- ম্যাচ শুরু হতেই গোল খেয়ে বসল ক্রিস্তিয়ানো রোনালদো সহ নিয়মিতদের অনেককে বাইরে রেখে খেলতে নামা পর্তুগাল। ব্যবধান ঘোচাতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করল তারা। সুযোগও মিলল অনেক। কিন্তু সুইস গোলরক্ষক জোনাস ওমলিনের দেয়াল ভাঙতে পারলেন না কেউ। এবারের নেশন্স লিগে প্রথম জয়ের আনন্দে মাঠ ছাড়ল সুইজারল্যান্ড।
- শক্তির বিচারে নেশন্স লিগের ফাইনালসে ওঠার পথে পর্তুগালের সবচেয়ে বড় বাধা স্পেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ড্রয়ে আসর শুরুর পর টানা দুই জয় তুলে নিয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়নরা। নিজেদের গ্রুপে শীর্ষে আছে ক্রিস্তিয়ানো রোনালদো ও তার সতীর্থরা। তবে শিরোপা লড়াইয়ে উঠতে এখনও পথ অনেকটা বাকি বলে মনে করেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস।
- নিজে সরাসরি কিছু না বললেও সাম্প্রতিক সময়ে বের্নার্দো সিলভার দলবদলের গুঞ্জন শোনা যাচ্ছে বেশ। এই গ্রীস্মে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডারকে নাকি দলে টানতে আগ্রহী বার্সেলোনা। এই প্রসঙ্গে অবশ্য এখনই কিছু বলতে চান না তিনি। এই ব্যাপারে ভেবে দেখবেন মৌসুম শেষে।
- জয় দিয়ে শুরুর পর ড্র, এবার হেরেই গেল চেক রিপাবলিক। অন্যদিকে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল পর্তুগাল। ঘরের মাঠে নিজেদের মেলে ধরে সুসংহত করল শীর্ষস্থান।
- স্পেনের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে পর্তুগালের আক্রমণে ছিল না তেমন ধার। তিন দিন পরই পাল্টে গেল চিত্র। আক্রমণের তোড়ে পুরোটা সময় কোণঠাসা করে রাখল প্রতিপক্ষকে। শুরুর একাদশে ফিরে আলো ছড়ালেন ক্রিস্তিয়ানো রোনালদো, করলেন জোড়া গোল। সুইজারল্যান্ডের বিপক্ষে দলের এমন দাপুটে পারফরম্যান্স তৃপ্তি দিচ্ছে পর্তুগিজ মহাতারকাকে।
- সুইজারল্যান্ডকে পেয়ে আবারও জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। করলেন জোড়া গোল, সতীর্থের গোলেও জড়িয়ে থাকল তার নাম। অধিনায়কের নৈপুণ্যে সুইজারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে উয়েফা নেশন্স লিগের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেল পর্তুগাল।
- ক্রিস্তিয়ানো রোনালদোকে একাদশে রাখা হলে প্রশ্ন ওঠে, রাখা না হলেও প্রশ্ন। পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস পড়ে গেছেন যেন মহাফাঁপড়ে। দেশের সফলতম গোলস্কোরারকে স্পেনের বিপক্ষে শুরুর একাদশে না রাখার ব্যাখ্যা অবশ্য দিলেন তিনি। পর্তুগাল কোচ জানালেন, ট্যাকটিকাল ও টেকনিকাল কারণে শুরুতে নামানো হয়নি রোনালদোকে।
- দারুণ পারফরম্যান্সে ম্যাচের প্রথম ভাগে এগিয়ে যাওয়া স্পেন আধিপত্য করল বাকি সময়েও। জয়ের পথেই ছিল তারা। কিন্তু সাত বছর পর দেশের হয়ে মাঠে নামা রিকার্দো হোর্তা শেষ দিকে ছড়ালেন আলো। তার গোলেই ড্রয়ের স্বস্তিতে ফিরল পর্তুগাল।
- বয়সের কারণে ধার কিছুটা কমে গেলেও নিজের দিনে ক্রিস্তিয়ানো রোনালদো এখনও সেরাদের সেরা। পর্তুগাল জাতীয় দলের প্রাণভোমরা তিনি। বিশ্বকাপে শক্তিশালী দলটির সঙ্গে একই গ্রুপে পড়ায় তাদের আটকাতে এখনই ছক কাটতে বসে গেছে দক্ষিণ কোরিয়া কোচ পাউলো বেন্তো। তবে পর্তুগিজ মহাতারকাকে সামলাতে আলাদা কোনো কৌশলের প্রয়োজন দেখেন না তিনি।
- একজনের বয়স ৩৭, আরেকজনের ৩৪। ক্রিস্তিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসি কেউই দেননি আন্তর্জাতিক ফুটবলের বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত। কিন্তু দুজনের বয়সের কারণেই সবার ভাবনা আটকে গেছে এক জায়গায়; আসছে বিশ্বকাপই হয়তো হতে যাচ্ছে তাদের শেষ বৈশ্বিক আসর। শেষের এই যাত্রার প্রথম ধাপে তাদের প্রতিপক্ষ কারা, জানা যাবে শুক্রবার।
- বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতেই পোড়াতে হলো অনেক কাঠখড়। তবে বিশ্বকাপ খেলা নিশ্চিত হওয়ার পর ফের্নান্দো সান্তোসের স্বপ্নগুলিও ডানা মেলে ছুঁতে চাইছে যেন আকাশ। পর্তুগাল কোচের আশা, কাতারে আগামী বিশ্বকাপ জিতে এই দলের কোচ হিসেবে তৃতীয় ট্রফির স্বাদ পাবেন তিনি।
- অনেকটা যেন ঘোষণা দিয়েই জয়। ম্যাচের আগেই ক্রিস্তিয়ানো রোনালদো বলেছিলেন, পর্তুগালকে ছাড়া বিশ্বকাপ হতে পারে না। শেষ পর্যন্ত তা হচ্ছেও না। প্লে-অফের ফাইনালে নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে রোনালদো বললেন, জায়গাটা তাদের প্রাপ্যই।
- প্রতিপক্ষের ছোট একটা ভুল, সেটাই যথেষ্ট হলো ব্রুনো ফের্নান্দেসের জন্য। চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নিলেন এই মিডফিল্ডার। নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দ্বিতীয়ার্ধে করলেন আরেক গোল। শেষ বাধা পেরিয়ে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করল পর্তুগাল।
- যুগোস্লোভিয়ার বলয় থেকে তিন দশক আগে বেরিয়ে স্বাধীন দেশ হিসেবে যাত্রা করা নর্থ মেসিডোনিয়ার ফুটবল ইতিহাস সমৃদ্ধ নয়। ২১ লাখ জনসংখ্যার দেশটি এখন পর্যন্ত খেলেছে কেবল একটি বড় টুর্নামেন্টে, গত বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। অনেক চড়াই উতরাই পেরিয়ে তারা আরও বড় স্বপ্ন পূরণ থেকে আছে স্রেফ এক ধাপ দূরত্বে। কাতার বিশ্বকাপের টিকেট পেতে শেষ বাধা পর্তুগাল। ম্যাচটির আগে দলকে উজ্জীবিত করতে অর্থ পুরস্কার ঘোষণা করেছেন নর্থ মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী।
- প্লে-অফের ফাইনালে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে পর্তুগালের রয়েছে একটি বাড়তি সুবিধা, ম্যাচটি হবে তাদের ঘরের মাটিতে। সমর্থকদের সামনে খেলার সুবিধা পুরোপুরি কাজে লাগাতে চান ক্রিস্তিয়ানো রোনালদো। ভক্তদের প্রতি পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের আহ্বান, প্রতিপক্ষের জন্য যেন তারা মাঠের আবহ কঠিন করে তোলেন।
- কাগজে-কলমে শক্তিমত্তার বিচারে দুই দলের মাঝে ব্যবধান অনেক। ফিফা র্যাঙ্কিংয়ে পর্তুগাল ৯ নম্বর দল, নর্থ মেসিডোনিয়া ৬৭তম। তবে কাতার বিশ্বকাপে ওঠার প্রশ্নে দুই দলই এখন এক বিন্দুতে, মুখোমুখি দাঁড়িয়ে। ‘ডু অর ডাই’ ম্যাচে ‘পুঁচকে’ মেসিডোনিয়া যে ছেড়ে কথা বলবে না, তা ভালো করেই জানেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা।
- প্রথম বাধা পার হয়ে শেষ পরীক্ষার সামনে দাঁড়িয়ে পোল্যান্ড ও সুইডেন। মুখোমুখি দুর্দান্ত ছন্দে থাকা রবের্ত লেভানদোভস্কি ও বয়সকে বুড়ো আঙুল দেখানো জ্লাতান ইব্রাহিমোভিচ। অসাধারণ এই দুই ফরোয়ার্ডের মধ্যে কে যাবেন কাতার বিশ্বকাপে? জায়ান্ট কিলার নর্থ মেসিডোনিয়ার বাধা পার হতে পারবে কি ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল?
- ফুটবল বিশ্বের আলোচিত একটি নাম এখন নর্থ মেসিডোনিয়া। মাত্র ২১ লাখ জনসংখ্যার দেশটিই যে চুরমার করে দিয়েছে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালির বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন। বছর খানেক আগে তারা চমক দেখায় আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে। তাদের সামনে এবার পর্তুগাল। রোনালদো-সিল্ভাদের বিশ্বকাপে যাওয়ার পথে একমাত্র বাধা এখন এই মেসিডোনিয়া। শক্তির বিচারে পিছিয়ে থাকলেও দলটিকে নিয়ে তাই খুব সতর্ক সাবেক ইউরো চ্যাম্পিয়নরা।
- টিকে থাকার লড়াইয়ে আক্রমণাত্মক ফুটবলে প্রথমার্ধে দুই গোল করা পর্তুগাল বিরতির পর কিছুটা খেই হারাল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তুরস্ক কমাল ব্যবধান, কিন্তু শেষ দিকে তারা মিস করল পেনাল্টি। কষ্টের জয়ে কাতার বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল সাবেক ইউরো চ্যাম্পিয়নরা।
- কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফের আগে জোর ধাক্কা খেল পর্তুগাল। কোভিড-১৯ পজিটিভ হয়ে ছিটকে গেছেন তাদের অভিজ্ঞ ডিফেন্ডার পেপে।
- দেশের ইতিহাসের সফলতম কোচ তিনি। তার হাত ধরেই পর্তুগাল পেয়েছে প্রথম মেজর শিরোপার স্বাদ। ভিন্ন বাস্তবতায় এবার কঠিন পরীক্ষার সামনে পড়ে গেছেন ফের্নান্দো সান্তোস। কাতার বিশ্বকাপের টিকেট যে এখনও নিশ্চিত হয়নি তার দলের! সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিশ্বসেরার মঞ্চে নিয়ে যাওয়াকেই কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
- ফিফার বর্ষসেরা সংক্ষিপ্ত তিনে ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ তারকা ঠিকই ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে আলো ছড়ালেন। সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলদাতার সিংহাসনে বসার স্বীকৃতি পেলেন। বিশেষ পুরস্কারটি নিতে এসে জানালেন আগামী নিয়ে ভাবনা।
- রাশিয়া বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া ইতালিকে কাতার বিশ্বকাপে দেখা যাবে কি? জবাবটা হ্যাঁ হলে আসছে বিশ্বকাপে থাকবে না পর্তুগাল। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে নতুন ধারার প্লে-অফ এমনই কঠিন চ্যালেঞ্জে ফেলে দিয়েছে দল দুটিকে।
- ড্র করলেই মিলবে বিশ্বকাপের টিকেট-এমন সমীকরণের ম্যাচে শুরুতেই এগিয়ে যায় পর্তুগাল। পরে ব্যবধান ধরে রাখতে না পারলেও লক্ষ্য পূরণের পথেই ছিল তারা। শেষ মুহূর্তের গোলে তাদের স্তব্ধ করে দিল সার্বিয়া। নাটকীয় জয়ে দলটি নিশ্চিত করল কাতার বিশ্বকাপে খেলা।
- প্রথম দেখায় হারের মুখে শেষ দিকে দুই গোল করে ব্যবধান গড়ে দিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার আর তেমন কিছু করতে পারলেন না তিনি। বিশ্বকাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট হারাল পর্তুগাল।
- এককভাবে কেউ অন্যদের চেয়ে অনেক এগিয়ে নেই। তাই ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এবার হতে পারে তীব্র লড়াই। তবে অ্যালেক্স ফার্গুসন এরই মধ্যে বিজয়ীকে দেখতে পাচ্ছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই কিংবদন্তি কোচের মতে, একাধিক রেকর্ড গড়ায় এবারের ব্যালন ডি’অর ক্রিস্তিয়ানো রোনালদোর প্রাপ্য।
- প্রথম দেখায় ঘরের মাঠে খানিকটা লড়াই করতে পেরেছিল লুক্সেমবার্গ। কিন্তু প্রতিপক্ষের মাঠে দাঁড়াতেই পারল না দলটি। চমৎকার হ্যাটট্রিকে সামনে থেকে নেতৃত্ব দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এগিয়ে এলেন অন্যরাও। তাতে অনায়াস জয় পেল ফের্নান্দো সান্তোসের দল।
- চোট পেয়ে পর্তুগালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থেকে ছিটকে গেছেন লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটা।
- দুই ম্যাচ পর জাতীয় দলে ফিরেই আবার গোল করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। জালের দেখা পেলেন জোসে ফন্তে ও আন্দ্রে সিলভাও। কাতারকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের প্রস্তুতি সারল পর্তুগাল।
- ক্রিস্তিয়ানো রোনালদোর অনুপস্থিতি বুঝতে দিলেন না দলের অন্য সদস্যরা। বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানকে সহজেই হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল পর্তুগাল।
- নেই দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। আগের ম্যাচ থেকে একাদশে পরিবর্তন ১১টি! তবু কাতারের বিপক্ষে সহজেই জিতেছে পর্তুগাল।
- এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর পর্তুগাল দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। নিজেদের পরের দুই ম্যাচে তাই তারকা এই ফরোয়ার্ডকে পাচ্ছে না তারা।
- ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ছুঁয়েছেন ও ভেঙেছেন, গড়েছেন নতুন কত না ইতিহাস। রঙিন পথচলায় আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের রেকর্ডটাও নিজের করে নেওয়ার পর স্তুতিতে ভাসছেন ক্রিস্তিয়ানো রোনালদো। নতুন করে উঠে আসছে তার এই দীর্ঘ যাত্রাপথের নানা গল্প।
- আলি দাইকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেওয়া ক্রিস্তিয়ানো রোনালদোকে প্রশংসায় ভাসিয়েছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। তার চোখে পর্তুগিজ তারকা সবার জন্যই অনুকরণীয়।
- পিছিয়ে থাকা দলকে সমতার স্বস্তি এনে দিলেন। আলি দাইয়ের রেকর্ড ভেঙে উঠলেন আরেকটি রেকর্ডের চূড়ায়। কিন্তু উদযাপনের সময় নেই ক্রিস্তিয়ানো রোনালদোর! দলের জয় নিশ্চিত করা দ্বিতীয় গোলের পরই শূন্যে লাফিয়ে ট্রেডমার্ক উদযাপনে মাতলেন পর্তুগিজ ফরোয়ার্ড। আবেগের সীমাহীন উচ্ছ্বাসে জার্সি খুলে হলুদ কার্ডও দেখলেন। সেই আবেগের ঢেউ আছড়ে পড়ল তার ইনস্টাগ্রামের পাতায়ও। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নেওয়ার পর রোনালদো বললেন-এটা আমার জন্য বিশেষ কিছু।
- নতুন ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ শুরুতে পেয়ে হারালেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগাল পড়ে গেল হারের শঙ্কায়। দলের অতি প্রয়োজনের মুহূর্তে তিনিই আবার জ্বলে উঠলেন। শেষ দিকে জোড়া গোল করে খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন অধিনায়ক। রোমাঞ্চকর লড়াইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে হারিয়ে দিল পর্তুগাল।
- মুকুট ধরে রাখার স্বপ্ন গুঁড়িয়ে গেছে নকআউট পর্বের প্রথম ধাপে। স্বাভাবিকভাবে বিষাদ, হতাশা সঙ্গী ক্রিস্তিয়ানো রোনালদোর। কিন্তু তিনি যে মোটেও ভেঙে পড়ার মানুষ নন। পর্তুগিজ অধিনায়ক তাই প্রত্যয়ী কণ্ঠে দিলেন ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি।
- আজার বলতে অধিকাংশ ফুটবলপ্রেমী ধরে নেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড এদেন আজারকে। বড় ভাইয়ের সেই ছায়া থেকে বেরিয়ে এখন আলোচনায় তার ছোট ভাই তোরগান আজার। তার অসাধারণ গোলেই যে শিরোপাধারী পর্তুগালকে বিদায় করে ইউরোর কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম।
- স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। সব মুখ থুবড়ে পড়ল বাস্তবতার জমিনে। পর্তুগালের শিরোপা ধরে রাখার অভিযান শেষ হয়ে গেল কোয়ার্টার-ফাইনালের আগেই। সেই হতাশাই ঝরে পড়ল অশ্রু হয়ে। বেলজিয়ামের কাছে হেরে এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ার পর ড্রেসিং রুমে ফুটবলাররা কান্নায় ভেঙে পড়েন বলে জানালেন কোচ ফের্নান্দো সান্তোস।
- পর্তুগালের ইউরোর শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে গেল নকআউট পর্বের শুরুতেই। সেভিয়ার লা কার্তুহায় রোববার রাতে শেষ ষোলোয় গতবারের চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। অসাধারণ এক গোলে ব্যবধান গড়ে দেন তোরগান আজার। ছবি: রয়টার্স
- শিরোপা ধরে রাখার অভিযানে থেমে গেল পর্তুগালের যাত্রা। আক্রমণে আধিপত্য করেও কাঙ্ক্ষিত জালের দেখা পেল না তারা। তোরগান আজারের অসাধারণ গোলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে পা রাখল বেলজিয়াম।
- ক্লাব ফুটবলে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে আসা রোমেলু লুকাকু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বটাও দারুণ করেছেন। লক্ষ্য এবার আরও বড় কিছুর, স্বপ্ন শিরোপা উঁচিয়ে ধরার। সেই অভিযানে তার দল বেলজিয়ামের নকআউট পর্বে প্রথম বাধা পর্তুগাল। কঠিন এই লড়াইয়ে নামার আগে নিজেকে বিশ্বমানের স্ট্রাইকার দাবি করে লুকাকু শোনালেন আরও অনেকটা পথ এগিয়ে যাওয়ার প্রত্যয়। যতটা সম্ভব ক্রিস্তিয়ানো রোনালদোর মতো সফল হতে চান তিনি।
- ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই রবের্তো মার্তিনেসের। কেবল পর্তুগিজ এই তারকাকে আটকাতে গেলে দলের বাকিরা সুযোগ নিতে পারে বলে সতর্ক বেলজিয়াম কোচ।
- প্রতিপক্ষ যখন পর্তুগাল, যে কোনো দলের কৌশলের বড় অংশ জুড়ে থাকে ক্রিস্তিয়ানো রোনালদোকে আটকানো। তবে বেলজিয়ামের ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ড বলছেন, পর্তুগাল দলে দারুণ সব ফুটবলারের অভাব নেই। তাই শুধু একজনকে নিয়ে ভাবলে চলবে না তাদের।
- উৎকণ্ঠার প্রহর পেরিয়ে সব ভালোভাবেই শেষ হয়েছে। তবে ম্যাচের সময়টায় যেন ঝড় বয়ে গেছে পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোসের ওপর দিয়ে। এক দিকে ফ্রান্সের বিপক্ষে খেলছিল তার দল। সেখানে দিতে হচ্ছিল নির্দেশনা। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচেও রাখতে হচ্ছিল নজর। একটু হোঁচটেই বাজতে পারত বিদায়-ঘণ্টা। তাই জটিল সমীকরণে পড়ার চেয়ে জয়ের চেষ্টা করাই ছিল শ্রেয়, বললেন সেটাই করেছেন তিনি।
- লম্বা সময় ধরে যে রেকর্ড নিজের নামের পাশে ছিল, তা হারাতে চলেছেন আলি দাই। তাতে অবশ্য দুঃখ নেই ইরানের এই কিংবদন্তির। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডে তার পাশে বসায় ক্রিস্তিয়ানো রোনালদোকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
- রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে উঠেছে পর্তুগাল। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পর্তুগালের হয়ে জোড়া গোল করেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফরাসিদের গোল দুটি করিম বেনজেমার। ছবি: রয়টার্স
- সত্যিই যেন মৃত্যুকূপ! ম্যাচের গতি-প্রকৃতি পাল্টাতে থাকল ক্ষণে-ক্ষণে। একই সময়ে শুরু অন্য ম্যাচের ফলও প্রভাব রাখল দারুণভাবে। নখ কামড়ানো উত্তেজনায় ঠাসা লড়াইয়ে ফ্রান্সের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে উঠেছে পর্তুগাল।
- গোল করলেই যেন রেকর্ড-চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ক্রিস্তিয়ানো রোনালদোর একেকটি নতুন কীর্তি হচ্ছে ঠিক এভাবেই। ফ্রান্সের বিপক্ষে তার দ্বিতীয় গোলে হলো সবচেয়ে কাঙ্ক্ষিত রেকর্ডটি। আন্তর্জাতিক ফুটবলে আলি দাইয়ের ১০৯ গোলের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন পর্তুগাল অধিনায়ক।
- নিখুঁত স্পট কিকে লক্ষ্যভেদ করেই ট্রেডমার্ক উদযাপনে মাতলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফ্রান্সের জালে বল পাঠিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২০ গোল করলেন এই পর্তুগিজ তারকা।
- ইউরোর ‘মৃত্যুকূপ’ পেরিয়েছে ফ্রান্স। পর্তুগাল পারেনি এখনও। গত আসরের দুই ফাইনালিস্টের এবার দেখা হচ্ছে গ্রুপ পর্বেই। ফরাসিদের কণ্ঠে অবশ্য আগেরবারে হারের প্রতিশোধের হুঙ্কার নেই। তাদের চাওয়া শুধু পর্তুগালকে হারিয়ে মোমেন্টাম ধরে রাখা এবং নকআউট পর্বের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া।
- জার্মানির বিপক্ষে পর্তুগালের অসহায় আত্মসমর্পণের পর দলটির সামর্থ্য নিয়ে অনেকের মনে জেগেছে সংশয়, চলছে সমালোচনা। তবে নিজেদের ওপর বিশ্বাস হারাচ্ছেন না পেপে। আসছে ম্যাচে সমালোচকদের ভুল প্রমাণ করতে চান তারা। এজন্য সতীর্থদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার আহ্বান জানালেন পর্তুগালের অভিজ্ঞ এই ডিফেন্ডার।
- টুর্নামেন্টে টিকে থাকতে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। বাঁচা-মরার ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে বড় জয় তুলে নেয় জার্মানি। দলটির কোচ ইওয়াখিম লুভের মতে, নিজেদের প্রতি বিশ্বাসই উজ্জীবিত করেছে তার দলকে।
- দুই বছর আগে সেরি আয় একটি ম্যাচ শেষে দীর্ঘদিনের স্বপ্নপূরণে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ম্যাচ শেষে জার্সি বদল করতে চেয়েছিলেন। সেদিন আশাহত হয়েই ফিরতে হয়েছিল রবিন গোসেন্সকে। এবার সেই রোনালদোর পর্তুগালের বিপক্ষেই উপহার দিলেন দারুণ পারফরম্যান্স। গুরুত্বপূর্ণ ম্যাচে তরুণ ডিফেন্ডারের খেলায় মুগ্ধ জার্মান কোচ ইওয়াখিম লুভ। প্রশংসা করেছেন গোসেন্সের ইতিবাচক মানসিকতার।
- ক্রিস্তিয়ানো রোনালদো আর দিয়োগো জটার গোলের মুহূর্তটুকু ছাড়া জার্মানির বিপক্ষে কখনোই সেভাবে পেরে ওঠেনি পর্তুগাল। মাঝমাঠে টনি ক্রুস ও ইলকাই গিনদোয়ানকে আটকে রাখা যায়নি। ফলে আক্রমণের তোড়ে ভেসে গেছে দলটি। তবে কৌশল কাজ না করায় শিষ্যদের সমালোচনার পথে হাঁটলেন না ফের্নান্দো সান্তোস। সব ব্যর্থতার দায় নিলেন নিজের কাঁধে।
- শুরুতে পিছিয়ে পড়েও পর্তুগালের বিপক্ষে দারুণ জয় পেয়েছে জার্মানি। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার ইউরোর শিরোপাধারীদের ৪-২ ব্যবধানে হারায় তিনবারের চ্যাম্পিয়নরা। ক্রিস্তিয়ানো রোনালদো পর্তুগালকে এগিয়ে নেওয়ার পর চার মিনিটের মধ্যে আত্মঘাতী গোল করেন দলটির রুবেন দিয়াস ও রাফায়েল গেররেরো। কাই হাভার্টজ ও রবিন গোসেন্স জার্মানদের ব্যবধান বাড়ানোর পর একটি গোল শোধ করেন দিয়োগো জটা। ছবি: রয়টার্স
- ‘পর্তুগালকে হারাতে আক্রমণভাগকে হতে হবে ধারাল’-কোচের ডাকে সাড়া দিলেন মুলার-হাভার্টজরা। প্রায় পুরোটা সময় জুড়ে আক্রমণাত্মক ফুটবলে ছড়ি ঘোরালো জার্মানি। সঙ্গে মিলল প্রতিপক্ষের ‘উপহার’ দুটি আত্মঘাতী গোল। ঘটনাবহুল ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অসাধারণ এক জয় পেল জার্মানি।
- ইউরো চ্যাম্পিয়নশিপে শুরুতেই সঙ্গী হয়েছে হারের বিষাদ। মেলেনি গোলের দেখাও। এবার জার্মানির প্রতিপক্ষ ছন্দে থাকা পর্তুগাল। কঠিন লড়াই জিততে করণীয়টা দলকে, বিশেষ করে আক্রমণভাগকে মনে করিয়ে দিয়েছেন ইওয়াখিম লুভ। পর্তুগালকে হারাতে হলে আক্রমণভাগকে অবশ্যই আরও বেশি ধারাল হতে হবে বলে মনে করেন জার্মানির কোচ।
- শঙ্কার কালো মেঘ উড়িয়ে দেন ম্যাচের শেষ দিকে জ্বলে উঠে। নিজের রেকর্ডে মোড়ানো ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় দিয়ে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন পর্তুগাল অধিনায়ক।
- শঙ্কা জেগেছিল পয়েন্ট হারানোর। তবে শেষ দিকের তিন গোলে হাঙ্গেরিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে পর্তুগাল। ক্রিস্তিয়ানো রোনালদো করেন জোড়া গোল, একটি রাফায়েল গেরেইরো।ছবি: রয়টার্স
- পর্তুগালের একের পর এক আক্রমণ রুখে দিয়ে মূল্যবান পয়েন্ট তুলে নেওয়ার আশা দেখছিল হাঙ্গেরি। কিন্তু, শেষের কয়েক মিনিটে বদলে গেল চিত্র। সৌভাগ্যের ছোঁয়ায় শিরোপাধারীরা এগিয়ে যাওয়ার পর জোড়া গোল করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। স্বস্তির জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল ফের্নান্দো সান্তোসের দল।
- মাঠে নেমেই গড়ে ফেললেন দুটি রেকর্ড। ম্যাচের শেষ দিকে গড়লেন নতুন আরেক ইতিহাস। ইউরোপের খেলোয়াড়দের মধ্যে মেজর টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি গড়ার দিনে ইউরোয় সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিলেন পর্তুগিজ ফরোয়ার্ড।
- ইউভেন্তুসে ক্রিস্তিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। আগামী মৌসুমে তিনি ইতালিয়ান ক্লাবটিতে থাকবেন কি না, এখনও অজানা। তবে এসব নিয়ে এখন ভাবছেন না বলে জানালেন পর্তুগিজ তারকা। তার সব মনোযোগ কেবল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ঘিরে।
- ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশন শুরুর আগেই ধাক্কা খেল পর্তুগাল। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না দলটির ডিফেন্ডার জোয়াও কানসেলোর। তার জায়গায় দলে যোগ দিচ্ছেন এসি মিলানের দিয়োগো দালোত।
- সময়ের থাবায় একটা সময় কাবু হতে হয় সবাইকেই। কমে আসে ছুটে চলার গতি। মেনে নিতে হয় বাস্তবতা। ক্রিস্তিয়ানো রোনালদোও ব্যতিক্রম নন। যদিও তাকে নিয়ে শেষ কথা বলে দেওয়া কঠিন, তবু এবারই যে তার শেষ ইউরো তা বলে দেওয়ায় খুব ঝুঁকি নেই। পর্তুগালের মহানায়ক পারবেন শেষটা স্মরণীয় করে রাখতে?
- পুরো ম্যাচে আক্রমণে একচেটিয়া আধিপত্য করল পর্তুগাল। আগের ম্যাচে গোল না পাওয়া দলটি এবার দুই অর্ধে জালের দেখা পেল দুবার করে। ইসরায়েলকে উড়িয়ে ইউরো ২০২০ আসরের প্রস্তুতি সারল ফের্নান্দো সান্তোসের দল।
- একচেটিয়া বলের দখল রেখে আক্রমণ করে গেছে স্পেন। পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল খেলেছে পর্তুগাল। ম্যাচে ছড়িয়েছে রোমাঞ্চ। কিন্তু ব্যবধান গড়ে দিতে পারেননি কেউ। তাই সমতায় শেষ হয়েছে ইউরোর বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নদের লড়াই।
- গতবারের তুলনায় এবারের পরিস্থিতি ভিন্ন। আগের মতো কাঁধে নেই পর্তুগালকে টেনে নেওয়ার মহাভার। নতুন ও পরীক্ষিত যারা আছেন, তারাও দলকে টেনে নিতে সক্ষম। ৩৬ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো তাই এবার কিছুটা হলেও নির্ভার। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখতে নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি তার দায়িত্ব থাকবে সতীর্থদের অনুপ্রাণিত করা, সাহস জোগানোর। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড নিজের করে নেওয়ার হাতছানিও আছে তার সামনে।
- করোনাভাইরাসের কঠিন এই সময়ে কিছু দেশ মাঠে দর্শক ফেরালেও স্পেন সে সাহস এখনও দেখায়নি। তবে দর্শকদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর দর্শক মাঠে ফেরাচ্ছে স্পেন।
- ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন স্পোর্তিং লিসবনের তরুণ ফরোয়ার্ড পেদ্রো গনসালভেস।
- পিছিয়ে পড়ার ধাক্কা সামলে পর্তুগাল ঘুরে দাঁড়াল দুর্দান্তভাবে। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলল লুক্সেমবার্গকে। দলটিকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় জয় পেল ফের্নান্দো সান্তোসের দল।
- বিশ্বকাপ বাছাইয়ে সার্বিয়া-পর্তুগাল ম্যাচের শেষ সময়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ‘বৈধ গোল’ বাতিল হয়ে যাওয়ায় যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তা এড়ানো যেত বলে মন্তব্য করেছে উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থাটির ভাষ্য, ম্যাচে গোল লাইন প্রযুক্তির ব্যবহার নিয়ে দেশ দুটির ফুটবল ফেডারেশন একমতে পৌঁছালেই এমন কিছু হতো না।
- সার্বিয়ার বিপক্ষে রেফারি ‘গোল না দেওয়ায়’ ক্রিস্তিয়ানো রোনালদোর মনের অবস্থা কেমন ছিল, তা বুঝতে পারছেন পর্তুগালের সাবেক ফুটবলার ফের্নান্দো মেইরা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই অধিনায়কের আর্ম ব্যান্ড ছুড়ে ফেলে রোনালদোর মাঠ ছাড়ার বিষয়টি মানতে পারছেন না তিনি। তার দৃষ্টিতে, এই ধরণের আচরণ ‘অগ্রহণযোগ্য’।
- গোল না দেওয়ার সিদ্ধান্ত যে পছন্দ হয়নি মাঠেই বুঝিয়ে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। দেখিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে অধিনায়কের আর্ম ব্যান্ড ছুড়ে, টানেলের দিকে এগিয়ে যান এই তারকা ফরোয়ার্ড। শান্ত থেকেই ম্যাচের ফল গ্রহণ করেছেন ফের্নান্দো সান্তোস। তবে বিশ্বকাপ বাছাইয়ে ভিএআর না থাকাটা মানতে পারছেন পর্তুগাল কোচ।
- প্রথম ম্যাচে নিজেরা গোল না পেলেও মিলেছিল জয়। এবার উল্টো অভিজ্ঞতা হলো পর্তুগালের; গোলের দেখা মিলল, কিন্তু জয় হলো হাতছাড়া। দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান একটি পয়েন্ট পেয়েছে সার্বিয়া।
- প্রত্যাশিত জয়েই বিশ্বকাপ বাছাইয়ে পথচলা শুরু হয়েছে পর্তুগালের। তবে জয়ের ধরনটা মোটেও তাদের জন্য সুখকর নয়। শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা আজারবাইজানের বিপক্ষে কিনা ইউরো চ্যাম্পিয়নদের জিততে হলো প্রতিপক্ষের আত্মঘাতী গোলে!
- চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর সবশেষ ম্যাচে হেরে লিগ শিরোপা ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে ইউভেন্তুসের। ক্লাবের এমন পথ হারানোয় স্বাভাবিকভাবেই হতাশ ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এর প্রভাব তার জাতীয় দলের পারফরম্যান্সে পড়বে না বলেই মনে করেন পর্তুগাল জাতীয় দলের কোচ ফের্নান্দো সান্তোস।
- বয়স ৩৬ ছুঁই ছুঁই। কিন্তু এর কোনো ছাপ নেই ক্রিস্তিয়ানো রোনালদোর পারফরম্যান্সে। ফুটবলের সবুজ আঙিনায় এখনও খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। আর এখানেই থামতে চান না তিনি। জিততে চান বিশ্বকাপ, খেলা চালিয়ে যেতে চান আরও অনেক বছর।
- টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা একজন কম নিয়ে খেলেও দারুণ লড়াই করে গেল ক্রোয়েশিয়া। শেষ সময়ে গোলরক্ষকের ভুলে গোল হজম করে ভেস্তে যেতে বসেছিল তাদের আশা। অন্য ম্যাচের ফল অনুকূলে থাকায় পর্তুগালের বিপক্ষে নাটকীয় হারের পরও ‘এ’ লিগে টিকে গেছে লুকা মদ্রিচের দল।
- আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে পার্থক্য গড়ে দিল পর্তুগালের গোলরক্ষক রুই পাত্রিসিওর একটি ভুল। সেটাই কাজে লাগিয়ে দারুণ এক জয়ের আনন্দে মাঠ ছাড়ল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
- অভিষেকে জালের দেখা পেলেন পেদ্রো নেতো ও পাওলিনিয়ো। বদলি নেমে গোল করলেন ও করালেন ক্রিস্তিয়ানো রোনালদো। অ্যান্ডোরাকে উড়িয়ে উয়েফা নেশন্স লিগের প্রস্তুতি সারল পর্তুগাল।
- দলের প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদোর অভাব সেভাবে অনুভব করতে দিলেন না বের্নার্দো সিলভা-দিয়োগো জোতা। প্রথমার্ধেই দলকে বসালেন চালকের আসনে। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে সুইডেনকে আবারও হারাল পর্তুগাল।
- করোনাভাইরাস এবার থাবা বসাল ক্রিস্তিয়ানো রোনালদোর শরীরে। পর্তুগিজ এই ফরোয়ার্ড কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
- বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে ইউরোপ সেরাদের লড়াইয়ে গতির কোনো কমতি ছিল না। পুরোটা সময় ধরে চলল আক্রমণ-পাল্টা আক্রমণ। কিন্তু ফরোয়ার্ডদের হতাশ করা পারফরম্যান্সে খুব বেশি নিশ্চিত সুযোগের দেখা মিলল না। অমীমাংসিত রয়ে গেল ফ্রান্স ও পর্তুগালের লড়াই।
- ২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চাওয়ার ঘোষণা দিয়েছে স্পেন ও পর্তুগাল।
- আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে দারুণ খেলল স্পেন। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাজে লাগাতে পারল না একটা সুযোগও। খেলার ধারার বিপরীতে দারুণ কিছু সুযোগ এসেছিল পর্তুগালের সামনেও। কিন্তু জালের দেখা পায়নি তারাও।
- করোনাভাইরাস পরিস্থিতিতে ক্লাব ফুটবলের মতো আন্তর্জাতিক ফুটবলও চলছে দর্শকশূন্য মাঠে। ইতিহাস তো তাতে থেমে থাকে না। দর্শকছাড়া মাঠেই দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। দারুণ এই অর্জনের পরও রোনালদোর কণ্ঠে কিছুটা আক্ষেপের সুর। দর্শকহীন মাঠ যে তার কাছে ফুল ছাড়া বাগানের মতো!
- অনেকের কল্পনাতেও যা ধরা দেয় না, ক্রিস্তিয়ানো রোনালদো বাস্তবেই তা করে দেখাচ্ছে প্রতিনিয়ত। ৩৫ বছর বয়সটাকে স্রেফ সংখ্যা বানিয়ে এবার যেমন পা রাখলেন আরেকটি চূড়ায়-ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পূরণ করলেন আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি।
- গ্যালারিতে বসে প্রথম ম্যাচে সতীর্থদের চোখধাঁধানো ফুটবল দেখেছিলেন। সুইডেনের বিপক্ষে মাঠে নেমে নিজেই আলো ছড়ালেন ক্রিস্তিয়ানো রোনালদো। দুর্দান্ত ফ্রি-কিকে গোলের শতক ছোঁয়ার পর দ্বিতীয়ার্ধে করলেন আরেকটি চমৎকার গোল। উয়েফা নেশন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয় জয় পেল পর্তুগাল।
- জাতীয় দলের হয়ে বছরে প্রথমবার খেলতে নেমেই কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁয়ে ফেললেন ক্রিস্তিয়ানো রোনালদো। সুইডেনের বিপক্ষে লক্ষ্যভেদ করে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি পূরণ করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।
- ক্রিস্তিয়ানো রোনালদোর ছোট্ট এক বার্তা পেয়ে মেতে উঠেছেন পর্তুগালের সমর্থকরা। সুইডেন ম্যাচে দলের সেরা তারকার খেলা এবং ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তার গোলের সেঞ্চুরি পূরণের সম্ভাবনা নিয়ে সরব হয়েছেন তারা।
- চ্যাম্পিয়নের মতোই খেলল পর্তুগাল। দারুণ আক্রমণাত্মক ফুটবলে ক্রিস্তিয়ানো রোনালদোর অভাব বুঝতেই দিল না দলের বাকিরা। ক্রোয়েশিয়াকে উড়িয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত শুরু করল ফের্নান্দো সান্তোসের দল।
- ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরির জন্য অপেক্ষা বাড়তে পারে ক্রিস্তিয়ানো রোনালদোর। পায়ে সংক্রমণ হওয়ায় উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পর্তুগিজ তারকার খেলা নিয়ে অনিশ্চয়তা জেগেছে।
- অপেশাদার ফুটবলের পাশে দাঁড়িয়েছে পর্তুগাল জাতীয় ফুটবল দল। ইউরো ২০২০ এর মূল পর্বে উঠে পাওয়া প্রাইজ মানির অর্ধেক অপেশাদার ফুটবলে দান করবেন ক্রিস্তিয়ানো রোনালদোরা।
- সাফল্যে ভরা ক্যারিয়ারে ভেঙেছেন রেকর্ডের পর রেকর্ড, ছুঁয়েছেন অনেক মাইলফলক। সময়ের প্রথম ফুটবলার হিসেবে গত বছর পেরিয়েছেন ৭০০ ক্যারিয়ার গোলের মাইলফলক। সেই পথচলায় এবার আরেক অর্জনের সামনে দাঁড়িয়ে ক্রিস্তিয়ানো রোনালদো। আর একবার মাঠে নামলেই ছুঁয়ে ফেলবেন পেশাদার ক্যারিয়ারে হাজারতম ম্যাচ।
- ফিটনেস নিয়ে ওঠা বিতর্কের মধ্যেই পর্তুগালের হয়ে ইউরো বাছাইপর্বে মাঠে নামলেন ক্রিস্তিয়ানো রোনালদো। খেললেনও দারুণ। দলকে তুললেন ইউরোর মূল পর্বে। সময়ের অন্যতম সেরা এই ফুটবলার এবার নিজেই জানালেন, গত কয়েক সপ্তাহ ধরে খেলছেন শারীরিক কিছু সমস্যা নিয়েই।
- অনেকের কাছেই তিনি বর্তমান সময়ের সেরা ফুটবলার। লিথুয়ানিয়ার বিপক্ষে দূর্দান্ত পারফরম্যান্সের পর স্বীকৃতিটা জাতীয় দল সতীর্থ মারিও রুইয়ের কাছ থেকেও পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সাফল্যের তীব্র ক্ষুধাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করেন পর্তুগিজ এই লেফট-ব্যাক।
- হ্যাটট্রিক উপহার দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। গোলের খাতায় নাম লেখালেন তার আরও তিন সতীর্থ। ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে লিথুয়ানিয়াকে উড়িয়ে মূল পর্বে খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল পর্তুগাল।
- ইউভেন্তুসের হয়ে শেষ দুই ম্যাচে পুরোটা সময় খেলার সুযোগ না পাওয়া ক্রিস্তিয়ানো রোনালদোর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তা উড়িয়ে দিয়েছেন পর্তুগাল জাতীয় দলের কোচ। ইউরো ২০২০ বাছাইয়ে লিথুয়ানিয়া ও লুক্সেমবার্গের বিপক্ষে দলের সেরা তারকা খেলবেন বলে জানিয়েছেন ফের্নান্দো সান্তোস।
- ২০০২ সালের ৭ অক্টোবর, স্পোর্তিংয়ের হয়ে মাঝমাঠের কাছ থেকে ক্ষিপ্রতায় একজনকে পেছনে ফেলে আরেক জনকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ক্রিস্তিয়ানো রোনালদো। সেই শুরু। এরপর শুধুই এগিয়ে চলা। হয়ে উঠেছেন ‘গোল মেশিন’। ভেঙেছেন রেকর্ডের পর রেকর্ড, ছুঁয়েছেন অনেক মাইলফলক। সেই পথ চলাতেই ধরা দিলো আরেক অর্জন, ৭০০ ক্যারিয়ার গোলে বসলেন পেলে-রোমারিও-ফেরেঙ্ক পুসকাসদের মতো কিংবদন্তিদের কাতারে।
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নূপুর শর্মার বক্তব্য তুলে ধরা সাংবাদিকের বিরুদ্ধে আরও ‘অভিযোগ’
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩