার করাতেই দল হেরেছে বলে মনে করেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
- অভিষেক ম্যাচেই ফিফটি, শুনলে এমনিতে ভালো কিছুই মনে হওয়ার কথা। কিন্তু তা যদি হয় বোলারের রান দেওয়ার ক্ষেত্রে, তাহলে স্বাদ উল্টো। অভিষেক ম্যাচে সেই হতাশার সঙ্গে দেখা হলো বাংলাদেশের তরুণ সম্ভাবনাময় পেসার শরিফুল ইসলামের।
- চোট নাকি বিশ্রাম? বাংলাদেশ একাদশে মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে জাগে প্রশ্ন। অনেকটা সময় সংশয়ে থাকার পর পাওয়া যায় উত্তর। দুই জায়গায় চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যান।
- সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২০ ওভারে ১৪২/৮ (নিউ জিল্যান্ড ২১০/৩)
- ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের মানসিকতায় চোখে পড়েনি লড়াইয়ের ইচ্ছা। দলের শরীরী ভাষায় ছিল অসহায় আত্মসমপর্ণের ছাপ। তবে ক্রিকেটারদের ভেতর নাকি জয়ের ক্ষুধা প্রচণ্ড! অন্তত মাহমুদউল্লাহর দাবি এরকমই। ছোট সংস্করণের ক্রিকেটে তার আশা বড়। টি-টোয়েন্টি সিরিজে দল সেরাটা দিতে পারবে বলে আশা বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের।
- মহামারীকালে নিজেদের প্রথম সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একটি যুব টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে আগামী মাসে সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
- বছরের পর বছর ধরে চলা বাংলাদেশ দলের শিক্ষা সফরের গাড়ি এখন পৌঁছেছে হ্যামিল্টনে। এখানেই শুরু নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। আপাতত এই গাড়ির চালক মাহমুদউল্লাহ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক শোনালেন দলের সেই চিরায়ত মন্ত্র, ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে কাজে লাগাতে চায় দল।
- ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার পথে একজন সঙ্গী পেলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সঙ্গে নিউ জিল্যান্ড থেকে ফিরে আসছেন হাসান মাহমুদও। পিঠের চোট নিয়ে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তরুণ এই পেসার।
- বোলিংয়ে শুরুটা হয়েছিল দারুণ কিন্তু ধরে রাখা যায়নি ধারাবাহিকতা। নিউ জিল্যান্ডের উইকেটে তিনশ রানের লক্ষ্য তাড়া করা অসম্ভব কিছু নয়। কিন্তু ৭ ওভারের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে সেই চেষ্টাও করতে পারেনি বাংলাদেশ। সব কিছু মিলিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার জন্য কেবল নিজেদেরই দুষছেন অধিনায়ক তামিম ইকবাল।
- মাশরাফি বিন মুর্তজার বিদায় কি মাঠ থেকে হবে? দল থেকে তার বাদ পড়া ও বাদ পড়ার প্রক্রিয়া, তার অবসর না নেওয়া সংক্রান্ত বিতর্ক, বিসিবির ভূমিকা ও পেশাদারিত্বের সঙ্কট, সবকিছু নিয়েই মুখ খুললেন মাশরাফি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক বিস্ফোরক সব মন্তব্য করলেন বাংলাদেশ ক্রিকেটের নানা বাস্তবতা নিয়ে। জবাব দিলেন তার বিরুদ্ধে থাকা কিছু অভিযোগ ও সমালোচনারও।
- ভালো শুরুর পর বোলিংয়ে থাকল না ধারাবাহিকতা। শুরু থেকে শেষ পর্যন্ত ভোগালো ফিল্ডিং। বড় রান তাড়ায় প্রায় সবাই ছুড়ে এলেন উইকেট। তিন বিভাগেই ব্যর্থ বাংলাদেশ হারল বড় ব্যবধানে।
- শুরু থেকে শেষ পর্যন্ত ভুগিয়েছে ফিল্ডিং। হাতছাড়া হয়েছে ক্যাচ আর রান আউটের অনেক সুযোগ। তবুও রুবেল হোসেন ও তাসকিন আহমেদের হাত ধরে শুরুটা ভালো হয়েছিল। কিন্তু সেটা ধরে রাখা যায়নি। সুযোগ দুই হাতে কাজে লাগিয়েছেন ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল। তাদের দুর্দান্ত দুই সেঞ্চুরিতে বাংলাদেশকে বড় লক্ষ্য দিয়েছে নিউ জিল্যান্ড।
- সফরে টানা তৃতীয় ম্যাচে টস হারলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আগের দুই ম্যাচে ফিল্ডিং নিলেও এবার ব্যাটিং নিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
- জাতীয় ক্রিকেট লিগে শেষ হওয়া খুলনা-সিলেট ম্যাচে বেড়েছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। চতুর্থ বা শেষ দিনে জানা গেছে, কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন সিলেটের পেসার ইবাদত হোসেন।
- নিউ জিল্যান্ডে ব্যাটিংয়ের একটি টেমপ্লেট পেয়েছে বাংলাদেশ। শুরুতে সাবধানী, শেষটায় ঝড়। দ্বিতীয় ওয়ানডেতে এই কৌশলে জয় প্রায় পেয়েই যাচ্ছিল সফরকারীরা। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে একই ধরনের ব্যাটিং চান বাংলাদেশের ব্যাটিং কোচ জন লুইস।
- জয়ের পাল্লা কিছুটা নুইয়েই ছিল ঢাকার দিকে। শেষ দিনে দুর্দান্ত বোলিং করে সেটাই সত্যি করলেন নাজমুল ইসলাম অপু। বাঁহাতি এই স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্রেফ উড়ে গেল রংপুর।
- ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছিল দুই দলের প্রথম ইনিংস শেষে। দারুণ এক সেঞ্চুরিতে ফলো অনে পড়া সিলেটের ইনিংস পরাজয়ের শঙ্কা দূর করেন জাকির হাসান। তবে হার এড়াতে পারেনি দলটি। তাদের সহজেই হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে খুলনা।
- রাজশাহীতে ছিল রোমাঞ্চকর শেষের হাতছানি। শেষ পর্যন্ত ছড়ালো না তেমন কোনো উত্তেজনা। জাতীয় লিগের ম্যাচে পেসারদের নৈপুণ্যে স্বাগতিকদের বিপক্ষে সহজেই জিতেছে চট্টগ্রাম।
- শেষ দিনে তেমন একটা লড়াই করতে পারেনি বরিশাল। আগের দিন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি মুঠোয় নেওয়া ঢাকা মেট্রো কাজ সেরেছে এক সেশনেই। জয় দিয়ে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরে ফেরার অভিযান শুরু করেছে দলটি।
- মার্শাল আইয়ুবের সেঞ্চুরির পরও তিনশ রানের আশেপাশে গুটিয়ে যেতে বসেছিল ঢাকা মেট্রো। আটে নেমে দারুণ সেঞ্চুরিতে দলকে টানলেন শহিদুল ইসলাম। ক্যারিয়ার সেরা ইনিংসে এনে দিলেন চারশ ছাড়ানো সংগ্রহ। পরে বোলিংয়েও ভালো করলেন। তার অলরাউন্ড নৈপুণ্যে জাতীয় ক্রিকেট লিগে বরিশালের বিপক্ষে জয় দেখছে মেট্রো।
- ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে ফলো অনে পড়ার শঙ্কায় আগের দিনই পড়েছিল সিলেট। হয়েছেও তাই। দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে তারা। অপরাজিত সেঞ্চুরিতে লড়াই করছেন জাকির হাসান। তারপরও ম্যাচের পাল্লা এখনও অনেকটাই হেলে খুলনার দিকে।
- প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে জাতীয় ক্রিকেটকে বেছে নেওয়া নাসির হোসেন আলো ছড়ালেন অলরাউন্ড নৈপুণ্যে। প্রথমে লড়াকু সেঞ্চুরিতে দলকে টানার পর ভালো করেছেন বোলিংয়েও। চার উইকেট নিয়ে ঢাকা বিভাগকে কম রানে থামিয়ে বাঁচিয়ে রেখেছেন রংপুর বিভাগের আশা।
- ৬ ম্যাচে ৮০০ থেকে ১ হাজার রান, এবারের জাতীয় লিগে নাসির হোসেনের লক্ষ্য। সেই চাওয়া পূরণের শুরুটা দারুণ হলো তার। অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার এবারের জাতীয় লিগ শুরু করলেন সেঞ্চুরি দিয়ে।
- যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে একদিনের বিশ্রাম। এরপর অনুশীলনে নেমে গেলেন সাকিব আল হাসান। জন্মদিনের সকালে এই অলরাউন্ডারকে দেখা গেল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ব্যাটিং-বোলিং অনুশীলন করলেন তিনি ইনডোরের পাশের নেটে।
- প্রতিপক্ষের বড় ইনিংসের জবাবে সিলেটের ব্যাটসম্যানরা যোগ দিলেন ব্যর্থতার মিছিলে। মাসুম খান ও মিনহাজুর রহমানদের দারুণ বোলিংয়ে তাদের অল্প রানে থামিয়ে বড় লিডের আশা উজ্জ্বল করেছে গতবারের চ্যাম্পিয়ন খুলনা।
- ব্যাট হাতে জাতীয় লিগে ছন্দ ধরে রেখেছেন মার্শাল আইয়ুব। টানা তৃতীয় সেঞ্চুরিতে দলকে টানলেন ঢাকা মেট্রো অধিনায়ক। তাকে দারুণ সঙ্গ দিলেন জাহিদুজ্জামান খান।
- শাহাদাত হোসেনের দারুণ সেঞ্চুরির পর বল হাতে আলো ছড়ালেন চট্টগ্রামের পেসাররা। রাজশাহীকে দেড়শ পেরুতেই থামিয়ে দিয়ে দলকে এনে দিলেন লিড। পরে অবশ্য দুর্দান্ত বোলিংয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরাও। প্রথম ইনিংসের ব্যর্থতা ঝেড়ে ফেলতে পারেননি মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে তার দল চট্টগ্রামকে অল্পতে থামিয়ে দেওয়ার আশা জাগিয়েছে রাজশাহী।
- টুর্নামেন্ট শুরুর আগের দিন নাসির হোসেন বলেছিলেন, জাতীয় লিগে রানের বন্যা বইয়ে দিতে চান। তার ব্যাটে মিলছে সেই আভাস। দাঁড়িয়ে আছেন সেঞ্চুরির দুয়ারে। ব্যাটিং বিপর্যয়ে বিপদে পড়া দলকে নিরাপদ জায়গায় নিতে লড়াই করছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ভালো করতে পারেননি নাঈম ইসলাম, আরিফুল হকরা।
- পুরস্কার বিতরণীতে সঞ্চালক বললেন, প্রথম ম্যাচ থেকে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। তামিম ইকবাল তাতে খুব একটা পাত্তা দিলেন না। ম্যাচ শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সময়ও উঠল সেই প্রসঙ্গ। সেখানেও খুব একটা আগ্রহ দেখালেন না তিনি। বাংলাদেশ অধিনায়কের আক্ষেপ, জয়ের এমন সুযোগ তো বারবার আসে না!
- ব্যাটসম্যানরা লড়ার মতো রান এনে দিয়েছে। বোলাররা লড়াই করেছে। তবু ধরা দেয়নি জয়। গুরুত্বপূর্ণ সময়ে পরপর দুটি সহজ ক্যাচ ছাড়লে তো আর ম্যাচ জেতা যায় না। ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে হাহাকার সতীর্থদের ক্যাচ ছাড়ার হতাশায়।
- জিমি নিশামের ব্যাট ছুঁয়ে বল উইকেটের পেছনে। সহজ ক্যাচ অযথা ডাইভ দিতে গিয়ে ছেড়ে দিলেন মুশফিকুর রহিম। টম ল্যাথামের টাইমিংয়ের গড়বড়ে সহজ ক্যাচ, ধরতে পারলেন না বোলার মেহেদি হাসান নিজেই। পরপর দুই ওভারে সুযোগ হাতছাড়া, বাংলাদেশের আশার সমাধি সেখানেই। ল্যাথাম আর নিশাম মিলেই নিউ জিল্যান্ডকে এগিয়ে নিলেন জয়ের পথে। অপরাজিত সেঞ্চুরিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন অধিনায়ক ল্যাথাম।
- আগের ম্যাচের হতাশা পেছনে ফেলতে প্রয়োজন ছিল ব্যাটিং দৃঢ়তা। অধিনায়ক তামিম ইকবাল সামনে থেকে পথ দেখালেন দায়িত্বশীল ব্যাটিংয়ে। ক্যারিয়ার সেরা ইনিংসে মোহাম্মদ মিঠুন মেটালেন সময়ের দাবি। বাংলাদেশ গড়তে পারল লড়ার মতো রান।
- বাংলাদেশের ব্যাটিং রেকর্ডে অনেকগুলো ‘প্রথম’ জন্ম হয়েছে যার ব্যাট থেকে, সেই তামিম ইকবাল গড়লেন আরেকটি কীর্তি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন ওয়ানডেতে ফিফটির ফিফটি।
- টসের সময় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল শোনালেন ভালো শুরুর আশাবাদ। কিন্তু সে আশায় গুঁড়েবালি। ম্যাচের দ্বিতীয় ওভারেই লিটন দাসের বিদায় শূন্য রানে! এরপর তামিম ও সৌম্য সরকার চেষ্টা করছেন দলকে এগিয়ে নেওয়ার।
- ক্রাইস্টচার্চের রোদ ঝলমলে দুপুরে আগে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার টস জিতে বোলিং নিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।
- প্রথম আট ব্যাটসম্যানের সাত জনই স্পর্শ করলেন দুই অঙ্ক। তিন জন গেলেন পঞ্চাশের কাছে। কিন্তু ইনিংস বড় করতে পারলেন না কেউই। আবু হায়দার, রকিবুল হাসান, আরাফাত সানিদের দারুণ বোলিংয়ে প্রথম দিনেই গুটিয়ে গেছে বরিশাল বিভাগ।
- নতুন কিছু করার তাড়না আর একটি জয়ের আশা জোর হোঁচট খেয়েছে প্রথম ওয়ানডেতেই। ওই ম্যাচের বাজে পারফরম্যান্সের পর বাংলাদেশ দলে এখন মুখরক্ষার তাগিদ। প্রমাণ করার চ্যালেঞ্জ, তারা এত খারাপ দল নয়! দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে ভালো করে প্রথম ম্যাচের দুঃস্বপ্ন ভুলিয়ে দিতে চায় দল।
- জাতীয় ক্রিকেট লিগের শুরুর দিনটি ভালো কাটেনি মুমিনুল হকের। তার হতাশার দিনে ফিফটির দেখা পেয়েছেন ইয়াসির আলি চৌধুরি ও মেহেদি হাসান রানা। এক প্রান্ত আগলে রেখে দলকে টানছেন শাহাদাত হোসেন। রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে চট্টগ্রামকে তিনশ ছাড়ানো সংগ্রহ এনে দিতে লড়ছেন তরুণ এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
- সেঞ্চুরি থেকে এক রান দূরে রান আউটে কাটা পড়লেন তুষার ইমরান। অল্পের জন্য তিন অঙ্ক ছুঁতে না পারার হতাশা সঙ্গী হলো ইমরুল কায়েসেরও। অভিজ্ঞ দুই ব্যাটসম্যানের আক্ষেপের দিনে তাদের দল অবশ্য পেয়ে গেছে শক্ত ভিত। সিলেট বিভাগের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে খুলনা।
- খুলনায় শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লীগের প্রথম রাউন্ড। প্রথম দিনে খেলা শুরুর পর কোভিড শনাক্ত হয়েছে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রিজার্ভ আম্পায়ার সাইফুল ইসলাম জুয়েলের।
- বাংলাদেশের সবশেষ টেস্টের বাস্তবতায় শ্রীলঙ্কা সফরের দলে সাইফ হাসানকে দেখা কঠিন। তবে সম্ভাবনার ফিকে হয়ে যাওয়া ছবি বেশ উজ্জ্বল করে তুললেন তরুণ এই ব্যাটসম্যান। জাতীয় লিগের প্রথম দিনেই তিনি ঢাকা বিভাগের হয়ে উপহার দিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
- হ্যামস্ট্রিং চোট থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি রস টেইলর। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও তাই অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে পাচ্ছে না নিউ জিল্যান্ড।
- আইপিএল খেলতে ভারতে যাওয়ার আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সাকিব আল হাসান। কয়েক দিন ধরে তুমুল আলোচনায় থাকা এই ক্রিকেটারের ঢাকায় পা রাখার কথা মঙ্গলবার ভোর রাতে।
- কাগজে-কলমে প্রস্তুতির জন্য সুযোগ ছিল ৯ দিন। তবে সব গুছিয়ে মাঠে নামতে এই কয়েক দিন অনুশীলনেরও সুযোগ মেলেনি। তাই ঘাটতি নিয়েই জাতীয় ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন ক্রিকেটাররা। ঢাকা বিভাগের প্রধান কোচ দিপু রায়ের শঙ্কা, মহামারীকালে লম্বা বিরতির জন্য বড় দৈর্ঘ্যের ক্রিকেটে মানিয়ে নিতে হয়তো লেগে যাবে দুই রাউন্ড।
- শরীরের চোট অনেকটাই সেরে গেছে। ছাপ রেখে গেছে মনে। আঘাত এতটাই তীব্র ছিল, নাসির হোসেনের ভাবনা থেকে তা সরছেই না। তবে সব ভয়কে জয় করে এবার জাতীয় লিগে রানের জোয়ার বইয়ে দিতে চান এই অলরাউন্ডার।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনের অংশ হিসেবে এবার জাতীয় লিগের নাম ‘বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ।’ তবে নাম বদলে গেলেও বদলায়নি পৃষ্ঠপোষক। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত সঙ্গী ওয়ালটন থাকছে এবারও।
- ডানেডিন থেকে ঘণ্টা চারেকের বাস ভ্রমণে ক্রাইস্টচার্চ। বাংলাদেশ দল রোববার পৌঁছে গেছে সিরিজের দ্বিতীয় ওয়ানডের শহরে। নিউ জিল্যান্ডের আর সব জায়গার মতো এই পথেও চোখে পড়ে সবুজ বনানী আর সুদৃশ্য সব টিলা। তবে সেই নৈসর্গিক সৌন্দর্যে ডুব দেওয়ার মানসিক অবস্থা সম্ভবত এখন বাংলাদেশের ক্রিকেটারদের নেই। ব্যাটিং বিপর্যয়ের প্রথম ওয়ানডের পর দলের ভাবনা জুড়ে কেবল রান আর রান!
- করোনাভাইরাস বিরতির পর জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত আসরগুলো। আগামী সোমবার শুরু হবে প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্ট।
- দল হারলে সেখান থেকে ইতিবাচক কিছু খুঁজে নেওয়ার রীতি বাংলাদেশের ক্রিকেটে চলে আসছে অনেক দিন থেকেই। এবার অন্তত একটু ব্যতিক্রম পাওয়া গেল। নিউ জিল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে হারার পর অধিনায়ক তামিম ইকবাল বললেন, এই ম্যাচ থেকে সামনে বয়ে নেওয়ার মতো তেমন কিছু নেই।
- কখনও ওপেনার, কখনও ফিনিশার। কখনও তিন নম্বর, কখনও পেস বোলিং অলরাউন্ডার। বিভিন্ন সময়ে নানা ভূমিকায় সৌম্য সরকারকে নেওয়া হয়েছে বাংলাদেশ দলে। অধিনায়ক তামিম ইকবাল এবার জানালেন সৌম্যর আরেকটি পরিচয়, যে ভূমিকায় তাকে নেওয়া হয়েছে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে।
- নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের ব্যাটিংয়ে দলের গর্বের জায়গায় চোট লেগেছে বলে মনে করেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়কের দাবি, দলের ব্যাটিং সামর্থ্যের সত্যিকার প্রতিফলন পড়েনি। ব্যর্থতার দায়ও নিজেদের কাঁধে নিচ্ছেন তিনি।
- সিরিজ শুরুর আগে বাংলাদেশের কোচ-অধিনায়কের কণ্ঠে বারবার একই কথা, দলের পেস আক্রমণ নিয়ে তারা রোমাঞ্চিত। কিন্তু বোলারদের জন্য কিছু পুঁজি তো দিতে হবে ব্যাটসম্যানদের! নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দলের হার একরকম নিশ্চিত হয়ে যায় বোলাররা বল হাতে নেওয়ার আগেই। এতটাই বাজে ছিল ব্যাটিং।
- ছোট মাঠ, উইকেটও ব্যাটসম্যানদের জন্য নয় ভয়ঙ্কর কিছু। কিন্তু বাংলাদেশের ব্যাটিং তো আত্মঘাতী, এই দলকে রক্ষা করবে কে! রান প্রসবা মাঠেই রানের জন্য হাপিত্যেশ করলেন ব্যাটসম্যানরা। বোলিংও তথৈবচ। সব মিলিয়ে নিউ জিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ।
- ট্রেন্ট বোল্টের আউটসুইঙ্গিং ইয়র্কার। ম্যাচের প্রথম বলে অল্পের জন্য রক্ষা পেলেন তামিম ইকবাল। তৃতীয় বলেই পাল্টা জবাব বাংলাদেশ অধিনায়কের, স্ল্যাশ করে পয়েন্টের ওপর দিয়ে ছক্কা! তবে এই লড়াই জমল না বেশিক্ষণ। দারুণ ডেলিভারিতে তামিমকে ফেরালেন বোল্ট। ওই ওভারেই তিনি শূন্য হারে ফেরালেন সৌম্য সরকারকে।
- সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতেছে নিউ জিল্যান্ড। কিউই অধিনায়ক টম ল্যাথাম ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশকে। টস জিতলে বাংলাদেশও আগে বোলিং বেছে নিত, টসের সময় জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
- ১০ মিটার এয়ার রাইফেলের দুই বিভাগের এককে হতাশ হতে হলেও মেয়েরা দলগত বিভাগের পদকের লড়াইয়ে উঠেছে।
- শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুটি টেস্ট ম্যাচ হবে এক ভেন্যুতেই। ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুটি ম্যাচই। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ।
- প্রতিপক্ষ অধিনায়কের মাইলফলকের ম্যাচ, অভিনন্দন তো জানাতেই হয়। তবে তার বেশি ভালো চাওয়া মানে তো নিজেদের বিপদ ডেকে আনা! তামিম ইকবাল তাই টম ল্যাথামকে শুভেচ্ছা জানিয়েও মজা করে বললেন, শুভ কামনা সবটুকু নয়।
- ওটাগো হারবারের কোল ঘেঁষে নান্দনিক সৌন্দর্যের আধার ‘সিগনাল হিল।’ ডানেডিন শহরের আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রেই ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন হলো শুক্রবার। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল মুগ্ধতাভরা কণ্ঠে বললেন, ‘খুব সুন্দর জায়গা, দলের সবাইকে নিয়ে আসতে হবে।’ সৌন্দর্যের কথা বললে অবশ্য গোটা নিউ জিল্যান্ডই যেন স্বর্গ। তবে স্বপ্নের মতো এই দেশ মাঠের ক্রিকেটে বাংলাদেশের জন্য বরাবরই দুঃস্বপ্নের।
- দলের নাম, বাংলাদেশ উইমেন্স ইমার্জিং স্কোয়াড। অধিনায়ক নিগার সুলতানা। এ পর্যন্ত ঠিকঠাক। স্কোয়াডের বাকি নামগুলো দেখলে জাগবে বিস্ময়। সেখানে জাতীয় দলের একগাদা ক্রিকেটার!
- সীমিত ওভারের ক্রিকেটে পারফরম্যান্সে বাংলাদেশের সেরা পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু নেতা হয়ে উঠতে কেবল পারফরম্যান্সই তো যথেষ্ট নয়। বাঁহাতি এই পেসারের ব্যক্তিত্ব ও আচরণে তাই ইতিবাচক কিছু পরিবর্তন দেখতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
- সৌম্য সরকারকে সাতে খেলানোর পরীক্ষার আপাতত সমাপ্তি বলে ধরে নেওয়া যায়। বাঁহাতি এই ব্যাটসম্যানকে আবার টপ অর্ডারে বিবেচনা করা হচ্ছে বলে জানালেন তামিম ইকবাল। রান খরার কারণ আলোচনায় থাকা আরেক বাঁহাতি নাজমুল হোসেন শান্তর ওপর দলের আস্থার কথাও আরেকবার জানিয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
- সাকিব আল হাসান না থাকা মানেই একাদশ গোছানোয় টানাপোড়েন। বোলার একজন বাড়তি নেওয়া হবে নাকি ব্যাটসম্যান? এবারও সেই পরীক্ষার সামনে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক তামিম ইকবাল অবশ্য জানিয়েই দিলেন, কোন পথে এগোবেন তারা। বোলিং শক্তিতে কোনো ঘাটতি রাখতে চায় না দল।
- নিউ জিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক দেশে ফিরবেন ওয়ানডে সিরিজ খেলেই। ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে বিরতি নিচ্ছেন বলে জানিয়েছেন টি-টোয়েন্টিতে দেশের সফলতম ব্যাটসম্যান।
- অধরাকে ধরার হাতছানি। নতুন কিছুর অনির্বচনীয় স্বাদ। আপাতত এসবই বাংলাদেশ দলের তাড়না আর জ্বালানি। বাংলাদেশের কোনো দল আগে যা পারেনি, এবার তেমন কিছুর আশায় সবাই রোমাঞ্চিত বলে জানালেন রাসেল ডমিঙ্গো। ব্যর্থতার ধারা এবার প্রাপ্তির আনন্দে বদলে যাবে, বিশ্বাস বাংলাদেশ কোচের।
- উইকেট ব্যাটিং সহায়ক, মাঠের বাউন্ডারি ছোট। সাম্প্রতিক সময়ে এই মাঠ দেখেছে রানের জোয়ার। ডানেডিনে নিউ জিল্যান্ড-বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতেও তাই রানের মেলা বসবে বলে ধারণা করছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
- ড্যানিয়েল ভেটোরির স্পিনার পরিচয়টাই সবচেয়ে বড়। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার তিনি। তবে ব্যাট হাতে তার দক্ষতাও কম ছিল না। বাংলাদেশও সেটা খুব ভালো করেই জানে। কম তো ভুগতে হয়নি তার ব্যাটিংয়ে! এখন তিনি বাংলাদশের স্পিন বোলিং কোচ, তবে ব্যাটিং নিয়ে তার জ্ঞান ও অভিজ্ঞতাও দল কাজে লাগাচ্ছে বলে জানালেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
- পেস বোলারদের দেশ নিউ জিল্যান্ড। বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারে কিউই পেস আক্রমণ। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ম্যাট হেনরি, কাইল জেমিসনের সঙ্গে জিমি নিশাম, ড্যারিল মিচেলদের মতো পেস বোলিং অলরাউন্ডারদের নিয়ে দারুণ পেস আক্রমণ। তবে এবার বাংলাদেশও দিতে চায় পাল্টা জবাব। দলের তরুণ পেসারদের দিয়ে নিউ জিল্যান্ডকে অপ্রস্তুত করে তুলতে চান বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
- মুজিব জন্মশতবর্ষের রাষ্ট্রীয় আয়োজনের মেয়াদ বেড়েছে আগেই। এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের ক্রিকেট সিরিজের আশাও তাই শেষ হয়ে যায়নি বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সুযোগ হলে সিরিজটি যত দ্রুত সম্ভব আয়োজন করতে চান তারা।
- স্পিন বোলিং দিয়ে নিউ জিল্যান্ডে সফল হওয়ার উপায় ড্যানিয়েল ভেটোরির চেয়ে ভালো আর কে জানেন! কিউইদের স্পিন কিংবদন্তি এখন বাংলাদেশের স্পিন বোলিং কোচ। তার কাছ থেকে মেহেদী হাসান মিরাজ জেনেছেন, এখানে সাফল্য পেতে প্রয়োজন বোলিংয়ে বৈচিত্র্য। বাংলাদেশের এই অফ স্পিনার এখন ভেটোরির সঙ্গে কাজ করছেন বৈচিত্র্য বাড়ানো নিয়ে।
- তৌহিদ হৃদয় উইকেটে গিয়ে প্রথম দুই বলেই মারলেন বাউন্ডারি, শামীম হোসেন পাটোয়ারি প্রথম বলেই ছক্কা! যে ধরনের ভয়ডরহীন ক্রিকেট দাবি করে টি-টোয়েন্টি সংস্করণ, সেটির নমুনা মেলে ধরলেন দুই তরুণ ব্যাটসম্যান। চার দিনের ম্যাচ ও একদিনের ম্যাচের সিরিজ জয়ের পর একমাত্র টি-টোয়েন্টিও জিতে নিল বাংলাদেশের উঠতি ক্রিকেটাররা।
- প্রস্তুতি ম্যাচের একটি দলের নাম ‘তামিম ইকবাল একাদশ।’ তবে তামিম নিজেই ম্যাচে নেই! উরুতে অস্বস্তি থাকায় খেলতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। দলের অন্য ব্যাটসম্যানদের প্রস্তুতি অবশ্য খারাপ হলো না। ফিফটির দেখা পেলেন মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ।
- সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির ঘর আলো করে এলো তাদের তৃতীয় সন্তান। দুই কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব।
- বাংলাদেশের সাবেকদের হতাশার টুর্নামেন্টে শেষ ম্যাচেও সেই একই চিত্র। ব্যাটিংয়ে ভালো শুরুর পর পথ হারানো, বোলিং ধারহীন, ফিল্ডিং যাচ্ছেতাই। তাতে যা হওয়ার, হলোও তা-ই। বাংলাদেশকে উড়িয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা।
- ওয়ানডে সিরিজের আগে মোসাদ্দেক হোসেনকে নিয়ে শঙ্কার অবকাশ থেকে গেল বাংলাদেশ দলের। হাঁটুর চোটের কারণে মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না এই অলরাউন্ডার।
- কাইল মিলসের স্টাম্প উপড়ে আঙুল উঁচিয়ে দ্বিগ্বিদিক সেই দৌড়। জয়ের উল্লাস। নিউ জিল্যান্ডকে প্রথমবার হোয়াইওয়াশ বাংলাদেশের। সাল ২০১০। আগুনে বোলিংয়ে হ্যাটট্রিকসহ ৬ উইকেট। নিউ জিল্যান্ডকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করার শুরু। সাল ২০১৩। সময়ের পরিক্রমায় এরপর পেরিয়ে গেছে বছরের পর বছর। তবে কিউইদের মুখোমুখি হওয়ার আগে নিজের সেই পারফরম্যান্সগুলো এখনও উজ্জীবিত করছে রুবেল হোসেনকে।
- দেশের ক্রিকেটারদের একটি বড় অংশের আকাঙ্ক্ষিত ঘোষণাটি অবশেষে এলো। স্থগিত হওয়ার সাড়ে ১৩ মাস পর শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। আগামী ৬ মে মাঠে গড়াবে দেশের ক্লাব ক্রিকেটের শীর্ষ এই আসর। কোভিড মহামারীর বাস্তবতায় অবশ্য বদলে গেছে লিগের সংস্করণ। এবার এটি হবে টি-টোয়েন্টি সংস্করণে।
- শেষ ওভারে ১১ রানের সমীকরণ শেষ বলে গিয়ে ঠেকল ৭ রানে। ছক্কা মারতে পারলে ‘টাই।’ কিন্তু পেসার রেজাউর রহমান রাজার লেগ স্টাম্পে থাকা বলে ব্যাটই ছোঁয়াতে পারলেন না বেন হোয়াইট। লেগ বাই থেকে একটি রান নেওয়া শেষে হতাশায় তিনি ব্যাট মেরে বসলেন মাটিতে। একটি হার এড়ানোর শেষ সুযোগও আইরিশদের হাতছাড়া!
- আগের ম্যাচে রান তাড়ায় দল জিতে যাওয়ায় থমকে যেতে হয়েছিল ৮০ রানে অপরাজিত থেকে। এবার আগের ব্যাটিংয়ের সুযোগ, সেঞ্চুরির সুযোগও তাই ছাড়লেন না মাহমুদুল হাসান জয়। দুর্দান্ত সেঞ্চুরিতে তরুণ ব্যাটসম্যান বয়ে নিলেন বাংলাদেশ ইমার্জিং দলের ইনিংস।
- বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটি না খেলেই দেশে ফিরে যাচ্ছে আয়ারল্যান্ড ‘এ’ দল। দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিন এড়াতে সূচিতে পরিবর্তন এনে আগেভাগে ফিরে যাচ্ছে আইরিশরা।
- ক্রিকেট মাঠের রোমাঞ্চ-উত্তেজনার সঙ্গে সাক্ষাৎ তো নিত্যই হয়। ব্যাট-বলের কসরত থেকে একটি দিনের জন্য ছুটি নিয়ে বাংলাদেশের ক্রিকেটারা বুঁদ হলেন মাঠের বাইরের রোমাঞ্চে। জেট বোটে পানির বুকে গুলির বেগে ছুটে চলা, বাঞ্জি জাম্প, চোখধাঁধানো সৌন্দর্যের সুধা পান করা, কী হলো না এ দিন! মুক্ত বিহঙ্গের মতো ছুটে বেড়ানোর দিনটিতে অবশ্য ক্রিকেট লড়াইয়ের ভাবনাও মিশে থাকল কিছুটা।
- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের জন্য সম্ভাব্য দুটি সময় আছে বিসিবির ভাবনায়। তবে আগামী জানুয়ারির আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসর আয়োজন করা সম্ভব হবে না বলেই মনে করছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
- ছন্দে থাকা নাজিমউদ্দিন ব্যাট হাতে জ্বলে উঠলেন আবারও। ভালো করলেন মেহরাব হোসেন, আফতাব আহমেদ, মোহাম্মদ শরিফ। টুর্নামেন্টে প্রথমবারের মতো দেড়শ ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ লেজেন্ডস। এই পুঁজি নিয়ে কিছুটা লড়াই করতে পারল তারা কিন্তু এড়াতে পারল না আরেকটি হার। এবার বাংলাদেশের সাবেকদের বিপক্ষে জিতল ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস।
- দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে দুইশর নিচে গুটিয়ে দিলেন সুমন খান, মুকিদুল ইসলামরা। মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটে অনায়াসেই বাকিটা সারল বাংলাদেশ ইমার্জিং দল। চতুর্থ ওয়ানডেতে আয়ারল্যান্ড ‘এ’ দলকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিল স্বাগতিকরা।
- সব ঠিক থাকলে এই সময়ে হয়তো নিউ জিল্যান্ডে থাকতেন আমিনুল ইসলাম বিপ্লব। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ব্যস্ত থাকতেন কিউইদের বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে। ভারত-পাকিস্তানে খেলার অভিজ্ঞতা হয়েছে, এবার উপমহাদেশের বাইরের স্বাদও পেতেন। অথচ এখন তিনি দেশে, অপেক্ষায় আছেন বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ কখন মেলে!
- কাগজে-কলমে বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরি। বাস্তবে অদৃশ্য! অবস্থা অনেকটা এরকমই ছিল। এমনিতেই তার সঙ্গে চুক্তি ছিল ১০০ দিনের, এর মধ্যে হানা দেয় কোভিড মহামারী। চড়া মূল্যে পাওয়া স্পিন কোচ হয়ে উঠেছিলেন যেন অমাবশ্যার চাঁদ। অবশেষে তার সংস্পর্শ পেল দল। কুইন্সটাউনে ক্যাম্পের প্রথম দিনে ভেটোরি শোনালেন স্পিনারদের নিয়ে আশার কথা।
- নিয়মিত ওয়ানডে অধিনায়ক হিসেব প্রথম সফরেই তামিম ইকবালের সামনে কঠিন পরীক্ষা। অজেয়কে জয় করার চ্যালেঞ্জ! তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে নিয়ে দারুণ আশাবাদী দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেটোরি। তার মতে, বাংলাদেশের সৌভাগ্য যে এই সফরে দলের অধিনায়ক তামিম।
- ঘরোয়া ক্রিকেট মৌসুম শুরুর আগে বরাবরই জোরেসোরে শোনা যায় উইকেট নিয়ে আলোচনা। বিশেষ করে বড় দৈর্ঘ্যের টুর্নামেন্ট জাতীয় লিগ (এনসিএল) বা বিসিএলের আগে। এবারও জাতীয় লিগ দুয়ারে কড়া নাড়তে শুরু করায় উঠে এলো একই প্রসঙ্গ। যথারীতি সেই পুরনো সেই আশাবাদও ফিরে এলো। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের আশা, এবার চ্যালেঞ্জিং উইকেট মিলবে।
- রিতু মনির দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স আর রুমানা আহমেদের দারুণ ইনিংস বাংলাদেশের গেমসের মেয়েদের ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ সবুজ দল।
- করোনাভাইরাসের টিকা পাওয়ার ক্ষেত্রে দূরদর্শী ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যমে দেশের সফলতম ব্যাটসম্যান ও সিনিয়র এই ক্রিকেটার বললেন, টিকার ক্ষেত্রে বাংলাদেশ জাতি হিসেবে গর্ব করতে পারে।
- খেলোয়াড়ী জীবনে বাংলাদেশকে কম ভোগাননি উপুল থারাঙ্গা। অবসরের পরও তার ব্যাটের ধার থেকে রেহাই নেই। সাবেকদের লড়াইয়ে বাংলাদেশের বোলারদের কচুকাটা করলেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। তার বিধ্বংসী ইনিংসে টানা তৃতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ।
- আগের দুই ম্যাচে সম্ভাবনা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি সাইফ হাসান। এবার পারলেন। সামনে থেকে পথ দেখালেন অধিনায়ক, করলেন সেঞ্চুরি। বাকিটা অনায়াসে সারলেন তৌহিদ হৃদয় ও শামীম হোসেন। তৃতীয় ওয়ানডেতে সহজেই আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারাল বাংলাদেশ ইমার্জিং দল।
- রুহান প্রিটোরিয়াসের কোভিড নিয়ে নাটকের রেশ না কাটতেই আরেক দফা ঝামেলা। এবার আয়ারল্যান্ড উলভসের সঙ্গে সংযুক্ত একজন স্থানীয় সাপোর্ট স্টাফের কোভিড পজিটিভ-নেগেটিভ ধাঁধায় পিছিয়ে গেল তৃতীয় একদিনের ম্যাচ শুরুর সময়।
- নিউ জিল্যান্ডের চ্যালেঞ্জগুলো ভালো করেই জানে বাংলাদেশ দল। চ্যালেঞ্জ জয়ের পথও অজানা নয়। তবে সেই পথ ধরে এগোনো সহজ নয়। প্রস্তুতি চলছে এখন কঠিন সেই অভিযানের। কোয়ারেন্টিনের ফাঁকে অনুশীলনের সুযোগটুকু দল পুরোপুরি কাজে লাগাচ্ছে বলে জানালেন মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই ক্রিকেটারের মতে, আগ্রাসনের মন্ত্রে সামনে এগোলে ভালো করতে পারে দল।
- এবারের বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট হয়ে উঠেছে যেন উঠতি ক্রিকেটারদের মেলে ধরার মঞ্চ। প্রথম ম্যাচে ফারিহা তৃষ্ণার পর এবার বল হাতে চমক দেখালেন মুমতা হেনা হাসনাত। তার দুর্দান্ত বোলিংয়ে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ নীল দল।
- পুরো ২০ ওভার খেলতে পারা, আগের ম্যাচের চেয়ে ৪ রান বেশি, ১০ উইকেটে না হারা… কাগজে-কলমে কিছুটা উন্নতি বটে! বাস্তব চিত্রে আসলে খুব একটা বদল নেই। ছন্নছাড়া ব্যাটিংয়ের আরেকটি প্রদর্শনীতে বাংলাদেশের সাবেকরা পাত্তাই পেল না ইংল্যান্ডের সাবেকদের কাছে।
- একের পর এক ব্যাটসম্যান থিতু হয়েও উইকেট ছুড়ে আসায় কাজ হয়ে গিয়েছিল অনেক কঠিন। দারুণ এক ইনিংসে জটিল হয়ে ওঠা সেই সমীকরণ মেলালেন শামীম হোসেন। ছয়ে নামা এই ব্যাটসম্যানের অপরাজিত ঝড়ো ফিফটিতে আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল।
- রুহান প্রিটোরিয়াসের কোভিড শনাক্ত হওয়া নিয়ে দুই দিন আগে কতই না তোলপাড়! শুক্রবার বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের (‘এ’ দল) ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল ৩০ ওভারের পর। সেই প্রিটোরিয়াসকে রোববারই দেখা গেল মাঠে। আইরিশদের হয়ে ইনিংস ওপেন করতে নেমে তিনি খেললেন ৯০ রানের ইনিংস!
- জাতীয় দলের খেলার অভিজ্ঞতা নেই, স্বীকৃত ক্রিকেটের স্বাদ বলতে কেবল বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দেড় বছর আগে একটি ম্যাচ। বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে খুব পরিচিত নাম নন ফারিহা তৃষ্ণা। সেই তিনিই বিধ্বংসী বোলিংয়ে রাঙালেন বাংলাদেশ গেমসের প্রথম দিন।
- বয়স পেরিয়ে গেছে ৪২। শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন ঠিক ৮ বছর আগে। কিন্তু বিরেন্দর শেবাগের ব্যাটিং দেখে সেটা কে বলবে! সেই আপার কাট, লফটেড শট, দুর্দান্ত সব ড্রাইভ। সাবেকদের লড়াইয়ে শেবাগ মনে করিয়ে দিলেন তার সেরা সময়কে। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের পুঁজি এমনিতেই ছিল মামুলি। শেবাগের তাণ্ডবে ভারত তা পেরিয়ে গেল যেন চোখের পলকে।
- দলে এখন জায়গা নেই, বাংলাদেশের নিউ জিল্যান্ড সফরে তাই এবার নেই মাশরাফি বিন মুর্তজা। তবে সেখানে খেলার অভিজ্ঞতা তো তার কম নয়! তাই ভালো করেই জানেন, কন্ডিশন কতটা কঠিন। তারপরও দল ভালো করতে পারে বলে মনে করছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক, যদি না চাপিয়ে দেওয়া হয় অপ্রয়োজনীয় চাপ।
- ম্যাচের ৩০ ওভার হয়ে গিয়েছে। লড়াই জমে উঠেছে তুমুল। তখন হঠাৎ খবর এলো, মাঠে নামা এক ক্রিকেটারের কোভিড-১৯ শনাক্ত হয়েছে! ম্যাচের ইতি ওখানেই। পরিত্যক্ত হয়ে গেল চট্টগ্রামে বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে আয়ারল্যান্ড ‘এ’ দলের প্রথম একদিনের ম্যাচ।
- নিস্তরঙ্গ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হঠাৎ খানিকটা আলোড়ন। স্টেডিয়াম পরিদর্শনে এলেন রাজস্থ্যান রয়্যালসের কয়েকজন কর্মকর্তা। মূল মাঠ, একাডেমি মাঠসহ বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখলেন তারা। আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর পরে জানালেন, বাংলাদেশে একটি একাডেমি করার ভাবনা আছে তাদের।
- মুখে চওড়া হাসি, উইকেটের পাশে ‘থামস আপ’ দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকুর রহিমের ছবি। সঙ্গে ছোট্ট লেখা, “৮ দিন কোয়ারেন্টিনের পর দারুণ একটি সেশন হলো।” মাঠ থেকে দূরে রাখার চেয়ে বড় শাস্তি মুশফিকের জন্য আর নেই। তার খুশির কারণও তাই বোধগম্য। তবে এবার এই উচ্ছ্বাস দলের সবারই। মুক্তির আনন্দ বলে কথা!
- ঘরবন্দি জীবনকে মেহেদী হাসান মিরাজের কাছে মনে হয়েছিল ‘জেলখানা।’ মোহাম্মদ মিঠুনের কাছে এই অভিজ্ঞতা খুবই ‘কষ্টকর।’ চার দেয়ালের মধ্যে দমবন্ধ অনুভূতি হচ্ছিল কয়েকজনের। অবশেষে মুক্তি মিলছে সেই জীবন থেকে। বৃহস্পতিবার থেকে ক্রাইস্টচার্চে গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা।
- ২৪ ঘণ্টার সাড়ে ২৩ ঘন্টাই থাকতে হচ্ছে ঘরবন্দি হয়ে। কঠিন এই পরীক্ষার ছয় দিন কেটে গেছে। বাকি আর একদিন। নিউ জিল্যান্ডে সাত দিনের রুম কোয়ারেন্টিন শেষ করে জিম ও মাঠে অনুশীলন শুরুর জন্য মরিয়া হয়ে আছেন তামিম ইকবাল ও তার দল।
- ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের তিনটি ‘হোম ম্যাচ’ তাদের মাঠে হওয়া নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুরুতে নিজেদের মাঠে খেলার ব্যাপারে অনড় ছিল। কিন্তু ইদানীং সুর বদল হচ্ছে। তাতে শেষ তিন ম্যাচের সবগুলোই সেন্ট্রালাইজ ভেন্যুতে খেলতে হতে পারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের।
- ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সিরিজের শুরুটা দুর্দান্ত হলো তানভির ইসলামের। দারুণ বোলিংয়ে চার দিনের ম্যাচে বাঁহাতি এই স্পিনার পেলেন ১৩ উইকেট। আয়ারল্যান্ড উলভসকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ ইমার্জিং দল।
- স্লগ করে তুলে নিতে চাইলেন বাউন্ডারি, কিন্তু স্টাম্পের বলে লাইন মিস করে হলেন এলবিডব্লিউ। চমৎকার ইনিংসের সমাপ্তি আক্ষেপ নিয়ে। ৮ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হলো না ইয়াসির আলি চৌধুরির। বাংলাদেশ ইমার্জিং দলের বাকি ব্যাটসম্যানদের থিতু হয়েও সুযোগ কাজে লাগাতে না পারার চিত্র দেখা গেল দিন জুড়ে।
- দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে উপস্থিত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের নজর কাড়লেন তানভির ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিলেন ৫ উইকেট। বাঁ হাতি স্পিনে গুঁড়িয়ে দিলেন আয়ারল্যান্ড ‘এ’ দলকে।
- বাংলাদেশ দল বুধবার পৌঁছে গেছে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে। একই দিনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন যাচ্ছেন চট্টগ্রামে। সেখানে তিনি দেখবেন, বাংলাদেশের উঠতি ক্রিকেটাররা কতটা তৈরি ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য। দেখবেন তাদের উন্নতি ও ঘাটতির জায়গাগুলো।
- সফরের আগে ক্যাম্প বা অনুশীলন নেই। প্রথাগত মিডিয়া সেশনও নেই। বিদায় বেলায় বিমানবন্দরে ক্রিকেটারদের কাছাকাছি যাওয়াও কঠিন সংবাদকর্মীদের। সবই মহমারীকালিন বাস্তবতা। গত কয়েক মাসে এরকম অনেক কিছুর সঙ্গেই পরিচয় হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। অপেক্ষা এবার নতুন অভিজ্ঞতার, মহামারীকালে প্রথম সফর! সেই সফর এমন দেশে, দ্বিপাক্ষিক লড়াইয়ে যেখানে কখনোই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ।
- ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দা হানড্রেড’-এ দল পাননি বাংলাদেশের কেউ। ড্রাফটে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবালসহ বাংলাদেশের আট ক্রিকেটার।
- সিদ্ধান্ত নিতে মোটেও সময় নিলেন না মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার জানালেন, দেশই তার কাছে আগে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে থাকলে খেলবেন না আইপিএলে।
- নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর হিসেবে থাকছে অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ‘ইভ্যালি।’ পাশাপাশি এই সফরের দলের ‘কিট পার্টনার’ হিসেবে থাকছে তাদের সহযোগী প্রতিষ্ঠান ‘ইফুড।’ সফরের ম্যাচগুলিতে বাংলাদেশ দলের জার্সিতে থাকবে দুটি নামই।
- টেস্ট বাদ দিয়ে সাকিব আল হাসানের আইপিএল খেলার সিদ্ধান্ত নিয়ে দেশের ক্রিকেটে চলছে তোলপাড়। মুস্তাফিজুর রহমানের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। আইপিএলে খেলা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে সোমবার কথা বলেন এই পেসার। সিদ্ধান্ত তার ওপরই ছেড়ে দিয়েছেন নাজমুল।
- ক্রিকেটারদের কাছে ভবিষ্যতে আর কোনোভাবে জিম্মি হতে চায় না বিসিবি। টেস্ট বাদ দিয়ে সাকিব আল হাসানের আইপিএল খেলতে চাওয়ার উদাহরণকে ভাবনায় রেখেই এবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তির শর্তাবলী তৈরি করা হবে। চুক্তির বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না ক্রিকেটারদের।
- বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ে সাকিব আল হাসান আইপিএল খেলার জন্য ছুটি চাওয়ায় খারাপ লেগেছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের। তার ধারণা ছিল, দল একের পর এক ম্যাচে হারার পর পরবর্তী সিরিজে জয়ের জন্য ‘উঠেপড়ে’ লাগবেন সাকিবসহ দলের সবাই।
- দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এপ্রিলের মাঝামাঝি শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। দুটি ম্যাচ হবে একই মাঠে। গত মাসে শ্রীলঙ্কা সফর করে আসা ইংল্যান্ড দলকে যে কোয়ারেন্টিন বিধি মানতে হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে একই নিয়ম।
- প্রত্যাশা আকাশ ছোঁয়া, কিন্তু প্রাপ্তি তলানিতে। নাজমুল হোসেন শান্তকে নিয়ে দেশের ক্রিকেটের প্রত্যাশা যতটা, তার প্রতিদান এখনও পর্যন্ত সামান্যই দিতে পেরেছেন তরুণ এই ব্যাটসম্যান। তার ওপর ভরসা রেখে হতাশ নির্বাচকরাও। তবু শান্তকে নিয়ে নতুন আশায় সামনে তাকাচ্ছেন তারা।
- সাকিব আল হাসানের ছুটিই মোসাদ্দেক হোসেনকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশ দলে ফেরার। নিউ জিল্যান্ড সফরের এই দলে থাকতে পারতেন আমিনুল ইসলাম বিপ্লবও। তবে তরুণ এই লেগ স্পিনার যেতে পারছেন না অসুস্থতার কারণে।
- সাকিব আল হাসানের বিকল্প হিসেবে বেছে নেওয়া হলো আরেকজন স্পিনিং অলরাউন্ডারকেই। নিউ জিল্যান্ড সফরের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। দলে আছেন পেসার আল আমিন হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও।
- আইপিএলের নিলামে ১ কোটি রুপি পারিশ্রমিকেই মুস্তাফিজুর রহমানের দল পাওয়া দেখে অবাক গৌতম গম্ভির। সাবেক ভারতীয় ব্যাটসম্যান ও দুইবারের আইপিএল জয়ী এই অধিনায়কের মতে, অল্প দামে বড় সম্পদ পেয়ে গেছে রাজস্থান রয়্যালস।
- আগামী এপ্রিলে যখন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল, ফিট থাকলে সাকিব আল হাসান তখন খেলবেন আইপিএলে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলার সময় দেশের হয়ে টেস্ট খেলতে ইচ্ছুক নন বাংলাদেশের অলরাউন্ডার। টেস্ট সিরিজ থেকে ছুটি চাওয়ার পর অনেক আলোচনা করে সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি।
- আইপিএলে পুরনো ঠিকানায় ফিরে রোমাঞ্চিত সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আবারও মাঠে নামতে মুখিয়ে আছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। দলটির হয়ে দুই শিরোপার পাশে আরেকটি যোগ করতে চান তিনি।
- টেস্টে যে ভুল পরিকল্পনা ও কৌশল নিয়ে খেলছে বাংলাদেশ দল, তা আগে থেকেই জানতেন বলে দাবি করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। দলের ওপর কিছু চাপিয়ে দিতে চাননি বলে এতদিন আপত্তি করেননি তিনি। বিসিবি প্রধান এখন বের করার চেষ্টা করছেন কৌশল ও পরিকল্পনার সমস্যা কোথায়। তার চোখে সমাধানও খুব সহজ। কয়েক মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে বলে বিশ্বাস তার।
- সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স ঘুরে আইপিএলে এবার মুস্তাফিজুর রহমানের ঠাঁই হলো রাজস্থান রয়্যালসে। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন দলটি।
- আইপিএলে নিজের পুরনো ঠিকানায় ফিরলেন সাকিব আল হাসান। নিলামে বাংলাদেশের অলরাউন্ডারকে তিন কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
- আইপিএলের নিলামে শুরুর দিকেই নাম উঠবে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। নিলামের ২ নম্বর সেটে থাকছে সাকিবের নাম, ৪ নম্বর সেটে মুস্তাফিজ।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বিপর্যয়ের পর বেশ তৎপরতা দেখা যাচ্ছে বিসিবির। এই সিরিজে বাজে পারফরম্যান্সের কারণ অনুসন্ধানে ও ভবিষ্যৎ করণীয় ঠিক করতে বুধবার সন্ধ্যায় ও রাতে বিসিবি পরিচালক, নির্বাচক কমিটি ও দলের তিন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
- ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দা হানড্রেড’-এর ড্রাফটে আছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। একশ বলের এই টুর্নামেন্টের ড্রাফটে গতবারও ছিলেন বাংলাদেশের এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। করোনাভাইরাসের প্রকোপে সেই আসর আর হয়নি।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তামিম ইকবাল, লিটন দাস ও তাইজুল ইসলাম। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই তিন জনের।
- অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। দায়িত্বজ্ঞানহীন ও খামখেয়ালি শটে বিপদে ফেলেন দলকে। তাদের পরের প্রজন্মের অনেকে ৫-৬ বছর খেলেও হয়ে ওঠেন না অভিজ্ঞ। নেতৃত্বের ক্ষেত্রে অভাব মৌলিকত্ব, কর্তৃত্ব আর সৃষ্টিশীলতার। কোচদের কণ্ঠে থাকে পরিকল্পনা আর প্রক্রিয়ার বুলি, কাজে দেখা যায় উল্টো। অভিভাবক সংস্থা বিসিবির কর্মকাণ্ডে ফুটে ওঠে গুরুত্ব ও যত্নের অভাব। অবকাঠামো ও পরিকল্পনার সমস্যা তো চিরন্তন, এসব উন্নত করার পরিকল্পনাও সামান্য।
- বিদেশের মাঠে হোয়াইটওয়াশড হওয়ার অভিজ্ঞতা ছিল। এবার দেশের মাটিতেও সেই তেতো স্বাদ পেয়ে গেলেন অধিনায়ক মুমিনুল হক। তার কাজ আরও কঠিন করে তুলেছে পারিপার্শ্বিকতা। সব মিলিয়ে মুমিনুলের উপলব্ধি, অধিনায়কত্ব খুবই চ্যালেঞ্জিং।
- লক্ষ্য নাগালের বাইরে ছিল না। উইকেটও খুব কঠিন নয়। বিধ্বংসী ছিল না প্রতিপক্ষের বোলিংও। সবই মানছেন মুমিনুল হক। তারপরও বাংলাদেশের ব্যাটিংয়ে ধস। ব্যাটসম্যানরা পারলেন না ইনিংস বড় করতে। কারণ তাহলে কি? জানা নেই বাংলাদেশের টেস্ট অধিনায়কের।
- সাকিব আল হাসানের সম্ভাব্য বদলি হিসেবে নাজমুল হাসানের প্রথম পছন্দ ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তাকে নেননি নির্বাচকরা। সৌম্য সরকারকে দ্বিতীয় টেস্টের জন্য বেছে নেন তারা। এই প্রসঙ্গ ধরে বিসিবি প্রধান বললেন, দল নির্বাচনের ব্যাপার-স্যাপার বুঝে উঠতে পারছেন না তিনি।
- বঙ্গবন্ধু টেস্ট সিরিজে বাংলাদেশের খেলায় ক্ষুব্ধ বিসিবি প্রধান নাজমুল হাসান। খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়াটা একেবারেই মানতে পারছেন না তিনি। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বললেন, এভাবে চলতে দেওয়া হবে না।
- টেস্টে বাংলাদেশ ক্রিকেটের কঙ্কাল বেরিয়ে এলো আরেকবার। খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশড হওয়ার পর হাহাকার শোনা গেল মুমিনুল হকের কণ্ঠে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক স্বীকার করছেন, ২০ বছরে বাংলাদেশের তেমন কোনো উন্নতি তিনি দেখেন না।
- শেষ বিকেলের মরে আসা আলোয় বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। একাই দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ আর জয়ের মধ্যে। কিন্তু জয়ের নায়ক নন, দারুণ খেলেও শেষ পর্যন্ত তিনি হয়ে রইলেন ট্র্যাজেডির নায়ক। মিরাজকে ফিরিয়েই অসাধারণ এক জয়ের উল্লাসে মেতে উঠল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে হোয়াইটওয়াশড হলো বাংলাদেশ।
- দারুণ সব স্ট্রোকের ছটা, বলের সঙ্গে পাল্লা দিয়ে রান। দলের পঞ্চাশ, তামিম ইকবালের ফিফটি দারুণ গতিময়তায়। এরপরই সব গড়বড়। দ্রুত তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ।
- ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ বালির বাঁধের মতো গুঁড়িয়ে গেল লাঞ্চের পর। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইনিংস। লাঞ্চের পর ২৩ মিনিটের মধ্যে ৪ উইকেট নিয়ে লক্ষ্য আড়াইশর নিচে রাখল বাংলাদেশ।
- আগের দিন বলই হাতে পাননি আবু জায়েদ। নতুন দিন সকালে ধীরগতির উইকেটেও এই পেসার বাংলাদেশকে এনে দিলেন দুটি উইকেট। কিন্তু দল তাকিয়ে ছিল যাদের দিকে, সেই স্পিনাররা প্রথম সেশনে পারলেন না একটির বেশি উইকেট নিতে। ওয়েস্ট ইন্ডিজের লিড তাই পেরিয়ে গেল দুইশ।
- আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফীসকে কিভাবে মনে রাখবে বাংলাদেশের ক্রিকেট? রাজ্জাকের শ্রেষ্টত্ব ফুটিয়ে তুলবে পরিসংখ্যান। রেকর্ড বইয়ে আলাদা জায়গা থাকবে শাহরিয়ারেরও। দুজনকে নিয়ে প্রাপ্তির গল্প আছে। আছে অপূর্ণতার হাহাকারও। তবে সবকিছু ছাপিয়ে একটি জায়গায় হয়তো দুজনকে মেলানো যায় এক বিন্দুতে-নিবেদন।
- ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেন দুই হাত ভরে পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি ছুঁয়েছেন প্রথম টেস্টে। পরের টেস্টে গড়েছেন দেশের হয়ে লাল বলে দ্রুততম একশ উইকেটের রেকর্ড। এই রেকর্ডের অনুপ্রেরণায় সাফল্যের পথে এগিয়ে যেতে চান মিরাজ। ক্যারিয়ারকে নিয়ে যেতে চান অনেক দূর।
- দ্বিতীয় ইনিংসে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার পথেই আছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে স্পিনারদের জন্য টার্ন মিলতে শুরু করায় তিনশ রানের আশেপাশের যে কোনো লক্ষ্যই ছোঁয়া কঠিন হবে বলে মনে করছেন মেহেদী হাসান। একই সঙ্গে চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয় আশাও দেখাচ্ছে তাকে।
- তৃতীয় দিনের শেষ বেলায় দ্রুত টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলেও ঢাকা টেস্টে পিছিয়েই বাংলাদেশ। শতরানের লিডের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিতে লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ।
- কালো স্যুটে কেতাদুরস্ত হয়ে বিদায়ী আয়োজনে এলেন শাহরিয়ার নাফীস। মঞ্চে দাঁড়িয়ে পকেট থেকে বের করলেন এক টুকরো কাগজ, ধন্যবাদ-কৃতজ্ঞতার তালিকা। ছেলেবেলা থেকে ক্যারিয়ারের শেষ পর্যন্ত যাদের পাশে পেয়েছেন, উল্লেখ করলেন সবার কথাই। সবই গোছানো, পরিপাটি। কেবল বিদায়ের অনুভূতির প্রকাশে তিনি একটু এলোমেলো।
- সম্ভাবনা আগেও তৈরি হয়েছিল অনেকবার। কিন্তু কেউ না কেউ অন্যভাবে আউট হয়েছিলেন। এবার আর তা হলো না, প্রথমবার কোনো ইনিংস বাংলাদেশের সব ব্যাটসম্যান আউট হলেন ক্যাচ দিয়ে।
- অপেক্ষা ছিল চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন থেকে। সেদিন হয়নি, হয়নি সেই টেস্টের হতাশার শেষ দিনেও। মিরপুরে এসেও কেটে গেল দুই দিন। অবশেষে তৃতীয় দিন শেষ সেশনে শেষ হলো মেহেদী হাসান মিরাজের প্রতীক্ষা। রেকর্ড গড়ে এই অফ স্পিনার পা রাখলেন ১০০ উইকেটে।
- লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ দারুণ একটি সেশন কাটানোর পর রাকিম কর্নওয়ালের স্পিনে ধস নামল বাংলাদেশের ইনিংসে। স্বাগতিকদের তিনশ রানের নিচে থামিয়ে শতরানের লিড পেল ওয়েস্ট ইন্ডিজ।
- মঞ্চে দাঁড়িয়ে মিনিট দেড়েকের ছোট্ট প্রতিক্রিয়া। এর মধ্যেই আব্দুর রাজ্জাক কয়েকবার বললেন, “ইমোশনাল হয়ে যাচ্ছি।” এটুকু না বললেও চলত। গলা খানিকটা ধরে আসছিল তার। মনের ছবিটা ফুটে উঠছিল চোখে-মুখেও। প্রায় দুই দশকের ক্যারিয়ারের সমাপ্তি, নানা অনুভূতি ভেতরে দলা পাকানোরই কথা। নিজেই বললেন, “আমার জন্য অনেক বড় সিদ্ধান্ত এটি।”
- মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিমের দুটি উইকেট উপহারের ফলে অনেক শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশকে টানছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ফিফটি তুলে নেওয়া দুই ব্যাটসম্যান শতরানের জুটিতে এড়িয়েছেন ফলো অন। দলকে উপহার দিয়েছেন প্রথম উইকেটশূন্য সেশন।
- উইকেট ছুঁড়ে আসার কত ঘটনাই তো দেখা যায় ক্রিকেটে। কিন্তু মুশফিকুর রহিম যা করলেন, এমন কিছুর নমুনা বিরল। ব্যাখ্যা পাওয়াও কঠিন। দল লড়ছে ফলো অন এড়াতে, নিজে ফিফটি পেরিয়ে খেলছেন স্বচ্ছন্দে। এমন সময়ে কিনা আত্মঘাতী রিভার্স সুইপ!
- চট্টগ্রাম টেস্টে হারের পর বাংলাদেশের বোলিংয়ের সঙ্গে মুমিনুল হকের অধিনায়কত্ব নিয়েও চলছে সমালোচনা। তবে এখনই তার নেতৃত্ব নিয়ে অধৈর্য হওয়ার কিছু দেখছেন না তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনারের চোখে, টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিতে মুমিনুলই সবচেয়ে যোগ্য। সময়ের সঙ্গে তিনি হয়ে উঠবেন আরও পরিণত।
- চোখধাঁধানো কয়েকটি শট। চাপ প্রতিপক্ষের ওপর ফিরিয়ে দেওয়া। তামিম ইকবাল ছুটছিলেন দারুণ গতিতে। কিন্তু এক মুহূর্তের খামখেয়ালিতে সেই অভিযানের সমাপ্তি। তাতে বিপদে দলও। দিন শেষে অভিজ্ঞ এই ওপেনারের উপলব্ধি, তার শটটি ঠিক ছিল না।
- দ্বিতীয় দিনে নিজেদের লক্ষ্য পূরণ করে ঢাকা টেস্টে চালকের আসনে বসে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের আপাত লড়াই ফলো অন এড়ানোর-কেন এমন হলো, এর একটা জবাব মিলল তামিম ইকবালের কাছে। বাঁহাতি এই ওপেনার স্বীকার করে নিলেন নিজেদের ব্যর্থতা। একই সঙ্গে কৃতিত্ব দিলেন ক্যারিবিয়ানদেরও।
- কেউ আউট ওয়ানডে ঘরানার শটে, কেউ অপ্রয়োজনীয় শট খেলে। পরিণতি সবার একই, প্রতিপক্ষের জন্য উপহার নিজের উইকেট। তাতে বিপর্যস্ত দল। মিরপুর টেস্টে বাংলাদেশের টপ অর্ডারের যে দুরাবস্থা, সেটির দায় নিজেদের কাঁধেই নিচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল।
- ওয়েস্ট ইন্ডিজের ৮ নম্বর ব্যাটসম্যান আলজারি জোসেফের রান ৮২। সেই জোসেফ যখন নিজের আসল কাজেও সফল হলেন, বল হাতে ফেরালেন তামিম ইকবালকে, বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানের সম্মিলিত রান তখন ৬৯! টপ অর্ডারের করুণ চিত্র ফুটে উঠছে এতেই।
- দারুণ একটি জুটির পর লেজের গুটিয়ে যাওয়া। হতাশার দীর্ঘ প্রহরের পর স্বস্তির কিছুটা সময়। প্রথম ইনিংসের শেষ ভাগ দুই দলের জন্য হলো দুই রকম। জশুয়া দা সিলভা ও আলজারি জোসেফের জুটি ভাঙার পর ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। জুটি ভাঙতে নাকাল বাংলাদেশ শেষ ৪ উইকেট নিতে পারল দ্রুত।
- নতুন দিনেও পুরোনো দিনের ছায়া। প্রথম দিনটি যেমন বাজে বোলিংয়ে শুরু করেছিল বাংলাদেশ, দ্বিতীয় দিনের শুরুর চিত্রও একইরকম। ধারহীন ও এলোমেলো ওয়েস্ট ইন্ডিজের রান বাড়ল অনায়াসেই। সঙ্গে বাড়ল বাংলাদেশের হতাশা।
- সাকিব আল হাসানের পাশাপাশি এবারের আইপিএলের নিলামে নাম উঠতে পারে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ ও মোহাম্মদ সাইফ উদ্দিনের। নিলামের চূড়ান্ত তালিকায় আছেন এই চার জন।
- নিজের ঘাটতিগুলো খুব ভালো করে জানেন। শক্তির জায়গাগুলোও বোঝেন। কি করা যাবে আর যাবে না, এ নিয়ে তার খুব ভালো ধারণা। ফিটনেস আরও ভালো করার চেষ্টা আছে। আছে আরও উন্নতির। এই সব মিলিয়েই আবু জায়েদ চৌধুরি হয়ে উঠেছেন টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের সেরা অস্ত্র।
- সিরিজ বাঁচানোর টেস্টে যেমন উইকেট চেয়েছিল তেমন না পাওয়ার কথা বললেন আবু জায়েদ চৌধুরি। এই পেসারের ধারণা, মিরপুরে স্পিনারদের প্রত্যাশিত টার্ন পেতে আরও অপেক্ষা করতে হবে।
- টস জিতেও প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ খুব বেশি রান করতে না পারায় খুশি আবু জায়েদ চৌধুরি। ঢাকা টেস্ট শুরুর দিনে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশের এই পেসার। জানালেন, ক্যারিবিয়ানদের তিনশ রানের নিচে গুটিয়ে দেওয়ার আশাবাদ।
- চট্টগ্রামে শেষ দিনের হতাশার পর টিম মিটিংয়ে কথার ঝড়। নতুন অনেক পরিকল্পনা। নতুন আশা। সবকিছুর পর মিরপুরে বাংলাদেশের বোলিংয়ে উন্নতির ছাপ মিলেছে বটে। তবে বোলিং কোচ ওটিস গিবসনের মতে, এখনও উন্নতির অনেক বাকি আছে বোলারদের।
- বাংলাদেশের একাদশ নিয়ে ধাঁধা থাকে যেন সবসময়ই। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজও ব্যতিক্রম নয়। একাদশে এক পেসার খেলানো নিয়ে জোর আলোচনা তো চলছেই। সেই একমাত্র পেসার বাছাই নিয়েও জেগেছে নানা প্রশ্ন। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে উত্তর পাওয়া গেল বোলিং কোচ ওটিস গিবসনের কাছ থেকে।
- স্পিনারে ঠাসা বোলিং আক্রমণ। কিন্তু মিরপুর টেস্টের প্রথম দিনে উজ্জ্বল বাংলাদেশের পেস আক্রমণ। স্পিন বোলিংয়ে ৬৪ ওভারে এসেছে ২ উইকেট। পেস বোলিংয়ে প্রাপ্তি ২৬ ওভারে ৩ উইকেট। প্রথম দিনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসনের অভিমত, দেশের মাঠেও কখনও কখনও একাধিক পেসার খেলানোর সাহস দলকে দেখাতে হবে।
- পরের সিরিজে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি চাওয়া বাঁহাতি এই অলরাউন্ডারের আবেদন মঞ্জুর করেছে বিসিবি।
- স্পিনারদের ভালোভাবেই সামাল দিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। তাদের পরীক্ষা নিলেন আবু জায়েদ চৌধুরি। বাংলাদেশের এই পেসারের ছোবল সামলে ঢাকা টেস্টে দলকে তিনশ ছাড়ানো সংগ্রহ এনে দিতে লড়ছেন এনক্রুমা বনার।
- প্রাথমিক দলেও না থাকা সৌম্য সরকার বদলি হিসেবে স্কোয়াডে এসে একাদশেও ঢুকে গেলেন। কিন্তু শুরু থেকেই যিনি স্কোয়াডে আছেন ওপেনার হিসেবে, সেই সাইফ হাসান চট্টগ্রামের পর মিরপুর টেস্টেও হয়ে রইলেন দর্শক। তার প্রতি কি সুবিচার হলো? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলছেন, প্রস্তুতি ম্যাচে আর নেটে টিম ম্যানেজমেন্টের মন ভরাতে পারেননি সাইফ।
- প্রথম ঘণ্টার এলোমেলো বোলিংয়ের পর দ্বিতীয় ঘণ্টায় একটু ঘুরে দাঁড়াতে পেরেছে বাংলাদেশ। ভাঙতে পেরেছে ক্যারিবিয়ানদের জমে যাওয়া উদ্বোধনী জুটি। তবে ওপেনারদের দৃঢ়তায় ঢাকা টেস্টে ভালো শুরু পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
- দ্বিতীয় টেস্টে টস ভাগ্যকে পাশে পেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। অনুমিতভাবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিলেন ব্যাটিং।
- দেশের মাটিতে স্পিন সহায়ক উইকেট বানিয়ে টেস্ট জেতার পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ। লম্বা সময়ের ব্যবধানে হলেও চট্টগ্রামে হারের স্বাদ পেয়েছে টানা দুই টেস্টে। লাল বলের ক্রিকেটে পায়ের নিচে মাটির সন্ধানে থাকা দলটি এক অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই। আর যদি সঙ্গী হয় আরেকটি পরাজয়, তাহলে নিশ্চিতভাবেই বড় দৈর্ঘ্যের ক্রিকেট নিয়ে নতুন করে ভাবতে হবে স্বাগতিকদের।
- চট্টগ্রাম টেস্টের শেষ দিনে স্পিনারদের নিদারুণ ব্যর্থতার পর বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন উঠেছে। অধিনায়ক মুমিনুল হক জানালেন, ঢাকা টেস্টে পেসারদের প্রাধান্য দেওয়া নিয়ে ভাবছেন তারা। তবে দিন শেষে সেটা নির্ভর করবে, কন্ডিশনের ওপর।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক ও সাকিব আল হাসান। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের।
- আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। অস্ট্রেলিয়া আসতে পারে অক্টোবরের শুরুর দিকে, নিউ জিল্যান্ড আসবে এর আগেই।
- সাকিব আল হাসানকে চোটের কারণে হারানোর পর দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের জন্য আরেকটি বড় ধাক্কা। এবার নিতম্বের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন ওপেনার সাদমান ইসলামও।
- চার দিন ম্যাচ নিয়ন্ত্রণে রেখেও চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ হেরে গেছে শেষ দিনের ব্যর্থতায়। ব্যক্তিগতভাবে মুশফিকুর রহিমের জন্যও ভালো কাটেনি টেস্ট। দুই ইনিংসেই আউট হয়েছেন উইকেটে থিতু হয়েও। তবে সব হতাশা পেছনে ফেলে তারা ঘুরে দাঁড়াতে প্রস্তুত, বলছেন দেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেও শেষ হবে না সাইফ হাসানের ব্যস্ততা। টেস্ট দলে থাকা এই ওপেনারকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের প্রাথমিক স্কোয়াডে। উঠতি ক্রিকেটারদের এই দলে আছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও।
- শুধু মিরপুর টেস্টই নয়, সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশ দলের বিচ্ছেদ দীর্ঘায়িত হতে পারে আরও। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য সামনে নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছেন এই অলরাউন্ডার। বিসিবি বিবেচনা করছে তার আবেদন।
- চোট পেয়ে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের বদলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের বাংলাদেশ দলে নেওয়া হয়েছে সৌম্য সরকারকে। স্পিনিং অলরাউন্ডারের জায়গায় ব্যাটসম্যান দলে নেওয়ার কারণ, শঙ্কা আছে সাদমান ইসলামকে পাওয়া নিয়েও।
- সাকিব আল হাসানকে নিয়ে চট্টগ্রামে শুরু হওয়া হাহাকার বয়ে এলো ঢাকায়ও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিবকে পাওয়া যায়নি তিন দিন। তার অভাব তীব্রভাবে অনুভব করেছে দল। মিরপুর টেস্টে তো তাকে পাওয়া যাবে না শুরু থেকেই। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের তাই অকপট স্বীকারোক্তি, এই টেস্টেও সাকিবকে মনে পড়বে দলের।
- প্রায় পুরো ম্যাচ চালকের আসনে থেকেও চট্টগ্রাম টেস্টে হেরে যাওয়া বাংলাদেশ খেল আরেকটি ধাক্কা। চোট থেকে সেরে না ওঠায় ঢাকা টেস্টে খেলতে পারবেন না সাকিব আল হাসান।
- মাঠের ভেতরে যেতে না পারলেও বাইরে সীমানা ঘেষেই দিনভর বসেছিলেন সাকিব আল হাসান। মুমিনুল হককে পরামর্শ দিতে দেখা গেছে তাকে। চা বিরতির পর দল মাঠে নামার আগে সবাইকে উজ্জীবিতও করেন এই অলরাউন্ডার। কিন্তু ২২ গজে তো আর তাকে পাওয়া যায়নি। চট্টগ্রাম টেস্টে হারার পর মুমিনুল বললেন, বোলার সাকিবকে মাঠে মনে পড়েছে তার।
- পরিস্থিতি, পারিপার্শ্বিকতা, সবকিছুই ছিল পক্ষে। চার দিন ম্যাচে এগিয়ে থেকে জয়ের ক্ষেত্রও তৈরি করেছিল বাংলাদেশ। সেই মঞ্চে দাঁড়িয়েই অসাধারণ এক জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমন হারের পর বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলছেন, ক্রিকেট খেলার ধরনই এমন যে অবিশ্বাস্য অনেক কিছুই হয়।
- চট্টগ্রাম টেস্টে কাইল মেয়ার্সের দুর্দান্ত অপরাজিত ডাবল সেঞ্চুরি আর ওয়েস্ট ইন্ডিজের অবিশ্বাস্য জয়ে ওলট-পালট হয়েছে রেকর্ড বইয়ের অনেক পাতা। অভিষেকেই মেয়ার্স আলাদা জায়গা করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসে।
- মিড অনে বল পাঠিয়ে দ্রুত একটি রান। এরপর ব্যাট উঁচিয়ে বাতাসে ছোঁড়া। উদযাপন বলতে এইটুকুই। কাইল মেয়ার্সকে দেখে বোঝার উপায় নেই, কী কাণ্ড তিনি ঘটিয়ে ফেলেছেন! মুখের হাসি অবশ্য চওড়া। সেই হাসিতেই খুঁজে নেওয়া যায় ইতিহাস গড়ার প্রতিচ্ছবি। প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ২৯ গড়ের ব্যাটসম্যান টেস্ট অভিষেকে রেকর্ডের মালা গেঁথে উপহার দিলেন অসাধারণ এক ডাবল সেঞ্চুরি। অবিশ্বাস্য রান তাড়ায় বাংলাদেশের আশা গুঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ পেল মহাকাব্যিক জয়।
- খেলা শেষ দিন শেষ সেশনে গড়াবে, ভাবতে পেরেছিলেন কজন! অথচ শেষ সেশন শুরু হবে তিনটি সম্ভাবনা নিয়েই। জিততে পারে দুই দলের যে কোনোটি, হতে পারে ড্রও। কাইল মেয়ার্স ও এনক্রমা বনারের জুটি ইতিহাসে জায়গা করে নিয়েছে, বাংলাদেশকে হতাশ করেছে আর ম্যাচ নিয়ে এসেছে রোমাঞ্চকর এক মোড়ে।
- দুটি রিভিউ না নেওয়া। একটি ক্যাচ ফসকে যাওয়া। কয়েকবার অল্পের জন্য ব্যাটের কানা না ছোঁয়া। কয়েকবার কানা ছুঁয়েও একটুর জন্য ফিল্ডারের একটু সামনে পড়া। সুযোগ সৃষ্টি হলো বেশ কিছু। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, উইকেটের পতন নেই একটিও! পুরো একটি সেশন নিরাপদে কাটিয়ে দিলেন কাইল মেয়ার্স ও এনক্রুমা বনার। বাংলাদেশের প্রাপ্তি হাহুতাশ আর হতাশা।
- আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৭ ম্যাচ খেলে ফেলেছে ইংল্যান্ড। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে তারা খেলছে ১৮তম টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের এটি ১৪তম ম্যাচ। অস্ট্রেলিয়ারও ১৪ ম্যাচ হয়ে গেছে। নিউ জিল্যান্ড ও পাকিস্তান খেলেছে ১১টি করে। অথচ বাংলাদেশ খেলতে পেরেছে মোটে তিনটি। এত কম টেস্ট খেলার সুযোগ পাওয়া নিয়ে হতাশা জানালেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।
- টানা দুই টেস্টে সেঞ্চুরি? অনেকেই চমকে উঠতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের আগে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে এক বছর আগে। কজনেরই বা মনে আছে সেই টেস্টের মুমিনুল হকের সেঞ্চুরি! তবে কোচ তো আর এটি ভুলতে পারেন না। বাংলাদেশের প্রধান কোচ মনে করিয়ে দিলেন, মুমিনুলের এটি টানা দ্বিতীয় সেঞ্চুরি। অধিনায়কের ফর্মে দলের উচ্ছ্বাসের কথাও জানালেন কোচ।
- উইকেটে উড়ছে ধুলো। বাউন্স অসমান। কিছু বল নিচু হচ্ছে বিপজ্জনকভাবে। টার্ন তো আছেই। এমন পিচে প্রায় চারশ রান তাড়া করা বা চার সেশনের বেশি টিকে থাকা যেন অসম্ভবের পায়ে মাথা কুটে মরা। ওয়েস্ট ইন্ডিজ তবু হাল ছাড়ছে না। মেহেদী হাসান মিরাজের তিন শিকারে টপ অর্ডার ভেঙে পড়লেও ক্যারিবিয়ানরা লড়াই টেনে নিয়েছে শেষ দিনে।
- বাংলাদেশের লিড ছুটছিল চারশর দিকে। দ্রুত কয়েকটি উইকেটে হঠাৎ ছন্দপতন। এরপর এলো ইনিংস ঘোষণা। চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ৩৯৫ রান।
- একটি টেস্টের ব্যতিক্রম শেষে চেনা ধারার প্রত্যাবর্তন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুমিনুল হকের ফিফটি ছোঁয়া মানেই সেঞ্চুরি! বাংলাদেশ অধিনায়ক উপহার দিলেন এই মাঠে তার সপ্তম সেঞ্চুরি।
- শরীর তাক করা বাউন্সারে শ্যানন গ্যাব্রিয়েলের হুঙ্কার, কেমার রোচের বৈচিত্রের চেষ্টা আর দুই প্রান্তে স্পিনার, প্রথম সেশনে মুমিনুল হকের সামনে কাজে লাগল না ক্যারিবিয়ানদের কোনো কৌশলই। দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ অধিনায়ক সুবাস পাচ্ছেন সেঞ্চুরির। বাংলাদেশের লিড পেরিয়ে গেছে তিনশ।
- দলের লিড বাড়ানো আর ব্যক্তিগত মাইলফলক, চতুর্থ দিনের যাবতীয় লক্ষ্য পূরণের প্রথম ধাপ পেরোলেন মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়ক স্পর্শ করলেন ফিফটি।
- ২১৮ রানের লিড হয়ে গেছে। চাইলে আর ৩২ রান করেই ইনিংস ঘোষণা করে দিতে পারে বাংলাদেশ। তাইজুল ইসলাম যে মনে করছেন, ২৫০ রানই যথেষ্ট জয়ের জন্য! তবে এই বাঁহাতি স্পিনার জানালেন, এই ‘যথেষ্ট’ রানে তৃপ্ত না হয়ে দল করতে চায় আরও ৫০-১০০ রান বেশি।
- নিষেধাজ্ঞা কাটিয়ে আগেই ফেরা সাকিব আল হাসান খেলতে পারেন আইপিএলের পরের আসরে। নিলামের জন্য সর্বোচ্চ ভিত্তি মূল্যের ক্রিকেটারদের তালিকায় আছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
- অফিসিয়ালি ক্যাচ ছাড়ার তালিকায় ইয়াসির আলি চৌধুরির নাম থাকবে না। বলে হাত ছোঁয়াতে না পারলে তো আর ‘ক্যাচ ড্রপ’ হিসেবে গণ্য হয় না! তবে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা যারা দেখেছেন, তারা জানেন, ফরোয়ার্ড শর্ট লেগে কতগুলি সুযোগ হাতছাড়া করেছেন ইয়াসির।
- বাংলাদেশের বোলিংয়ের স্বস্তি অনেকটা উবে গেল ব্যাটিংয়ে নেমে। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শেষ দিকে উইকেটের যে স্রোত, প্রবল বেগে ধেয়ে এসে তা ভাসিয়ে দিল বাংলাদেশের টপ অর্ডারও। বড় লিডের পরও তাই দিনশেষে অস্বস্তির কাঁটার খোঁচাখুচি।
- স্পিন চতুষ্টয় নিয়ে শুরু করা ম্যাচের তৃতীয় সকালে বাংলাদেশ হয়ে গেল স্পিন ত্রয়ীর দল। ঊরুর চোটে দর্শক হয়ে রইলেন স্পিনারদের শিরোমণি সাকিব আল হাসান। তবে ক্যারিবিয়ানদের ভোগালেন বাকি তিন জন। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান মিলে দলকে এনে দিলেন বড় লিড।
- কুঁচকির চোট কাটিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। কিন্তু নতুন চোটে তাকে নিয়ে জেগেছে নতুন শঙ্কা। ঊরুতে চোট পাওয়ার পর আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে।
- এক সেশনে ৩ উইকেট, সেশনটি তাই হওয়ার কথা বাংলাদেশের। কিন্তু সেটি বলার জো নেই। ওয়েস্ট ইন্ডিজ যে রান তুলে ফেলেছে ১১৪! চার-চারটি সুযোগ নিতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ তাই ফলো অন এড়ানোর পথে।
- চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগেই বড় ধাক্কা বাংলাদেশ দলের জন্য। শুক্রবার খেলার শুরুর সময় মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান।
- দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন দলকে। বয়সভিত্তিক ক্রিকেটের ধাপ পেরিয়ে রাঙিয়েছেন টেস্ট অভিষেক। এবার পেলেন প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ। মেহেদী হাসান মিরাজের এই অর্জনে উচ্ছ্বসিত জনপ্রিয় ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ও সাবেক ফাস্ট বোলার ইয়ান বিশপ।
- নিজের ব্যাটিং প্রতিভার প্রতি সুবিচার করছেন না মেহেদী হাসান মিরাজ, অভিযোগ শোনা যায় প্রায়। দল তার ব্যাটিংকে কতটা গুরুত্ব দিচ্ছে, সেই প্রশ্নও ওঠে নিয়মিত। কিন্তু মিরাজের কাছে ভাবনাটা এতটা সোজাপাপ্টা নয়। তিনি দেখেন বাংলাদেশ দলের বাস্তবতা, দলে জায়গার লড়াইয়ে নিজেকে এগিয়ে রাখার তাড়না। টেস্ট সেঞ্চুরির পরও তাই বোলিং সত্ত্বাই মিরাজের কাছে পাচ্ছে সর্বোচ্চ গুরুত্ব।
- নিজের প্রথম সেঞ্চুরির অপেক্ষায় এক ব্যাটসম্যান। তখন যদি উইকেটে যান শেষ ব্যাটসম্যান, ভয় তার খানিকটা লাগার কথা বটে! আর সেঞ্চুরির কাছে থাকা ব্যাটসম্যান যদি হয় কাছের বন্ধু, তাহলে তো ভয়ের সঙ্গে রোমাঞ্চ-উত্তেজনা, সব অনুভূতি মিলিয়েই জট পাকানোর কথা ভেতরে। মেহেদী হাসান মিরাজের সঙ্গে উইকেটে যোগ দেওয়ার পর এমন অবস্থাই ছিল মুস্তাফিজুর রহমানের।
- লক্ষ্য তাড়ায় দলকে টানলেন মোসাদ্দেক হোসেন। বিধ্বংসী ইনিংস খেলে মাঠ ছাড়লেন অপরাজিত থেকে। কিন্তু অধিনায়কের লড়াই যথেষ্ট হলো না মারাঠা অ্যারাবিয়ান্সের জন্য। শেষ পর্যন্ত হারের তেতো স্বাদ পেতে হলো তাদের।
- শিষ্যর কাছে গুরুর চাওয়া একটি সেঞ্চুরি। শিষ্য নিজের মনেই হাসেন। ব্যাটিং অর্ডারের এত নিচে নেমে সেঞ্চুরি তো সম্ভব নয়। গুরু তবু সাহস দেন। উজ্জীবিত শিষ্য সত্যিই সেঞ্চুরি উপহার দিয়ে ফেলেন! প্রথম টেস্ট সেঞ্চুরির পর মেহেদী হাসান মিরাজ শোনালেন তার প্রথম কোচ আল মাহমুদের কাছ থেকে পাওয়া সেই প্রেরণার গল্প।
- বেশ কিছুদিন আগে থেকে মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাটিং অনুশীলন করছিলেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট সিরিজের আগে তাকে কিছু পরামর্শ দেন তামিম ইকবাল। টেস্টের দ্বিতীয় দিনে উইকেটে যাওয়ার পর গুরুত্বপূর্ণ পরামর্শ পান সাকিব আল হাসানের কাছ থেকে। প্রথম টেস্ট সেঞ্চুরির পর মিরাজ কৃতজ্ঞতাভরে জানালেন, সিনিয়রদের কাছ থেকে পাওয়া প্রেরণার কথা।
- মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে নতুন বলে আগুন ঝরা বোলিং উপহার দিলেন মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে জোর ধাক্কা লাগল শুরুতেই। তবে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের দৃঢ়তায় শেষ পর্যন্ত দিনটা খানিকটা স্বস্তিতে শেষ করতে পারল ক্যারিবিয়ানরা।
- ২০১৩ সালের এপ্রিলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যুব টেস্টে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক মোসাদ্দেক হোসেনের পাশাপাশি ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ১৫ বছর বয়সী এক ব্যাটসম্যান। সময়ের পরিক্রমায় সেদিনের সেই কিশোর দেশকে দুটি যুব বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে, বয়সভিত্তিক ক্রিকেটে আলোড়ন তুলে, টেস্ট আবির্ভাব রাঙিয়ে, আন্তর্জাতিক ক্রিকেটেও এখন পরিচিত মুখ। কিন্তু আরেকটি সেঞ্চুরি ছিল অধরা। অবশেষে এতটা পথ পেরিয়ে, আশা-হতাশা ছড়িয়ে, আবার তিনি পেলেন শতরানের স্বাদ। মেহেদী হাসান মিরাজ!
- সিঙ্গেল নেওয়ার সময় শূন্যে লাফানো আর মুষ্ঠিবদ্ধ হাত বাতাসে ছুঁড়লেন এক দফায়। দ্বিতীয় রান নেওয়ার সময় আরেক দফায়। এরপর যেন ডানা মেলে দিয়ে ভেসে চললেন। একটু থেমে সিজদাও দেওয়া হয়ে গেল। মেহেদী হাসান মিরাজের উদযাপন যেন শেষই হচ্ছিল না। প্রথম টেস্ট সেঞ্চুরির অনির্বচনীয় স্বাদ বলে কথা!
- ওয়ানডে সিরিজ যেখানে শেষ হয়েছিল, টেস্ট সিরিজ সেখান থেকেই শুরু করলেন সাকিব আল হাসান। ফিফটি দিয়ে শেষ হয়েছিল রঙিন পোশাকের সিরিজ, সাদা পোশাকের সিরিজের প্রথম ম্যাচেই উপহার দিলেন আরেকটি ফিফটি।
- বাংলাদেশের নিউ জিল্যান্ড সফরের সূচিতে পরিবর্তন এসেছে খানিকটা। আগের সূচি থেকে ৭ দিন পরে শুরু হচ্ছে মাঠের লড়াই। বাংলাদেশের সফরের দৈর্ঘ্যও বেড়ে যাচ্ছে এতে।
- দলের ব্যাটিং ধসের মাঝে হাল ধরলেন নাসির হোসেন। ছোট্ট ঝড়ো ইনিংসে পুনে ডেভিলসের রান নিলেন একশর কাছে। তবে অধিনায়কের লড়াই যথেষ্ট হলো না। নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে তার দল হারল বড় ব্যবধানে।
- প্রথম দিনে ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করার সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি ব্যাটসম্যানরা। দিন শেষে বাংলাদেশের রানও তাই নেই খুব ভালো অবস্থানে। দল অবশ্য এখনই বড় স্কোরের আশা ছাড়ছে না। সাকিব আল হাসান ও লিটন দাস যে এখনও উইকেটে আছেন!
- ২৩৫ মিনিট উইকেটে বিচরণ। ১৫৪ বলের মুখোমুখি। প্রথম দিনে দলের সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে খারাপ নয় সাদমান ইসলামের পারফরম্যান্স। ১৪ মাস পর টেস্ট খেলতে নেমে এমন পারফরম্যান্সে ভালো লাগাও আছে তার। তবে ২৫ বছর বয়সী ব্যাটসম্যান অতৃপ্ত ইনিংসটি আরও বড় করতে না পারায়।
- চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের সবচেয়ে আলোচিত ঘটনা সম্ভবত সাদমান ইসলামের আউট। এই বাঁহাতি ওপেনার কেন রিভিউ নিলেন না, এই প্রশ্ন সবার। দিনের খেলা শেষে জানা গেল কারণ। সাদমানের কাছে মনে হচ্ছিল, তিনি নিশ্চিত আউট!
- টস জয়, আগে ব্যাটিং, স্বস্তিময় শুরু। প্রায় ১ বছর পর টেস্ট খেলতে নেমে আর কী চাই! রৌদ্রোজ্জ্বল দিনে বাংলাদেশের শুরুটা হলো ঝলমলে। হাতছানি দারুণ একটি দিনের। কিন্তু তা মিলিয়ে গেল নিজেদের দায়ে। সময় যত গড়াল, হারাতে থাকল ব্যাটিংয়ের আলো। কিছু বাজে শট আর রিভিউ না নেওয়ার বিস্ময়কর কাণ্ড মিলিয়ে সম্ভাবনাময় দিনটি শেষ পর্যন্ত হয়ে গেল ম্লান।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি দিয়ে টেস্ট ক্যারিয়ারের শুরু। তাদের বিপক্ষে আবার পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু হলো সাদমান ইসলামের ক্যারিয়ারের নতুন অধ্যায়। টেস্টে ফেরার ম্যাচেই দারুণ এক ফিফটি উপহার দিলেন বাঁহাতি এই ওপেনার।
- প্রথম সেশনের দুই উইকেটের সঙ্গে দ্বিতীয় সেশনেও যোগ হলো জোড়া ধাক্কার হতাশা। বাজে শটে অধিনায়ক মুমিনুল হকের বিদায়। আম্পায়ারের ভুল সিদ্ধান্তের পর সাদমান ইসলাম ও মুশফিকুর রহিমের যৌথ ভাবনায় রিভিউ না নেওয়া। সব মিলিয়ে আরেকটি সেশন ভালো হতে হতেও হয়ে উঠল না বাংলাদেশের জন্য।
- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের সবশেষ টেস্টে কোনো স্পেশালিস্ট পেসার ছাড়াই মাঠে নেমেছিল বাংলাদেশ। এবার অন্তত একজন পেসার আছে! সঙ্গে একাদশে স্পিনার চারজন। কাঙ্ক্ষিত টস জয়ও পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে মুমিনুল হক বেছে নিয়েছেন ব্যাটিং।
- টেস্ট ম্যাচের দিন সকালে উইকেট দেখে একাদশ চূড়ান্ত করা নতুন কিছু নয়। তবে সাধারণত বোলিং আক্রমণের ক্ষেত্রে কিংবা বাড়তি ব্যাটসম্যান বা বোলার নেওয়ার সিদ্ধান্তের জন্যই শেষ মুহূর্ত পর্যন্ত সেই অপেক্ষা করা হয়। বাংলাদেশ সেদিক থেকে মনে হয় একটি রেকর্ডই করে ফেলল। দুই ওপেনারের মধ্যে কে খেলবেন, এটাও নাকি ঠিক করা হবে ম্যাচের দিন সকালে!
- বাংলাদেশ দলের অনুশীলন তখন শেষ দিকে। বাংলাদেশ দলের অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখরনকে ক্যাচিং অনুশীলন করাচ্ছিলেন তামিম ইকবাল। সেটি নিয়ে সবার সে কী হাসাহাসি! অধিনায়ক মুমিনুল হক তখন বসে আছেন মাঠের মাঝখানে উইকেটের পাশে, সঙ্গে কোচ রাসেল ডমিঙ্গো। হয়তো দুজন কথা বলছিলেন সম্ভাব্য একাদশ নিয়ে, কৌশল নিয়ে। একটু পর নেটের পাশে চেয়ারে গোল হয়ে বসলেন দলের প্রায় সবাই। চলল আড্ডা, হাসি, মজা।
- আচমকা পাওয়া নেতৃত্ব, বুঝে ওঠার আগেই একের পর এক বড় হারের ধাক্কা। টেস্ট অধিনায়কত্বের শুরুটায় টালমাটাল ছিলেন মুমিনুল হক। তবে ম্যাচ বেশি খেলতে না পারলেও এখন সময় গড়িয়েছে অনেক। বদলেছে প্রেক্ষাপট। এবার নিজের ঘরানা তৈরি করতে চান মুমিনুল। তার পছন্দ আক্রমণাত্মক অধিনায়কত্ব।
- একসময় যেটির পরিচিত ছিল পয়মন্ত মাঠ, সেখানেই রচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিব্রতকর অভিজ্ঞতাগুলোর একটি। নবীন আফগানিস্তানের কাছে টেস্টে হার! দুঃস্বপ্নের হারের সেই মঞ্চেই আবার খেলতে নামার আগে টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলছেন, ওই হার তার ভাবনায়ও নেই।
- আছে সংশয়, আছে প্রশ্ন। টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুল হকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও কম নেই। তবে নিজেকে গড়ে তোলার ও মেলে ধরার সময়টা তাকে দিতে চান রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ দলের প্রধান কোচের মতে, মুমিনুলের নেতৃত্বে উন্নতির জন্য সিনিয়র ক্রিকেটারদের সমর্থন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- গত ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি, এই পথচলায় বদলে গেল দৃশ্যপট। এক বছর আগে মুস্তাফিজুর রহমানকে টেস্টের জন্য উপযুক্ত মনে হয়নি রাসেল ডমিঙ্গোর। তার সামনে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ। সেই চ্যালেঞ্জ জয় করেই কোচের ভাবনা বদলে দিয়েছেন মুস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের একাদশ ভাবনায় এই বাঁহাতি পেসার বিবেচনায় আছেন প্রবলভাবে। ভবিষ্যতের জন্যও টেস্টে তাকে এখন গুরুত্বপূর্ণ মনে করছেন ডমিঙ্গো।
- কুঁচকির চোট কাটিয়ে মাঠে ফিরে তিন দিন অনুশীলন হয়ে গেছে। বোলিং অনুশীলন, লম্বা সময় ব্যাটিং অনুশীলন, ফিটনেস ট্রেনিং সবই চলছে। তবে এখনও শতভাগ ম্যাচ ফিট নন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য জোর দিয়েই বললেন, টেস্টের আগে সাকিব ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী তারা।
- করোনাভাইরাসের প্রকোপে লম্বা বিরতির পর বাংলাদেশের ছেলেরা ক্রিকেটে ফিরলেও মেয়েদের মাঠে নামা হয়নি এখনও। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। একদিনের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল।
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে রচিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নতুন এক অধ্যায়। এই সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ রেফারি হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। আইসিসি এলিট প্যানেলের অংশ না হলেও কোভিড পরিস্থিতি তাকে করে দিয়েছে সুযোগ। বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ রেফারিও তিনিই। ইতিহাস গড়া টেস্টের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ৪৬ বছর বয়সী সাবেক পেস বোলিং অলরাউন্ডার শোনালেন তার রোমাঞ্চ, এই পর্যায়ে উঠে আসা, এগিয়ে চলা আর ভবিষ্যৎ ভাবনা।
- সতীর্থরা যখন ফিল্ডিংয়ে, রাকিম কর্নওয়াল তখন মাঠের বাইরে পায়চারি করছেন সহকারী কোচের সঙ্গে। সাদমান ইসলাম ও ইয়াসির আলির জুটি জমে উঠল, তখনও মাঠে নামতে দেখা গেল না কর্নওয়ালকে। এই অফ স্পিনার শেষ পর্যন্ত মাঠে নামলেন বটে, তবে ম্যাচ শেষে সাদমানদের সঙ্গে করমর্দন করতে!
- মসৃণ অ্যাকশন, সহজাত গতি আর উইকট শিকারি প্রবণতা মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে হাসান মাহমুদ এখন উজ্জ্বল সম্ভাবনার প্রতিচ্ছবি। সেই ছবিতে সাদা বলের ঝিলিক যেমন আছে, তেমনি লাল বলের আবিরও দেখছেন হাবিবুল বাশার। জাতীয় দলের এই নির্বাচকের মতে, হাসানের কাছ থেকে সব সংস্করণেই ভালো কিছু পাবে বাংলাদেশ।
- দেশের মাঠে টেস্টে বাংলাদেশের একাদশে দুই পেসার খেলানোই ভার। এক পেসার দেখা যায় প্রায়ই। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও উইকেট হওয়ার কথা স্পিন সহায়ক। অথচ বাংলাদেশের স্কোয়াডে পেসার ৫ জন! দল ঘোষণার পরদিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ব্যাখ্যা করলেন এটির কারণ।
- বাংলাদেশ দলের এ দিন বিশ্রাম। কিন্তু সাকিব আল হাসান তো চোটের কারণে কদিন বিশ্রামেই ছিলেন। দলের অনুশীলন না থাকলেও তাই রোববার নেটে নিজেকে ঝালিয়ে নিলেন এই অলরাউন্ডার। তার সঙ্গে ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ জন লুইস ও ফিজিও জুলিয়া কালেফাতো।
- তিনে নেমে ঝড় তুললেন আফিফ হোসেন। বিস্ফোরক ইনিংসে অবদান রাখলেন বাংলা টাইগার্সের জয়ে।
- ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা ওয়ানডে সিরিজে বাংলাদেশের টুকটাক হতাশা যা আছে, তার একটি বড় অংশ হয়তো লিটন দাসের পারফরম্যান্স। রঙিন পোশাকের সেই বিবর্ণ সিরিজ ভুলে তিনি এখন তাকাচ্ছেন সামনে। স্টাইলিশ এই ব্যাটসম্যান সাফল্যে রাঙাতে চান টেস্ট সিরিজ।
- প্রথম ইনিংসের মতো প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসেও অনিয়মিত স্পিনারদের সামনে খেই হারাল ক্যারিবিয়ান ব্যাটিং। তবে এবার তাদের একটা স্বস্তি, রান পেলেন জন ক্যাম্পবেল ও এনক্রুমা বনার।
- বিসিবি একাদশের হয়ে তিন দিনের ম্যাচে দুর্দান্ত বোলিং করলেও শেষ পর্যন্ত ভাগ্যের শিকে ছিঁড়ল না সৈয়দ খালেদ আহমেদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের চূড়ান্ত দলে জায়গা হয়নি এই পেসারের। প্রাথমিক দলে থাকাদের মধ্যে মূল দলে নেই আরেক জন, কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
- শুরুতে নেটে ৩৫ মিনিটের মতো ব্যাটিং। এরপর সেন্টার উইকেটে ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিং মিনিট ১৫। কুঁচকির চোট কাটিয়ে প্রথম দিনের অনুশীলনে বেশ লম্বা সময় ব্যাটিং ঝালিয়ে নিলেন সাকিব আল হাসান।
- ম্যাচের প্রথম দিনে রিচার্ড ইলিংওয়ার্থ ছিলেন দর্শক। দ্বিতীয় দিনে তিনি মাঠে নেমে গেলেন আম্পায়ারিং করতে। শরফুদ্দৌলা ইবনে শহীদ ছিলেন আগে থেকেই। বিসিবি একাদশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে টেস্ট ম্যাচের প্রস্তুতি নিয়ে রাখছেন দুই আম্পায়ারও।
- টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের জন্য স্পিন মঞ্চ সাজানোর পরিকল্পনা করছে বাংলাদেশ। তবে স্পিন বিষে ক্যারিবিয়ানরাও যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটির কিছুটা নমুনা দেখিয়ে দিলেন রাকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিক্যান। প্রস্তুতি ম্যাচে এই দুজনের স্পিনে হুড়মুড় করে ভেঙে পড়ল বিসিবি একাদশের ব্যাটিং।
- চট্টগ্রাম টেস্টে তামিম ইকবালের উদ্বোধনী জুটির সঙ্গী কে? বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে হয়তো উত্তর বের করতে হবে অনুশীলন দেখেই। প্রস্তুতি ম্যাচ নামক নির্বাচনী মহড়ায় যে ব্যর্থ হলেন সাইফ হাসান ও সাদমান ইসলাম!
- দলের প্রয়োজনের সময় হাল ধরলেন মোসাদ্দেক হোসেন। মারাঠা অ্যারাবিয়ান্সকে নিয়ে গেলেন একশ রানের কাছে। তবে অধিনায়কের লড়াই যথেষ্ট ছিল না। দিল্লি বুলসের কাছে বড় ব্যবধানেই হেরেছে তারা।
- ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রস্তুতি ম্যাচ, বিসিবি একাদশের বেশ কজনের জন্য এটি দল নির্বাচনী ম্যাচ। মাঠে থাকা দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের সামনে সুযোগটি দারুণভাবে কাজে লাগালেন সৈয়দ খালেদ আহমেদ। নতুন বলে গতি-বাউন্স আর পুরনো বলে খানিকটা রিভার্স সুইংয়ের ঝলক দেখিয়ে তার শিকার ৩ উইকেট। রিশাদ হোসেন আপাতত টেস্ট দলের ধারেকাছে নেই। তবে ৫ উইকেট নিয়ে এই লেগ স্পিনারও ছাপ রাখলেন নিজের অগ্রগতির।
- পেস বোলার মানেই যেন অযত্ন, অবহেলা। উইকেট নয় তাদের বন্ধু, পাশে থাকে না নিজ দলও। কখনও নতুন বল পুরনো করার দায়িত্ব মেলে স্রেফ, কখনও সেটিও নয়। বাংলাদেশের ঘরোয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেটে এটিই যখন চিরায়ত চিত্র, ব্যতিক্রম সেখানে সিলেট। পেসারদের তারা তৈরি করে দেয় নিজেদের মেলে ধরার মঞ্চ। এ কারণেই সিলেটের তিন পেসার এখন বাংলাদেশের টেস্ট দলের অংশ, বলছেন তিন জনের একজন আবু জায়েদ চৌধুরি।
- এক সঙ্গে কত না স্মৃতি। দীর্ঘ দিনের পরিচয়। এক জনের অন্দর-বাহির আরেক জনের অনেকটা চেনা। আব্দুর রাজ্জাকের সামর্থ্য তাই ভালো করেই জানা মাশরাফি বিন মুর্তজার। দেশের সফলতম অধিনায়ক নিশ্চিত, নির্বাচকের নতুন ভূমিকায়ও ভালো করবেন বাঁহাতি স্পিনার। বন্ধুর জন্য জানিয়ে রাখলেন শুভ কামনা।
- ওয়েস্ট ইন্ডিজের সকালের স্বস্তি মিলিয়ে দেল দুপুরে। ব্যাটিংয়ের শুরুটা ভালো করলেও বিসিবি একাদশের অনভিজ্ঞ ও অনিয়মিত স্পিনারদের বোলিংয়েই নাকাল ক্যারিবিয়ান ব্যাটিং। পেসার সৈয়দ খালেদ আহমেদও নির্বাচকদের জানান দিলেন বার্তা। সব মিলিয়ে প্রস্তুতি ম্যাচে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ।
- আফিফ হোসেনের জন্য আবু ধাবি টি-টেন টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি। ব্যাট হাতে অবদান রেখেছেন বটে। কিন্তু ছেড়েছেন ক্যাচ। হেরেছে তার দলও।
- আবু ধাবি টি-টেন টুর্নামেন্টের প্রথম দিন বোলিংয়ে আলো ছড়িয়েছেন নাসির হোসেন। জয় দিয়ে আসর শুরু করেছে তার দল পুনে ডেভিলস।
- টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বড় একটা স্বস্তির খবর পেল বাংলাদেশ দল। সাকিব আল হাসানের কুঁচকির চোট গুরুতর নয়। দুই-তিন দিনের মধ্যে তাকে অনুশীলনে দেখা যাবে বলে জানালেন বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরি।
- সামনে থেকে নেতৃত্ব দিলেন মোসাদ্দেক হোসেন। শেষ দুই বলে দুটি চার মেরে দারুণ এক জয় এনে দিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। টি-টেনের উদ্বোধনী ম্যাচে বল হাতে অবদান রেখেছেন পেস বোলিং অলরাউন্ডার মুক্তার আলি।
- এক নেটে টানা বোলিং করে গেলেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। বৃহস্পতিবার অনুশীলনে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানালেন তারা, দারুণ বোলিং করলেন, ফাঁকে ফাঁকে হাসি-মজায় মাতলেন, পোজ দিলেন ছবির জন্য। অপূর্ণতা কেবল সেখানে সাকিব আল হাসানের না থাকা। ওয়ানডেতে কুঁচকিতে চোট পাওয়া সাকিব স্ক্যান করানোর পর বিশ্রামে ছিলেন হোটেলেই। তবে এ দিন মাঠে না থাকলেও তাইজুলদের রোমাঞ্চ সাকিবকে ঘিরেই। তিনি ফেরায় যে আবার পূর্ণ হচ্ছে বাংলাদেশের স্পিন চতুষ্টয়!
- একটি নেটে ব্যাট করছিলেন ইবাদত হোসেন চৌধুরি। আম্পায়ারের পজিশনে দাঁড়িয়ে ব্যাটিং কোচ জন লুইস তাকে টুকটাক পরামর্শ দিচ্ছিলেন। লুইসের পাশেই ছিলেন লিটন দাস। চিৎকার করে তিনি ইবাদতকে বললেন, ‘ইবা, স্টান্সে একটু নিচু হয়ে দাঁড়া।’ ঠিক পাশের নেটে তখন দুর্দান্ত একটি স্ট্রেট ড্রাইভ খেললেন সৈয়দ খালেদ আহমেদ। শট দেখে মুগ্ধতায় তালি দিয়ে উঠলেন সবাই। কোচ রাসেল ডমিঙ্গো বললেন, “ফ্যান্টাস্টিক শট, মাই বয়…।” পাশের আরেকটি নেটে মুশফিকুর রহিম তখন ব্যস্ত গ্রানাইটের স্লাবে ‘থ্রো ডাউন’ খেলতে।
- নির্বাচকদের কাছ থেকে বঞ্চনার শিকার হওয়ায় অনেকবারই আক্ষেপ করেছেন আব্দুর রাজ্জাক। এবার তিনিই হতে যাচ্ছেন নির্বাচক! জাতীয় নির্বাচক কমিটিতে অনেক দিন ধরেই শূন্য থাকা তৃতীয় নির্বাচকের পদ পূরণ হচ্ছে এই বাঁহাতি স্পিনারকে দিয়ে।
- নিজের অর্জনের তৃপ্তি আছে। সঙ্গে বাড়তি আনন্দ কাছের বন্ধুর প্রাপ্তিও। মুস্তাফিজুর রহমানের সেরা দশে উঠে আসার খবর দারুণ দোলা দিচ্ছে মেহেদী হাসান মিরাজের মনে। এই অফ স্পিনারের মতে, এমন কিছু খুব প্রয়োজন ছিল মুস্তাফিজের।
- চট্টগ্রামে বুধবার সিটি কর্পোরেশন নির্বাচনের উত্তাপ। ক্রিকেটীয় উত্তেজনা এ দিন তাই ছিল মিইয়ে। দুই দলেরই হোটেল থেকে বের হওয়া নিষেধ। এমন নিস্তরঙ্গ দুপুরেই হঠাৎ বাংলাদেশ দলে আনন্দের ঢেউ হয়ে এলো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের খবর। বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে বাংলাদেশের দুই জন; চারে মেহেদী হাসান মিরাজ, আটে মুস্তাফিজুর রহমান। দুই বন্ধুকে অভিনন্দন, শুভেচ্ছায় ভাসালেন সতীর্থরা।
- “দিনের শেষ। দুই স্লিপ, গালি, শর্ট লেগ, স্কয়ার লেগ…পারলে টিকে থাকো মো…”, চিৎকার করে বললেন রাসেল ডমিঙ্গো। এই ‘মো’ মানে মুমিনুল হক। টেস্ট অধিনায়ককে এই নামেই ডাকেন বাংলাদেশের প্রধান কোচ। শেষ বলটি করলেন স্বয়ং ডমিঙ্গো, আর্ম থ্রোয়ারে তীব্র গতির ডেলিভারি। মুমিনুল খেলতে পারলেন না ঠিকমতো, তবে আউটও হলেন না। ব্যাটের পাশ দিয়ে অফ স্টাম্প ঘেঁষে বেরিয়ে গেল বল। ডমিঙ্গো চোখ নাচিয়ে বললেন, “লাকি ইউ!”
- প্রাথমিক দলে জায়গা হয়। মূল স্কোয়াডেও ঠাঁই মেলে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ারে গিয়ে শেষ ধাপ আর পার হতে পারছেন না ইয়াসির আলি চৌধুরি। তবে তাতে ভেঙে পড়ছেন না তিনি। মনের জোরে তরুণ এই ব্যাটসম্যান ছুটে চলেছেন স্বপ্ন পূরণের পথে।
- ফোনে কণ্ঠ শোনা গেল ঘুম জড়ানো। মাহমুদউল্লাহ বললেন, “বেশ কিছুদিন পর বাচ্চাদের কাছে পেয়েছি, ওদেরকে নিয়ে শুয়ে একটু চোখ লেগে গিয়েছিল।” ওয়ানডে সিরিজ শেষ করে সোমবার রাতেই চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে গেছেন মাহমুদউল্লাহ। সঙ্গে নিয়ে গেছেন দারুণ কিছু স্মৃতি। দলের ৩-০ ব্যবধানের জয়, সেই জয়ে তার নিজের গুরুত্বপূর্ণ অবদান। দুর্দান্ত এক ঝড়ো ইনিংস!
- বাংলাদেশের সবসময়ের সেরা ক্রিকেটার বেশ আগেই নিশ্চিতভাবে হয়ে গেছেন সাকিব আল হাসান। গত এক যুগে বিশ্ব ক্রিকেটেও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সময় শীর্ষে ছিল তার নাম। তবে চূড়ায় থেকেও তৃপ্ত নন বলেই নিজেকে তিনি নিত্য তুলে নেন নতুন উচ্চতায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে এই অলরাউন্ডার বললেন, নিজেকে আরেকটু শাণিত করতে তার চেষ্টা চলে সবসময়ই।
- চ্যালেঞ্জ যখন কম, নিজেকে অনুপ্রাণিত করার কাজটিও অনেক সময় হয়ে পড়ে কঠিন। খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের একটা বড় লড়াই ছিল নিজেদের সঙ্গেও। সেখানে যেভাবে নিজেদের মেলে ধরেছেন ক্রিকেটাররা, মাঠে যে তাড়নার প্রকাশ তারা ফুটিয়ে তুলতে পেরেছেন, তাতে তৃপ্ত অধিনায়ক তামিম ইকবাল।
- তিন নম্বরে তিন ইনিংসেই ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। তাহলে সাকিব আল হাসান কি ফিরে পাবেন তার প্রিয় পজিশন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সেরা হয়ে সাকিব বললেন, তার ভাবনায় পজিশন নেই, আছে দলের প্রয়োজন।
- নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই প্রতিপক্ষককে হোয়াইটওয়াশ। সব ম্যাচেই সহজ জয়। ব্যাট হাতে নিজের পারফরম্যান্সও খারাপ নয়। সব মিলে দুর্দান্ত শুরু বলাই যায়। তবুও কিছু চাওয়া অপূর্ণই থেকে গেছে তামিম ইকবালের। ব্যাটিংয়ে প্রথম পাঁচ ব্যাটসম্যানের কারো কাছ থেকে একটা সেঞ্চুরি চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।
- গিয়েই শট খেলা সহজ নয়, এমন উইকেটে শুরু থেকে রানের গতিতে দম দিয়েছেন। মাহমুদউল্লাহকে দিয়েছেন শুরুতে সময় নেওয়ার সুযোগ। শেষ করে আসতে না পারায় একটু আক্ষেপ আছে বটে, তবে সব মিলে বেশ খুশি মুশফিকুর রহিম। দলের প্রয়োজনের সময় রান করাটাই বেশি উপভোগ্য বাংলাদেশের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানের কাছে।
- টিম ম্যানেজমেন্টের সঙ্গে একান্ত আলোচনার পরই নিউ জিল্যান্ড সফরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানালেন সাকিব আল হাসান। দলের ভেতরের খবর বাইরে কীভাবে আসে, সেটা নিয়েও বেশ বিস্মিত এই অলরাউন্ডার।
- ব্যাট হাতে নিজের সেরা থেকে এখনও দূরে। বল হাতে সেরার কাছাকাছি। দুটি মিলিয়ে সাকিব আল হাসানই সিরিজের সেরা। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ম্যাচ অব দা সিরিজ বাংলাদেশের অলরাউন্ডার। দেশের হয়ে একটি জায়গায় নিজেকে তুলে নিলেন এককভাবে সবার ওপরে।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লাগায় মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। এই ম্যাচে আর মাঠে নামবেন না বাংলাদেশের অলরাউন্ডার।
- পারফরম্যান্সে আরও উন্নতি। ব্যাটিং-বোলিং আরও গোছানো। ঝুলিতে আরও ১০ পয়েন্ট। শেষ ম্যাচে এরকম বেশ কিছু চাওয়া নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। পূরণ হলো সেগুলোর বেশির ভাগই। মাঠে খুব একটা পাত্তা পেল না ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের সিরিজটি পূর্ণ ৩০ পয়েন্ট নিয়েই শেষ করল বাংলাদেশ।
- চার অভিজ্ঞ ব্যাটসম্যান এনে দিলেন লড়াইয়ের পুঁজি। মিলিত চেষ্টায় বোলাররা সারলেন বাকিটা। প্রায় তিনশ রানের লক্ষ্যকে সেভাবে চ্যালেঞ্জই জানাতে না পারা ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
- নেটে স্পিনারদের বেরিয়ে এসে উড়িয়ে মারার অনুশীলন করছিলেন তামিম ইকবাল। কিন্তু বলের পিচে না গিয়েই শট খেললেন কয়েকবার। ব্যাটিং কোচ জন লুইস বারবার তাকে বলছিলেন, বলের কাছে গিয়ে খেলতে। ম্যাচের আগের দিন অনুশীলনে বাংলাদেশ অধিনায়ক যেমন চেষ্টা করছিলেন বলের কাছে যেতে, শেষ ম্যাচে বাংলাদেশ দলেরও তেমনি চাওয়া থাকবে সব লক্ষ্য পূরণের কাছে যাওয়ার।
- তাসকিন আহমেদের বাঁ হাতে চোটের জায়গাটা এখনও কাপড়ের মতো কিছু একটা দিয়ে মোড়ানো। সেটি নিয়েই তিনি বেশ আগ্রাসী বোলিং করলেন নেটে। অনুশীলনে শরিফুল ইসলামের আগুন ঝরানো বোলিং তো এখন নিয়মিত দৃশ্য। নেটে মেহেদি হাসানও অফ স্পিনে বেশ ভোগালেন ব্যাটসম্যানদের। এক পাশের নেটে লম্বা সময় বোলিং করে গেলেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডের আগে অনুশীলনে চলল যেন নিজেদের মেলে ধরার প্রতিযোগিতা। শেষ পর্যন্ত সুযোগ মিলবে কজনের?
- ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ক্রিকেটের দুই রূপ দেখা হয়ে গেছে হাসান মাহমুদের। অভিষেক রাঙিয়েছেন তিনি সাফল্যের রঙে। কিন্তু পরের ম্যাচে ছিলেন বিবর্ণ। হাসান অবশ্য তাতে কাতর নন। আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগেই শরীরের চোট ভুগিয়েছে অনেক, সেসব জয় করার পর মনের চোট আর সহজে লাগে না। বরং আন্তর্জাতিক ক্রিকেটের স্বপ্নময় জগতে বিচরণ উপভোগ করছেন তরুণ এই পেসার।
- প্রতিটি ম্যাচই হতে হবে অর্থবহ, সবকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ চালুর পেছনে এটিই ছিল আইসিসির মূল ভাবনা। সেটির কার্যকারিতা ভালোভাবেই ধরা পড়ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। সিরিজ জয় নিশ্চিত হওয়ার আগে বেশির ভাগ আলোচনা থাকত হোয়াইটওয়াশ ঘিরে। এখন ‘হোয়াইটওয়াশ’ শব্দটির নাম-গন্ধ নেই, আকাঙ্ক্ষাজুড়ে কেবল আরও ১০ পয়েন্ট।
- দলে নতুন মুখের ছড়াছড়ি। আছে অভিজ্ঞরাও, গত কয়েক মাসে যারা টেস্ট খেলার মাঝেই আছে। এসবের ভিড়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্সের আশার পালে মূলত দোলা দিচ্ছে কঠিন কন্ডিশনে লম্বা সময় ধরে দল প্রস্তুতির মধ্যে থাকায়। তাই আসছে টেস্ট সিরিজ নিয়ে ভালো কিছুর আশা করছেন সিমন্স।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ সিরিজের প্রথম ম্যাচে হয়েছিল একটি মাইলফলক, দ্বিতীয় ম্যাচে আরেকটি। সিরিজ জয়ের পর ড্রেসিং রুমে কেক কেটে একসঙ্গেই উদযাপন করা হলো মুশফিকুর রহিমের দুটি মাইলফলক।
- অভিষেকের পর প্রায় তিন বছর হতে চললেও ওয়ানডেতে এখনও জায়গা যেন থিতু নয় মেহেদী হাসান মিরাজের। তাকে চ্যালেঞ্জ জানাতে এগিয়ে আসছেন অনেক তরুণ। তবে তাদের নিয়ে একদমই ভাবছেন না মিরাজ। তার প্রতিযোগিতা নিজের সঙ্গেই।
- মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ। কাকে রেখে কাকে খেলাবে? তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিনরা বাইরে বসে আছেন। শরিফুল ইসলামও দরজায় কড়া নাড়ছেন। দলে জায়গা পেতে সতীর্থদের এই লড়াই উপভোগ করছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
- সিরিজ শুরুর আগেই মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ বলেই পাচ্ছেন বাড়তি আত্মবিশ্বাস। পারফরম্যান্সেও তা ফুটিয়ে তুললেন তরুণ এই অফ স্পিনার। করলেন ক্যারিয়ার সেরা বোলিং। ম্যাচ সেরা হয়ে খুশিতে ভাসছেন মিরাজ।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দলে নেই প্রতিষ্ঠিত কোনো অফ স্পিনার কিংবা বাঁহাতি স্পিনার। টেস্ট সিরিজের প্রাথমিক দলে থাকা পাঁচ জন জায়গা পেয়েছেন ১৪ সদস্যের দলে।
- ৭-১-২৯-১, ওয়ানডেতে যে কোনো মানদণ্ডেই বেশ ভালো বোলিং। তবে প্রতিপক্ষ যখন ১২২ রানে গুটিয়ে যায়, সতীর্থরা যখন আলো ছড়ায় আরও বেশি, তখন অমন বোলিংয়েও খানিকটা অতৃপ্তি অস্বাভাবিক নয়। প্রথম ম্যাচের পর সেই আক্ষেপের জায়গাটুকু ছিল মেহেদী হাসান মিরাজের। সেই হতাশা পেছনে ফেলে বাংলাদেশের অফ স্পিনার এবার করলেন ক্যারিয়ার সেরা বোলিং।
- একই উইকেটে খেলা হলেও কন্ডিশনের কারণে বোলারদের জন্য ছিল না খুব একটা সহয়তা। বল ভালোভাবেই এলো ব্যাটে। কিন্তু মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমানদের দারুণ লাইন-লেংথের সামনে খুব একটা লড়াই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। টানা দ্বিতীয় ম্যাচে তারা গুটিয়ে গেল দেড়শর নিচে। অধিনায়ক তামিম ইকবালের ফিফটিতে সহজেই সেই রান পেরিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে একটি রেকর্ডে মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়েছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচে একাদশে থেকেই তিনি স্পর্শ করলেন মাশরাফির আরেকটি রেকর্ড।
- সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৩৩.২ ওভারে ১৪৯/৩ (ওয়েস্ট ইন্ডিজ ৪৩.৪ ওভারে ১৪৮)
- স্বস্তি আছে, তৃপ্তি নেই। অনায়াস জয়ের ছাপ আছে, কিন্তু দাপট নেই। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতলেও খামতি ছিল অনেক, ঘাটতি ছিল বেশ। এবার অপেক্ষা তাই মন ভরানো জয়ের। নিজেদের মাঠে, চেনা কন্ডিশনে অনভিজ্ঞ ও খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেওয়া। সেই দাপুটে পারফরম্যান্সে সিরিজ জয় নিশ্চিত করতে মাঠে নামবে বাংলাদেশ।
- ৬ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট। বেশ ভালো বোলিং ফিগার। তবে খুব আলোচনার মতো কিছু নয়। এমন বোলিং তো মুস্তাফিজুর রহমানের কাছ থেকে প্রত্যাশিতই! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার বোলিংয়ে তবু মিশে থাকল বাড়তি উচ্ছ্বাস আর আশার উপকরণ। অনেক আলোচনা আর অপেক্ষা শেষে, হা-হুতাশের অনেক প্রহরের পর অবশেষে আভাস মিলছে, ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরে আনা রপ্ত করতে শুরু করেছেন এই বাঁহাতি পেসার।
- প্রত্যাবর্তনের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে আলো অনেকটাই কেড়ে নিয়েছেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের মহাতারকার পাশে ঝলমলে পারফরম্যান্সে ঠিকই নজর কেড়েছেন নবীন একজন। অভিষেক ওয়ানডেতে ৩ উইকেট নিয়ে হাসান মাহমুদ আগমণী বার্তা জানিয়েছেন বেশ জোরেসোরেই। বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসনের মতে, কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন তরুণ এই পেসার।
- বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক হিসেবে তামিম ইকবালের যাত্রা শুরু হয়েছে জয় দিয়ে। তবে এখনই তার অধিনায়কত্ব নিয়ে কথা বলতে চান না সাকিব আল হাসান। তামিমের নেতৃত্বের বিচার করতে বললেন তিনি এক বছর পর।
- সরকারিভাবে যে ৫০ লাখ করোনাভাইরাসের টিকা আনা হচ্ছে, সেখানে ক্রিকেটারদের অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা করছে বিসিবি। যদি সেখান থেকে ক্রিকেটাররা না পান, তাহলে ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য টিকা কিনবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। সেই প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হবে বলে নিশ্চিত করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
- অনেক লড়াই করে পেয়েছিলেন প্রিয় তিন নম্বর পজিশন। দুর্দান্ত ব্যাটিংয়ে জায়গাটা একরকম নিজের করে নিয়েছিলেন। আর কোনো পজিশনে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান অতোটা সফল নন। তবুও সে জায়গা ছেড়ে একধাপ নিচে ব্যাট করতে হচ্ছে সাকিব আল হাসানকে। বাঁহাতি এই ব্যাটসম্যান জানালেন, নিজের আগে দলকে প্রাধান্য দেন বলেই জায়গা ছেড়েছেন।
- লম্বা বিরতি ব্যাটিংয়ে কিছুটা ছাপ ফেলেছে, কিন্তু বোলিংয়ে যেন আগের জায়গাতেই আছেন সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলতে নেমে বাঁহাতি স্পিনার নিয়েছেন ৪ উইকেট। ইনিংস শেষে এক প্রতিক্রিয়ায় জানালেন, স্রেফ ঠিক জায়গায় বোলিং করে যাওয়ায় মিলেছে উইকেট।
- ফুলেল মঞ্চে দাঁড়িয়ে সিরিজের উদ্বোধন ঘোষণা করলেন বিসিবি সভাপতি। মাঠের নানা প্রান্ত থেকে ওড়ানো হলো বেলুন। আতশবাজির স্ফুলিঙ্গের ছটায় শুরু হলো ম্যাচ। কিন্তু উৎসবের আবহে শুরু হওয়া ম্যাচ রঙিন হলো না বর্ণিল ক্রিকেটের প্রদর্শনীতে। ব্যাটিংয়ে ধুঁকল দুই দলই। লড়াইয়ে ছড়াল না উত্তাপ। জয়ের স্বস্তিটা অবশ্য পেল বাংলাদেশ। দারুণ বোলিংয়ে জয়ের নায়ক নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা সাকিব আল হাসান।
- কোষাগার ছিল শূন্য, ভিত্তি ছিল নড়বড়ে। দেশের ক্রিকেটের টালমাটাল সেই সময়ে শক্ত হাতে হাল ধরেছিলেন যারা, তাদেরই একজন রাইসউদ্দিন আহমেদ। অসংখ্য প্রতিকূলতা পেরিয়ে দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়েছেন যিনি, তিনি এবার পাড়ি জমালেন পরপারে। ৮২ বছর বয়সে মারা গেছেন বিশিষ্ট এই ক্রীড়া ব্যক্তিত্ব।
- বিসিবির ঘোষণা এসেছিল আগের দিনই। ম্যাচের আগে দেখা গেল বাস্তবায়ন। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে শুরুর আগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানাল দুই দল।
- ওয়েস্ট ইন্ডিজের নতুন চেহারার দলে একাগাদা ক্রিকেটারের অভিষেক অনুমিতই ছিল। একাদশ ঘোষণার পর দেখা গেল, অর্ধেকের বেশি খেলছেন প্রথম ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ওয়ানডে অভিষেক হলো ক্যারিবিয়ানদের ৬ জনের।
- ফেরার ম্যাচ রাঙিয়ে রাখলেন সাকিব আল হাসান। দারুণ বোলিংয়ে নিলেন ৪ উইকেট। অভিষেকে ৩ উইকেট পেলেন হাসান মাহমুদ। বোলারদের দাপটে ছোট লক্ষ্য পেল বাংলাদেশ। ছোট পুঁজি নিয়েও দারুণ লড়াই করল ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রত্যাশিত জয় দিয়েই সিরিজি শুরু করল তামিম ইকবালের দল।
- নিয়মিত অধিনায়ক হিসেবে পথচলা শুরুর আগেই বোধহয় রেকর্ড একটা করে ফেলেছেন তামিম ইকবাল। অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম টস করার জন্য এতটা অপেক্ষা আর কাকে করতে হয়েছে! তার ১০ মাস ১২ দিনের অপেক্ষার অবসান অবশেষে হতে যাচ্ছে। ফুরোচ্ছে আন্তর্জাতিক ম্যাচের জন্য দেশের ক্রিকেটের সুদীর্ঘ প্রতীক্ষাও। ২০২৩ বিশ্বকাপে চোখ রেখে নতুন করে শুরু হচ্ছে ওয়ানডেতে বাংলাদেশের যাত্রা, যে অভিযানের মূল মন্ত্র ‘বাংলাদেশি ব্র্যান্ড’ গড়ে তোলা।
- পরিকল্পনার পালা চলছে, নানা ছক কাটা হচ্ছে। ২০২৩ বিশ্বকাপে চোখ রেখে দল গুছিয়ে নেওয়া হচ্ছে নতুন ভাবে। গোছানো দলের একটি বড় বৈশিষ্ট্য লম্বা সময় দায়িত্বে থাকা থিতু একজন অধিনায়ক। তামিম বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন তো? তিনি আশা যেমন দেখালেন, তেমনি উল্টো কিছুর শঙ্কাও উড়িয়ে দিলেন না।
- চোট-আঘাত নেই। নেই কোনো নিষেধাজ্ঞা, বিশ্রাম, ছুটি। বাংলাদেশ ওয়ানডে খেলছে, কিন্তু এই কারণগুলো ছাড়া মাশরাফি বিন মুর্তজা হয়ে আছেন দর্শক, গত প্রায় দুই দশকে দেখা যায়নি এমন কিছু। দল থেকে বাদ পড়ার হতাশা তার থাকা স্বাভাবিক। তবে ব্যক্তিগত খেদ পাশে রেখে দল আর দেশের জয়গানই গাইছেন মাশরাফি। শুভ কামনা জানালেন তার উত্তরসূরি তামিম ইকবালকেও।
- ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনে কৃষ্ণাঙ্গদের প্রতি সহিংসতা ও বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানাবেন তামিম-সাকিব-মুশফিকরা।
- ক্রিকেট অনুসারী-দর্শকরা তো বটেই, ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের কাছেও বড় চমক হয়ে এসেছে সৌম্য সরকারকে ফিনিশারের ভূমিকায় খেলানোর ভাবনা। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, সৌম্যকে নতুন দায়িত্বের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে অনেক আগেই।
- সমালোচনার পরিমাণ মাপার কোনো যন্ত্র আপাতত নেই, তবে তামিম ইকবাল ঠিকই মেপে ফেলেছেন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের মতে, তার মতো সমালোচনা বাংলাদেশের ক্রিকেটে আর কাউকে সইতে হয়নি। আক্ষেপ-অভিযোগ করে বললেন কিনা, তা অবশ্য বোঝা গেল না। কারণ স্পষ্ট করে এটাও জানিয়ে দিলেন, অধিনায়ক হিসেবে আপাতত প্রশংসা-সমালোচনা, সবই তিনি গ্রহণ করে নেবেন সাদরে।
- আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ফেরার সিরিজ দিয়ে শুরু হচ্ছে আরেক লড়াই। আইসিসি ওয়ানডে লিগে অভিষেক হচ্ছে তাদের। এই প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচ, প্রতিটি পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ তা ভালো করেই জানেন তামিম ইকবাল। বাছাই পর্ব এড়িয়ে সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলতে প্রতিটি পয়েন্টের জন্য লড়াইয়ের কথা বললেন বাংলাদেশ অধিনায়ক।
- লাল বলের ক্রিকেটের মাঝেই থাকা ওয়েস্ট ইন্ডিজ খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। সেখানে বাংলাদেশ প্রস্তুতি সারবে স্রেফ কয়েকটা অনুশীলন সেশন দিয়ে, যা আদর্শ মনে হচ্ছে না রাসেল ডমিঙ্গোর। তাই অনুশীলন সেশনের সময় বাড়িয়ে কমাতে চাইছেন ঘাটতি।
- দুই দিক থেকে হ্যাটট্রিক জয়ের সামনে দাঁড়িয়ে থাকা দলকে সাবধান করে দিলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার বিশ্বাস, নিজেদের প্রমাণ করতে মরিয়া তরুণ ক্যারিবিয়ান ক্রিকেটাররা ছুড়ে দেবে কঠিন চ্যালেঞ্জ। লড়াইয়ে জিততে তাই প্রথম বল থেকেই খেলতে হবে নিজেদের ক্রিকেট।
- মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ ও মুমিনুলের হকের পর চতুর্থ অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে পাচ্ছেন রাসেল ডমিঙ্গো। সিরিজ শুরুর আগে ওয়ানডে অধিনায়ক মাঠের বাইরে যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে, তাতে খুশি বাংলাদেশের প্রধান কোচ।
- পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক একটি সিরিজকেই প্রস্তুতির উপলক্ষ হিসেবে নিতে হচ্ছে রাসেল ডমিঙ্গোকে। লম্বা সময় পেসাররা খেলার বাইরে থাকায় নিউ জিল্যান্ড সফরের জন্য তাদের তৈরি করার কাজ কিছুটা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই সারতে চান বাংলাদেশের প্রধান কোচ।
- প্রিয় পজিশন তিন নম্বরে ফিরে আলো ছড়ানো সাকিব আল হাসানকে আবার নেমে যেতে হচ্ছে মিডল অর্ডারে। সম্ভাবনাময় তরুণ বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে এই পজিশনে সুযোগ দিতে চান প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
- বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজে স্পিন চতুষ্টয়ের হাতে নাকাল হওয়ার স্মৃতি এখনও তাজা। তাইতো প্রতিপক্ষের এবারের দলে ছয় পেসার থাকলেও ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্সের ভাবনা জুড়ে সেই স্পিনই।
- যুব বিশ্বকাপ জেতা শরিফুল ইসলাম প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে যেন খুশিতে ভাসছেন। এরই মধ্যে দেশের হয়ে টি-টোয়েন্টি খেলা হাসান মাহমুদ ও মেহেদি হাসানের নজর আরেক সংস্করণে অভিষেকে। বাংলাদেশ ওয়ানডে দলের তিন তরুণ জানালেন তাদের ভাবনার কথা।
- করোনাভাইরাসের ছোবলে দীর্ঘদিন বন্ধ ছিল মাঠের ক্রিকেট। এরপর কেবল হয়েছে প্রেসিডেন্ট কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্ট কাপ। যেখানে ক্রিকেটারদের যাচাই করার খুব বেশি সুযোগ হয়নি বোর্ডের। তাই আগামী দুই আন্তর্জাতিক সিরিজ দেখে নতুন কেন্দ্রীয় চুক্তির ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
- স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশেষ জার্সির পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জার্সিতে থাকবে মুক্তিযুদ্ধে বাঙালির স্মারক চিহ্ন।
- কোনো কারণে তামিম ইকবাল মাঠে না থাকলে দায়িত্ব পালন করবেন কে? নির্দিষ্ট কোনো নাম এখনও ঠিক করেনি বিসিবি। বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ধারণা দিলেন, অধিনায়কের অনুপস্থিতিতে সিনিয়রদের কেউ কাজটা চালিয়ে নিবেন।
- অবিশ্বাস্য এক বিশ্বকাপ কাটানোর পর থেকে সাকিব আল হাসানের খেলা হয়নি আন্তর্জাতিক ম্যাচ। নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেও ছিলেন ছন্দের খোঁজে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবকে স্বরূপে দেখার আশা করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। দেশসেরা অলরাউন্ডারের কাছে প্রত্যাশা খুব ভালো পারফরম্যান্স।
- লম্বা বিরতির পর অনেকটা শূন্য থেকেই শুরু করতে হবে বাংলাদেশ দলকে। মিনহাজুল আবেদীন এর সঙ্গে মিলিয়ে নিচ্ছেন ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতিকে। দুইয়ে মিলে নতুন, পরিকল্পিত এক সূচনার দিকে তাকিয়ে প্রধান নির্বাচক। এর শুরুটা হলো সম্ভাবনাময় তিন তরুণকে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডেকে।
- নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানের ব্যাটে দেখা যাচ্ছিল না চেনা ধার। ইনিংসগুলো থেমে যাচ্ছিল দুয়েকটা শটের ঝলক দেখিয়েই। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দিলেন ছন্দে ফেরার আভাস। রান দেখা গেল তামিম ইকবালের ব্যাটেও।
- ধারাবাহিকভাবে দারুণ বোলিংয়ে নিজের দাবি জানিয়ে রাখা হাসান মাহমুদ পেলেন প্রত্যাশিত ডাক। তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন আরেক পেসার শরিফুল ইসলাম ও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান।
- দলে অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে, কিন্তু প্রতিভার কমতি দেখছেন না সুনিল আমব্রিস। এই ওপেনিং ব্যাটসম্যানের বিশ্বাস, ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারলে বাংলাদেশের উইকেটেও মিলবে সাফল্য। তরুণ সতীর্থদের তাই সহজাত ক্রিকেট খেলার পরামর্শ দিলেন তিনি।
- নতুন বল হাতে ছুটলেন কেমার রোচ, সুইং করে একটু ভেতরে ঢুকে আঘাত হানল প্যাডে। প্রথম বলেই এলবিডব্লিউ ক্রেইগ ব্র্যাথওয়েট। মরা উইকেটেও প্রাণ জাগালেন রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল। মন্থর উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়ার পথ দেখালেন অভিজ্ঞ দুই পেসার।
- প্রেক্ষাপট ভিন্ন কিন্তু মূল ঘটনা একই। এক যুগের ব্যবধানে আবার বাংলাদেশের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। সেবার কেমার রোচ ছিলেন তরুণ গতিময় এক পেসার, এখন তিনি টেস্টে ক্যারিবিয়ানদের বড় এক অস্ত্র। ২০০৯ সালের সেই সিরিজের সঙ্গে এবারের সিরিজের বেশ মিল দেখছেন রোচ।
- পূর্ণ শক্তির দল যেখানে হেরে গেছে টানা দুটি সিরিজ, সেখানে খর্ব শক্তির দল নিয়েও আশায় বুক বাঁধছেন জেসন মোহাম্মেদ। আড়াই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পাওয়া এই মিডল অর্ডার ব্যাটসম্যান ঠিক করেছেন দুটি লক্ষ্য; বাংলাদেশে দলের ব্যর্থতার বৃত্ত ভাঙা আর পূর্ণ শক্তির ক্যারিবিয়ান দলেও নিজের জায়গা করে নেওয়া।
- প্রস্তুতি ম্যাচ এবার শুধু নিজেদের ঝালাই করাই নয়, অনেকটা দল নির্বাচনী ম্যাচও। দলে ফেরার লড়াইয়ে থাকা আর নবীনদের জন্য নিজেদের জানান দেওয়ার ম্যাচ। সেই পরীক্ষায় প্রথম সুযোগেই নিজেকে দারুণভাবে মেলে ধরলেন হাসান মাহমুদ। প্রথম প্রস্তুতি ম্যাচে তরুণ পেসারের শিকার ৪ উইকেট।
- বোম্বে টেস্ট, ১৯৬৬। সিমুর নার্সের চোটে প্রথম টেস্ট শুরুর এক ঘণ্টারও কম সময় আগে জানলেন হবে অভিষেক। টার্নিং উইকেটে ভারতের স্পিন আক্রমণ সামলে দেখালেন নিজের সামর্থ্য। জোড়া ফিফটি দিয়ে শুরু হলো এক কিংবদন্তির পথ চলা। বাংলাদেশ সফরে উত্তরসূরিদের কাছে এমন কিছু দেখার অপেক্ষায় ক্লাইভ লয়েড।
- তিন নেটের একটাতে একা মেহেদী হাসান মিরাজ। স্পট বোলিংয়ে কাটল অনেকটা সময়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বুধবার অনুশীলনে তিনি ঝালাই করে নিলেন নিজের লাইন, লেংথ। ক্যারিবিয়ানদের সামনে পেয়ে একটা জায়গা তার আগেই ঠিক হয়ে গেছে, আত্মবিশ্বাস। এবার বোলিংয়ের ঘাটতিটুকু পূরণ করে নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে নেমে যেতে প্রস্তুত মিরাজ।
- আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
- করোনাভাইরাস শঙ্কায় বাংলাদেশ সফর থেকে আগেই সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটার। নতুন চেহারার দলটিতেও আঘাত হেনেছে কোভিড-১৯, পজিটিভ হয়েছেন ওয়ানডে দলে থাকা রোমারিও শেফার্ড।
- পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফটে আছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের পেসারের সঙ্গে ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে আছেন ক্রিস গেইল, ক্রিস লিন, রশিদ খানের মতো টি-টোয়েন্টির বড় তারকারা।
- মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যখন মাশরাফি বিন মুর্তজাকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করছেন প্রধান নির্বাচক, মিরপুর ১১ নম্বরে তখন মিষ্টি খাচ্ছেন মাশরাফি! পেসার কামরুল ইসলাম রাব্বি মিশর ঘুরতে গিয়ে মিষ্টি এনেছেন তার জন্য। স্বভাবসুলভ দুষ্টুমিতে মাশরাফি বললেন, “মিষ্টি খেয়ে বাদ পড়া উদযাপন করছি…!”
- মাশরাফি বিন মুর্তজার বাদ পড়ার দামামায় আড়াল দল নিয়ে আর সব আলোচনা। তবে শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমনের দলে জায়গা করে নেওয়াও যথেষ্ট কৌতূহল জাগানিয়া। নির্বাচকরা জানালেন, ভবিষ্যতের জন্য তৈরি করে তোলার প্রক্রিয়ার অংশ হিসেবেই নেওয়া হয়েছে প্রতিভাবান দুই তরুণকে।
- মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সফলতম ওয়ানডে বোলার, সফলতম ওয়ানডে অধিনায়ক। দেশের ক্রিকেটের পালাবদলের নায়কও। এমন একজনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সহজ নয়। পরীক্ষাটা ভীষণ কঠিন ছিল, স্বীকার করলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি, সবাই মিলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন তিনি।
- চোট থেকে ফেরার পর করোনাভাইরাস পরিস্থিতিতে খুব একটা খেলার সুযোগ না মিললেও টেস্ট দলে ফেরার পথে এক ধাপ এগিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন এই পেসার। সেখানে তার সঙ্গী কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
- নেতৃত্ব ছাড়ার পর এবার স্কোয়াডে জায়গা হারালেন মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে জায়গা হয়নি দেশের সফলতম বোলারের। চোট-আঘাতের কারণে দলের বাইরে মাশরাফিকে থাকতে হয়েছে অনেকবারই। তবে দীর্ঘ ক্যারিয়ারে বাদ পড়ার অভিজ্ঞতা তার এবারই প্রথম।
- লম্বা বিরতির পর ২২ গজে ছন্দ ফিরে পাওয়া কতটা কঠিন, কিছুটা নমুনা দেখা গেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। আন্তর্জাতিক ক্রিকেটেও কাজটি সহজ হওয়ার কথা নয়। এই বাস্তবতা জানেন সাকিব আল হাসান। তবে নিজের সেরা ফর্মে ফেরার চেষ্টায় কোনো কমতি তিনি রাখবেন না, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বললেন এই অলরাউন্ডার।
- ২০২০ সালে যাবতীয় হতাশা, অপ্রাপ্তি, যন্ত্রণাকে পেছনে ফেলে আর প্রাপ্তিকে সঙ্গী করে নতুন বছরে তাকিয়ে গোটা বিশ্ব। বাংলাদেশের ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানালেন নতুন আশা নিয়ে।
- বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল দেখে বিস্মিত বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি আবার এতে অবাক হওয়ার কিছু দেখছেন না। তবে একটি জায়গায় দুজনের কণ্ঠে একই সুর, ওয়েস্ট ইন্ডিজের বড় তারকারা না থাকলেও গুরুত্ব হারাবে না সিরিজ।
- বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড দেখে চমকে গেছেন মুমিনুল হক। কোভিড পরিস্থিতিতে ক্যারিবিয়ান ক্রিকেটারদের দু-একজন নাও আসতে পারেন, এটা তিনি ধারণা করেছিলেন। কিন্তু ১০-১২ জন মূল ক্রিকেটার সফর থেকে সরে দাঁড়ানোয় বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান অবাক। তবে প্রতিপক্ষ যেমনই হোক, বাংলাদেশের ভাবনা বা সিরিজ নিয়ে দৃষ্টিভঙ্গিতে বদল আসবে না বলেই মুমিনুলের বিশ্বাস।
- বাংলাদেশের স্থগিত হয়ে যাওয়া শ্রীলঙ্কা সফর নতুন সূচিতে আয়োজন করা নিয়ে আলোচনা করছে দুই দেশের ক্রিকেট বোর্ড। আপাতত দুই বোর্ডের লক্ষ্য, এপ্রিলে সিরিজটি আয়োজন করা।
- জৈব-সুরক্ষা বলয় তৈরি করে দেশে দুটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। এবার অপেক্ষায় অনেক বড় পরীক্ষা। কোভিড পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজও আয়োজন করতে হবে সুরক্ষা বলয়ে। ঘরোয়া আসরগুলির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ নিখুঁতভাবে আয়োজন করতে চায় বিসিবি।
- ব্যাটে-বলে এক দশকের বেশি সময় ধরে দাপট দেখানো সাকিব আল হাসান পেলেন স্বীকৃতি। ধারাবাহিকভাবে ভালো খেলে যাওয়া এই অলরাউন্ডার জায়গা পেলেন আইসিসির দশক সেরা ওয়ানডে দলে।
- আবু ধাবি টি-টেন লিগে বাংলাদেশের ক্রিকেটারদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। এই টুর্নামেন্টের সময় ওয়েস্ট ইন্ডিজ দল থাকবে বাংলাদেশ সফরে। প্লেয়ার্স ড্রাফটে দল পাওয়া সব ক্রিকেটারের এই টুর্নামেন্টে খেলার অনুমতি পাওয়ার সম্ভাবনা সামান্যই। বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানালেন, এই ক্রিকেটারদের নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে দ্রুতই।
- ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ছিলেন না নাসির হোসেন। গত ৯ মাস কোনো ধরনের ক্রিকেটেই তাকে দেখা যায়নি। অথচ তাকেই দলে নিয়েছে টি-টেন লিগের একটি ফ্র্যাঞ্চাইজি! আবু ধাবির এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের মোট ৬ ক্রিকেটার।
- তিন ম্যাচ, তিনটিতেই ইনিংস ব্যবধানে হার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত বাংলাদেশের ছোট্ট পথচলার পুরোটাই হতাশায় ভরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সামনের লড়াইয়েও একই অভিজ্ঞতা পেতে চান না মুমিনুল হক। বাড়তি চাপ এড়াতে এই সিরিজে তাই টেস্ট চ্যাম্পিয়নশিপ ব্যাপারটিই ভাবনায় রাখতে চান না বাংলাদেশ দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
- ইংল্যান্ডে গিয়ে প্রথম টেস্টে দারুণ জয়ের পর দুই টেস্টে টানা হেরে সিরিজ হার। নিউ জিল্যান্ডে গিয়ে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হার। মাঠের এমন পারফরম্যান্সের সঙ্গে টানা জৈব-সুরক্ষা বলয়ে থাকার মানসিক ধকল। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ মানসিকভাবে পিছিয়ে থাকতে পারে বলে মনে করেন বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার মুমিনুল হক।
- দুনিয়ায় কোভিড না এলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্মই হয়তো হতো না। মহামারীর মধ্যে বিপিএল আয়োজনের সুযোগ নেই, কিন্তু ক্রিকেট কার্যক্রম স্বাভাবিক করার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। সেই তাগিদ থেকেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টির আবির্ভাব। এই টুর্নামেন্ট এতটাই সফল ও সম্ভাবনার এত দুয়ার খুলে দিয়েছে যে, আপৎকালীন এই টুর্নামেন্টকে এখন স্থায়ী রূপ দেওয়ার ডাক উঠছে।
- ফাইনাল শেষে মাশরাফি বিন মুর্তজাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করলেন ধারাভাষ্যকার এড রেইন্সফোর্ড, “আমি জানি তুমি কয়টা ফাইনাল জিতেছো, তুমি কি জানো?” মাশরাফির ভাবতে হলো না একটুও, মুচকি হাসিতে বললেন, “আমার মনে হয়, চারটা বিপিএল ফাইনাল আর এবারের এটি। পাঁচটি জিতেছি।”
- হতাশায় ভরা একেকটি আসরের পর অবশেষে অধরা ট্রফির ছোঁয়া। বিপিএলে অধিনায়ক হিসেবে এখনও শিরোপার স্বাদ না পেলেও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে খানিকটা হলেও আক্ষেপ ঘোচাতে পারলেন মাহমুদউল্লাহ। চ্যাম্পিয়ন হয়ে দারুণ উচ্ছ্বসিত জেমকন খুলনা অধিনায়ক। কৃতজ্ঞতা জানালেন তিনি সতীর্থদের প্রতি।
- বাবাকে শেষবার দেখতে যখন টিম হোটেল ছেড়ে গিয়েছিলেন শহিদুল ইসলাম, তার ভাবনায় তখন টুর্নামেন্ট বা ক্রিকেট, কিছুই থাকার কোনো কারণই নেই। বাবাকে চিরবিদায়ের শোক বুকে চাপা দিয়ে সেই শহিদুলই নিজেকে উজার করে দিলেন মাঠে। ফাইনালে শেষ ওভারে দারুণ বোলিংয়ের পাশাপাশি বড় অবদান রাখলেন জেমকন খুলনার জয়ে।
- শেষ দিনের জন্য যেন সেরাটা জমা রেখেছিলেন মাহমুদউল্লাহ। ফাইনালের আগে ৯ ম্যাচে তার ফিফটি ছিল না একটিও। কিন্তু উপলক্ষ্য যখন বড়, নায়ক তখন তিনিই! ক্যারিয়ার সেরা ইনিংস খেলে জেমকন খুলনা অধিনায়ক পেলেন ম্যান অব দা ফাইনালের পুরস্কার। মুস্তাফিজুর রহমান আবার আসর জুড়েই পারফর্ম করেছেন দারুণ। এই বাঁহাতি পেসার দুর্দান্ত ধারাবাহিকতার স্বীকৃতি পেয়েছেন ম্যান অব দা টুর্নামেন্টের পুরস্কার পেয়ে।
- শেষ বলটি উড়ে গেল মাঠের বাইরে। ফিল্ডারদের সেদিকে ভ্রুক্ষেপও নেই। তাদের অপেক্ষা ছিল স্রেফ বলটি হওয়ার। জয় তো নিশ্চিত আগেই! বল যখন ভেসে চলেছে সীমানার দিকে, খুলনার ক্রিকেটাররাও তখন মাঠে ছুটে চলেছেন বাঁধনহারা উচ্ছ্বাসে। মাহমুদউল্লাহ ছিলেন লং অফে। সেখান থেকে ছুটে গেলেন লাফাতে লাফাতে। একটু পরই তিনি নিজেকে আবিষ্কার করলেন ওপরে। সতীর্থরা বিজয় মিছিল করছেন তাকে কাঁধে তুলে নিয়ে!
- নতুন দায়িত্ব পেলেন ডেভ হোয়াটমোর। নেপালের প্রধান কোচ করা হয়েছে বাংলাদেশের সাবেক এই কোচকে।
- অভিজ্ঞতার ভেলায় যাত্রা শুরু করেছিল খুলনা। কয়েকবার টালমাটাল হয়ে অভিজ্ঞ মাঝিদের সৌজন্যেই দল এখন তীরের খুব কাছে। শেষ ধাপে তাদের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। পেছনে ফেলতে হবে শুরু থেকে মসৃণ গতিতে ছুটে চলা চট্টগ্রামকে। অপেক্ষা তাই রোমাঞ্চকর ও জমজমাট শেষ লড়াইয়ের।
- বল হাতে চেনা কার্যকারিতা, ড্রেসিং রুমকে বরাবরের মতো উজ্জীবিত করে তোলা, মাঠের ভেতরে-বাইরে দীর্ঘ অভিজ্ঞতা আর প্রয়োজনের সময় অধিনায়ককে পরামর্শ দেওয়া-জেমকন খুলনায় এই সবকিছুর প্যাকেজ যেন মাশরাফি বিন মুর্তজা। এমন একজনকে দলে পেয়ে উচ্ছ্বসিত খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ।
- অধিনায়ক হিসেবে মোহাম্মদ মিঠুনের কার্যকারিতা নিয়ে সংশয়ের অবকাশ ছিল টুর্নামেন্ট শুরুর আগে। একটু চুপচাপ স্বভাবের তিনি, নেতাসুলভ মনোভাব ও কতৃত্ব আগে দেখা গেছে কমই। সেই মিঠুনই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ট্রফি ছোঁয়া থেকে কেবল এক ম্যাচ দূরে এখন। তাদের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতে, যোগ্য হিসেবেই সাফল্যের দাবিদার মিঠুন।
- বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দলগুলির কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দেশের কোচদের আরও মূল্যায়ন করার অনুরোধ করলেন দেশের সেরা কোচদের একজন।
- বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য কোনো প্রাইজমানি নেই। তবে ফাইনালের দুই দলের ক্রিকেটারদের জন্য থাকছে আর্থিক পুরস্কার। সঙ্গে সেরাদের জন্য আছে আরও আর্থিক পুরস্কার।
- টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে বাংলাদেশের একটি টি-টোয়েন্টি সিরিজ বাদ হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের নির্ধারিত সূচি থেকে কাটা পড়েছে একটি টেস্টও।
- ধারার বাইরে গিয়ে টস জিতে ব্যাটিং আর ওপেনিং জুটিতে নতুনত্ব, ম্যাচের শুরুতে তাক লাগিয়ে দিল ঢাকা। কিন্তু কৌশলের চমক রূপ নিল না ব্যাটে-বলে। ২২ গজে পেশাদার পারফরম্যান্সে তাদের অনায়াসেই হারিয়ে ফাইনালের মঞ্চে পা রাখল চট্টগ্রাম।
- মাঠে আপত্তিকর আচরণের জন্য শাস্তি পেতে হলো মুশফিকুর রহিমকে। ম্যাচ চলার সময় সতীর্থ নাসুম আহমেদের গায়ে হাত তুলতে উদ্যত হওয়ায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে বেক্সিমকো ঢাকার অধিনায়ককে। সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
- ক্যারিয়ারে চলছে পড়ন্ত বেলা। কিন্তু মাশরাফি বিন মুর্তজার মনের সূর্য এখনও মধ্যগগনে। প্রতিজ্ঞার সেই তেজই যেন ঠিকরে বেরিয়ে এলো ২২ গজে। তাতে পুড়ে অঙ্গার ৫ ব্যাটসম্যান, সঙ্গে অদৃশ্য অনেক প্রতিপক্ষও। ৩৭ বছর ২ মাস বয়স পেরিয়ে, ১৪ বছরে ১৬৫ টি-টোয়েন্টি ম্যাচের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। মাশরাফি আরেকবার দেখালেন, বেলা শেষেও তার আলো ফুরোবার নয়!
- বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে সাকিব আল হাসানকে পাচ্ছে না জেমকন খুলনা। শ্বশুরের অসুস্থতার খবর জেনে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই অলরাউন্ডার।
- বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচের সময় মাঠে সতীর্থ নাসুম আহমেদের গায়ে হাত তুলতে উদ্যত হওয়ার ঘটনায় ভক্ত-দর্শকদের কাছে ক্ষমা চাইলেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষেই তিনি নাসুমের কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানালেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক ও দেশের সিনিয়র এই ক্রিকেটার।
- বোলিংয়ে রহস্য কিছু নেই, সেটি স্পষ্টই। সেই চেনা লাইন-লেংথ, কিছু কাটার, ব্যাটসম্যান বুঝে ফিল্ডিং সাজানো আর সে অনুযায়ী বুদ্ধিদীপ্ত বোলিং। এই তো। কিন্তু দীর্ঘ বিরতি দিয়ে ফেরার পরপরই ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট, বিস্ময়ের উপকরণ তো যথেষ্টই মজুদ। মাশরাফি বিন মুর্তজা নিজে সায় দিচ্ছেন না সেই ভাবনায়। দেখছেন না আলাদা কোনো বিশেষত্বও।
- কোভিড আর চোট মিলিয়ে ক্রিকেটের সঙ্গে ৯ মাসের বিচ্ছেদ। এরপর কেবল দুই দিনের বোলিং সেশন। এটুকু পুঁজি নিয়েই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাঠে নেমেছিলেন মাশরাফি বিন মুর্তজা। ৩৭ বছর বয়স পেরিয়ে, ক্যারিয়ার গোধূলিতে এসে সেই তিনিই ঘোচালেন একটি অপূর্ণতা। ২০ ওভারের ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট! জহুরুল ইসলামের ক্যারিয়ার সেরা ইনিংস ও মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিং খুলনাকে পৌঁছে দিল ফাইনালে।
- মাঠে হতাশা, বিরক্তি, রাগ কিংবা অভিব্যক্তির নানারকম প্রকাশ নিয়মিতই দেখা যায়। কিন্তু সতীর্থের গায়ে হাত তুলতে উদ্যত হওয়া, সেটিও দুই দফায়, বিরল ঘটনাই বটে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে সেটিই করে আলোচনার জন্ম দিয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক ও দেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
- পাওয়ার প্লেতে ঢাকার রান ২৪, বরিশালের ৩৩। ১০ ওভার শেষে ঢাকা ৫৪, বরিশাল ৫১। ১৪ ওভার শেষে ঢাকা ৪ উইকেটে ৮৪, বরিশাল ৩ উইকেটে ৮৭। তখনও পর্যন্ত যেন ‘কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান।’ কিন্তু দুই দলের পথ দুদিকে বেঁকে গেল ইনিংসের শেষ ধাপে। জয়ের ঠিকানায় পৌঁছে গেল ঢাকা। ছিটকে গেল বরিশাল।
- হাত বেশির ভাগ সময় ঝুলিয়ে রাখতে হচ্ছে স্লিংয়ে। খুব সতর্কও থাকতে হচ্ছে, ক্ষতে ঘাম লাগলে ইনফেকশন হতে পারে। আঙুল নাড়ানো বা ঝাঁকুনি লাগানো যাবে না কোনোমতেই। অস্বস্তির উপকরণ প্রচুর। তার পরও মুমিনুল হকের মনে স্বস্তির কমতি নেই। অস্ত্রোপচার খুব ভালো হয়েছে। সেরে ওঠার গতি ভালো। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারার আশাও তার প্রবল হয়েছে আরও।
- জ্বলে ওঠার আশায় কেটে গেছে পুরো প্রাথমিক পর্ব। বেশ কবারই বড় কিছুর ইঙ্গিত মিলেছে ইমরুল কায়েসের ব্যাটে। কিন্তু প্রতিবারই মিলিয়ে গেছে সেই সম্ভাবনা। ইমরুল এবার আশায় বুক বাঁধছেন চূড়ান্ত লড়াইকে ঘিরে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শেষ ধাপে ভালো করতে আশাবাদী অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যান।
- টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি, মাইলফলক ছুঁয়ে তবু উদযাপন তেমন কিছু করলেন না মোহাম্মদ নাঈম শেখ। হয়তো চেয়েছিলেন ম্যাচ জিতেই একবারে উল্লাসে ভাসবেন। কিন্তু তরুণ বাঁহাতি ওপেনার বিদায় নিলেন সেঞ্চুরির পরপরই। বেক্সিমকো ঢাকাও পারল না খুব কাছে গিয়ে। উত্তেজনাপূর্ণ ম্যাচে ২ রানের জয়ে ফরচুন বরিশাল নিশ্চিত করল শীর্ষ চারে থাকা।
- আঙুলের চোটে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন নাঈম হাসান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই অফ স্পিনারকে। তবে অস্ত্রোপচার লাগলে মাঠের বাইরে থাকার সময় দীর্ঘায়িত হবে আরও।
- শীর্ষ চারে থাকার লড়াইয়ে টিকে থাকতে জয়টা ভীষণ জরুরি ছিল রাজশাহীর। কিন্তু প্রশ্নবিদ্ধ কৌশল আর ব্যাটে-বলে ধারহীন পারফরম্যান্সে সেই ম্যাচই তারা হেরে বসল বাজেভাবে। আগেই শীর্ষস্থান নিশ্চিত করে ফেলা চট্টগ্রাম দারুণ জয়ে আত্মবিশ্বাস আরও পোক্ত করে নিল ফাইনালের লড়াইয়ের জন্য।
- ইংল্যান্ডে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দা হান্ড্রেড’ এবছর শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে কোভিড পরিস্থিতিতে। তবে ওই টুর্নামেন্টের ধারণা নিয়েই ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ময়মনসিংহে। এই আসরে খেলবেন দেশের একঝাঁক জাতীয় তারকা ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের কয়েকজন।
- মিনিস্টার গ্রুপ রাজশাহীর শীর্ষ চারে থাকার ফয়সালা হবে প্রাথমিক পর্বের শেষ দিনে। তবে একটি ব্যাপার নিশ্চিত হয়ে গেছে আগেই। তাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আসরের সেরা অধিনায়কদের একজন। দারুণ নেতৃত্বে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নজর কেড়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তার বয়সভিত্তিক দলের দীর্ঘসময়ের সঙ্গী ও এখন রাজশাহী দলের সতীর্থ অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনের বিশ্বাস, ঠিক পথে থাকলে ৪-৫ বছর পর জাতীয় দলের নেতৃত্বেও দেখা যাবে শান্তকে।
- এক যুগ ধরে ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে খেলছেন রবিউল ইসলাম রবি। দলের আসা-যাওয়া করতে কেটেছে অনেকটা সময়। কয়েক মৌসুমে পারফর্মও করেছেন বেশ। বরাবরই তার পরিচয় টপ অর্ডার ব্যাটসম্যান, পাশাপাশি যিনি অফ স্পিন করেন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার হয়ে সেই রবিই চমক উপহার দিয়ে চলেছেন বল হাতে।
- ১০ ওভারে বিনা উইকেটে রান ৮৪। সেই দল কিনা শেষ পর্যন্ত দেড়শও করতে পারল না! মাঝারি স্কোর নিয়ে পরে বল হাতেও লড়াই করতে পারল না বরিশাল। দলের সেরা কয়েকজনকে বিশ্রাম দিয়েও চট্টগ্রাম অনায়াসে জিতে গেল সৌম্য সরকারের ঝড়ো ফিফটিতে।
- নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠের ক্রিকেটে ফিরলেও পারফর্মার সাকিবের দেখা মেলেনি এখনও। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের গোটা প্রাথমিক পর্বে আশ্চর্যরকম নিষ্প্রভ এই অলরাউন্ডার। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে তিনি বললেন, চেষ্টা করবেন দ্রুত ঘুরে দাঁড়ানোর।
- ১৭৯ রানের পুঁজি, প্রথম ইনিংস শেষে তবু আক্ষেপ থাকার কথা ঢাকার। রান তো হওয়ার কথা ছিল দুইশর আশেপাশে! কিন্তু সেই রানই জয়ের জন্য যথেষ্টর বেশি প্রমাণ করে ছাড়লেন রবিউল ইসলাম রবি। পাওয়ার প্লেতে, মাঝে, শেষে, সব স্পেলে উইকেট নিয়ে এই স্পিনার টুর্নামেন্টকে উপহার দিলেন প্রথম ৫ উইকেট। দারুণ জয়ে ঢাকা নিশ্চিত করে ফেলল শীর্ষ চারে থাকা।
- মুক্ত আকাশে উড়ে বেড়ানোর সাধ যার, ডানা গুটিয়ে বসে থাকতে তার কী ভালো লাগে! খাঁচায় বন্দি পাখির মতোই ছটফট করছিলেন পারভেজ হোসেন ইমন। বাধ্য হচ্ছিলেন ২২ গজে নিজেকে সঙ্কুচিত করে রাখতে । অবশেষে সেই খাঁচার দুয়ার খুলে দিলেন দলের অধিনায়ক। পারভেজ মনের আনন্দে এমনভাবেই ডানা মেললেন, পৌঁছে গেলেন রেকর্ডের ঠিকানায়!
- আবু জায়েদ চৌধুরির জন্য হতাশা ও স্বস্তির, দুটি খবরই আছে। পেশির চোটে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আর খেলতে পারছেন না ফরচুন বরিশালের এই পেসার। তবে আপাতত ধারণা করা হচ্ছে, খুব লম্বা সময় তাকে মাঠে বাইরে থাকতে হবে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্ভাব্য সিরিজের আগে প্রস্তুতির সময় হয়তো তিনি পাবেন।
- রান তাড়ার রেকর্ড, দুই দলের দুজনের সেঞ্চুরি, ছক্কা বৃষ্টি, সব মিলিয়ে অসাধারণ এক ম্যাচ উপহার দিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও ফরচুন বরিশাল। স্মরণীয় এই লড়াইয়ে ব্যাট-বলের নানা কীর্তিতে ওলট-পালট হয়েছে রেকর্ড বইয়ে।
- বল যখন উড়ে চলছে সীমানার দিকে, শামসুর রহমান তখন ছুটছেন ড্রেসিং রুমের দিকে। অগ্রহায়ণের রাতে ঘন কুয়াশায় ঘোলাটে হয়ে যাওয়া প্রকৃতিতে জ্বলজ্বল করছে তার নীল জার্সি। তার দিকে ছুটে আসছে তখন নীল জার্সির আরও কিছু অবয়ব। শেষ বলে ছক্কায় জয়, বিজয়ের আনন্দে যেন আত্মহারা শামসুর ও তার সতীর্থরা।
- অগ্রহায়ণের কুয়াশা মোড়ানো দুপুর-বিকেলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দেখা গেল বৃষ্টি। তবে আকাশের কান্না নয়, বোলারদের কাঁদিয়ে ছক্কা বৃষ্টি ঝরালেন দুই দলের ব্যাটসম্যানরা। ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচটি ঠাঁই পেল রেকর্ড বইয়ে।
- মাঠে ঢুকে রানিং ও স্ট্রেচিং, এরপর ফিতা দিয়ে বোলিং রান আপ মেপে নেওয়া। আবার সেই চেনা দৃশ্যে দেখা গেল মাশরাফি বিন মুর্তজাকে। মাঠের বাইরে কোভিড ও চোটের সঙ্গে লড়াই শেষে প্রায় ৯ মাস পর মাঠের ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক।
- দলের প্রয়োজন চার, পারভেজ হোসেন ইমনের দরকার তখন চার। দুর্দান্ত কাভার ড্রাইভে বাউন্ডারিতে দুটিই হয়ে গেল একসঙ্গে। বাঁধনহারা উচ্ছ্বাসে মাতলেন পারভেজ। রান তাড়ার অসাধারণ এক উপাখ্যান রচিত হলো শের-ই-বাংলা স্টেডিয়ামে। নাজমুল হোসেন শান্তর বিধ্বংসী সেঞ্চুরিতে যে রান পাহাড় গড়েছিল রাজশাহী, পারভেজের রেকর্ড গড়া দ্রুততম সেঞ্চুরিতে তা টপকে গেল বরিশাল।
- প্রতিপক্ষের রান তখন পেরিয়ে গেছে দুইশ। ছক্কার পর ছক্কায় সেঞ্চুরি করেছেন এক ব্যাটসম্যান। এমন রান প্রবাহের ইনিংসেই একটু উল্টো স্রোত বইয়ে দিলেন কামরুল ইসলাম রাব্বি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে হ্যাটট্রিকসহ এক ওভারে ৪ উইকেট নিলেন বরিশালের এই পেসার।
- এক হাতে ব্যাট, আরেক হাতে হেলমেট উঁড়িয়ে ধরা, মুষ্ঠিবদ্ধ হাত আকাশে ছোঁড়া, চেনা এসব উদযাপন হয়ে গেল। এরপর ড্রেসিং রুমের দিকে তাকিয়ে পেশী ফুলিয়ে দেখালেন নাজমুল হোসেন শান্ত। তা তিনি দেখাতেই পারেন। পেশী শক্তির প্রদর্শনী মেলে ধরেই তো তরুণ বাঁহাতি ব্যাটসম্যান পৌঁছে গেলেন সেঞ্চুরিতে!
- বল হাতে রান আপে ছুটে যাচ্ছিলেন আবু জায়েদ চৌধুরি। ডেলিভারি স্ট্রাইডে লাফ দেওয়ার ঠিক আগ মুহূর্তে হলো গড়বড়। লাফ না দিয়ে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে পড়ে গেলেন মাঠে। খানিক পর ফরচুন বরিশালের এই পেসারকে মাঠ ছাড়তে হলো স্ট্রেচারে।
- বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এখনও পর্যন্ত খুব ভালো নয় আবু জায়েদ চৌধুরির পারফরম্যান্স। তবে রঙিন পোশাকে এখানে বিবর্ণ হলেও সাদা পোশাকে তিনি বরাবরই রঙিন। আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের পেস আক্রমণের মূল ভরসা থাকবেন তিনিই। এই পেসারের নিজের ভাবনাতেও টি-টোয়েন্টির টুর্নামেন্টের মাঝে উঁকি দিতে শুরু করেছে টেস্ট ক্রিকেট।
- দলের অনুশীলন ছিল না। কিন্তু নিজের অনুশীলন ছিল জরুরি। টিম হোটেলে ওঠার আগে আরেকটি বোলিং সেশন কাটালেন মাশরাফি বিন মুর্তজা। এবার তার মাঠে নামার পালা। মঙ্গলবারই তাকে দেখা যেতে পারে মাঠের লড়াইয়ে।
- নিষিদ্ধ হওয়ার সময় আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে ছিলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম র্যাঙ্কিং হালনাগাদে চার নম্বরে আছেন বাংলাদেশের অলরাউন্ডার।
- একটি ফুল টসকে আম্পায়াররা ‘নো বল’ না ডাকায় সে কী উত্তেজিত মাহমুদউল্লাহ! লেগ আম্পায়ারের সঙ্গে কিছুক্ষণ তর্ক শেষে মূল আম্পায়ারের সঙ্গেও করলেন আলোচনা। অথচ খুব গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ নয়। ম্যাচের শেষ দিকের ওই ঘটনায়ই ফুটে ওঠে, জিততে কতটা মরিয়া মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত দলকে জিতিয়েই ফিরেছেন খুলনা অধিনায়ক।
- টানা তিন ম্যাচে ৩০ ছুঁয়ে বিদায় নিয়ে নিজের ওপর বিরক্ত তামিম ইকবাল। দলের অধিনায়ক বলেই শুধু নয়, ব্যাটিংয়ের বড় ভার যখন তার কাঁধে, সেখানে বারবার থিতু হয়ে আউট হয়ে যাওয়াকে ফরচুন বরিশাল অধিনায়ক বলছেন অপরাধের সামিল।
- বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাহমুদউল্লাহ, সাকিব আল হাসানদের সঙ্গে একই দলে ঠাঁই পেলেন মাশরাফি বিন মুর্তজা। চার দলের লটারিতে অভিজ্ঞ পেসারকে পেয়েছে জেমকন খুলনা দল।
- জিতলেই নিশ্চিত হয়ে যেত শীর্ষ চারে থাকা। প্লে অফের দুয়ারে এসে প্রথমবার হোঁচট খেল গাজী গ্রুপ চট্টগ্রাম। অপ্রতিরোধ্য ছুটতে থাকা দলটিকে প্রথম হারের স্বাদ দিয়ে বেক্সিমকো ঢাকা পেল হ্যাটট্রিক জয়।
- বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মঙ্গলবারই মাঠে দেখা যেতে পারে মাশরাফি বিন মুর্তজাকে। ফিটনেস পরীক্ষায় উতরে এখন দল পাওয়ার অপেক্ষায় আছেন অভিজ্ঞ এই পেসার।
- গাজী গ্রুপ চট্টগ্রামের দুই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের তোপে এমনিতেই দিশেহারা প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। এবার দলটিতে যোগ হলো আরেক বাঁহাতি পেসার। চোটে ছিটকে পড়া মুমিনুল হকের বদলি হিসেবে নেওয়া হয়েছে তরুণ বাঁহাতি পেসার রুয়েল মিয়াকে।
- প্রতিপক্ষ যখন ব্যাটসম্যান, লক্ষ্য তাদের গুঁড়িয়ে দেওয়া। প্রতিযোগিতা যখন নিজেদের মধ্যে, চাওয়া তখন পরস্পরকে ছাড়িয়ে যাওয়া। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এভাবেই যেন ছুটে চলেছেন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে দুর্দান্ত বোলিং করে চলেছেন দুই বাঁহাতি পেসার। অভিজ্ঞ তারকার সঙ্গে বোলিং করা এবং তাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা দারুণ উপভোগ করছেন তরুণ শরিফুল।
- শুরুর বাজে ব্যাটিংয়ে চাপে পড়ে যাওয়া বেক্সিমকো ঢাকাকে ফিফটিতে পথ দেখালেন ইয়াসির আলি চৌধুরি। কঠিন সময়ে নেমে ঝড় তুললেন আকবার আলি। বড় রান তাড়ায় রনি তালুকদার ও ফজলে মাহমুদের ব্যাটে লড়াই করছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। তাদের থামিয়ে বেক্সিমকো ঢাকাকে টানা দ্বিতীয় জয় এনে দিলেন মুক্তার আলি।
- ব্যাট হাতে আবারও ব্যর্থ সাকিব আল হাসান। তবে প্রথমবারের মতো খেলতে নেমে আলো ছড়ালেন জাকির হাসান। তার ফিফটিতে ফরচুন বরিশালকে বড় লক্ষ্য দেওয়া জেমকন খুলনা জিতল অনায়াসে। উঠে এলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দুই নম্বরে।
- বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দলের প্রথম দুই ম্যাচের পর একাদশের বাইরে ছিলেন শফিউল ইসলাম। এবার তিনি ছিটকে গেলেন জেমকন খুলনার স্কোয়াডের বাইরে। চোটে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে অভিজ্ঞ এই পেসারের। তার বদলি হিসেবে নেওয়া হয়েছে সৈয়দ খালেদ আহমেদকে।
- চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে মাত্র দুদিন আগে বোলিং শুরু করেছেন মাশরাফি বিন মুর্তজা। ম্যাচ ফিটনেস কবে নাগান পাবেন, নিশ্চিত নয় এখনও। এর মধ্যেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তাকে দলে নিতে শুরু হয়েছে টানাটানি। অভিজ্ঞ এই পেসারকে দলে পেতে আবেদন করেছে ফরচুন বরিশাল ও জেমকন খুলনা।
- বঙ্গবন্ধু টি-টোয়েন্টি যেখানে ধুঁকছেন বেশির ভাগ ব্যাটসম্যান, লিটন দাস সেখানে উজ্জ্বল ব্যতিক্রম। চার ম্যাচে দুটি অপরাজিত ফিফটি করেছেন। রান সংখ্যার চেয়েও বেশি নজরকাড়া তার ব্যাটিংয়ের সাবলীলতা। গাজী গ্রুপ চট্টগ্রামের এই ব্যাটসম্যান জানালেন, মৌলিকত্বের আশ্রয় নিয়েই সাফল্যের রথ ছুটিয়ে নিতে পারছেন তিনি।
- লিটন দাসের স্ট্রোকের ছটা আর ব্যাটিংয়ের নান্দনিকতায় মুগ্ধ মুশফিকুর রহিম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এই ওপেনারের ৭৮ রানের ইনিংসটি দেখে মুশফিক তাকে বলছেন ‘মিলিয়ন ডলার ম্যান।’ জাতীয় দলেও স্টাইলিশ এই ব্যাটসম্যানকে একই চেহারায় দেখার আশা করছেন তিনি।
- রান খরার টুর্নামেন্টে অবশেষে দেখা গেল স্ট্রোকের ঝলক আর ব্যাটিংয়ের দাপট। ম্যাড়ম্যাড়ে কিছু ম্যাচের পর ছড়াল উত্তেজনা। রোমাঞ্চের ভেলায় ভেসে ম্যাচ পৌঁছে গেল শেষ বলের সমীকরণে। তাতে পেরে উঠল না রাজশাহী। চট্টগ্রাম পেল টানা চতুর্থ জয়।
- আগামী মাসের সম্ভাব্য সফরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের জন্য কোয়ারেন্টিনের কঠিন নিয়ম রাখছে না বাংলাদেশ। ঢাকায় পা রাখার পর সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ক্যারিবিয়ানদের। এর মধ্যে ৩ দিন থাকতে হবে হোটেল কক্ষে। এরপর কোয়ারেন্টিনে থেকে অনুশীলন সুবিধা পাবেন তারা।
- ধার কিংবা বৈচিত্র্য, কিছুই তেমন একটা চোখে পড়ে না রবিউল ইসলাম রবির বোলিংয়ে। তার সেই নিরীহ দর্শন অফ স্পিনেই কাটা পড়ল বরিশালের একের পর এক ব্যাটসম্যান। ছোট রান তাড়ায় দল চাপে পড়লেও দারুণ ব্যাটিংয়ে ত্রাতা হলেন ইয়াসির আলি চৌধুরি। হ্যাটট্রিক হারের পর অবশেষে প্রথম জয়ের স্বাদ পেল ঢাকা।
- ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে ছক্কা, নাসুম আহমেদের বলে ওই শটেই মিলল নতুন ঠিকানা। ৬ হাজার টি-টোয়েন্টি রান পূরণ করলেন তামিম ইকবাল। এই মাইলফলকে পা রাখা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তিনিই।
- প্রিয় আঙিনায় কত দিন পর! সেই মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছিলেন মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘ বিচ্ছেদের পর অবশেষে আবার পা রাখলেন মঙ্গলবার। প্রায় ১৪ বছর ধরে যেখানে তার নিয়মিত বিচরণ, সাড়ে ৮ মাসের বিরতির পর চেনা সেই প্রান্তরে এসে বাংলাদেশের সফলতম অধিনায়ক হাসতে হাসতে বললেন, “সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমিও দেখছি…সব কেমন যেন নতুন লাগছে।”
- দলের প্রথম তিন ম্যাচে শুভাগত হোম ছিলেন দর্শক। অপেক্ষায় ছিলেন মাঠে নামার। সুযোগ পেয়ে ঠিকই ব্যবধান গড়ে দিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ব্যাটিংয়ে মহামূল্য ছোট্ট এক ঝড়ের পর বল হাতে তার শিকার তিন উইকেট। ঢাকাকে টানা তৃতীয় হারের স্বাদ দিয়ে খুলনার প্রাপ্তি দ্বিতীয় জয়।
- মুমিনুল হক চোটে ছিটকে না গেলে হয়তো একাদশেই থাকা হতো না সৈকত আলির। সুযোগ পেয়ে তিনি খেললেন দারুণ এক ক্যামিও। ধুঁকতে থাকা চট্টগ্রাম পেল লড়াইয়ের ভিত। সেই রানকে জয়ের জন্য যথেষ্ট করে তুলল মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামদের দুর্দান্ত বোলিং। চট্টগ্রাম পেল টানা তৃতীয় জয়।
- প্রথম ম্যাচে শূন্য, পরের ম্যাচে ১। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজের এই হলো প্রাপ্তি। ব্যাটিং ওপেন করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফরচুন বরিশালের অফ স্পিনিং অলরাউন্ডার। তবে ভালো করার আশা ছাড়ছেন না মিরাজ। তার প্রেরণা সেই ২০১৮ এশিয়া কাপের ফাইনালের ব্যাটিং।
- কোভিড-১৯ থেকে সেরে উঠে মাঠে নামতে না নামতেই মুমিনুল হকের জন্য আরেকটি ধাক্কা। আঙুলের চোটে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
- চার ছক্কায় ম্যাচ হারানোর হতাশা পেছনে ফেলে দারুণ বোলিং উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ। শেষ দিকে জ্বলে উঠলেন কামরুল ইসলাম রাব্বি। নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিংয়ের পর তামিম ইকবালের দুর্দান্ত অপরাজিত ইনিংসে জিতল ফরচুন বরিশাল।
- জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা দুই হার। সবশেষ ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে দাঁড়াতেই পারেনি জেমকন খুলনা। অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, বাজে হারের পরও ইতিবাচক আছেন তারা। সতীর্থদের মাঝে দেখছেন ঘুরে দাঁড়ানোর প্রত্যয়।
- ইনিংসের শুরুতেই চমক। ব্যাট হাতে ওপেনিংয়ে সাকিব আল হাসান! কিন্তু ২২ গজে খুলনার ব্যাটিংয়ের দুরবস্থার কোনো বদল নেই। আবারও ব্যর্থ সাকিব, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, এনামুল হকরা। মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ে খুলনাকে গুঁড়িয়ে দিল চট্টগ্রাম।
- শরিফুল ইসলামের লাফানো বল স্কয়ার লেগে আলতো হাতে খেলে একটি রান। তাতেই অপেক্ষার অবসান। জেমকন খুলনার হয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ওই রান দিয়েই সাকিব আল হাসান স্পর্শ করলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫ হাজার রান। পাশাপাশি এই অলরাউন্ডার পূরণ করে ফেললেন দারুণ এক ডাবলও।
- টি-টোয়েন্টি বিশেষজ্ঞ বলে বিবেচিত অভিজ্ঞ ব্যাটসম্যানের রান ১০ বলে শূন্য। এরপর অধিনায়কের বিদায় প্রথম বলেই রিভার্স সুইপ খেলে। এই দুটি কেবল উদাহরণ। মোহাম্মদ নাঈম শেখ ছাড়া ঢাকার বাকি ব্যাটসম্যানদেরও একই দশা। বোলিংয়ে তাদেরকে গুঁড়িয়ে ব্যাটিংয়েও উড়িয়ে দিল চট্টগ্রাম।
- শক্তি-সামর্থ্যে বিস্তর এগিয়ে থেকে টুর্নামেন্টের ফেভারিট দল খুলনা। কিন্তু মাঠের পারফরম্যান্সে এখনও সেটির প্রতিফলন নেই। প্রথম ম্যাচে হারের দুয়ার থেকে জিতেছিল আরিফুল হকের শেষ ওভারের বীরত্বে। এবার তারা হেরেই গেল নাজমুল হোসেন শান্তর রাজশাহীর কাছে।
- ‘মার না খেলে কী ভালো বোলার হওয়া যায়…!’, ফোন কল রিসিভ করেই এই কথা বলে বেশ এক চোট হেসে নিলেন মেহেদী হাসান মিরাজ। ফরচুন বরিশালের অফ স্পিনিং অলরাউন্ডার ফোন কল পেয়েই বুঝে গেছেন, তাকে কোন প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে। তার হাসি ও রসিকতায় ফুটে উঠল, আগের রাতের দুঃসহ অভিজ্ঞতার ধাক্কা সামলে নিতে পেরেছেন অনেকটা।
- টি-টোয়েন্টিতে এক-দুইটা ওভারেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। তা-ই হয়েছে খুলনা ও বরিশালের ম্যাচে। মেহেদী হাসান মিরাজের করা ম্যাচের শেষ ওভারে আরিফুল হকের চার ছক্কা গড়ে দিয়েছে ব্যবধান। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে স্বাভাবিকভাবেই হতাশ তামিম ইকবাল। তবে সতীর্থদের চেষ্টায় খুশি বরিশাল অধিনায়ক।
- আরিফুল হকের কথায় বোঝার উপায় নেই মাঠে কি অসাধারণ এক ইনিংস খেলে এসেছেন। নিজের পারফরম্যান্সকে বড় করে দেখতে নারাজ এই অলরাউন্ডার। শেষ ওভারে চার ছক্কা তার কাছে স্রেফ সাধ্যমত চেষ্টার ফল।
- ‘কার্লোস ব্র্যাথওয়েট…রিমেম্বার দা নেম’, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চার ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে ব্র্যাথওয়েট নিশ্চিত করেছেন, তাকে মনে রাখতেই হবে। এবার মঞ্চ আলাদা, প্রেক্ষাপট একটু ভিন্ন। কিন্তু প্রায় একইরকম কীর্তিতে আরিফুল হক মনে করালেন সেই ব্র্যাথওয়েটকে। শেষ ওভারে চার ছক্কায় এই অলরাউন্ডার অসাধারণ এক জয় এনে দিলেন খুলনাকে।
- শেষ ওভারে মুক্তার আলির ব্যর্থতায় ম্যাচ হারলেও তাকে কাঠগড়ায় তুলছেন না মুশফিকুর রহিম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলে জয়ের আশা জাগানো এই অলরাউন্ডারকে বরং বাহবা দিচ্ছেন ঢাকার অধিনায়ক।
- জোরের ওপর ইয়র্ক লেংথে একের পর এক ডেলিভারি। অসাধারণ স্কিল আর স্নায়ুর চাপকে জয় করা দুর্দান্ত বোলিং। রোমাঞ্চকর শেষ ওভারে দারুণ বোলিংয়ে দলকে জেতানোর পর মেহেদি হাসান বলছেন, বিশ্বাস ছিল তিনি পারবেন।
- ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য সফর সামনে রেখে বাংলাদেশে আসছেন দেশটির দুই প্রতিনিধি। তাদের জন্য দুটি ভেন্যু প্রস্তুত রাখার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান।
- ভালো করলেন অনেকেই। তবে শেষে লড়াইটা হয়ে দাঁড়াল মেহেদি হাসান বনাম মুক্তার আলি। ব্যাট হাতে দারুণ ফিফটির পর বল হাতে প্রতিপক্ষের ঝড় থামিয়ে জিতলেন মেহেদি। তার হাত ধরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে ঢাকাকে হারাল রাজশাহী।
- অনুশীলনে ব্যস্ত তিনটি দল। তাদের পালা শেষ না হতেই মাঠে এসে অনুশীলনের প্রস্তুতি শুরু অন্য দুই দলের। গত কয়েক দিনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের নিয়মিত চিত্র এটি। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের অনেকের সঙ্গেই অনেকের দেখা অনেক দিন পর। অনুশীলনে ঘাম ঝরানোর ফাঁকে চলতে থাকে কুশলাদি জিজ্ঞাসা, গল্প-আড্ডা। ক্রিকেটারদের এই মেলা জানান দিচ্ছে নতুন এক ক্রিকেট উৎসবের।
- চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট-বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে নানা দলে খেলা হয়ে গেছে মুশফিকুর রহিমের। কিন্তু ঢাকার দলে খেলার স্বাদ পাননি কখনও। বিপিএলের সাত আসরে যা হয়নি, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম আসরেই তা পেয়ে গেছেন মুশফিক। ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তার। দলকে ট্রফি এনে দিয়ে তিনি স্মরণীয় করে রাখতে চান এই টুর্নামেন্ট।
- নামের ধারে-ভারে এমনিতেই খুব একটা ওজনদার নয় মিনিস্টার গ্রুপ রাজশাহী দলের স্কোয়াড। তার ওপর টুর্নামেন্ট শুরুর আগেই তারা খেল বড় এক ধাক্কা। চোটে পড়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম সপ্তাহে অন্তত পাচ্ছে না তারা। অপেক্ষা দীর্ঘায়িত হতে পারে আরও।
- নিষেধাজ্ঞা শেষ হয়েছে, অনুশীলন-প্রস্তুতির পালা চলছে। সাকিব আল হাসানের প্রত্যাবর্তন পর্বে এবার নতুন অধ্যায় সংযুক্তির অপেক্ষা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর দিনে মঙ্গলবার এই অলরাউন্ডার ফিরছেন ময়দানি লড়াইয়ে। দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের চোখে দিনটি সাকিবের জন্য তো বটেই, দেশের ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ দিন।
- গত এক দশক ধরে নানাভাবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গী ওয়ালটন থাকছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে এই প্রতিষ্ঠান। ২০ ওভারের ক্রিকেটের নতুন এই আসরের আনুষ্ঠানিক নাম ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন।’
- সাব্বির রহমান আর নেতিবাচক খবরের এগিয়ে চলা যেন হাত ধরাধরি করে। ক্যারিয়ারে ভালো পারফরম্যান্স দিয়ে যতটা, তার চেয়ে বেশি খবরে এসেছেন তিনি বাজে ফর্ম আর মাঠের ভেতরে-বাইরের নানা বিতর্ক দিয়ে। তবে জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানের দাবি, এখন তিনি বেশ পরিণত।
- বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে সবার আগে মোহাম্মদ সাইফ উদ্দিনকে নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। এই অলরাউন্ডারকেই এখন টুর্নামেন্টের শুরু থেকে পাওয়া নিয়ে তারা পড়ে গেছে শঙ্কায়। দলের অনুশীলনে গা গরমের ফুটবল খেলতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন সাইফ।
- বাংলাদেশের ক্রিকেটে আলোর বিচ্ছুরণ হয়ে এসেছিলেন এনামুল হক। ডাক নাম ‘বিজয়’ দিয়েও যিনি বেশ পরিচিত দেশের ক্রিকেটে। সময়ের সঙ্গে উজ্জ্বলতর হওয়ার পরিবর্তে তিনি হয়ে গেছেন ম্রিয়মান। পাদপ্রদীপের আলো খুব একটা পড়ে না এখন তার ওপর। নিজের ভেতর তাই তাগিদ অনুভব করছেন নিজেকে মেলে ধরার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আগের সেই চেহারায় ফেরার প্রত্যয় এই কিপার-ব্যাটসম্যানের কণ্ঠে।
- করোনাভাইরাসে আক্রান্ত তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ের সুস্থতার জন্য আরও কয়েক দিন অপেক্ষা করবে গাজী গ্রুপ চট্টগ্রাম। এখনই বদলি কোনো ক্রিকেটার নেওয়ার কথা ভাবছে না বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দলটি।
- নিয়মিত দায়িত্ব পাওয়ার পর অধিনায়ক হিসেবে তামিম ইকবালের পথচলাই শুরু হয়নি এখনও। এখনই যেন অনেকে শুনতে পাচ্ছেন ব্যর্থতার সুর। তার নেতৃত্বের অধ্যায় শুরুর আগেই অনেকের মনে জমা হচ্ছে সংশয় ও প্রশ্নের ভীড়। তামিম নিজের অবশ্য তাতে বিচলিত নন বলেই দাবি করলেন। দেশের সফলতম ব্যাটসম্যানের চাওয়া, নেতৃত্বের বিচার করার আগে যেন যথেষ্ট সময় দেওয়া হয়।
- ঘরবন্দী জীবন থেকে মুক্তি পেয়েই মুমিনুল হক ছুটে এসেছেন মাঠে। করোনাভাইরাসমুক্ত হয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার অনুশীলন করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
- দীর্ঘ বিরতির পর প্রায় আন্তর্জাতিক মানের বোলিং খেলার স্বস্তি আছে। ব্যাট হাতে তিন ম্যাচে ভালো শুরুর সন্তুষ্টিও আছে। পাশাপাশি আছে ইনিংস বড় করতে না পারা আর দলের শিরোপা না পাওয়ার আক্ষেপ। সব মিলিয়ে মিশ্র অনুভূতি নিয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অভিযান শেষ করে ফিরেছেন তামিম ইকবাল।
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- মামুনুল গ্রেপ্তার
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- কী ঘটেছে বাঁশখালীতে?
- ইলিয়াসকে ‘গুমের পেছনে বিএনপির কেউ’, ইঙ্গিত মির্জা আব্বাসের
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- হেফাজত নেতা জুনায়েদ ও জালাল গ্রেপ্তার
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- কোভিড-১৯: চলে গেলেন অভিনয়শিল্পী এস এম মহসীন
- রিয়ালের বাকি রইলো মাত্র ১৩ খেলোয়াড়!
- ব্যাটিং অনুশীলন ভালোই হলো তামিম-মুশফিকদের
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা