- বছরের শুরুতে বার্সেলোনায় উসমান দেম্বেলে হয়ে পড়েছিলেন ব্রাত্য। তাকে ছুঁড়ে ফেলা হয়েছিল স্কোয়াডের বাইরে। বলা হয়েছিল, চুক্তি নবায়ন না করলে জানুয়ারিতেই ক্লাব ছাড়তে। দুই মাস না গড়াতেই পাল্টে গেছে সব কিছু। পারফরম্যান্স দিয়েই নিজেকে আবার একাদশে নিয়মিত করেছেন ফরাসি তারকা।
- একজন বদলি হিসেবে নেমে গোল করে ও করিয়ে বদলে দিয়েছেন ম্যাচের চিত্র। আরেকজন জালের দেখা না পেলেও আলো ছড়িয়েছেন ম্যাচ জুড়ে। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দারুণ খেলা উসমান দেম্বেলে ও পেদ্রিকে প্রসংসায় ভাসিয়েছেন বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস।
- মাসখানেক আগেও দলে যিনি হয়ে পড়েছিলেন ব্রাত্য, সেই উসমান দেম্বেলে বদলি হিসেবে নামার কিছুক্ষণ পরই দুর্দান্ত এক গোল করলেন। ম্যাচের নিয়ন্ত্রণ নিল বার্সেলোনা। সেখান থেকে তাদের আর নাড়াতে পারল না আথলেতিক বিলবাও। টানা তৃতীয় ম্যাচে গোল উৎসব করল শাভি এরনান্দেসের দল।
- ক্লাবের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েই সমর্থকদের ভালোবাসা হারিয়ে ফেলেছেন উসমান দেম্বেলে। পরে ক্লাব ‘বিদায়’ বলে দিলেও রয়ে গেছেন তিনি। এতে তাকে নিয়ে দল পড়েছে বেকায়দায় আর তাতে আরও ক্ষেপেছেন বার্সেলোনা সমর্থকরা। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার সুযোগ হয়নি ফরাসি ফরোয়ার্ডের। কিন্তু বেঞ্চে থেকেই শুনতে হয়েছে দুয়ো। খুব জটিল এই পরিস্থিতিতে খেলোয়াড়ের পাশে দাঁড়ালেন শাভি এরনান্দেস। দেম্বেলেকে আর দুয়ো না দিতে ভক্তদের প্রতি আহ্বান জানালেন বার্সেলোনা কোচ।
- উসমান দেম্বেলেকে চুক্তি নবায়ন না করলে ক্লাব ছাড়তে আল্টিমেটাম দিয়েছিলেন বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস। অন্যথায় তাকে আর না খেলানোর হুমকিও দেন তিনি। কিন্তু ফরাসি ফরোয়ার্ড তার অবস্থান বদলাননি। তাই একরকম বাধ্য হয়েই যেন সিদ্ধান্ত বদলালেন শাভি। দলের প্রয়োজনে এখন আর দেম্বেলেকে খেলাতে কোনো আপত্তি নেই কোচের।
- বার্সেলোনার পক্ষ থেকে বার্তা ছিল পরিষ্কার- চুক্তি নবায়ন করতে হবে নয়তো জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে ছাড়তে হবে ক্লাব। আদতে উসমান দেম্বেলে কোনোটাই করেননি। ফরাসি ফরোয়ার্ডের সিদ্ধান্তে ভীষণ অবাক কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। অবশ্য তার দাবি, এরই মধ্যে হয়তো অন্য ক্লাবের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন দেম্বেলে।
- বার্সেলোনা কোচ দিয়েছিলেন কড়া বার্তা- চুক্তি নবায়ন না করলে ছাড়তে হবে ক্লাব। পরদিন তো ক্রীড়া পরিচালক সরাসরিই বলে দিলেন, উসমান দেম্বেলেকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভীষণ কঠিন পরিস্থিতিতে অবশেষে মুখ খুললেন ফরাসি ফরোয়ার্ড। পরিষ্কার করলেন নিজের অবস্থান।
- অনেক দিন ধরে উসমান দেম্বেলের সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু কিছুতেই যেন কাজ হচ্ছে না। কাতালান দলটির কোচ শাভি এরনান্দেস এবার দিলেন কড়া বার্তা। চুক্তি নবায়ন না করলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে ফরাসি ফরোয়ার্ডকে ক্লাব ছাড়তে বললেন তিনি।
- প্রতিপক্ষের রক্ষণে অধিকাংশ সময় চাপ ধরে রেখেও কোনো সুযোগ পাচ্ছিল না বার্সেলোনা। উল্টো হজম করে একটি গোল। তবে দ্বিতীয়ার্ধে ছয় মিনিটে দুই গোল করে কোপা দেল রের শেষ ষোলোয় উঠে গেছে শাভি এরনান্দেসের দল।
- কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে-জাতীয় দলে সতীর্থ তারা এবং সময়ের দুই প্রতিভাবান ফুটবলার। বাস্তবিক বিবেচনায় বলা যায়, মিলটা এখানেই শেষ। ক্লাব ও জাতীয় দলের হয়ে অর্জনে পিএসজি ফরোয়ার্ড এরই মধ্যে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন চোট জর্জর দেম্বেলেকে। তবে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার দাবি, দুজনের মধ্যে তার দলের ফরোয়ার্ডই সেরা!
- বার্সেলোনার অনুশীলনে দেরিতে আসা উসমান দেম্বেলের জন্য নতুন নয়। তবে এই কর্মকাণ্ডের জন্য এবার তাকে পেতে হয়েছে শাস্তি। জরিমানা করা হয়েছে ফরাসি ফরোয়ার্ডকে।
- চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফিরেছিলেন সবে। কিন্তু আবারও চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন বার্সেলোনার ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
- কঠিন সময়ের মধ্য দিয়ে চলা বার্সেলোনা পেয়েছে কিছুটা স্বস্তির খবর। চোট কাটিয়ে লম্বা সময় পর দলীয় অনুশীলনে ফিরেছেন ফরোয়ার্ড উসমান দেম্বেলে ও সের্হিও আগুয়েরো।
- ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে থাকলেও অলিভিয়ে জিরুদের খেলার সুযোগ হয়েছিল কেবল এক ম্যাচ। এবার অভিজ্ঞ এই স্ট্রাইকারকে বাদ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে ফ্রান্স। কোচ দিদিয়ের দেশম দলে যোগ করেছেন চার নতুন মুখকে।
- উসমান দেম্বেলের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। সেরে উঠে মাঠে ফিরতে ফরাসি ফরোয়ার্ডের সময় লাগবে চার মাস।
- চোটজর্জর ক্যারিয়ারে আবারও বড় এক ধাক্কা খেলেন উসমান দেম্বেলে। হাঁটুতে পাওয়া সবশেষ চোট থেকে সেরে উঠতে আবারও অস্ত্রোপচার করাতে হবে ফরাসি এই ফরোয়ার্ডের।
- ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাকি অংশে উসমান দেম্বেলেকে আর পাবে না ফ্রান্স। হাঁটুর চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই ফরোয়ার্ড।
- মিস করেছেন পেনাল্টি। শট লেগেছে পোস্টে। গোলরক্ষক ফিরিয়ে দিয়েছেন দারুণ হেড। অন্য কোনো দিন হয়তো হ্যাটট্রিকই হয়ে যেত, কিন্তু প্রায় অর্ধ যুগ পর আন্তর্জাতিক ফুটবলে ফেরার দিনটিতে করিম বেনজেমা জালের দেখা পাননি। পেয়েছেন তিন সতীর্থ। তাদের গোলে অনায়াসে ওয়েলসকে হারিয়েছে ফ্রান্স।
- প্রথমার্ধের দুর্দান্ত পারফরম্যান্সে দুই গোলের লিড। সহজ জয়ের উজ্জ্বল সম্ভাবনা। কিন্তু লেভান্তের মাঠে বারবার পথ হারানোর ভীতি, সঙ্গে শিরোপা লড়াইয়ের প্রবল চাপ-দুইয়ে মিলিয়েই কিনা বিরতির পর একটু নড়ে গেল বার্সেলোনা। সেই সুযোগে অসাধারণভাবে ঘুরে দাঁড়াল লেভান্তে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াইয়ে অনেকখানি পিছিয়ে পড়ল কাতালান ক্লাবটি।
- বার্সেলোনায় নতুন ভূমিকার সঙ্গে নতুন নাম পেয়েছেন উসমান দেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ড জানালেন, ড্রেসিংরুমে তাকে সামুয়েল এতো বলে ডাকেন তার সতীর্থরা।
- আন্তর্জাতিক ম্যাচের বিরতির পর প্রথম মাঠে নেমে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে হোঁচট খেতে বসেছিল বার্সেলোনা। শেষ দিকে ব্যবধান গড়ে দিলেন উসমান দেম্বেলে। লা লিগায় টানা ষষ্ঠ জয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান ১ পয়েন্টে কমিয়ে আনলো রোনাল্ড কুমানের দল।
- আশানুরূপ খেলতে পারল না ফ্রান্স। তবে কাঙ্ক্ষিত জয় ঠিকই তুলে নিল বিশ্ব চ্যাম্পিয়নরা। কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম জয়ের স্বাদ পেল দিদিয়ে দেশমের দল।
- রেকর্ড ছোঁয়ার উপলক্ষ জোড়া গোলে রাঙিয়েছিলেন। নতুন ইতিহাস গড়ার ম্যাচেও একইভাবে আলো ছড়ালেন লিওনেল মেসি। অধিনায়কের বিশেষ ম্যাচটিকে আরও ঝলমলে করে তুলতে রিয়াল সোসিয়েদাদের জালে গোল উৎসব করল বার্সেলোনা।
- বার্সেলোনার হয়ে আলো ছড়ানো উসমান দেম্বেলে ফিরলেন জাতীয় দলে। তরুণ এই ফরোয়ার্ডকে রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
- শুধু জিতলেই হতো না, জিততে হতো সঠিক সমীকরণে। কঠিন সেই চ্যালেঞ্জে বার্সেলোনার দারুণ শুরুর পর পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ে সেভিয়া। তাতে মেসি-দেম্বেলেদের কাজটা হয়ে যায় আরও কঠিন। জিতেও হতাশায় শেষের শঙ্কা জেগেছিল। চরম নাটকীয়তায় ভরা লড়াইয়ে শেষ পর্যন্ত অসাধারণ এক জয়ে কোপা দেল রের ফাইনালে উঠেছে রোনাল্ড কুমানের দল।
- দারুণ ছন্দে এগিয়ে চলা সেভিয়া হঠাৎ করেই যেন দিক হারিয়ে ফেলল। বার্সেলোনাকে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারল না তারা। তাই, নিজেরা খুব ভালো না খেলতে পারলেও প্রত্যাশিত জয় ঠিকই তুলে নিয়েছে রোনাল্ড কুমানের দল।
- চার বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়ানোর যে ঐতিহাসিক গল্পের জন্ম দিয়েছিল বার্সেলোনা, নতুন করে আবারও তা আলোচনায়। উপলক্ষ? সেই একই মঞ্চে আবারও মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে পিএসজি ও বার্সেলোনা। কাতালান ক্লাবটির তারকা ফুটবলার উসমান দেম্বেলের বিশ্বাস, অনেকটা সময় বয়ে গেলেও তাদের প্রতিপক্ষের সেই ক্ষত আজও শুকায়নি। তাই এবার প্রতিশোধের লক্ষ্যে মাঠে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা।
- আগের রাউন্ডে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চমক জাগানো কোরনিয়ার উজ্জীবিত ফুটবলে কোপা দেল রেতে বার্সেলোনার টিকে থাকা নিয়েও শঙ্কা জেগেছিল। তৃতীয় সারির দলটির জমাট রক্ষণের সঙ্গে তাদের গোলরক্ষক রামোন হুয়ানের অসাধারণ পারফরম্যান্স। পাশাপাশি দুটি পেনাল্টিসহ অসংখ্য সুযোগ নষ্ট করে রেকর্ড চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের গোলে শেষ ষোলোয় পা রাখে রোনাল্ড কুমানের দল।
- রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে দুর্দান্ত খেলা বার্সেলোনার দেখা মিলল না এবার। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে আক্রমণভাগে ভুগলো দলটি। সেই সুযোগে লা লিগা পরাশক্তিদের মাঠ থেকে প্রথমবারের মতো পয়েন্ট নিয়ে ফিরল এইবার।
- চোট কাটিয়ে তিন সপ্তাহের বেশি সময় পর বার্সেলোনা দলে ফিরতে যাচ্ছেন উসমান দেম্বেলে। এইবারের বিপক্ষে ম্যাচে তাকে স্কোয়াডে রাখা হবে বলে জানিয়েছেন কোচ রোনাল্ড কুমান।
- চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচের আগে আরেক ধাক্কা খেল বার্সেলোনা। যে চোটের কারণে গত মৌসুমের অধিকাংশ সময় ছিলেন মাঠের বাইরে, সেই হ্যামস্ট্রিংয়ের চোটে আবারও ছিটকে গেছেন দলটির ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
- বাজে সময় পেছনে ফেলার আভাস দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন অঁতোয়ান গ্রিজমান। শুরুর একাদশে ফেরার পর থেকে যেন উড়ছেন মার্টিন ব্রাথওয়েট। চোট থেকে সেরে ওঠা উসমান দেম্বেলেও খেলছেন দুর্দান্ত। কাকে রেখে কাকে খেলাবেন, যেন ভেবে পাচ্ছেন না বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান।
- চ্যাম্পিয়ন্স লিগে ছুটে চলেছে বার্সেলোনার জয়রথ। কাম্প নউয়ে উড়িয়ে দেওয়ার পর ফেরেন্সভারোসকে আবারও অনায়াসে হারিয়েছে রোনাল্ড কুমানের দল। উজ্জ্বল করেছে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করার আশা।
- সামর্থ্যের ঝলক দেখা যায় মাঝে মধ্যে, চোটের জন্য ধারাবাহিকতার অভাব তো আছেই। এসব কারণে বার্সেলোনার একাদশে এখনও নিজের জায়গা করতে পারেননি উসমান দেম্বেলে। তবে তার মাঝেই নিজেকে খুঁজে পান পর্তুগালের সাবেক তারকা ফুটবলার লুইস ফিগো।
- আরও একবার ফিনিশিংয়ে সমস্যা ভোগালো ভীষণভাবে। রক্ষণের দুর্বলতাও ফুটে উঠল। তারপরও আক্রমণভাগের দাপুটে পারফরম্যান্সে নজর কাড়লো বার্সেলোনা। উসমান দেম্বেলের অসাধারণ গোলের পর বদলি নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন লিওনেল মেসি। রিয়াল বেতিসকে হারিয়ে লা লিগায় জয়ে ফিরল রোনাল্ড কুমানের দল।
- বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারতো বার্সেলোনা। কিন্তু লিওনেল মেসি ও অঁতোয়ান গ্রিজমানদের সুযোগ নষ্টের ভিড়ে তা সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধেও চলে তাদের সুযোগ নষ্টের মহড়া। এরপরও নিজেদের খুঁজে ফেরা ইউভেন্তুসের বিপক্ষে জয় পেতে তেমন সমস্যা হয়নি তাদের। উসমান দেম্বেলের সৌভাগ্যপ্রসূত গোলের পর অধিনায়কের শেষের লক্ষ্যভেদে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরেছে রোনাল্ড কুমানের দল।
- অধিনায়ক লিওনেল মেসি গোল করলেন ও করালেন। জালের দেখা পেলেন আক্রমণভাগের অন্য তারকারাও। নজরকাড়া পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা দুর্দান্ত হলো বার্সেলোনার। ফেরেন্সভারোসের বিপক্ষে পুরোটা সময় দাপট ধরে রেখে প্রত্যাশিত জয় তুলে নিল রোনাল্ড কুমানের দল।
- নেইমারের অভাব পূরণে মোটা অঙ্ক খরচ করে তাকে দলে টেনেছিল বার্সেলোনা। কিন্তু চোট প্রবণ উসমান দেম্বেলে প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি মোটেও। হতাশ রিভালদোর তাই মনে হচ্ছে, এভাবে চলতে থাকলে কোনো ছাপ না রেখেই বার্সেলোনা পর্ব শেষ হতে পারে দেম্বেলের।
- উসমান দেম্বেলেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বার্সেলোনা বিক্রি করে দিচ্ছে বলে গুঞ্জন চলছে স্পেনের সংবাদমাধ্যমে। তবে এর সবই গুজব বলে উড়িয়ে দিয়েছেন কাতালান ক্লাবটির টেকনিক্যাল সেক্রেটারি রামোন প্লানেস।
- লম্বা সময়ের চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার লক্ষ্যে অনুশীলনে যোগ দিয়েছিলেন উসমান দেম্বেলে। কিন্তু শেষ পর্যন্ত নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে খেলতে পারছে না বার্সেলোনার এই ফরোয়ার্ড।
- নেইমারের শূন্যতা পূরণে তাকে দলে টেনেছিল বার্সেলোনা। কিন্তু একের পর এক চোটে পড়ে নিজের সামর্থ্যের প্রতিফলন দেখাতে পারেননি উসমান দেম্বেলে। এবার ফরাসি এই ফরোয়ার্ডকে দিয়েই পিএসজি থেকে নেইমারকে কাম্প নউয়ে ফিরিয়ে আনার সুযোগ দেখছেন কাতালান ক্লাবটির সাবেক মিডফিল্ডার রিভালদো।
- ১৩ মে, ২০১৭- আমি বার্সেলোনাতেই থাকতে চাই: নেইমার; ২০ জুলাই, ২০১৭-নেইমারের বাই আউট ক্লজের বিশাল অঙ্ক দেওয়া অসম্ভব: বার্সেলোনা সভাপতি। তিন মাসেরও কম সময়ে ব্রাজিলিয়ান তারকার সেই চাওয়া পাল্টে যায়, উবে যায় জোজেপ মারিয়া বার্তোমেউয়ের আত্মবিশ্বাস। কারণ? ইউরো-পাউন্ডের ঝনঝনানি। অর্থের দাপটে ফুটবল বিশ্বকে প্রচণ্ড এক নাড়া দেয় পিএসজি। দলবদলের বাজার হয়ে পড়ে আরও অস্থির। বাড়ে চোখ কপালে তোলা অঙ্কের ট্রান্সফার ফির দলবদল। এবার বুঝি সময় হয়েছে পাল্টা ধাক্কার; কোভিড-১৯ মহামারীতে মন্দার মুখে পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতি, যার বিরূপ প্রভাব হয়তো পড়বে ফুটবলেও।
- নেইমারের শূন্যতা পূরণে তাকে দলে টেনেছিল বার্সেলোনা। কিন্তু উসমান দেম্বেলে পারেননি নিজের সামর্থ্যের প্রতিফলন দেখাতে। বরং একের পর এক চোটে অনেকটা সময় কেটেছে তার মাঠের বাইরে। ফরাসি এই ফরোয়ার্ডকে তাই এখন বিক্রি করে দেওয়ার সময় হয়েছে বলে মনে করেন কাতালান ক্লাবটির সাবেক মিডফিল্ডার রিভালদো।
- হ্যামস্ট্রিংয়ের গুরুতর চোটে ছয় মাসের জন্য ছিটকে গেছেন উসমান দেম্বেলে।
- চোট কাটিয়ে ওঠার শেষ ধাপে এসে আবারও নতুন করে সমস্যায় পড়েছেন উসমান দেম্বেলে।
- উসমান দেম্বেলের চোট-জর্জর ক্যারিয়ারে আরেক ধাক্কা। ঊরুর চোটে এ দফায় অন্তত আড়াই মাসের জন্য ছিটকে গেছেন বার্সেলোনা ফরোয়ার্ড।
- মৌসুমে নিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মাঠে নামতে পারেন বিশ্বকাপজয়ী ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্লাভিয়া প্রাহার বিপক্ষে গ্রুপ পর্বের এই ম্যাচের জন্য উসমান দেম্বেলেকেও দলভুক্ত করেছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।
- মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনার উসমান দেম্বেলে। রেফারির উদ্দেশে খারাপ মন্তব্য করায় তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
- সেভিয়ার বিপক্ষে ম্যাচে বার্সেলোনার রোনালদ আরায়ো ও উসমান দেম্বেলেকে লাল কার্ড দেখানোর বিষয়টি মেনে নিতে পারছেন না কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভেরদে।
- বার্সেলোনায় চোট সমস্যা বেড়েই চলেছে। সবশেষ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পাঁচ সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন উসমান দেম্বেলে।
- লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের ফিরতি পর্বের ম্যাচে উসমান দেম্বেলেকে পাচ্ছে না বার্সেলোনা। পায়ের চোটে ভুগছেন ফরাসি এই ফরোয়ার্ড।
- মৌসুমের শেষদিকের গুরুত্বপূর্ণ সময়ে ফরোয়ার্ড উসমান দেম্বেলের হ্যামস্ট্রিংয়ের চোটকে বড় আঘাত মনে করছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।
- কুঁচকির চোট কাটিয়ে বার্সেলোনার অনুশীলনে যোগ দেওয়া লিওনেল মেসি এস্পানিওলের বিপক্ষে লিগ ম্যাচে খেলতে প্রস্তুত বলে জানিয়েছে ইএসপিএন।
- আক্রমণভাগে সতীর্থ হিসেবে অধিনায়ক লিওনেল মেসির প্রশংসা করেছেন উসমান দেম্বেলে। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের দিকে প্রতিপক্ষ বেশি মনোযোগ দেওয়ায় দলের অন্যদের জন্য খেলাটা সহজ হয় বলে মনে করেন ফরাসি এই ফরোয়ার্ড।
- চোট কাটিয়ে দলে ফিরেছেন উসমান দেম্বেলে। আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের জন্য ফরাসি এই ফরোয়ার্ডকে নিয়ে দল ঘোষণা করেছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।
- বাঁ পায়ের গোড়ালির গাঁটে চোট পেয়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
- উসমান দেম্বেলের নৈপুণ্যে এগিয়ে যাওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতে গোল খেয়ে বসে। তবে বদলি হিসেবে নেমে পার্থক্য গড়ে দেন লিওনেল মেসি। লেগানেসের বিপক্ষে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে লা লিগা চ্যাম্পিয়নরা।
- লেভান্তের মাঠে প্রথম পর্বের হারের ধাক্কা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো বার্সেলোনা। জোড়া গোল করলেন উসমান দেম্বেলে। দারুণ ছন্দে থাকা লিওনেল মেসিও পেলেন জালের দেখা। তাতে বড় ব্যবধানে জিতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে পা রাখলো প্রতিযোগিতার সফলতম দলটি।
- বার্সেলোনার ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে দুর্দান্ত একজন ফুটবলার মনে করেন পিএসজির কোচ। মানুষ হিসেবেও ফরাসি এই ফুটবলার চমৎকার বলে মনে করেন টমাস টুখেল।
- গোল করেই চলেছেন লিওনেল মেসি। সঙ্গে জালের দেখা পেয়েছেন উসমান দেম্বেলে। তাতে সেল্তা দে ভিগোকে হারিয়েছে বার্সেলোনা।
- ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো ও ফ্রান্সের ফরোয়ার্ড উসমান দেম্বেলের মধ্যে একজনকে বেছে নিতে রাজি নন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে। দলের প্রয়োজনে দুই তরুণ ফুটবলারকে একসঙ্গে খেলাতে চান তিনি।
- উসমান দেম্বেলেকে নিয়ে বার্সেলোনা দলের সবাই খুশি বলে জানিয়েছেন তার সতীর্থ জর্দি আলবা। তরুণ ফরাসি ফরোয়ার্ডের উন্নতি করার জায়গা আছে বলেও মনে করেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
- চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে একক নৈপুণ্যে চমৎকার একটি গোল করা উসমান দেম্বেলের পারফরম্যান্সে ভীষণ খুশি এরনেস্তো ভালভেরদে। বার্সেলোনা কোচের আশা, নিয়মিত দলকে এমন আনন্দের উপলক্ষ এনে দেবেন ফরাসি এই ফরোয়ার্ড।
- স্বরূপে জ্বলে উঠলেন লিওনেল মেসি। চমৎকার দুটি ফ্রি-কিকে বল পাঠালেন জালে। গোলের দেখা পেলেন আক্রমণভাগের অন্য দুই খেলোয়াড় উসমান দেম্বেলে ও লুইস সুয়ারেসও। তাতে এস্পানিওলকে তাদেরই মাঠে উড়িয়ে দিল বার্সেলোনা।
- লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে তরুণ ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলের পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।
- চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও উসমান দেম্বেলের বোঝাপড়ায় মুগ্ধ বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।
- আতলেতিকো মাদ্রিদের মাঠে হারতে বসা বার্সেলোনাকে শেষ মুহূর্তে বাঁচিয়েছেন উসমান দেম্বেলে। স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ার পর তাই ফরাসি এই ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ হলেন কাতালান দলটির কোচ এরনেস্তো ভালভেরদে।
- অধিকাংশ সময় বল দখলে রেখেও আতলেতিকো মাদ্রিদের রক্ষণাত্মক ফুটবলের বিপক্ষে সুবিধা করতে পারছিল না বার্সেলোনা। উল্টো গোল খেয়ে হারের শঙ্কায় পড়েছিল লা লিগায় শিরোপাধারীরা। তবে শেষ দিকে উসমান দেম্বেলের গোলে স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।
- বার্সেলোনায় এখন পর্যন্ত নিজের সেরাটা তুলে ধরতে না পারা ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে মনোযোগ বাড়াতে পরামর্শ দিয়েছেন তার ক্লাব সতীর্থ লুইস সুয়ারেস।
- শক্তিতে অনেক পিছিয়ে থাকা রায়ো ভাইয়েকানোর বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও একসময় হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বার্সেলোনা। তবে শেষ দিকে দারুণভাগে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে এরনেস্তো ভালভেরদের দল।
- অসাধারণ এক হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দুর্দান্ত করলেন লিওনেল মেসি। মাঝে জালের দেখা পেলেন উসমান দেম্বেলে। তাতে পিএসভি আইন্দহোভেনকে উড়িয়ে প্রতিযোগিতায় শুভ সূচনা করল বার্সেলোনা।
- রিয়াল সোসিয়েদাদের মাঠে শুরুতেই গোল খেয়ে বসেছিল বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।
- ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আলো ছড়ালেন লিওনেল মেসি। জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদেরকে দিয়ে করালেন দুটি। গোল উৎসবে যোগ দিলেন লুইস সুয়ারেস, উসমান দেম্বেলেরা। তাতে প্রথমবারের মতো লা লিগায় উঠে আসা সোসিয়েদাদ দেপোর্তিভা ওয়েস্কাকে উড়িয়ে দিল বার্সেলোনা।
- লম্বা সময় বার্সেলোনাকে ঠেকিয়ে রেখে পয়েন্টের আশা জাগিয়েছিল রিয়াল বাইয়াদলিদ। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। উসমান দেম্বেলের গোল তিনটি পয়েন্ট এনে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।
- স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার জয়ে দারুণ একটি গোল করা উসমানে দেম্বেলের পারফরম্যান্সে ভীষণ খুশি দলটির কোচ এরনেস্তো ভালভেরদে।
- শুরুতেই এগিয়ে যাওয়া সেভিয়া ব্যবধান ধরে রাখতে পারলো না। দুই অর্ধের দুই গোলে নতুন মৌসুমের শুভ সূচনা করলো বার্সেলোনা। এরনেস্তো ভালভেরদের শিষ্যরা জিতে নিল স্প্যানিশ সুপার কাপ।
- রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিপর্বে দুর্দান্ত এক জয় পেয়েছে ফ্রান্স। নিজেদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার পথে চলা ইতালির বিপক্ষে পুরোটা সময় আধিপত্য ধরে রেখে ৩-১ গোলে জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
- প্রীতি ম্যাচে স্কোয়াডের ২৩ সদস্যের সবাইকে খেলিয়ে দিলেন এরনেস্তো ভালভেরদে। তবুও ছন্দ পতন ঘটেনি বার্সেলোনার খেলায়। দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন মামেলোদি সানডাউনসকে সহজেই হারিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
- জোড়া গোল করলেন পুরো ম্যাচে দারুণ খেলা উসমান দেম্বেলে। জালের দেখা পেলেন ছন্দে থাকা লিওনেল মেসিও। তাতে ভিয়ারিয়ালকে সহজেই হারিয়ে লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেছে বার্সেলোনা।
- চার মাস আগে কাম্প নউয়ে গিয়ে বার্সেলোনাকে রুখে দিয়েছিল সেল্তা ভিগো। এবার তাদের মাঠে এসে দুবার এগিয়ে গিয়েও প্রতিশোধ নিতে পারল না এরনেস্তো ভালভেরদের দল। পুরো ম্যাচে দারুণ খেলে মূল্যবান ১ পয়েন্ট আদায় করে নবম স্থানে থেকে খেলতে নামা দলটি।
- ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বার্সেলোনাতেই স্থায়ী হতে চান উসমান দেম্বেলে। যদিও কাম্প নউয়ে এখনও নিজের সেরাটা দেখাতে পারেননি ফরাসি এই ফরোয়ার্ড।
- কাম্প নউয়ে আরও একবার জ্বলে উঠলেন লিওনেল মেসি। জোড়া গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করালেন একটি। আর্জেন্টাইন অধিনায়কের নৈপুণ্যে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বার্সেলোনা।
- মাঠের বাইরে উসমানে দেম্বেলের আচরণ নিয়ে বার্সেলোনা চিন্তিত বলে সংবাদ মাধ্যমে যেসব খবর এসেছে তা উড়িয়ে দিয়েছেন কোচ এরনেস্তো ভালভেরদে। তার দাবি, ফরাসি এই ফরোয়ার্ডকে নিয়ে খুশি কাতালান ক্লাবটি।
- ক্যারিয়ারে কোনো একদিন লিওনেল মেসির সঙ্গে খেলবেন, সবসবময় এমন বিশ্বাস ছিল বলে জানিয়েছেন উসমানে দেম্বেলে। চোট কাটিয়ে ফেরা বার্সেলোনার এই ফরাসি ফরোয়ার্ডের লক্ষ্য এখন দলকে সহযোগিতা করা।
- সাড়ে তিন মাস পর মাঠে ফিরে কয়েক দিনের ব্যবধানে আবারও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন উসমান দেম্বেলে। এ ধাপে চার সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে বার্সেলোনার এই ফরোয়ার্ডকে।
- বার্সেলোনার খেলার বর্তমান কৌশলের সঙ্গেই মানিয়ে নিতে হবে দলটির নতুন দুই মুখ ফিলিপে কৌতিনিয়ো ও উসমান দেম্বেলেকে। এই দুই খেলোয়াড়কে দলে খাপ খাইয়ে নিতে সহায়তা করতে বড় কোনো পরিবর্তনের কোনো ইচ্ছা নেই কোচ এরনেস্তো ভালভেরদের।
- চোটের কারনে সাড়ে তিন মাস বাইরে থাকার পর মাঠে ফিরতে প্রস্তুত বার্সেলোনার ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
- চোট কাটিয়ে দুই সপ্তাহের মধ্যে পুরোদমে অনুশীলনে ফেরার আশা বার্সেলোনার ফরোয়ার্ড উসমানে দেম্বেলের।
- এবারের ‘গোল্ডেন বয়’ পুরস্কারের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও গাব্রিয়েল জেসুস।
- উসমান দেম্বেলে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেও জানুয়ারির দল বদলে নতুন খেলোয়াড় কেনার ইচ্ছা নেই বলে জানিয়েছেন বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।
- চোট পেয়ে চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার নতুন ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
- জাতীয় দলে সতীর্থ উসমান দেম্বেলে বার্সেলোনায় যোগ দেওয়ায় ভীষণ খুশি সামুয়েল উমতিতি। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি এবার ক্লাবেও বন্ধুর সঙ্গে খেলার সম্ভাবনায় উচ্ছ্বসিত ফরাসি এই ডিফেন্ডার।
- নেইমার পিএসজিতে চলে যাওয়ায় বার্সেলোনার আক্রমণভাগে তৈরি হয়েছে শূন্যতা। উসমান দেম্বেলে পারবেন তা পূরণ করতে? তরুণ এই ফরোয়ার্ড অবশ্য এখনই সে পথে হাঁটতে চান না। জানিয়ে দিলেন, ব্রাজিলিয়ান তারকার অভাব পূরণ করতে আসেননি তিনি।
- বার্সেলোনার ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফিতে উসমান দেম্বেলের কাম্প নউয়ে আসার কথা আগেই জানিয়েছিল ক্লাবটি। সোমবার আনুষ্ঠানিকভাবে স্পেনের ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
- ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে নিতে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা।
- ক্লাবের ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফিতে উসমান দেম্বেলেকে কেনার কাছাকাছি পৌঁছে গেছে বার্সেলোনা। কাতালান এই ক্লাবটির সঙ্গে আলোচনা চললেও এখনও চূড়ান্ত কিছু হয়নি বলে জানিয়েছে এই ফরোয়ার্ডের ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড।
- ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলেকে কিনতে তার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে বার্সেলোনা সমঝোতায় পৌঁছেছে বলে সংবাদমাধ্যমের খবর।
- পাওলিনিয়ো, ফিলিপে কৌতিনিয়ো ও উসমানে দেম্বেলের বার্সেলোনায় আসার গুঞ্জনে মুখ খুলছেন না দলটির কোচ এরনেস্তো ভালভেরদে। তার ভাবনা কেবল স্প্যানিশ সুপার কাপে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে নিয়ে।
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’
- মাথায় গুলি নিয়ে কাতরাচ্ছে ১৬ মাসের শিশুটি
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- টেক্টর-ঝড় ছাপিয়ে ভারতের জয়