- চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের রেকর্ডটা সেই কবে রাউল গনসালেসের হাতছাড়া হয়েছে। এরপর তা নিয়ে কিছুদিন চলেছিল লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর কাড়াকাড়ি। আপাতত রেকর্ডটি নিয়ে আর ভাঙা-গড়া না চললেও দুজনের দ্বৈরথে তাদের গোলসংখ্যা চলে গেছে যেন ধরাছোঁয়ার বাইরে।
- চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে কঠিন লড়াই দেখছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। তবে ফরাসি চ্যাম্পিয়নদের জন্যও কাজটা সহজ হবে না বলে মনে করেন তিনি। তার মতে, লড়াইটা হবে সমানে সমান।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের শুরুতেই কঠিন লড়াইয়ের মুখে ধুঁকতে থাকা বার্সেলোনা। শেষ ষোলোয় পাঁচবারের চ্যাম্পিয়নরা খেলবে গতবারের রানার্সআপ পিএসজির বিপক্ষে।
- নিজের নামের পাশে তখন দুই গোল। এমন সময়ে নেইমার নিজেই আদায় করে নিলেন পেনাল্টি। কিন্তু হ্যাটট্রিকের সুযোগ না নিয়ে স্পট কিক নিতে দিলেন চ্যাম্পিয়ন্স লিগে গোল খরায় থাকা কিলিয়ান এমবাপেকে। সতীর্থের প্রতি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে পিএসজির কোচ টমাস টুখেল বলছেন, নেইমারের হৃদয় অনেক বড়।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কা উড়িয়ে ছন্দময় ফুটবলে দল উঠেছে নকআউট পর্বে। জিনেদিন জিদানের কণ্ঠে তাই একই সঙ্গে স্বস্তি ও আনন্দ। রিয়াল মাদ্রিদ কোচের দৃষ্টিতে, পারফরম্যান্সের বিচারে এটা মৌসুমে তাদের সেরা ম্যাচ।
- নিয়ম রক্ষার ম্যাচে দলে নয় পরিবর্তন এনে পরীক্ষা-নিরীক্ষা করলেন পেপ গুয়ার্দিওলা। বদলি নেমে আলো ছড়ালেন সের্হিও আগুয়েরো, রাহিম স্টার্লিং। মার্সেইয়ের বিপক্ষে আধিপত্য করে চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করল ম্যানচেস্টার সিটি।
- শুরুর ছন্দহীনতা কাটিয়ে ঘুরে দাঁড়াল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধের দুই গোলে লোকোমোতিভ মস্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করল হান্স ফ্লিকের দল।
- বাঁচা-মরার ম্যাচে এসে গোছানো ও পরিকল্পিত ফুটবল খেলল রিয়াল মাদ্রিদ। আক্রমণ ও মাঝমাঠে দেখা গেল চেনা রূপ, সের্হিও রামোস ফেরায় রক্ষণও হলো জমাট। দূর হলো চ্যাম্পিয়ন্স লিগ থেকে তাদের ছিটকে পড়ার শঙ্কা। বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বের টিকেট নিশ্চিত করল জিনেদিন জিদানের দল।
- ম্যাচের প্রথম মিনিটেই গোল। এমন দারুণ শুরুর পর যেন পথ হারিয়ে ফেলল লিভারপুল। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল মিতউইলান। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের রুখে দিল ডেনিশ চ্যাম্পিয়নরা।
- আগের ম্যাচের ছন্দ ধরে রেখে দুই বছর পর চ্যাম্পিয়ন্স লিগে হ্যাট্রট্রিক করলেন নেইমার। বিরল খরা কাটিয়ে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। দুই তারকার নৈপুণ্যে ইস্তানবুল বাসাকসেহিরকে উড়িয়ে দিল পিএসজি।
- এক যুগ পর চ্যাম্পিয়ন্স লিগ খেলা লাৎসিও ২০ বছর পর জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। সোমবারের ড্রয়ে ঠিক হবে তাদের প্রতিপক্ষ। দলটির ফরোয়ার্ড চিরো ইম্মোবিলের চাওয়া, নকআউট পর্বের প্রথম ধাপে বায়ার্ন মিউনিখ বা লিভারপুল যেন সামনে না পড়ে।
- ইউভেন্তুসের বিপক্ষে হারের জন্য নিজেদেরই কাঠগড়ায় তুলছেন অঁতোয়ান গ্রিজমান। ফরাসি এই ফরোয়ার্ড মনে করেন, কাম্প নউয়ে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে পারেননি বার্সেলোনার খেলোয়াড়রা।
- অপ্রত্যাশিত ঘটনায় ভেস্তে যেতে বসা পিএসজি-ইস্তানবুল বাসাকসেহির ম্যাচটি আবারও মাঠে গড়াতে যাচ্ছে। বুধবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫৫ মিনিটে শুরু হবে আগের দিনের লড়াইটি।
- বার্সেলোনাকে হারিয়ে বদলা নেওয়ার সঙ্গে নিশ্চিত হয়েছে গ্রুপ শ্রেষ্ঠত্ব। কাম্প নউয়ের এই জয়ে জানলুইজি বুফ্ফন ভুলেছেন আরেক দুঃখ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেবার জিতেও বিদায় নিয়েছিল ইউভেন্তুস, লাল কার্ড দেখেছিলেন বুফ্ফন।
- লাইপজিগের বিপক্ষে হারের দায় নিজেদের কাঁধে নিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ উলে গুনার সুলশার। তার মতে, ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা একটু বেশিই দেরিতে শুরু করেছিল দল। তিন গোলে পিছিয়ে পড়ার পর জেতা বেশ কঠিন বলে মনে করেন তিনি।
- ইউভেন্তুসের বিপক্ষে দলের রক্ষণের ব্যর্থতায় ক্ষুব্ধ মার্ক-আন্ড্রে টের স্টেগেন। সেরি আর দলটির চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত ছিলেন না বলে মনে করেন বার্সেলোনা গোলরক্ষক। ঘুরে দাঁড়াতে তাগিদ দিলেন রক্ষণের উন্নতির।
- চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে ইউভেন্তুস ও বার্সেলোনা একই গ্রুপে পড়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের সব মনোযোগ ঘিরে ছিল এই দুই দলের মুখোমুখি লড়াই। লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথ। দীর্ঘ প্রতীক্ষা শেষের মঞ্চে প্রত্যাশিত রূপে নিজেকে মেলে ধরলেন পর্তুগিজ তারকা, পারলেন না বার্সেলোনা অধিনায়ক।
- এক দশকের বেশি সময় ধরে তাদের শ্রেষ্ঠত্ব নিয়ে কত না আলোচনা। কে সেরা, এ নিয়ে শেষ নেই তর্ক-বিতর্কের। দুই জনের হাতে ধরা দিয়েছে কত অর্জন, কত রেকর্ডের পালকে সমৃদ্ধ তাদের মুকুট। আরও একবার কাম্প নউয়ে দেখা গেল দুই জনের দ্বৈরথ, সেখানে জিতে ক্রিস্তিয়ানো রোনালদো জানালেন, লিওনেল মেসিকে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন না।
- ম্যানচেস্টার ইউনাইটেডের দরকার ছিল ড্র। লাইপজিগের জয়। তিন গোল হজম করে শেষ দিকে দুটি পরিশোধ করে ঘুরে দাঁড়িয়েছিল উলে গুনার সুলশারের দল, কিন্তু শেষ রক্ষা হয়নি। দারুণ এক জয় তুলে নিল লাইপজিগ। অনিশ্চয়তার মেঘ সরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জার্মানির দলটি।
- চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষটা সুখকর হলো না চেলসির। নিয়মিত একাদশের অনেককে ছাড়া খেলতে নেমে হোঁচট খেয়েছে তারা। ইংলিশ দলটিকে তাদের মাঠেই রুখে দিয়েছে ক্রাসনোদার।
- ম্যাচ জুড়ে বেশ ভালোই খেললেন লিওনেল মেসি। সুযোগ পেলেন, সুযোগ তৈরি করলেন; কিন্তু কাঙ্ক্ষিত ঠিকানায় বল পাঠাতে পারলেন না। তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর পায়ে অতটা বল দেখা গেল না, তবে দুটি সফল পেনাল্টিতে মূল কাজটা সেরে ফেললেন তিনি। তাতে তৈরি হয়ে গেল ম্যাচের ব্যবধানও। বার্সেলোনাকে তাদেরই মাঠে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ইউভেন্তুস।
- জমজমাট লড়াইয়ের আভাস দেওয়া ম্যাচ শুরু হতে না হতে ভেস্তে যেতে বসেছে। বর্ণবাদের অভিযোগ তুলে ইস্তানবুল বাসাকসেহিরের খেলোয়াড়রা মাঠ ছাড়ায় পরিত্যক্ত শঙ্কায় পিএসজির বিপক্ষে তাদের ম্যাচ।
- শাখতার দোনেৎস্কের বিপক্ষে ইন্টার মিলানের শুধু জিতলেই হবে না। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যেতে দলটিকে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া মনশেনগ্লাডবাখের ম্যাচে যে কোনো দলের জয় প্রার্থনা করতে হবে। কিন্তু দল দুটি যদি পয়েন্ট ভাগাভাগি করার জন্য আঁতাত করে বসে? এমন কিছুর কোনো সম্ভাবনাই দেখেন না ইন্টার কোচ আন্তোনিও কন্তে।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ধাক্কা খেল ইন্টার মিলান। চোটে ছিটকে গেছেন দলটির মিডফিল্ডার আর্তুরো ভিদাল।
- দলের একের পর এক বাজে পারফরম্যান্সে প্রবল চাপের মধ্যে থাকা জিনেদিন জিদান অগ্নিপরীক্ষার সামনে দাঁড়িয়ে। কঠিন এই সময়ে নিজের চাকরি নিয়ে ভাবছেন না রিয়াল মাদ্রিদ কোচ। তার মনোযোগ কেবল চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে।
- চলতি মৌসুমে খুব একটা ছন্দে নেই লিওনেল মেসি। গত গ্রীষ্মকালীন দলবদলে ক্লাব ছাড়তে চাওয়ার প্রচেষ্টা বার্সেলোনা অধিনায়কের পারফরম্যান্সে প্রভাব ফেলছে বলে মনে করেন ইউভেন্তুস কোচ আন্দ্রেয়া পিরলো।
- চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিও রামোস ও রাইট-ব্যাক দানি কারভাহাল। চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দলটির জন্য যা হতে পারে বড় অনুপ্রেরণা।
- চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান বলেছিলেন, গ্রুপে নিজেদেরকেই সেরা মনে হচ্ছে তার। এখনও পর্যন্ত তা প্রমাণ করেছে দলটি। দুই ম্যাচ বাকি থাকতে নিশ্চিত করেছে নকআউট পর্ব। লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার। ইউভেন্তুসের বিপক্ষে ফিরতি লড়াইয়ে তাই পূর্ণ শক্তির দল খেলানোর ঘোষণা দিলেন ডাচ কোচ কুমান।
- চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করতে ড্র-ই যথেষ্ট পিএসজির জন্য। তবে দলটির কোচ টমাস টুখেল ছাড় দিতে নারাজ একবিন্দুও। ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে জয়ের বিকল্প কিছু ভাবছেন না। এ ম্যাচকে দেখছেন আরেকটি ফাইনাল হিসেবে।
- ২০১৮ সালে ক্রিস্তিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর তাকে দেখা যায়নি সময়ের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছে সেই সুযোগ। গ্রুপ পর্বের সেরা হওয়ার লড়াইয়ে দুই তারকার রোমাঞ্চকর দ্বৈরথের অপেক্ষায় ফুটবলপ্রেমীদের মতো বার্সেলোনা কোচ রোনাল্ড কুমানও।
- চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থায় থাকলেও সেরি আয় মৌসুমের শুরু থেকে ধুঁকছে ইউভেন্তুস। এজন্য প্রস্তুতির যথেষ্ট সময় না পাওয়াকে দায় দিচ্ছেন লিওনার্দো বোনুচ্চি। আর কঠিন সময়ের বিবেচনায় তারা সঠিক পথে আছেন বলে মনে করছেন এই ইতালিয়ান ডিফেন্ডার।
- বাজে সময় পেছনে ফেলার আভাস দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন অঁতোয়ান গ্রিজমান। শুরুর একাদশে ফেরার পর থেকে যেন উড়ছেন মার্টিন ব্রাথওয়েট। চোট থেকে সেরে ওঠা উসমান দেম্বেলেও খেলছেন দুর্দান্ত। কাকে রেখে কাকে খেলাবেন, যেন ভেবে পাচ্ছেন না বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান।
- চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দল হিসেবে টানা পাঁচ ম্যাচে পেনাল্টি আদায় করে নেওয়ার কীর্তি গড়েছে বার্সেলোনা।
- চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখানো বার্সেলোনাকে লা লিগায় দেখতে চান রোনাল্ড কুমান। ইউরোপ সেরার মঞ্চে ধরে রাখতে চান ধারাবাহিকতা। সেই সঙ্গে বাজে শুরুর পর ঘরোয়া লিগে কক্ষপথে থাকতে সেখানেও চান এমন জয়যাত্রা।
- ৭৫০ গোল, ৭৫০ খুশির মুহূর্ত, ভক্তদের মুখে ৭৫০ হাসি-এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন ক্রিস্তিয়ানো রোনালদো। দিনামো কিয়েভের জালে বল জড়িয়ে ক্যারিয়ারে সাড়ে সাতশ গোলের মাইলফলক স্পর্শ করা এই পর্তুগিজ ফরোয়ার্ড জানালেন নতুন লক্ষ্যের কথা।
- শুরুতে এগিয়ে নিলেন ফেদেরিকো চিয়েসা। বিশ্রাম কাটিয়ে ফেরা ক্রিস্তিয়ানো রোনালদো, আলভারো মোরাতা দ্বিতীয়ার্ধে পেলেন গোলের দেখা। দিনামো কিয়েভের বিপক্ষে আয়েশী জয় পেল আগেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করা ইউভেন্তুস। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়েও আন্দ্রেয়া পিরলোর দল থাকল ভালোভাবে।
- শুরুর একাদশে ফিরে জ্বলে উঠলেন অলিভিয়ে জিরুদ। করলেন দারুণ এক হ্যাটট্রিক। ফরাসি ফরোয়ার্ডের নৈপুণ্যে সেভিয়াকে তাদের মাঠেই উড়িয়ে গ্রুপ সেরা হলো চেলসি।
- খাদের কিনারায় দাঁড়িয়ে দারুণ শুরুর পর ছন্দ হারাল পিএসজি। সেই সুযোগে প্রতিপক্ষকে চেপে ধরল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে চমৎকার কয়েকটি সুযোগ পেয়েও ব্যবধান গড়ে দিতে পারল না তারা। শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিল ফরাসি চ্যাম্পিয়নরা। জোরালো করল চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা।
- চ্যাম্পিয়ন্স লিগে ছুটে চলেছে বার্সেলোনার জয়রথ। কাম্প নউয়ে উড়িয়ে দেওয়ার পর ফেরেন্সভারোসকে আবারও অনায়াসে হারিয়েছে রোনাল্ড কুমানের দল। উজ্জ্বল করেছে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করার আশা।
- দারুণ এক কীর্তি গড়তে যাচ্ছেন স্তেফানি ফ্রাপা। প্রথম নারী রেফারি হিসেবে পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ পরিচালনা করবেন এই ফরাসি।
- পারফরম্যান্সে ধারাবাহিকতার চরম অভাব, আত্মবিশ্বাসের ঘাটতিও স্পষ্ট। উত্থান-পতনের মধ্যে দিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ পড়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায়। তবে দেয়ালে পিঠ ঠেকে গেলে দলটি কী করতে পারে, তা মনে করিয়ে দিলেন লুকা মদ্রিচ। সেটা আবারও করে দেখানোর লক্ষ্যে কথা না বাড়িয়ে মাঠে তা প্রমাণের তাগিদ অনুভব করছেন তারকা এই মিডফিল্ডার।
- শুরুর ছন্দহীনতা কাটিয়ে ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলল প্রতিপক্ষকে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মিলল না। ইংলিশ দলটিকে রুখে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে পোর্তো।
- প্রথম পছন্দের নয় খেলোয়াড় বেঞ্চে রেখে নামা বায়ার্ন মিউনিখকে শুরু থেকে চাপে রাখল আতলেতিকো মাদ্রিদ। প্রথমার্ধে পেয়ে গেল কাঙ্ক্ষিত গোলের দেখাও। কিন্তু শেষ দিকে গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করল দিয়েগো সিমেওনের দল। তাতে ঝুলে গেল দলটির চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠাও।
- আক্রমণাত্মক ফুটবলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলল আয়াক্স। তবে শক্তিশালী লিভারপুলকে আটকাতে পারল না তারা। গত রাউন্ডে ঘরের মাঠের হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার পাশাপাশি গ্রুপ সেরা হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে ইয়ুর্গেন ক্লপের দল।
- সময়টা বড্ড বাজে যাচ্ছে রিয়াল মাদ্রিদের। ক্রমেই পিছিয়ে পড়ছে লা লিগায়। শাখতার দোনেৎস্কের বিপক্ষে আবার হারার পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা দলটির সামনে। তবুও অবিচল জিনেদিন জিদান। ইউরোপের সফলতম দলটির কোচ জানালেন, পরিস্থিতি যত কঠিনই হোক হাল ছাড়বেন না, চালিয়ে যাবেন লড়াই।
- ভালো শুরুর পর হুট করেই ছন্দটা হারিয়ে ফেলল রিয়াল মাদ্রিদ। নিজেদের ভুলে গোল খাওয়ার পর তো হয়ে পড়ল কক্ষচ্যুত। প্রতিপক্ষের দিক হারানোর সুযোগটা দারুণভাবে কাজে লাগাল শাখতার দোনেৎস্ক। দারুণ দুটি প্রতি-আক্রমণে পার্থক্য গড়ে দিল ইউক্রেনের দলটি।
- ২০২০ সালের বর্ষসেরা একাদশ নির্বাচনের জন্য নিজেদের ওয়েবসাইটে ফুটবল ভক্তদের ভোট নেওয়া শুরু করেছে উয়েফা, চলবে জানুয়ারি পর্যন্ত। ৫০ জন ফুটবলারের এই সংক্ষিপ্ত তালিকায় এবার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন কেবল একজন করে-লিওলেন মেসি ও সের্হিও রামোস।
- দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সুবর্ণ সুযোগ কাজে লাগাচ্ছেন রোনাল্ড কুমান। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় টানা দ্বিতীয় ম্যাচে দলে রাখেননি লিওনেল মেসিকে। অধিনায়কের সঙ্গে বিশ্রাম পেয়েছেন প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন ও মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো।
- জিতলেই নকআউট পর্ব নিশ্চিত, হোঁচট খেলে নতুন করে জাগবে শঙ্কা-শাখতার দোনেৎস্কের বিপক্ষে ম্যাচের আগে তাই বাড়তি সতর্ক রিয়াল মাদ্রিদ। সেকারণেই আক্রমণে ওঠার সময় রক্ষণ যেন আলগা না হয়ে পড়ে, সতীর্থদের সেদিকে মনোযোগ রাখার তাগিদ দিলেন দলটির ডিফেন্ডার নাচো ফের্নান্দেস।
- গোড়ালির গাঁটের চোট থেকে সেরে উঠে এবার মাংশপেশির চোট। রিয়াল মাদ্রিদ অধ্যায়ের শুরু থেকেই চোটের সঙ্গে লড়তে হচ্ছে বেলজিয়ান ফরোয়ার্ড এদেন আজারকে। সান্তিয়াগো বের্নাবেউয়ের দলে নিজের সেরাটা দেওয়ার চাপ থেকেই এই চোট বলে মনে করেন তার জাতীয় দলের ডাক্তার ক্রিস ফন ক্রমব্রুগ।
- চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের বিকল্প নেই শাখতার দেনেৎস্কের। প্রথম লেগে মাদ্রিদ থেকে জয় নিয়ে ফেরার অভিজ্ঞতা আত্মবিশ্বাস জোগাচ্ছে ইউক্রেনের দলটিকে। কোচ লুইস কাস্ত্রোও বললেন, রিয়ালকে আবারও হারানোর সামর্থ্য তার দলের আছে।
- চোট পিছু ছাড়ছে না এদেন আজারের। চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে রিয়াল মাদ্রিদ দল থেকে ছিটকে গেছেন এই তারকা ফরোয়ার্ড। তবে জিনেদিন জিদানের দলের জন্য স্বস্তির উপলক্ষ হয়ে এসেছে তারকা স্ট্রাইকার করিম বেনজেমার ফেরা।
- মৌসুমের শুরু থেকে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসের কমতি নেই দলটির কোচ জিনেদিন জিদানের। ফরাসি কিংবদন্তির আশা, শিগগিরই কাটবে কঠিন সময়, ছন্দ খুঁজে পাবে দল।
- চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে টানা চতুর্থ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। সালসবুর্ককে আবার হারিয়ে টুর্নামেন্টের নকআউট পর্বের টিকেট নিশ্চিত করেছে হান্স ফ্লিকের দল।
- চ্যাম্পিয়ন্স লিগে ঠিক ছন্দ খুঁজে পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। প্রথম দুই ম্যাচ পর আগের রাউন্ডে জয়ের দেখা পেলেও তাদের পারফরম্যান্স ছিল না মান অনুযায়ী। ইন্টার মিলানকে আবারও হারিয়ে স্বরূপে ফেরার আভাস দিল টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে নকআউট পর্বে ওঠার আশাও জোরালো করল জিনেদিন জিদানের দল।
- ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকলেও চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। অলিম্পিয়াকোসকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে টুর্নামেন্টের শেষ ষোলোয় উঠেছে পেপ গুয়ার্দিওলার দল।
- প্রথম তিন ম্যাচে জয় কেবল একটি। পয়েন্ট তালিকায় অবস্থান তিনে। তবে ঘুরে দাঁড়ানোর প্রশ্নে আত্মবিশ্বাসের কমতি নেই রিয়াল মাদ্রিদের কাসেমিরোর। ইন্টার মিলানের বিপক্ষে ফিরতি ম্যাচের আগে দৃঢ় কণ্ঠে ব্রাজিলিয়ান মিডফিল্ডার বললেন, গ্রুপ সেরা হয়েই চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে যেতে চান তারা।
- ব্যস্ত সূচিতে ফিটনেস ধরে রাখতে বিশ্রামের খুব প্রয়োজন-বিষয়টি অনুধাবন করতে পেরে লিওনেল মেসিসহ অনেককে বসিয়ে একাদশে আমূল পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। দিন শেষে যা বেশ কার্যকর প্রমাণিত হয়েছে। দিনামো কিয়েভের মাঠে বড় ব্যবধানে জয়ের পর সমালোচনার মুখে থাকা এই ডাচ কোচ বললেন, অনিয়মিত ফুটবলারদের সতেজতাই এই সাফল্যের মূল কারণ।
- গোলখরার বৃত্ত থেকে বেরিয়ে এলেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোলেই লাইপজিগের বিপক্ষে কষ্টের জয় পেলো পিএসজি। নিল প্রথম লেগে হারের মধুর প্রতিশোধ। জমে ওঠা শঙ্কার মেঘ সরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলার আশাও বাঁচিল রাখল ভালোভাবে।
- আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে দারুণ খেলল ম্যানচেস্টার ইউনাইটেড। ইস্তানবুল বাসাকসেহিরকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল উলে গুনার সুলশারের দল। তুরস্কের দলটির মাঠে হারের প্রতিশোধও নিল তারা।
- ক্রিস্তিয়ানো রোনালদো পথ দেখালেও আগেভাগে নকআউট পর্বে ওঠার সুযোগ হাতছাড়া হতে বসেছিল। অনেক সুযোগ নষ্টের পরও শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছেড়েছে ইউভেন্তুস। আলভারো মোরাতার যোগ করা সময়ের গোলে ফেরেন্সভারোসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে পা দিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
- লা লিগায় ভুগলেও চ্যাম্পিয়ন্স লিগে অন্য চেহারায় দেখা যাচ্ছে বার্সেলোনাকে। লিওনেল মেসিসহ প্রথম পছন্দের বেশ কয়েকজনকে ছাড়াই তারা ধরে রাখলো জয়ের ধারা। দিনামো কিয়েভকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেছে রোনাল্ড কুমানের দল।
- অনেকটা সময় এগিয়ে থেকেও রেনের বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল চেলসি। পার্থক্য গড়ে দিলেন বদলি নামা অলিভিয়ে জিরুদ। তার শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।
- প্রথম তিন ম্যাচে মেলেনি জয়ের দেখা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি ম্যাচটি তাই ইন্টার মিলানের জন্য হয়ে দাঁড়িয়েছে বাঁচা-মরার লড়াই। ইতালিয়ান দলটির কোচ আন্তোনিও কন্তে ম্যাচটিকে দেখছেন ‘ফাইনাল’ হিসেবে। স্প্যানিশ জায়ান্টদের হারাতে তিনটি মন্ত্রে শিষ্যদের উদ্বুদ্ধ করলেন তিনি।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একটি সুসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। করোনাভাইরাসমুক্ত হয়ে দলে ফিরেছেন মিডফিল্ডার কাসেমিরো।
- চোট আর করোনাভাইরাসের জন্য প্রথম পছন্দের একাদশ কমই খেলাতে পারছেন টমাস টুখেল। তারওপর চ্যাম্পিয়ন্স লিগে গোল খরায় ভুগছেন দলের সবচেয়ে বড় দুই ভরসা নেইমার ও কিলিয়ান এমবাপে। এর প্রভাবও পড়েছে; ইউরোপ সেরার মঞ্চে টিকে থাকতে সংগ্রাম করতে হচ্ছে ফরাসি চ্যাম্পিয়নদের। কোচ টুখেলের আশা, দলকে কক্ষপথে ফেরাতে আসছে ম্যাচেই গোল পাবেন নেইমার ও এমবাপে।
- সবশেষ ছয় ম্যাচে জয় মাত্র একটি। লা লিগার শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদের চেয়ে বার্সেলোনা পিছিয়ে পড়েছে ১২ পয়েন্টে। এরপরও লিগ শিরোপা জেতার সম্ভাবনা দেখছেন ক্লেমোঁ লংলে। হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় কাতালান ক্লাবটির এই ডিফেন্ডারের।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দিনামো কিয়েভের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে লিওনেল মেসিকে রাখেননি বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। কারণ হিসেবে আর্জেন্টাইন তারকার বিশ্রাম দরকার বলে জানিয়েছেন তিনি।
- কয়েক বছর ধরেই বার্সেলোনার অবস্থা অবনতির দিকে। ঘুরে দাঁড়াতে ক্লাবে হওয়া বড় পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন দলটির অভিজ্ঞ ফুটবলার জেরার্দ পিকে। এখন পর্যন্ত মাঠের পারফরম্যান্সে উন্নতির ছাপ না পড়লেও দল সঠিক পথে আছে বলে মনে করেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
- চ্যাম্পিয়ন্স লিগে ফেরেন্সভারোসের বিপক্ষে ম্যাচের ফলে খুশি হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন ইউভেন্তুস কোচ আন্দ্রেয়া পিরলো। বিশেষ করে নিজের ফরোয়ার্ডদের মানসিকতার কড়া সমালোচনা করেছেন তিনি। কোনোরকম রাখঢাক না করে আক্রমণভাগের খেলোয়াড়দের ‘স্বার্থপর’ বলে দিলেন সাবেক তারকা এই মিডফিল্ডার।
- ম্যাচের বিভিন্ন পর্যায়ে রোনাল্ড কুমানের অভিব্যক্তিই বলে দিচ্ছিল সব। সুযোগ হাতছাড়ার মহড়া দিনামো কিয়েভের বিপক্ষেও ধরে রাখে বার্সেলোনা। প্রতি-আক্রমণে তাদের অনেকবারই কাঁপিয়ে দিচ্ছিল ইউক্রেনের দলটি। ম্যাচ শেষে কুমান জানালেন, প্রতিপক্ষের পায়ে যখন বল থাকে সেই সময়ের খেলায় তার দলের আরও উন্নতি প্রয়োজন।
- প্রথমার্ধে দুই পেনাল্টি গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া চেলসি বিরতির পর জালের দেখা পেল আরও একবার। রেনকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।
- শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল লাইপজিগ। পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে জয়ে ফিরল জার্মানির দলটি। গত আসরের হারের মুধুর প্রতিশোধও নিল তারা।
- অনেক সুযোগ নষ্ট হলো। প্রতিপক্ষের হাস্যকর সব ভুলে এরপরও বড় জয়ের আনন্দে ভাসলো ইউভেন্তুস। আলভারো মোরাতার জোড়া গোলে ফেরেন্সভারোসকে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
- ফিনিশিংয়ে খুব একটা উন্নতি না হলেও চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা ধরে রেখেছে বার্সেলোনা। ঘরের মাঠে খর্ব শক্তির দিনামো কিয়েভকে হারিয়ে তারা এগিয়ে গেছে শেষ ষোলোর পথে।
- দুই গোল খেয়ে পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়ানোর আভাস দিল বটে। কিন্তু শেষ রক্ষা হলো না। ইংলিশ দলটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পয়েন্ট পেয়েছে ইস্তানবুল বাসাকসেহির।
- হারের জন্য নিজেদেরই দোষ দিলেন আন্তোনিও কন্তে। একই সঙ্গে রেফারিরও দায় দেখছেন ইন্টার মিলান কোচ। তার মতে, রিয়াল মাদ্রিদের প্রথম গোলটি হয়ইনি। কারণ, করিম বেনজেমা বল জালে পাঠানোর আগে আশরাফ হাকিমিকে ‘ফাউল’ করেছিলেন ফেরলঁদ মঁদি।
- দিনামো কিয়েভের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে দারুণ এক সুখবর পেল বার্সেলোনা সমর্থকরা। চোট কাটিয়ে দলে ফিরেছেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
- চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই রিয়াল মাদ্রিদের ছিটকে পড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। প্রথম জয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে প্রতিযোগিতার সফলতম দলটি। ইন্টার মিলানের বিপক্ষে রিয়ালের জয়ের নায়ক রদ্রিগোও জানালেন, এই জয় খুশির সঙ্গে তাদের জন্য বয়ে নিয়ে এসেছে দারুণ স্বস্তি।
- চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে সালসবুর্কের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল বায়ার্ন মিউনিখ। তবে শেষ দিকের গোল উৎসবে প্রত্যাশিত জয় নিয়েই ফিরেছে হান্স ফ্লিকের দল।
- প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে এক গোল পেলো ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে আধিপত্য করলেও ব্যবধান বাড়াতে পারছিল না তারা। শেষ দিকে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করলেন বদলি নামা গাব্রিয়েল জেসুস; দারুণ শটে জালের দেখা পেলেন জোয়াও কানসেলো। অলিম্পিয়াকোসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা ধরে রাখল পেপ গুয়ার্দিওলার দল।
- আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে নজরকাড়া আতালান্তাকে তাদেরই মাঠে উড়িয়ে দিল লিভারপুল। ইংলিশ চ্যাম্পিয়নদের ফরোয়ার্ডরা ইতালিতে হয়ে উঠলেন অপ্রতিরোধ্য। হ্যাটট্রিক করলেন দিয়োগো জোতা, জালের দেখা পেলেন মোহামেদ সালাহ ও সাদিও মানে।
- প্রতিপক্ষের উপহার পাওয়ার মিনিট সাতেক বাদে সের্হিও রামোসের নিখুঁত হেড। দুই গোলে এগিয়ে যাওয়ার পরও অবশ্য পয়েন্ট হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। বদলি নেমে শেষে দলের মুখে হাসি ফোটালেন তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের স্বাদ পেল জিনেদিন জিদানের দল।
- ডাগআউটে নতুন মুখ, ফরমেশনে পরিবর্তন। কিন্তু গত মৌসুমের ছন্দহীনতা পেছনে ফেলতে পারেনি বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভালো হলেও লা লিগায় ভীষণ বিবর্ণ দলটির পারফরম্যান্স। কক্ষপথে ফিরতে তাই আরেক দফা পরিবর্তনের আভাস দিলেন কোচ রোনাল্ড কুমান। বদলটা এবার অনুশীলনের ধরনে।
- চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে দলের আরেক তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকেও পাচ্ছে না পিএসজি। পায়ের মাংশপেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা।
- কাম্প নউ ছেড়েছেন দেড় মাস হতে চলল। নতুন ঠিকানায় এরই মধ্যে বেশ মানিয়েও নিয়েছেন আর্তুরো ভিদাল। তবে সাবেক ক্লাবের প্রতি তার আবেগ একটুও কমেনি। তাইতো চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের হয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে একই সঙ্গে তার মনে দুটি লক্ষ্য উঁকি দিচ্ছে। মাদ্রিদের দলটিকে হারিয়ে ইন্টার সমর্থকদের পাশাপাশি বার্সেলোনা সমর্থকদেরও আনন্দ দিতে চান এই মিডফিল্ডার।
- চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে অনেক বড় এক ধাক্কা খেয়েছে আয়াক্স। নেদারল্যান্ডসের দলটির ১১ খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত বলে ডাচ গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
- চ্যাম্পিয়ন্স লিগে স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। লা লিগায় ভুগছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। স্পেনের সফলতম দল দুটি নেই স্বরূপে। ধারাবাহিকতার ঘাটতির একটি কারণ খুঁজে পেয়েছেন রাফায়েল ভারানে। রিয়ালের এই ফরাসি ডিফেন্ডার মনে করেন, কঠিন সূচির জন্যই নিজেদের উঁচু মান ধরে রাখতে পারছে না ক্লাব দুটি।
- একটি করে হার ও ড্র। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের খেরোখাতায় এখনও যোগ হয়নি জয় শব্দটি। এবারের প্রতিপক্ষ শক্তিশালী ইন্টার মিলান। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান তাই সেরি আর দলটির বিপক্ষে ম্যাচটিকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন। পুরো তিন পয়েন্ট পাওয়ার আশা নিয়ে মাঠের লড়াইয়ে নামার কথাও জানিয়েছেন প্রত্যয়ী কণ্ঠে।
- চ্যাম্পিয়ন্স লিগে সালসবুর্কের বিপক্ষে ম্যাচের আগে একটি ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। দলটির জার্মান ডিফেন্ডার নিকলাস সুলের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
- বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে অনেক বড় ধাক্কা খেয়েছে দিনামো কিয়েভ। করোনাভাইরাস থাবা বসিয়েছে দলটির নয় জন খেলোয়াড়সহ ১৪ জনের শরীরে।
- বড় এক ধাক্কা খেল পিএসজি। পায়ের অ্যাডাক্টর মাংসপেশির চোটে তাদের পরবর্তী তিন ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
- ক্লাসিকোয় হারের পর চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের বিপক্ষে জয়টা খুব দরকার ছিল বলে মনে করেন বার্সেলোনার সের্হি রবের্তো। সেরি আ চ্যাম্পিয়নদের বিপক্ষে আধিপত্য করা কাতালান দলটির এদিন আরও গোল পাওয়া উচিত ছিল বলে মনে করেন এই স্প্যানিশ ফুটবলার।
- ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে হারে ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন আন্দ্রেয়া পিরলো। ইউভেন্তুস কোচের কাছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের এই হার তাদের জন্য অনেক বড় এক শিক্ষা।
- অস্থির সময়ের মধ্য চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের বিপক্ষে জয় স্বস্তি নিয়ে এসেছে বার্সেলোনায়। ইতালিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে দলের খেলায় মুগ্ধ রোনাল্ড কুমান। তার চোখে এখন পর্যন্ত মৌসুমে এটাই লিওনেল মেসিদের সেরা খেলা।
- প্রথমার্ধে একবার জালের দেখা পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড বিরতির পর যেন গোল উৎসবে মাতল। আগের ম্যাচে জয়সূচক গোল করা মার্কাস র্যাশফোর্ড এবার বদলি নেমে ১৮ মিনিটে করলেন দারুণ এক হ্যাটট্রিক। লাইপজিগকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেল উলে গুনার সুলশারের দল।
- বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারতো বার্সেলোনা। কিন্তু লিওনেল মেসি ও অঁতোয়ান গ্রিজমানদের সুযোগ নষ্টের ভিড়ে তা সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধেও চলে তাদের সুযোগ নষ্টের মহড়া। এরপরও নিজেদের খুঁজে ফেরা ইউভেন্তুসের বিপক্ষে জয় পেতে তেমন সমস্যা হয়নি তাদের। উসমান দেম্বেলের সৌভাগ্যপ্রসূত গোলের পর অধিনায়কের শেষের লক্ষ্যভেদে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরেছে রোনাল্ড কুমানের দল।
- শুরুর মলিনতা পিএসজি কাটিয়ে উঠল দ্বিতীয়ার্ধে, মোইজে কিনের জোড়া গোলে। চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে পেল প্রথম জয়ের দেখা। কিন্তু অস্বস্তির কাঁটা হয়ে থাকল চোট পেয়ে দলের সেরা তারকা নেইমারের মাঠ ছাড়া।
- প্রথমার্ধে দলকে এগিয়ে নিলেন ক্যালাম হাডসন-ওডোই। বিরতির পর জালের দেখা পেলেন টিমো ভেরনার, হাকিম জিয়াশ ও ক্রিস্টিয়ান পুলিসিক। ক্রাসনোদারকে উড়িয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেয়েছে চেলসি।
- শঙ্কা ছিল আগে থেকেই। সেটা নিশ্চিত হলো কোচ আন্দ্রেয়া পিরলো দল ঘোষণার পর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে পাচ্ছে না ইউভেন্তুস।
- নিজেদের প্রিয় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বিব্রতকর এক রেকর্ড গড়তে বসেছিল রিয়াল মাদ্রিদ- ইউরোপিয়ান প্রতিযোগিতায় টানা চার ম্যাচে হার। বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে তা থেকে রক্ষা পেয়েছে দল। কোনোমতে হার এড়ানোর ম্যাচ থেকে ইতিবাচক রসদ খুঁজে নিচ্ছেন দলটির কোচ জিনেদিন জিদান। কোণঠাসা অবস্থায় খেলোয়াড়রা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে মুগ্ধ এই ফরাসি কোচ।
- চোটে আগে থেকেই বাইরে গাব্রিয়েল জেসুস। একই কারণে পরে ছিটকে যান দলের রেকর্ড গোলদাতা সের্হিও আগুয়েরোও। দুই তারকা ফরোয়ার্ডের অনুপস্থিতিতে পথ দেখালেন ফেররান তরেস, ইলকাই গিনদোয়ান ও রাহিম স্টার্লিং। চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের প্রথম দেখায় মার্সেইয়ের বিপক্ষে দারুণ জয় পেল ম্যানচেস্টার সিটি।
- গোলশূন্য প্রথমার্ধের পর দলকে এগিয়ে নিলেন দিয়েগো জোতা। শেষ দিকে ব্যবধান বাড়ালেন মোহামেদ সালাহ। মিতউইলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
- তিন দিন আগে দুর্দান্ত পারফরম্যান্সে ক্লাসিকো জেতা রিয়াল মাদ্রিদ যেন হঠাৎ করেই পথ হারিয়ে ফেলেছিল। অধিকাংশ সময় প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও তাদের আক্রমণগুলো ছিল ধারহীন। উল্টো দুই গোল খেয়ে পড়েছিল চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় হারের শঙ্কায়। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ালো জিনেদিন জিদানের দল। ছয় মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠ থেকে স্বস্তির ড্র নিয়ে ফিরেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।
- চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযানে লোকোমোতিভ মস্কোর মাঠে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল বায়ার্ন মিউনিখ। ত্রাতা হয়ে দেখা দিলেন জশুয়া কিমিচ। তার দারুণ গোলে তিন পয়েন্ট নিয়ে ফিরেছে জার্মান চ্যাম্পিয়নরা।
- খেলোয়াড়ি জীবনে অনেকবার মুখোমুখি হয়েছেন লিওনেল মেসির। এবার কোচ হিসেবে প্রথমবারের মতো বার্সেলোনা তারকাকে আটকানোর পরিকল্পনা আঁটতে হচ্ছে ইউভেন্তুসের আন্দ্রেয়া পিরলোকে।
- আরেক দফার চোটে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন সের্হিও আগুয়েরো। এ যাত্রায় পায়ের পেশির চোট কাটিয়ে আর্জেন্টাইন তারকার ফিরতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
- শক্তি-সামর্থ্যে কোনো কমতি নেই। ঘরোয়া ফুটবলেও বেশ সফল ম্যানচেস্টার সিটি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ এলেই বারবার দিক হারায় দলটি। এখনও ছুঁয়ে দেখা হয়নি ট্রফি। তবে মার্সেই কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াসের মতে, পেপ গুয়ার্দিওলার দল এবার ইউরোপ সেরার ট্রফি জেতার জন্য প্রস্তুত।
- চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় দুদিন আগে ক্লাসিকো জিতলেও এর আগে হার, ড্রয়ের তেতো স্বাদও পেয়েছে দলটি। অন্যদিকে, বায়ার্ন মিউনিখ সব প্রতিযোগিতায় ছুটছে দারুণভাবে। রিয়ালের টনি ক্রুস খুব করে চাইছেন, বায়ার্নের মতো দাপুটে ফুটবলের পসরা মেলুক তার দলও।
- ঘরোয়া ফুটবলে তো বটেই, ইউরোপ সেরার লড়াইয়েও বেশ সফল বায়ার্ন মিউনিখ। গত মৌসুমে দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এবারও শুরুটা দারুণ করেছে তারা। তাতে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠা দলটির ফরোয়ার্ড টমাস মুলারের কাছে ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতাটি ‘নিজেদের’ বলে মনে হচ্ছে।
- দলের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও ভালো নয়। শক্তিতে অনেক পিছিয়ে থাকা দুই দলের বিপক্ষে হারাতে হয়েছে পয়েন্ট। এই পরিস্থিতির মাঝেই চ্যাম্পিয়ন্স লিগে শক্তিশালী বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে ইউভেন্তুস। তবে খুব একটা দুঃশ্চিন্তার কিছু দেখছেন না কোচ আন্দ্রেয়া পিরলো।
- কঠিন এক সপ্তাহ শেষে ক্লাসিকো জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার আরেকটি সুসংবাদ পেল তারা। চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড এদেন আজার।
- ফুটবল মাঠে ফিরেছে অনেক দিন হলো, কিন্তু গ্যালারি এখনও ফাঁকা। এই অদ্ভুত পরিস্থিতি থেকে ধীরে ধীরে বের হতে চাইছে বার্সেলোনা। আগামী ডিসেম্বরে ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কাম্প নউয়ে দর্শক ফেরানোর পরিকল্পনা করছে কাতালান প্রদেশের সরকার।
- শাখতার দোনেৎস্কের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হারের জন্য প্রথমার্ধের বাজে পারফরম্যান্সকে দায়ী করেছেন লুকা মদ্রিচ। ক্রোয়াট এই মিডফিল্ডার মনে করেন, বিরতির আগের সময়টায় লড়াইয়েই ছিলেন না তারা।
- একেবারে শেষ দিকে নেমেও ম্যাচ শেষ করে আসতে পারেননি ফের্নান্দিনিয়ো। চোট পেয়ে চার থেকে ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির এই ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার।
- চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন জিনেদিন জিদান। ঘরের মাঠে টানা দ্বিতীয় হার চিন্তায় ফেলে দিয়েছে ফরাসি এই কোচকে।
- চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির শুরুটা হলো দারুণ। পিছিয়ে পড়েও পোর্তোকে উড়িয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় শুভসূচনা করেছে পেপ গুয়ার্দিওলার দল।
- ইউরোপ সেরার মঞ্চে ৫৪ বছর পর দেখা দুই দলের। হলো না জমজমাট লড়াই। তবে আত্মঘাতী গোলে জিতে ঠিকই চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল। এত বছরের পুরনো ক্ষতে দিয়েছে কিছুটা প্রলেপও।
- দুই মাস আগে লিসবনে ফাইনালের নায়ক কিংসলে কোমান এবার করলেন জোড়া গোল। জালের দেখা পেলেন লেয়ন গোরেটস্কা ও কোরোঁতাঁ তোলিসোও। দাপুটে পারফরম্যান্সে আতলেতিকো মাদ্রিদকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল বায়ার্ন মিউনিখ।
- অধিনায়ক সের্হিও রামোসের অনুপস্থিতিতে রক্ষণ হয়ে পড়ল ভঙ্গুর; মাঝমাঠ ও আক্রমণভাগ ছন্নছাড়া। প্রথমার্ধে এমন চেহারার রিয়াল মাদ্রিদকে চেপে ধরল শাখতার দোনেৎস্ক। বিরতির আগেই তিন গোলে পিছিয়ে পড়ল জিনেদিন জিদানের দল। দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ালো বটে; কিন্তু ব্যবধান ঘোচাতে পারল না। দুর্দান্ত এক জয় নিয়ে ফিরল ইউক্রেনের ক্লাবটি।
- আনসু ফাতির গোল মানেই যেন রেকর্ড। ক্যারিয়ারের শুরুতে দুর্দান্ত পথ চলায় আরেকটি রেকর্ড গড়ার পর বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড জানালেন, শিখে চলেছেন অধিনায়কের কাছ থেকে।
- ঘরের মাঠে ১৬ বছরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে প্রথম হার। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলোয়াড়দের ছন্দ হারানো দেখে ভীষণ বিরক্ত পিএসজি কোচ টমাস টুখেল। মনোযোগের ঘাটতি, সঙ্গে লক্ষ্যহীন ফুটবল-সব মিলে দল যেভাবে খেলেছে, তাতে এই ম্যাচে তাদের জেতা সম্ভব ছিল না বলে মনে করেন জার্মান কোচ।
- বড় জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পথচলা শুরু করেও খুব খুশি হতে পারছেন না বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান। পরের ম্যাচে ইউভেন্তুসের বিপক্ষে যে রক্ষণের স্তম্ভ জেরার্দ পিকেকে পাচ্ছে না দল।
- দুই দলই সুযোগ তৈরি করল বেশ কিছু। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতা আর প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় মিলল না গোলের দেখা। অমীমাংসিতভাবে শেষ হলো চেলসি ও সেভিয়ার লড়াই।
- প্রথমবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কের আর্মব্যান্ড উঠল বাহুতে। গোল করে প্রতিদান দিলেন ব্রুনো ফের্নান্দেস। কিন্তু এগিয়ে যাওয়ার স্বস্তি কেড়ে নিল অঁতনি মার্সিয়ালের আত্মঘাতী গোল। শেষ দিকে জমে ওঠা ম্যাচে মার্কাস র্যাশফোর্ডের দারুণ গোলে চ্যাম্পিয়ন্স লিগে গতবারের রানার্সআপ পিএসজিকে হারিয়ে শুভসূচনা করল উলে গুনার সুলশারের দল।
- অধিনায়ক লিওনেল মেসি গোল করলেন ও করালেন। জালের দেখা পেলেন আক্রমণভাগের অন্য তারকারাও। নজরকাড়া পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা দুর্দান্ত হলো বার্সেলোনার। ফেরেন্সভারোসের বিপক্ষে পুরোটা সময় দাপট ধরে রেখে প্রত্যাশিত জয় তুলে নিল রোনাল্ড কুমানের দল।
- চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে বড় এক ধাক্কা খেল বায়ার্ন মিউনিখ। দলটির জার্মান ফরোয়ার্ড সের্গে জিনাব্রির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
- প্রত্যাশিত আলো ছড়াতে না পারলেও কাঙ্ক্ষিত জয় ঠিকই পেয়েছে ইউভেন্তুস। আলভারো মোরাতার জোড়া গোলে দিনামো কিয়েভকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করেছে আন্দ্রেয়া পিরলোর দল।
- পেপ গুয়ার্দিওলার হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগে এখনও প্রত্যাশিত আলো ছড়াতে পারেনি ম্যানচেস্টার সিটি। গত চার আসরে পেরুতে পারেনি কোয়ার্টার-ফাইনাল। ইউরোপ সেরার প্রতিযোগিতায় দলের এমন ধুঁকতে থাকার দায় নিলেন স্প্যানিশ এই কোচ।
- কদিন পরই মাঠে নামতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে। তবে আপাতত তা নিয়ে ভাবছেন না রিয়াল মাদ্রিদ কোচ। জিনেদিন জিদানের সব ভাবনা এখন চ্যাম্পিয়ন্স লিগের শুরুর প্রতিপক্ষ শাখতার দোনেৎস্ককে নিয়ে।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর শুরুর আগে খুব একটা ছন্দে নেই রিয়াল মাদ্রিদ। কোচ জিনেদিন জিদান দেখছেন দলে উন্নতির অনেক জায়গা। কঠিন সময় থেকে বের হতে দৃঢ়প্রতিজ্ঞ ফরাসি কোচ শোনালেন আশার বাণী।
- চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে অধিনায়ক সের্হিও রামোসকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। হাঁটুর সমস্যায় ভুগছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
- আকাশছোঁয়া সাফল্যের পর নতুন মৌসুমেও দল নিয়ে দারুণ আশাবাদী বায়ার্ন মিউনিখ কোচ হান্স ফ্লিক। তবে চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জেতা মৌসুমের পুনরাবৃত্তি অত্যন্ত কঠিন বলে মনে করেন এই জার্মান কোচ।
- সময়ের হিসেবে পেরিয়ে গেছে ২৮ বছর। রোনাল্ড কুমান বুট জোড়া তুলে রেখে কোচ হয়েছেন, সেটাও দুই দশক হয়ে গেল। সময়ের পরিক্রমায় বদলেছে ফুটবলের অনেক কিছু, পাল্টেছে কুমানের জীবন। তবে খেলোয়াড়ী জীবনের একটি অনুভূতি এখনও একই অনুরণন তোলে তার মনে, ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে ফ্রি-কিকে বার্সেলোনার জয়সূচক গোল!
- দেড় বছর আগের ক্ষত এখনও মনে আছে পিএসজির। তাই চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে সতর্ক লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। দলটির কোচ টমাস টুখেলও ছক কষছেন ইউনাইটেডের প্রতি-আক্রমণের পাল্টা জবাব দেওয়ার।
- চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ে বার্সেলোনাকে ফেভারিট মনে করছেন না দলটির কোচ রোনাল্ড কুমান। তবে তার দল ইউরোপ সেরার প্রতিযোগিতায় অনেক দূর যেতে পারে বলে বিশ্বাস এই ডাচ কোচের।
- চার ধাপ পেরিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া ফেরেন্সভারোসকে নিয়ে সতীর্থদের সাবধান করে দিয়েছেন নেতো। বার্সেলোনার ব্রাজিলিয়ান এই গোলরক্ষকের উপলব্ধি, জয় দিয়ে ইউরোপ সেরার লড়াই শুরু করতে কঠোর পরিশ্রম করতে হবে তাদের।
- চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গ্রুপে বার্সেলোনাকে সেরা মনে হচ্ছে দলটির কোচ রোনাল্ড কুমানের। মাঠের পারফরম্যান্সে শিষ্যদের তা প্রমাণ করার তাগিদ দিয়েছেন তিনি।
- চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনা ও ইউভেন্তুসের লড়াই নিয়ে দারুণ রোমাঞ্চিত সের্জিনো দেস্ত। সেই ম্যাচ দুটিতে লিওনেল মেসির সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোর বিপক্ষে খেলতে তর সইছে না বার্সেলোনার তরুণ এই ডিফেন্ডারের।
- আয়াক্স ও আতালান্তার সামর্থ্য বেশ ভালো করেই জানা আছে ইয়ুর্গেন ক্লপের। তাই চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব পেরুতে তার দলকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে বলে মনে করছেন লিভারপুল কোচ।
- চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রিয়াল মাদ্রিদের ভুলের কোনো সুযোগ দেখছেন না দলটির সাবেক স্ট্রাইকার এমিলিও বুত্রাগেইনো। সামান্য ভুলেও পা হড়কাতে পারে বলে বেনজেমা-রামোসদের সতর্ক করে দিয়েছেন ক্লাবটির প্রাতিষ্ঠানিক সম্পর্ক বিভাগের এই ডিরেক্টর।
- প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা রবের্ত লেভানদোভস্কি বিস্ময়কর এক অনুভূতিতে ভাসছেন। পাশাপাশি এই অর্জনে সহায়তার জন্য কোচ, সতীর্থ ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
- চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনার বিপক্ষে ইউভেন্তুসের লড়াই দেখতে তর সইছে না পাভেল নেদভেদের। সেই ম্যাচ দুটিতে যে মুখোমুখি হবেন তার চোখে বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
- লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ ও লাইপজিগের ইউলিয়ান নাগেলসমানকে পেছনে ফেলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেরা কোচ নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের হান্স ফ্লিক।
- মানুয়েল নয়ার ও কেভিন ডে ব্রুইনেকে পেছনে ফেলে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কি।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসরে গ্রুপ পর্বেই দেখা হতে যাচ্ছে সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। একই গ্রুপে পড়েছে তাদের দল বার্সেলোনা ও ইউভেন্তুস। আর প্রতিযোগিতাটির সফলতম দল রিয়াল মাদ্রিদ গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে ইন্টার মিলানকে।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ মৌসুমের সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কি, পিএসজির নেইমার ও কিলিয়ান এমবাপে। নেই সময়ের সেরা দুই খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো।
- বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভরাডুবির পর এলোমেলো হয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। সেই হারের রেশ কাটিয়ে উঠতে বেশ সময় লেগেছিল বলে জানালেন বার্সেলোনা অধিনায়ক।
- সদ্য শেষ হওয়া মৌসুমে খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করে। তবে ভেঙে পড়ছেন না নেইমার। নতুন মৌসুমে পিএসজির অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে দৃঢ় প্রত্যয়ী এই ব্রাজিলিয়ান তারকা।
- হারলেই বিদায়! প্রতিপক্ষ আবার বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী দল- ম্যাচের আগে ঘিরে ধরতে পারত নানা শঙ্কা, জেঁকে বসতে পারত স্নায়ুচাপ। সেখানে বায়ার্ন মিউনিখ শিবির নাকি ছিল পুরোপুরি নির্ভার; জয় নিয়ে ছিল না কোনো সংশয়। এমনকি দলের কেউ কেউ নাকি ৫-১ গোলে জয়ের ভবিষ্যদ্বাণী করেছিল, জানালেন রবের্ত লেভানদোভস্কি।
- দর্শকদের ভোটে চ্যাম্পিয়ন্স লিগে সেরা নির্বাচিত হয়েছিল ক্রিস্তিয়ানো রোনালদোর গোল, টেকনিক্যাল পর্যবেক্ষকরা বেছে নিলেন লিওনেল মেসির গোলকে। শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলির বিপক্ষে চোখ জুড়ানো গোলটি করেছিলেন বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা দলে জায়গা হয়নি টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদোর। তবে দলে আছেন সময়ের সেরা ফুটবলারদের কাতারে থাকা লিওনেল মেসি ও নেইমার। আক্রমণভাগে আরও আছেন আসরের সর্বোচ্চ গোলদাতা রবের্ত লেভানদোভস্কি।
- ইউভেন্তুসের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে আরও একবার ব্যর্থতা হয়েছে সঙ্গী। তবে দারুণ এক গোলে সমর্থকদের মন ঠিকই কেড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। উয়েফা ডটকমে ফুটবলপ্রেমীদের ভোটে এবারের আসরের সেরা গোল নির্বাচিত হয়েছে অলিম্পিক লিওঁর বিপক্ষে তার দূরপাল্লার একটি গোল।
- দায়িত্ব নেওয়ার নয় মাসের মধ্যে বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো কোচ হান্স ফ্লিককে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। তবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য বায়ার্ন কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছে বলে মনে করছেন লিভারপুলের এই জার্মান কোচ।
- গত নভেম্বরে হান্স ফ্লিক বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেওয়ার সময় সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিল, জার্মান চ্যাম্পিয়নদের আর কেউ ভয় পাবে না। সেই দলই কী-না ৯ মাসের পথচলায় অবিশ্বাস্য সাফল্যে নিজেদের মেলে ধরল। গড়ল ক্লাবের ইতিহাসে দ্বিতীয় ট্রেবল জয়ের কীর্তি। যাদুমন্ত্রের মতো যিনি দলটিকে বদলে দিয়েছেন সেই ফ্লিক বললেন, দারুণ টিমওয়ার্ক আর জয়ের তীব্র ক্ষুধাই এই সাফল্যের চাবিকাঠি।
- অধরা স্বপ্ন পূরণে তাদের দিকে তাকিয়ে ছিল দল। কিন্তু খুব প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারেননি তারা। একাধিক সুযোগ পেয়েও পাননি জালের দেখা। তবে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের জন্য নেইমার ও কিলিয়ান এমবাপেকে দোষারোপ করতে রাজি নন পিএসজি কোচ টমাস টুখেল।
- ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি প্রযুক্তি (ভিএআর) ২০২০ সালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ব্যবহার করা হবে বলে জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন ( এএফসি)।
- করোনাভাইরাস পরিস্থিতিতে পরিবর্তনটা আনতে হয়েছিল বাধ্য হয়েই। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে এক লেগের ফরম্যাট যে রোমাঞ্চ ছড়িয়েছে, তাতে মুগ্ধ উয়েফা প্রধান আলেকসান্দের চেফেরিন। তার বেশ মনে ধরেছে এই বদল। জানালেন, এই ফরম্যাট তাদের ভাবনায় থাকবে।
- খুব কাছে এসেও ছুঁয়ে দেখা হলো না স্বপ্নের শিরোপা। তবে হতাশায় ভেঙে না পড়ে হারের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চায় পিএসজি। আরও শক্তিশালী দল গড়ে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার প্রত্যয় দলটির কোচ টমাস টুখেলের।
- সাত বছর পর আবারও ইউরোপ সেরা হওয়ার উৎসবে মেতেছে বায়ার্ন মিউনিখ। অনেক স্বপ্ন নিয়ে শেষ ধাপে এসে পিএসজির সঙ্গী হারের বিষাদ। এই জয়-পরাজয়ের মাঝে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের অনেক কিছুই পরিসংখ্যানের পাতায় আঁচড় কেটেছে।
- খুব প্রয়োজনের সময় যেন গোল করতে ভুলে গেল পিএসজি। দুই বড় ভরসা নেইমার-কিলিয়ান এমবাপে রইলেন নিজেদের ছায়া হয়ে। দুয়ারে গিয়েও ইতিহাস গড়া হলো না পিএসজির। আসর জুড়ে দুর্দান্ত ফুটবল খেলা বায়ার্ন মিউনিখ উজ্জ্বল শেষ বেলাতেও। ফরাসি চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ষষ্ঠ শিরোপা জিতল হান্স ফ্লিকের দল।
- চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছে বায়ার্ন মিউনিখ। ইউরোপ সেরা প্রতিযোগিতায় বুন্ডেসলিগার দলটি পূরণ করেছে ৫০০ গোলের বৃত্ত।
- ইউরোপ সেরার মঞ্চে ফাইনাল খেলায় বেশ অভিজ্ঞ বায়ার্ন মিউনিখ। অভিজ্ঞতার বিবেচনায় পিএসজিকে নবীন বলা যায়; তবে শক্তি-সামর্থ্যে কোনো অংশে পিছিয়ে নেই দলটি। তাই মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে সমীহ করছেন বায়ার্ন মিউনিখ কোচ হান্স ফ্লিক।
- চ্যাম্পিয়ন্স লিগের পাঁচ শিরোপা জয় ও সব মিলিয়ে ১০ বার ফাইনালে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ প্রতিপক্ষ। সেখানে পিএসজি এই প্রথমবারের মতো উঠেছে ফাইনালের মঞ্চে। বায়ার্ন মিউনিখের চেয়ে অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও পিএসজির কোচ টমাস টুখেল প্রতিশ্রুতি দিচ্ছেন জমজমাট ফাইনালের।
- কোয়ার্টার-ফাইনাল ও শেষ চারে গোলের সুযোগ পেয়েছেন অনেক। কিন্তু বল জালে জড়াতে পারেননি। ফিনিশিংয়ের সময় নেইমার মাথা ঠাণ্ডা রাখতে পারছেন না বলেই এমন হচ্ছে বলে মনে করেন বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার রোনালদো। সমস্যার সমাধানে পিএসজির ফরোয়ার্ডকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
- চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য নিয়ে তিন বছর আগে যোগ দিয়েছিলেন পিএসজিতে। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে এসেছে সুযোগ। ইউরোপ সেরার মুকুট জিতে নতুন করে ইতিহাস লিখতে চান কিলিয়ান এমবাপে।
- ডিফেন্স লাইনকে স্বাভাবিকের থেকে ওপরে তুলে আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে যে সাফল্য মিলেছে এতদিন, সেই কৌশল পরিবর্তনের কোনো কারণ দেখছেন না বায়ার্ন মিউনিখ কোচ হান্স ফ্লিক। নেইমার-এমবাপেদের নিয়ে গড়া পিএসজির আক্রমণভাগের বিপক্ষে কিছুটা শঙ্কা থাকছে বটে, তবে নিজের দলের সামর্থ্যে আস্থা রেখে পুরনো কৌশলেই অনড় তিনি।
- একজন দলের মূল স্ট্রাইকার, গোল করাই যার কাজ। অন্যজনের কাঁধে মূলত আক্রমণ গড়ার দায়িত্ব। ম্যাচের পর ম্যাচ পার্থক্য গড়ে দিচ্ছেন তারা, হয়ে উঠেছেন দলের সাফল্যের নায়ক। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের গোল মেশিন রবের্ত লেভানদোভস্কি না পিএসজি আক্রমণের প্রাণ নেইমার-কে হবেন ফল নির্ধারক?
- ব্যক্তিগত-দলগত, দু’ভাবেই দারুণ মৌসুম কাটাচ্ছেন টমাস মুলার। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্ডেসলিগা জয়ের পথে গড়েছেন সর্বোচ্চ (২১টি) অ্যাসিস্টের রেকর্ড। জিতেছেন জার্মান কাপও। এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড সতীর্থদের দিলেন দ্বিধাহীন চিত্তে খেলার বার্তা।
- আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দাও-এই মন্ত্রে অদম্য হয়ে উঠেছে বায়ার্ন মিউনিখ। ‘অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স’, ক্রীড়া জগতের চিরাচরিত প্রবাদটাও তাদের খেলায় নতুন করে কার্যকর প্রমাণিত হয়েছে। তবে, অতি আক্রমণাত্মক হতে গিয়ে বারবার রক্ষণ হয়ে পড়েছে উন্মুক্ত। পিএসজির তারকাসমৃদ্ধ আক্রমণভাগের বিপক্ষে যা ডেকে আনতে পারে বিপদ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে তাই ভাবনায় কোচ হান্স ফ্লিক; নেইমার-এমবাপেদের মতো গতিময় আক্রমণভাগের বিপক্ষে অনড় থাকবেন পুরনো কৌশলে নাকি ঘর সামলানোয় শক্তি বাড়াবেন?
- ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বার ট্রেবল জয়ের সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজিকে হারালেই ধরা দেবে সেই সাফল্য। সমর্থকদের কাছে খোলা চিঠিতে স্বপ্ন পূরণে নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মান দলটি।
- একটা জায়গায় প্রতিপক্ষ পিএসজির সঙ্গে রবের্ত লেভানদোভস্কির চাওয়া এক সুঁতোয় গাঁথা! প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের হাতছানি পিএসজির সামনে। ক্লাব ক্যারিয়ারে অনেক শিরোপার স্বাদ পেলেও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড লেভানদোভস্কির কাছেও ইউরোপ সেরার মুকুট আজও অধরা! পিএসজির স্বপ্ন গুঁড়িয়ে এবার নিজের প্রথমের গল্প লিখতে পারবেন কি লেভানদোভস্কি?
- ৫০ বছর পূর্তির দিনটি আতালান্তার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে রাঙায় পিএসজি, পা রাখে সেমি-ফাইনালে। শেষ চারে লাইপজিগ বাধা পেরিয়ে আসা দলটির সামনে এখন ইউরোপ সেরার মুকুটের হাতছানি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেই নেইমার-এমবাপেদের নিয়ে রূপকথা লেখার দিন গুণছে তারা। হয়তো অপেক্ষায় আছে সুবর্ণ জয়ন্তী উদযাপনও নতুনভাবে করার।
- চ্যাম্পিয়ন্স লিগে গত কয়েক বছরে পিএসজির ভাগ্য অনেকটাই যেন নেইমারের সঙ্গে জুড়ে গেছে। এমনকি তা ব্রাজিলিয়ান তারকা ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে প্যারিসে পাড়ি দেওয়ার আগে থেকেই। গল্পের মধুর সমাপ্তির অপেক্ষায় ফরাসি চ্যাম্পিয়নরা। বায়ার্ন মিউনিখকে হারালেই অবসান হবে প্রতীক্ষার; মিলবে অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ। দলের স্বপ্ন পূরণে নেইমার কী পারবেন নিজেকে স্বরূপে মেলে ধরতে?
- নানা প্রতিকূলতা পেরিয়ে শেষের দোড়গোড়ায় পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। শিরোপা লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। ফাইনালের রোমাঞ্চের আগে আসরের নানা পরিসংখ্যানের ডালি সাজিয়েছে উয়েফা ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো তা।
- নানা বাঁক পেরিয়ে শেষের দুয়ারে দাঁড়িয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ। ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। এক দলের সামনে ইউরোপ সেরার মঞ্চে নিজেদের ষষ্ঠ শিরোপা উঁচিয়ে ধরার হাতছানি, আরেক দলের সামনে প্রথম।
- ম্যাচের শুরুতে প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবলে কোণঠাসা হয়ে পড়েছিল বায়ার্ন মিউনিখ। শুরুর দিকে জোড়া গোলও খেতে পারতো তারা। খেলার ধারার বিপরীতে সের্গে জিনাব্রির নৈপুণ্যে এগিয়ে যায় দলটি। অসাধারণ এক গোলের পর তিনি করেন আরেকটি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার পর দুর্দান্ত খেলা এই মিডফিল্ডারকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ হান্স ফ্লিক। দারুণ এই জয়ের দিনে ভাগ্যও কিছুটা সহায় ছিল বলে মনে করেন এই জার্মান।
- বিশ্ব ফুটবল আপাতত বুঁদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপ সেরা ক্লাবের লড়াই নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশেও। অসংখ্য ফুটবল অনুসারীর কৌতূহল যেমন তুমুল, তেমনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুসনও খুব আগ্রহ নিয়ে আছেন অপেক্ষায়। ফাইনালে স্প্যানিশ এই কোচের বাজি বায়ার্ন মিউনিখ।
- আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে মাঠে নামা অলিম্পিক লিওঁ আক্রমণাত্মক ফুটবলে ভালোই লড়াই করল। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় তাদের কপালে জুটল শুধুই হতাশা। সের্গে জিনাব্রির জোড়া গোলের পর জালের দেখা পেলেন রবের্ত লেভানদোভস্কি। দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ।
- ক্লাবের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, লাইপজিগের বিপক্ষে জয়ের পর পিএসজির খেলোয়াড়দের উদযাপন ছিল তাই বাঁধনহারা। দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে জানালেন, বিশ্বকাপের মতো অনুভূতি হচ্ছে তার।
- অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করা ইউভেন্তুস ও ম্যানচেস্টার সিটিকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে অলিম্পিক লিওঁ। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে দারুণ ছন্দে থাকা বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে পেছনের পরিসংখ্যান নিয়ে একদমই ভাবছেন না ফরাসি দলটির কোচ রুডি গার্সিয়া।
- শেষ হলো একের পর এক বিস্ময়ের জন্ম দেওয়া লাইপজিগের পথচলা। আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে জার্মানির দলটিকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার গল্প লিখল পিএসজি।
- এক দশক পর মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ ও অলিম্পিক লিওঁ। দুই দলের অতীত পরিসংখ্যান ও চলমান চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্সে এগিয়ে আছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা। ছন্দে আছে লিগ ওয়ানের দলটিও।
- এক দলের নিজেদের ইতিহাসে দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনাল। আরেক দল দ্বিতীয়বার ইউরোপ সেরার প্রতিযোগিতায় খেলতে এসে প্রথমবার নকআউটে উঠেই শেষ চারে জায়গা করে নিয়েছে। পিএসজি ও লাইপজিগের সামনে এবার নতুন ইতিহাস গড়ার হাতছানি।
- আগের ম্যাচে বদলি নেমে আক্রমণে ধার বাড়ানো কিলিয়ান এমবাপে সেমি-ফাইনালে খেলতে পারেন শুরু থেকে। লাইপজিগের বিপক্ষে ফরাসি ফরোয়ার্ডের প্রথম থেকেই মাঠে থাকার আভাস দিয়েছেন পিএসজি কোচ টমাস টুখেল।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের আগে বেশ বড় এক ধাক্কা খেয়েছে পিএসজি। ঊরুর চোটে লাইপজিগের বিপক্ষে এই ম্যাচে খেলতে পারবেন না দলটির প্রথম পছন্দের গোলরক্ষক কেইলর নাভাস।
- ফেভারিটের তকমা নিয়ে আসা ইউভেন্তুস, ম্যানচেস্টার সিটিকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে অলিম্পিক লিওঁ। চ্যাম্পিয়ন্স লিগে দলের জন্য তাই ‘কোনো সীমা নির্ধারণ’ করছেন না কোচ রুডি গার্সিয়া। সেমি-ফাইনালে বায়ার্ন মিউনিখ বাধা টপকানোর ব্যাপারেও দারুণ আত্মবিশ্বাসী লিওঁর কোচ।
- আরও একবার আশা জাগিয়েও ব্যর্থ হলো ম্যানচেস্টার সিটি। টানা তৃতীয়বারের মতো ছিটকে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে। দারুণ সম্ভাবনা থাকার পরও বারবার এমন পরিণতিতে ভীষণ হতাশ দলটির মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে।
- কোয়ার্টার-ফাইনালে এসে ছক বদলেছিলেন পেপ গুয়ার্দিওলা। তরুণ এরিক গার্সিয়াকে দিয়েছিলেন মূল ডিফেন্ডারের দায়িত্ব। ছকে কাজ না হওয়ায় ম্যানচেস্টার সিটি ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। গুয়ার্দিওলার দাবি, কৌশলগত কারণে হারেনি তার দল। অন্যদিকে, অলিম্পিক লিওঁ কোচ রুডি গার্সিয়ার দাবি কৌশলগত লড়াই জিতে বাজিমাত করেছে তার ছেলেরা।
- উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটি শেষ দিকে যেন ফিরে পেয়েছিল নিজেদের। আশা জাগিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে অসমাপ্ত কাজ শেষ করার। কিন্তু নক আউট পর্বে আরও একবার এলোমেলো হয়ে গেল দলটি। অলিম্পিক লিঁওকে জয় যেন একরকম উপহারই দিলো পেপ গুয়ার্দিওলার দল। সুযোগ কাজে লাগিয়ে সুপার সাব মুসা দেম্বেলে সেমি-ফাইনালে নিয়ে গেলেন ফরাসি দলটিকে।
- ছয় বছর আগে বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে জার্মানির আক্রমণভাগে ছিলেন টমাস মুলার। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ৮-২ ব্যবধানে গুঁড়িয়ে দেওয়া ম্যাচেও তিনি জোড়া গোলে আলো ছড়িয়েছেন বায়ার্ন মিউনিখের জার্সিতে। অবিশ্বাস্য এই দুই স্কোরলাইন নিয়ে কথা বলতে গিয়ে বার্সেলোনার বিপক্ষের জয়টিকে এগিয়ে রাখলেন মুলার।
- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে অলিম্পিক লিওঁর বিপক্ষেও দলের মূল স্ট্রাইকার সের্হিও আগুয়েরোকে পাচ্ছে না ম্যানচেস্টার সিটি।
- বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুঁড়িয়ে যাওয়া বার্সেলোনাকে সমালোচনার তীরে বিদ্ধ করেছে স্প্যানিশ গণমাধ্যম। কারো শিরোনামে এই হার ‘ঐতিহাসিক বিপর্যয়’, কেউ লিখেছে ‘একটি যুগের বিব্রতকর সমাপ্তি।’
- বার্সেলোনাকে গোল বন্যায় ভাসিয়ে দল চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠায় স্বাভাবিকভাবেই খুশি বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ার। তবে কাতালুনিয়ার দলটির গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের জন্য খারাপ লাগছে তার। ম্যাচটিতে দুজন প্রতিপক্ষ শিবিরে থাকলেও জাতীয় দলে তারা যে সতীর্থ!
- শুরু থেকে বার্সেলোনাকে চাপে রেখে প্রথমার্ধে তুলে নেয় চার গোল। দ্বিতীয়ার্ধে আরও চারটি। রেকর্ড গড়া জয়ের পর বায়ার্ন মিউনিখ কোচ হান্স ফ্লিক জানালেন, আগে থেকেই জানতেন বার্সেলোনাকে চাপে রাখলে সুযোগ মিলবে।
- শেষ দিকে এসে হাতছাড়া হয়েছে লা লিগা। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ভরাডুবিতে ভাঙল চ্যাম্পিয়ন্স লিগের মুকুট ফিরে পাওয়ার স্বপ্নও। আগে থেকে দুলতে থাকা কিকে সেতিয়েনের ভবিষ্যৎ হয়ে গেছে আরও নড়বড়ে। তবে এখনই বার্সেলোনা কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে রাজি নন তিনি। বায়ার্নের কাছে উড়ে যাওয়ার হতাশা এ মুহূর্তে সেতিয়েনকে পোড়াচ্ছে বেশি।
- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে বার্সেলোনা। দলটির ডিফেন্ডার জেরার্দ পিকেও যেমন সামনের পথচলায় অনেক পরিবর্তনের প্রয়োজন দেখছেন। কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট জোজেপ মারিয়া বার্তোমেউও দিলেন তেমনি আভাস। কিছু সিদ্ধান্ত এরই মধ্যে নেওয়া হয়েছে বলে জানালেন তিনি।
- বার্সেলোনার বিপক্ষে মোট ১০ গোলের বন্যা বয়ে যাওয়া ম্যাচে দারুণ এক কীর্তি গড়েছে বায়ার্ন মিউনিখ; চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দল হিসেবে নকআউট পর্বের এক ম্যাচে আট গোল করেছে বুন্ডেসলিগার দলটি।
- সাম্প্রতিক ব্যর্থতা পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল বার্সেলোনা। নাপোলির বিপক্ষে তার আভাসও মিলেছিল। তবে, নিভু নিভু আলোটা একেবারে নিভে যেতে সময় লাগল না। বায়ার্ন মিউনিখের বিপক্ষে যেভাবে পর্যদুস্ত হলো তারা, তাতে প্রশ্নের জন্ম নিলো অনেক। দলটির ডিফেন্ডার জেরার্দ পিকে যেমন কোনোরকম রাখঢাক না করেই বললেন, বার্সেলোনার অনেক পরিবর্তন প্রয়োজন। তবে, মুঠোভরে সাফল্য এনে দেওয়া যুগের অবসান কি-না, সে ব্যাপারে নিশ্চিত নন তিনি।
- দুর্দান্ত গতিতে এগিয়ে চলা বায়ার্ন মিউনিখের সামনে স্রেফ উড়ে গেল বার্সেলোনা। ইচ্ছে হলেই যেন গোল করল হান্স ফ্লিকের দল। কিকে সেতিয়েনের দলকে গোল বন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে গেল জার্মান চ্যাম্পিয়নরা।
- লাইপজিগের বিপক্ষে হেরে আতলেতিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর দলটির কোচ দিয়েগো সিমেওনের কৌশল ও পরিকল্পনার সমালোচনা চলছে। এতে ক্ষুব্ধ ক্লাবটির সভাপতি এনরিকে সেরেসো। সমালোচনাকারীদের পরামর্শ দিয়েছেন, ক্লাব কিনে নিজেদের পছন্দমতো সেরা একাদশ সাজানোর।
- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন মিউনিখকে ফেভারিট মনে করছেন অনেকে। তবে এই দলে নেই হাভিয়ের মাসচেরানো। লিওনেল মেসি থাকায় বার্সেলোনা যে কোনো দলকে হারাতে পারে বলে মনে করেন দলটির সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার।
- চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে গোলের পাতায় রবের্ত লেভানদোভস্কি যতটা উজ্জ্বল, তার ধারে কাছেও নেই লিওনেল মেসি। দুজনে খেলেছেন সাতটি করে ম্যাচ। লেভানদোভস্কি ১৩ গোল নিয়ে শীর্ষে। মাত্র ৩ গোল নিয়ে ঢের পেছনে বার্সেলোনা অধিনায়ক!
- জার্মানিতে এক সময়ে কোচ টমাস টুখেলের মুখোমুখি হয়েছেন নিয়মিত। এবারের লড়াইটা অনেক বড় মঞ্চে-চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপের ক্লাব ফুটবলের সেরা টুর্নামেন্টের সেমি-ফাইনালে পিএসজির মুখোমুখি হওয়ার আগে লাইপজিগ কোচ ইউলিয়ান নাগেলসমানের মধ্যে কাজ করছে রোমাঞ্চ।
- বার্সেলোনাকে রুখতে হলে বিশেষ করে আটকাতে হবে লিওনেল মেসিকে। কিন্তু কাজটি কারো একার পক্ষে যে মোটেও সম্ভব নয়, তা মানছেন বায়ার্ন মিউনিখ কোচ হান্স ফ্লিক ও দলটির ফরোয়ার্ড টমাস মুলার। দুজনেরই মনে হচ্ছে, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে চেপে ধরতে হবে দলবদ্ধভাবে।
- মৌসুমটা দুর্দান্ত কাটছে রবের্ত লেভানদোভস্কির। গোল করছেন, করাচ্ছেন। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ডকে সময়ের সেরাদের কাতারেই রাখছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। তবে পোলিশ এই তারকা লিওনেল মেসির পর্যায়ের নয় বলে মনে করেন তিনি।
- যাত্রা শুরুর ১১ বছরেই ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়ে দাপট দেখাতে শুরু করেছে লাইপজিগ। অন্যতম শক্তিশালী দল আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পর তাদের সাফল্যের ক্ষুধা যেন আরও বেড়ে গেছে। তাইতো দলটির কোচ ইউলিয়ান নাগেলসমান কোনোরকম জড়তা ছাড়াই জানিয়ে দিলেন, এবার তাদের মনোযোগ পিএসজিকে ঘিরে, লক্ষ্য ফাইনাল।
- দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিল লাইপজিগ। আতলেতিকো মাদ্রিদ সমতা ফেরাল বটে, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ মুহূর্তের গোলে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠেছে মাত্র ১১ বছর আগে ফুটবলের আঙিনায় পথচলা শুরু করা জার্মান দলটি।
- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি লড়াইয়ে নামার আগে সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখকে যেন একরকম হুমকিই দিলেন বার্সেলোনা মিডফিল্ডার আর্তুরো ভিদাল। নিজেদের সামর্থ্যের পুরোটা দিতে পারলে জার্মান চ্যাম্পিয়নদের হারিয়ে শেষ চারে না ওঠার কোনো কারণ দেখছেন না তিনি।
- বায়ার্ন মিউনিখের শক্তিশালী আক্রমণভাগ নিয়ে সতর্ক বার্সেলোনা ডিফেন্ডার নেলসন সেমেদো। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পেতে তাই রক্ষণে বাড়তি মনোযোগ দেওয়ার প্রয়োজন দেখছেন এই পর্তুগিজ।
- অধিকাংশ সময় বল দখলে রেখে প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভাঙা-বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের আক্রমণে ওঠার ধরন অনেকটা একই। সেই পরিকল্পনাতেই জার্মান চ্যাম্পিয়নদের হারানোর ছক কষছে বার্সেলোনা। মাঠে নিজেদের মেলে ধরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী কাতালুনিয়ার দলটির ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান।
- গোলের পর গোল করে চলেছেন রবের্ত লেভানদোভস্কি। মৌসুম জুড়ে যেকোনো প্রতিপক্ষের জন্যই হয়ে উঠেছেন দুর্ভাবনার কারণ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখ-বার্সেলোনা ম্যাচের আগেও তাই ঘুরে-ফিরে আসছে তার নাম। তবে, বার্সেলোনা শুধু এই পোলিশ স্ট্রাইকারকে নিয়ে ভাবছে না বলে জানিয়েছেন দলটির ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান।
- আক্রমণাত্মক আতালান্তার বিপক্ষে খেলা কঠিন হবে-ম্যাচের আগে পিএসজি কোচের কথাটাই সত্যি হলো। ৮৯ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে হারতে বসেছিল তারা। নাটকীয় পট পরিবর্তনে শেষ সময়ের দুই গোলে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল নিশ্চিত হওয়ার পর তাই দলটির কোচ টমাস টুখেল স্বস্তি আর আনন্দে চিৎকার দিয়ে ওঠেন। যদিও অমন জয়ের পর উদযাপনটা আপন ঢংয়ে করতে না পারার একটুখানি আফসোসও আছে বটে তার। বোঝাতে চাইলেন, দুই পা ঠিক থাকলে কি না করতেন তিনি!
- শেষ দিকে গোল হজম করে চ্যাম্পিয়ন্স লিগে থেমেছে স্বপ্নযাত্রা। স্বাভাবিকভাবেই হতাশ আতালান্তা কোচ জান পিয়েরো গাসপেরিনি। তবে শিষ্যদের দারুণ খেলা, পিএসজিকে কাঁপিয়ে দেওয়ার গর্বও অনুভব করছেন তিনি।
- ছিটকে পড়ার দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয়ের পর যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতালান্তার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জিতে পিএসজি তারকার বিশ্বাস, ইউরোপ সেরার মঞ্চ থেকে তাদের বিদায় করা অসম্ভব।
- সময় ফুরিয়ে আসছিল, ছিটকে যাওয়ার শঙ্কা জেঁকে বসেছিল পিএসজি শিবিরে। ভয়ডরহীন ফুটবলে তাক লাগিয়ে দেওয়া আতালান্তার ইতিহাস গড়ার মঞ্চ ছিল প্রস্তুত। তবে, নাটকীয়তার সব রং যেন তোলা ছিল শেষের জন্য। নির্ধারিত সময়ের শেষ মিনিটে সমতা টানলেন মার্কিনিয়োস। আর যোগ করা সময়ে ব্যবধান গড়ে দিলেন এরিক মাক্সিম চুপো-মোটিং। ছিটকে যাওয়ার দুয়ারে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে পা রাখলো পিএসজি।
- আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে এগিয়ে চলা আতালান্তাকে নিয়ে সতর্ক পিএসজি কোচ টমাস টুখেল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ইতালিয়ান দলটির বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন তিনি। তবে ফরাসি চ্যাম্পিয়নরা সবকিছুর জন্য প্রস্তুত বলে জানালেন টুখেল।
- গোড়ালির চোট কাটিয়ে ওঠা কিলিয়ান এমবাপের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতালান্তার বিপক্ষে খেলার সম্ভাবনা বেড়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের দ্বিতীয়ার্ধে ফরাসি ফরোয়ার্ডকে পাওয়ার আশা করছেন পিএসজি কোচ টমাস টুখেল।
- লিওনেল মেসির সামনে দারুণ এক রেকর্ডের হাতছানি। প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও রেকর্ডের কিছু পাতায় দাপট কমছে না ক্রিস্তিয়ানো রোনালদোর। কোয়ার্টার-ফাইনালের আগে ঝরে যাওয়া দল রিয়াল মাদ্রিদও আধিপত্য করছে পরিসংখ্যানের আঙিনায়।
- নিজের দিনে একাই যেকোনো প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য আছে লিওনেল মেসির। গত এক যুগে এর প্রমাণও মিলেছে ঢের। তাই পারফরম্যান্সের ওঠানামার মধ্যে থাকা বার্সেলোনাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখছেন না হান্স ফ্লিক। অবশ্য শুধু মেসিকে আটকানোর কৌশল নিলে ভুগতে হতে পারে বলে মনে করেন বায়ার্ন মিউনিখ কোচ।
- চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দল আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড আনহেল কোররেয়া ও ডিফেন্ডার সিমে ভারসালিকো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
- করোনাভাইরাসের কারণে বদলে যাওয়া পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়ের রূপ পাল্টে গেছে। ফাইনালের আগের দুই রাউন্ড হবে এক লেগে, দর্শকশূন্য নিরপেক্ষ ভেন্যুতে। তাই কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়াইয়ে যেকোনো কিছু হতে পারে বলে মনে করেন বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেস। তার মতে, লড়াইটা হবে সমানে সমান।
- মাঠে নামলেই গোল! একের পর এক দারুণ সব পারফরম্যান্সে এরই মধ্যে মৌসুমটাকে সাফল্যে রাঙিয়েছেন রবের্ত লেভানদোভস্কি। প্রাপ্তির মুকুটে সুযোগ আছে আরও নতুন পালক যোগ করার। চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলের রেকর্ড ভাঙার সম্ভাবনাও আছে তার। তবে, তাতে বুঁদ হয়ে নেই বলে জানালেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।
- লা লিগা যে রূপে শেষ করেছিল বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগ যেন শুরু করল ঠিক সেভাবে। একের পর এক আক্রমণে কাঁপিয়ে দিল নাপোলিকে। যথারীতি সামনে থেকে নেতৃত্ব দিলেন লিওনেল মেসি। ঘরের মাঠে জিতেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিল কিকে সেতিয়েনের দল।
- প্রথম লেগের বড় জয়ে কাজ অনেকটা সেরেই রেখেছিল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠেও চেলসিকে দাঁড়াতে দিল না তারা। রবের্ত লেভানদোভস্কির দারুণ নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল উঠেছে জার্মান ক্লাবটি।
- তার মারাত্মক দুটি ভুলে রিয়াল মাদ্রিদ হজম করে দুই গোল। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের দিতে হয়েছে এর খেসারত। ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর সব দায় নিজের কাঁধে নিলেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে।
- পারফরম্যান্সের উন্নতি করতে না পারলে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে না বার্সেলোনা-লিওনেল মেসির এমন ভাবনার সঙ্গে একমত রিভালদো। তবে, দলে আর্জেন্টাইন তারকার মতো বিশ্বসেরা ফুটবলার থাকায় তাদের সম্ভাবনা একেবারে উড়িয়েও দিচ্ছেন না ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
- দরকার ছিল জয়। সেখানে ডিফেন্সের মারাত্মক ভুলে উল্টো হেরে গেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ের পর নিজেদের মাঠেও জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি।
- পারফরম্যান্সের ওঠানামার মাঝে লিগ শিরোপা ঘরে তুললেও চ্যাম্পিয়ন্স লিগে পার পেল না ইউভেন্তুস। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে শুরুতে খেয়ে বসল গোল; শেষ পর্যন্ত সেটিই কাল হলো। ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে জয় মিললেও পরের রাউন্ডের টিকেট মিলল না। অ্যাওয়ে গোলে তাদের পেছনে ফেলে কোয়ার্টার-ফাইনালে উঠল অলিম্পিক লিওঁ।
- মাঝের লম্বা বিরতিতে মৌসুম হয়েছে দীর্ঘ, গ্যালারিতে থাকবে না দর্শক, সেই সঙ্গে অনেক নিয়মের ঘেরাটোপে পরিস্থিতি জটিল রূপ নিয়েছে। তারওপর আবার ফাইনালের আগের দুই রাউন্ড হবে এক লেগে-সবকিছু মিলিয়েই এবারের চ্যাম্পিয়ন্স লিগে কোনো ফেভারিট দল দেখছেন না রিভালদো। লিসবনে হতে যাওয়া ‘মিনি টুর্নামেন্ট’ চমক উপহার দিলেও তেমন অবাক হবেন না ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডার।
- কিকে সেতিয়েন দায়িত্ব নেওয়ার সময় লা লিগায় পয়েন্ট তালিকার চূড়ায় ছিল বার্সেলোনা। অনাকাঙ্ক্ষিত বিরতির পর পথ হারিয়ে কাতালুনিয়ার দলটি আসর শেষ করে রিয়াল মাদ্রিদের পেছনে থেকে। এই সময়ে কোপা দেল রে থেকেও ছিটকে পড়ে তারা। এমন অবস্থায় অনেকেই মনে করছেন, কেবল চ্যাম্পিয়ন্স লিগ জিতলেই টিকে যেতে পারেন সেতিয়েন। তবে এমনটা ভাবছেন না তিনি।
- চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে অলিম্পিক লিওঁর বিপক্ষে পাওলো দিবালাকে শুরুর একাদশে পাওয়া নিয়ে হঠাৎ শঙ্কা জেগেছে।
- লম্বা সময়ের চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার লক্ষ্যে অনুশীলনে যোগ দিয়েছিলেন উসমান দেম্বেলে। কিন্তু শেষ পর্যন্ত নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে খেলতে পারছে না বার্সেলোনার এই ফরোয়ার্ড।
- চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের পরাজয়ে কিছুটা পিছিয়ে থেকে মাঠে নামতে যাচ্ছে ইউভেন্তুস। তবে অলিম্পিক লিওঁর বিপক্ষে ঘরের মাঠে তাদের লড়াইয়ের অতীত পরিসংখ্যান আশা জোগাচ্ছে মাওরিসিও সাররির দলকে।
- প্রথম লেগের জয়ে সুবিধাজনক অবস্থায় আছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি। কিন্তু পিছিয়ে থাকা লা লিগার চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পরিসংখ্যানের পাতা থেকে পেতে পারে অনুপ্রেরণা।
- প্রথম লেগের হার তো আছেই, ফিরতি পর্বে অধিনায়ক ও রক্ষণভাগের মূল সেনানী সের্হিও রামোসকে না পাওয়ার ধাক্কাও সঙ্গী রিয়াল মাদ্রিদের। জিনেদিন জিদানের দলের বিপক্ষে তাই ম্যানচেস্টার সিটিকে ফেভারিট মানছেন রিয়ালের সাবেক কোচ ফাবিও কাপেলো।
- রিয়াল মাদ্রিদ একাদশে তো বটেই, স্কোয়াডে গ্যারেথ বেলের না থাকাটাও আজকাল তেমন বড় কোনো খবর নয়। তবে, চ্যাম্পিয়ন্স লিগের ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে তার নিজে থেকেই খেলতে না চাওয়াটা কিছুটা চমক জাগানিয়া। ম্যানচেস্টার সিটির বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ওয়েলস ফরোয়ার্ড নিজে থেকেই খেলতে চাননি বলে জানিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
- লা লিগায় শেষ ১১ ম্যাচকে ফাইনাল ধরে মিলেছে সাফল্য, রিয়াল মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন্স লিগেও মাঠে নামছে একই মনোভাবে। প্রথম লেগের হারে পিছিয়ে থাকলেও ম্যানচেস্টার সিটির মাঠে দারুণ খেলে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে উঠতে আশাবাদী রিয়াল কোচ জিনেদিন জিদান।
- চ্যাম্পিয়ন্স লিগে লড়াইয়ের মোড় কত দ্রুত বদলে যায়, তা ভালো করেই জানা আছে পেপ গুয়ার্দিওলার। শেষ ষোলোর ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে তাই শিষ্যদের সতর্ক করে দিলেন ম্যানচেস্টার সিটি কোচ। তাগিদ দিলেন ম্যাচে মনোযোগ ধরে রাখার।
- গোড়ালির চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপে। তবে ম্যাচ খেলার মতো এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তিনি। তবুও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতালান্তার বিপক্ষে এই তারকা ফরোয়ার্ডকে পাওয়ার আশায় আছে পিএসজি।
- শেষ সাত ম্যাচে নাপোলি জিতেছে কেবল তিনটিতে। পারফরম্যান্সে উঠানামা ছিল প্রবল। সেরি আ শেষ করেছে সাতে থেকে। তারাই আবার ইউভেন্তুসকে হারিয়ে ঘরে তুলেছে ইতালিয়ান কাপ। পারফরম্যান্সে যতই অধারাবাহিকতা থাকুক, উঁচুমানের খেলোয়াড় সম্মৃদ্ধ ‘সুশৃঙ্খল’ নাপোলিকে নিয়ে বাড়তি সতর্কতার প্রয়োজন দেখছেন বার্সেলোনার ফ্রেংকি ডি ইয়ং।
- সামনে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মাঠে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জ। তবে খেলা দর্শকশূন্য মাঠে হওয়ায় রিয়াল মাদ্রিদ এ থেকে সুবিধা পাবে বলে মনে করেন দলটির মিডফিল্ডার কাসেমিরো।
- প্রথম লেগের জয়ের আত্মবিশ্বাস আছে। ফিরতি পর্বের খেলাও নিজেদের মাঠে। কিন্তু প্রতিপক্ষ দলটির নাম রিয়াল মাদ্রিদ বলেই বাড়তি সতর্ক রদ্রিগো। ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার তাই আসছে ম্যাচে নিজেদেরকে ‘আরও ভালো দল’ প্রমাণে উন্মুখ হয়ে আছেন।
- করোনাভাইরাস বিরতির পর মাঠে ফিরে দারুণ ছন্দে আছেন নেইমার। তারকা এই ফরোয়ার্ডের নিজেরই উপলব্ধি বার্সেলোনা ছেড়ে প্যারিসে যাওয়ার পর, এতোটা ভালো ছন্দে কখনও ছিলেন না। চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রস্তুতি নেওয়া ফরোয়ার্ড জানালেন, পিএসজিতে কাটছে তার সেরা সময়।
- চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নাপোলি অধিনায়ক লরেন্সো ইনসিনিয়ের খেলা নিয়ে জেগেছে সংশয়। বাম ঊরুতে চোট পেয়েছেন ইতালিয়ান এই ফরোয়ার্ড।
- চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে ঘুরে দাঁড়াতে হবে ম্যানচেস্টার সিটির মাঠে। দলটা রিয়াল মাদ্রিদ বলেই এ ব্যাপারে আত্মবিশ্বাসী রাফায়েল ভারানে। ম্যাচের আগে দলের ফরাসি এই ডিফেন্ডার প্রতিপক্ষকে দিলেন কঠিন সতর্কবার্তা।
- তারকার কমতি নেই বার্সেলোনা দলে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে লিওনেল মেসি, ভালো করেই জানা আছে জেন্নারো গাত্তুসোর। নাপোলি কোচ খুঁজছেন বার্সেলোনা অধিনায়ককে আটকানোর পথ।
- হার দিয়ে সেরি আ শেষ করলেও খুব একটা চিন্তিত নন মাওরিসিও সাররি। চ্যাম্পিয়ন্স লিগে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে একটু ভীতি থাকা দলের জন্য ভালো হতে পারে বলে মনে করেন ইউভেন্তুস কোচ।
- সপ্তাহ দুয়েক পরই আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে পিএসজির। তবে দলটির মিডফিল্ডার মার্কো ভেরাত্তি জানালেন আতালান্তা নয়, এ মুহূর্তে তাদের ভাবনা ফরাসি লিগ কাপের ফাইনাল নিয়ে।
- করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ স্পেন থেকে সরিয়ে নেওয়া নিয়ে গুঞ্জনের মধ্যে নিজেদের অবস্থান জানাল উয়েফা। নির্ধারিত সূচী অনুযায়ী বার্সেলোনা ও নাপোলির ম্যাচটি কাম্প নউয়েই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
- স্পেনে করোনাভাইরাস পরিস্থিতি ফের খারাপ হওয়ার খবর আসছে। বার্সেলোনা ও নাপোলির মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি তাই কাম্প নউ থেকে সরানোর দাবি তুলেছেন নাপোলির সভাপতি আউরেলিও দে লাউরেন্তিস। তিনি চান, ম্যাচটি হোক জার্মানি কিংবা পর্তুগালে।
- দল নেই ছন্দে। সঙ্গে যোগ হয়েছে চোট সমস্যা। ঠাসা সূচিতে খেলার ধকল তো আছেই। সব মিলে চ্যাম্পিয়ন্স লিগে লিওঁর বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে চিন্তিত ইউভেন্তুস কোচ মাওরিসিও সাররি।
- ইন্টার মিলানের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে না পারার মাশুল দিতে হয়েছে হেরে। সেরি আর ম্যাচে দলের খেলায় প্রাণের ঘাটতি চোখে পড়েছে নাপোলি কোচ জেন্নারো গাত্তুসোর। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ সামনে রেখে তাই খেলোয়াড়দের সতর্ক করে দিলেন তিনি।
- চমক জাগানো পারফরম্যান্সে মুগ্ধ করে চলা আতালান্তা মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে বড় ধাক্কা খেয়েছে। চোটের জন্য ছিটকে গেছেন মিডফিল্ডার ইয়োসিপ ইলিচিচ।
- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতালান্তার বিপক্ষে কিলিয়ান এমবাপেকে পাচ্ছে না পিএসজি। গোড়ালির চোটের কারণে তিন সপ্তাহের মতো দলের বাইরে থাকবেন এই তারকা ফরোয়ার্ড।
- প্রতিপক্ষ চ্যাম্পিয়ন লিগের রেকর্ড শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ। বর্তমানে রয়েছেও তারা দুর্দান্ত ফর্মে। প্রতিযোগিতার ঐতিহ্যবাহী দলটির বিপক্ষে সামান্য ভুলেও বড় মাশুল দিতে হতে পারে বলে মনে করেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বের্নার্দো সিলভা। তাই শেষ ষোলোর ফিরতি পর্বে লা লিগা চ্যাম্পিয়নদের বিপক্ষে খুব ভালো খেলার বিকল্প দেখছেন না তিনি।
- প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেই মাত করে দেওয়ার আশায় আতালান্তা। সেরি আয় দারুণ ছন্দে ছুটে চলা দলটির চোখে ইউরোপ জয়ের স্বপ্ন। করোনাভাইরাস পরিস্থিতিতে নকআউট পর্ব এক লেগে নেমে আসায় নিজেদের দারুণ সম্ভাবনা দেখছেন দলটির মিডফিল্ডার রেমো ফয়লার।
- প্রিমিয়ার লিগ শেষ হলেই শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি। তাই দুই টুর্নামেন্টের মাঝের সময়ে ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় ছুটি পাচ্ছেন না বলে জানিয়েছেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা।
- লা লিগা শেষে জিনেদিন জিদানের মনোযোগ এখন চ্যাম্পিয়ন্স লিগে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদ কোচ জানালেন, ইউরোপ সেরার মঞ্চে টিকে থাকতে শেষ সেকেন্ড পর্যন্ত লড়বেন তারা।
- রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমেই জিতেছেন লা লিগা শিরোপা। এরপরও মৌসুমটা এদেন আজারের কাছে ‘ক্যারিয়ারের সবচেয়ে বাজে।’ গত বছর চেলসি থেকে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দেওয়ার পর থেকেই যে চোটের সঙ্গে লড়ছেন বেলজিয়ামের এই তারকা ফরোয়ার্ড।
- প্রিমিয়ার লিগের পর হাতছাড়া হয়েছে এফএ কাপও। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে প্রতিপক্ষ এরই মধ্য লা লিগার শিরোপা জিতে নেওয়া রিয়াল মাদ্রিদ। ইউরোপের ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় নামার আগে দলকে খেলার মান বাড়ানোর তাগিদ দিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
- এক ম্যাচ বাকি থাকতে হাতছাড়া হয়েছে লা লিগা শিরোপা। সাম্প্রতিক সময়ে বার্সেলোনার যে পারফরম্যান্স, তাতে চ্যাম্পিয়ন্স লিগে তাদের পক্ষে বাজি ধরার লোক খুব বেশি পাওয়া যাবে না। খেলায় উন্নতি না করতে পারলে আশা দেখছেন না অধিনায়ক লিওনেল মেসিও। তবে ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় সাফল্যের স্বপ্ন দেখছেন দলটির কোচ কিকে সেতিয়েন।
- লিগ শিরোপা হাতছাড়া হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের আশা অবশ্য এখনও টিকে আছে। তবে, দলের সাদামাটা পারফরম্যান্সে তুমুল সমালোচনার মুখে পড়েছেন বার্সেলোনার কোচ কিকে সেতিয়েন। এমন প্রতিকূল অবস্থায় আগামী মাসে ইউরোপ সেরা প্রতিযোগিতায় কাতালান ক্লাবটির ডাগআউটে থাকবেন কি-না, নিশ্চিত নন ছয় মাস আগে দলটির দায়িত্ব নেওয়া এই স্প্যানিয়ার্ড।
- চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির খেলতে আর কোনো বাধা রইলো না। ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় দুই মৌসুমের জন্য দলটিকে নিষিদ্ধ করেছিল উয়েফা, যা তুলে নিয়েছে ক্রীড়ার সর্বোচ্চ আদালত।
- সেরি আয় শিরোপা জয়ের আশা শেষ অনেক আগেই। শেষ চারে থাকার সম্ভাবনাও খুব কম। নাপোলির কাছে তাই চ্যাম্পিয়ন্স লিগ পাচ্ছে বাড়তি গুরুত্ব। ইউরোপ সেরার প্রতিযোগিতায় টিকে থাকতে বার্সেলোনাকে হারানোর ব্যাপারে প্রত্যয়ী ইতালির দলটি।
- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ইউভেন্তুকে পেতে পারে ম্যানচেস্টার সিটি। তবে সেসব নিয়ে ভাবছেন না দলটির কোচ পেপ গুয়ার্দিওলা। তার সব ভাবনা আপাতত রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর ফিরতি লেগ নিয়ে।
- আতালান্তার জন্য চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর যেন এক স্বপ্ন যাত্রা। প্রথমবারের মতো ইউরোপ সেরার মঞ্চে খেলতে এসে নজর কেড়েছে আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে। পিএসজির বিপক্ষেও ধরে রাখতে চায় এর ধারাবাহিকতা। ইতালিয়ান দলটির প্রধান এন্তোনিও পেরকাসি জানালেন, ফরাসি চ্যাম্পিয়নদের হারিয়ে ঐতিহাসিক রাত স্মরণীয় করে রাখার প্রত্যয়।
- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে কঠিন লড়াই হতে পারে বলে মনে করছেন টমাস টুখেল। আক্রমণাত্মক ফুটবল খেলে নজর কাড়া সেরি আর দল আতালান্তার গোল করার সামর্থ্য ভাবাচ্ছে পিএসজি কোচকে।
- ফাইনালে যেতে তুলনামূলক সহজ পথ পেয়েছে আতলেতিকো মাদ্রিদ ও পিএসজি। কঠিন লড়াই অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইউভেন্তুস, ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের সামনে।
- করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পিছিয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর ফিরতি পর্ব কোথায় হবে, এ নিয়ে জটিলতার অবসান হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ‘হোম ম্যাচ’ নিজেদের মাঠেই খেলার সুযোগ পাচ্ছে দলগুলো।
- লা লিগার শিরোপা ধরে রাখার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে বার্সেলোনার। বাকি আছে চ্যাম্পিয়ন্স লিগ। তবে সাম্প্রতিক সময়ের ছন্দহীনতায় ইউরোপ সেরার মঞ্চেও তাদের খুব ভালো সম্ভাবনা দেখছেন না ক্লাবটির সাবেক তারকা মিডফিল্ডার রিভালদো।
- তিন বছর আগে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পা রাখার সময় পিএসজি সমর্থকদের দেখিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন। পিএসজি কর্তৃপক্ষও তখন বলেছিল একই কথা; মূলত ইউরোপ সেরা হতেই নেইমারকে দলে টানার কারণ। অবশেষে যেন সেই সময় এসেছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানিয়েছেন, পিএসজিকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে ইতিহাসের অংশ হতে প্রস্তুত তিনি।
- স্বাস্থ্য ঝুঁকির চোখরাঙানির মাঝে ফুটবলের প্রয়োজনে আছে টুর্নামেন্ট শেষ করার তাড়া। হাতে সময়ও বেশি নেই। তাই আনকোরা এক বিকল্প উপায় খুঁজে নিল উয়েফা। স্থগিত থাকা চ্যাম্পিয়ন্স লিগ শেষ করতে একই শহরে ‘আট দলের মিনি-টুর্নামেন্ট’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা।
- ইউরোপিয়ান শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় বায়ার্ন মিউনিখকে ফেভারিট হিসেবে দেখছেন দিমিতার বার্বাতোভ। অনাকাঙ্ক্ষিত বিরতির পর বুন্ডেসলিগা সবার আগে মাঠে ফেরায় বায়ার্ন কিছুটা বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা স্ট্রাইকার।
- ইতিহাস গড়তে মিনিট দুইয়ের মতো বাকি। লিসবনের স্টেডিয়াম অব লাইটসে চলছিল আতলেতিকো মাদ্রিদ সমর্থকদের গগনবিদারী হুঙ্কার, উৎসবের আয়োজন। মুহূর্তে পাল্টে গেল সব; ডান দিক থেকে লুকা মদ্রিচের কর্নার, দিয়েগো গদিনকে ফাঁকি দিয়ে জায়গা বানিয়ে সের্হিও রামোসের হেড, বল খুঁজে পেল ঠিকানা। ওই গোলেই যেন লেখা হয়ে গিয়েছিল ভাগ্য। অতিরিক্ত সময়ের একপেশে লড়াইয়ে লা দেসিমা জয়ের উল্লাসে ফেটে পড়ে রিয়াল মাদ্রিদ।
- গোলটি নিয়ে সে সময় আলোচনা হয়েছিল অনেক। চার বছর পর আবারও সেটি সামনে এলো। ২০১৬ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের প্রথম গোলটি সঠিক ছিল না বলে জানিয়েছেন সেই ম্যাচের রেফারি মার্ক ক্লাটেনবার্গ।
- ফ্রান্সে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ক্রীড়া ইভেন্ট আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় চ্যাম্পিয়ন্স লিগে হোম ম্যাচ দেশের বাইরে খেলার পরিকল্পনা করছে পিএসজি।
- প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। সে ধারাবাহিকতায় এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের সব ম্যাচ।
- আগামী ১৭ ও ১৮ মার্চ চ্যাম্পিয়ন্স লিগ ও ১৯ মার্চ ইউরোপা লিগের যেসব ম্যাচ হওয়ার কথা ছিল, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি এড়াতে তার সবগুলো স্থগিত করা হয়েছে।
- করোনাভাইরাসের জন্য চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় লেগের ম্যাচ স্থগিত হয়েছে। প্রতিযোগিতার আয়োজক উয়েফা এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।
- চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে লিভারপুলের নিজেদের মাঠে হেরে বিদায় নেওয়ার পেছনে গোলরক্ষক আদ্রিয়ানের দায় দেখছেন অনেকে। তার ভুল পাস থেকে মূল্যবান অ্যাওয়ে গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠা আতলেতিকো মাদ্রিদ পরে আরও দুইবার পায় জালের দেখা। তবে সেজন্য আদ্রিয়ানকে দুষতে নারাজ ইয়ুর্গেন ক্লপ। নির্ধারিত সময়ে প্রয়োজনীয় গোল করতে না পারাই হারের কারণ বলে মনে করেন লিভারপুল কোচ।
- করোনাভাইরাসের বিস্তৃতি ঠেকাতে মাঠে ঢোকার অনুমতি ছিল না দর্শকদের। গ্যালারি ছিল ফাঁকা। তবে পিএসজির স্টেডিয়ামের বাইরে ভিড় জমান সমর্থকরা, মেতে ওঠেন বুনো উল্লাসে।
- ইয়ান ওবলাক যেন ছিলেন চীনের প্রাচীর হয়ে। গোলকিপারের দৃঢ়তায়ই ম্যাচ অতিরিক্ত সময়ে নিতে পারে আতলেতিকো মাদ্রিদ। তবুও দুই গোলে এগিয়ে গিয়ে কোয়ার্টার-ফাইনালের সম্ভাবনা জাগিয়েছিল লিভারপুল। দারুণ দুটি ফিনিশিংয়ে সমতা ফেরান মার্কোস লরেন্তে। পরে দলকে এগিয়ে নেন আলভারো মোরাতা। দিয়েগো সিমেওনের দল পৌঁছায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে।
- করোনাভাইরাসের শঙ্কায় খেলা হলো ফাঁকা মাঠে। পিএসজির গ্যালারির এই দৃশ্য অচেনা হলেও নেইমার, আনহেল দি মারিয়াদের দেখা গেল চেনা ছন্দে। বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল পিএসজি।
- চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ ষোলোর ভাগ্য নির্ধারণী ম্যাচের আগে নতুন শঙ্কার কথা জানালো রিয়াল মাদ্রিদ। চোটের কারণে এই ম্যাচে অনিশ্চিত তাদের প্রথম পছন্দের গোলরক্ষক থিবো কোর্তোয়া ও লেফট ব্যাক মার্সেলো।
- নিজেদের মাঠে প্রথম লেগে হেরে যাওয়ায় কাজটা বেশ কঠিন ছিল টটেনহ্যাম হটস্পারের জন্য। চোটের জন্য শক্তি হারানো দলটি প্রতিপক্ষের মাঠে একদমই সুবিধা করতে পারেনি। দ্বিতীয় লেগে তাদের উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে লাইপজিগ। ভালেন্সিয়াকে আবারও হারিয়ে সেখানে তাদের সঙ্গী আতালান্তা।
- চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ও নাপোলির মধ্যে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে থাকবে না কোনো দর্শক। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
- চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
- আক্রমণে ছিল না চেনা ধার, পাসিংটাও ঠিকমত হয়নি। পুরো ম্যাচে লক্ষ্যে ছিল না ক্রিস্তিয়ানো রোনালদো, পাওলো দিবালাদের কোনো শট। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারাকেই চ্যাম্পিয়ন্স লিগে লিঁওর মাঠে হারের কারণ বলে মনে করেন ইউভেন্তুসের কোচ মাওরিসিও সাররি।
- ১০ দিন হাতে তেমন কাজ ছিল না। সময়টা কাজে লাগান রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখে। সেখান থেকেই বুঝতে পারেন সান্তিয়াগো বের্নাবেউয়ে কৌশল কী হবে। কাজে এলো সেই কৌশল। রিয়ালের মাঠে জেতার পর পেছনের গল্পটা জানালেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
- নিজেদের মাঠে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরেছে রিয়াল মাদ্রিদ। শঙ্কায় পড়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠাও। তবে দলটির মিডফিল্ডার কাসেমিরো এখনই শেষ দেখছেন না। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী তিনি।
- রিয়াল মাদ্রিদের মাঠে মিলেছে দারুণ জয়। ফিরতি লেগের ম্যাচ নিজেদের আঙিনায়। তারপরও সতর্ক ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
- ইসকোর গোলে এগিয়ে যাওয়ার আনন্দ মাটি হয়ে গেলো মুহূর্তেই। শেষ দিকে দুই গোল হজম করে নিজেদের মাঠে হারল রিয়াল মাদ্রিদ। কোচ জিনেদিন জিদানের কণ্ঠেও ঝরল শেষ দিকে মনোযোগ হারানোর আক্ষেপ।
- একের পর এক আক্রমণ করে গেল ইউভেন্তুস। কিন্তু সেভাবে গোলরক্ষককে চ্যালেঞ্জই জানাতে পারলেন না ক্রিস্তিয়ানো রোনালদো, পাওলো দিবালারা। দারুণ চেষ্টার পরও হার এড়াতে পারল না ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের বিপক্ষে নিজেদের প্রথম জয় পেল লিঁও।
- গোলশূন্য প্রথমার্ধের পর রিয়াল মাদ্রিদকে কাঙিক্ষত গোল এনে দিলেন ইসকো। গাব্রিয়েল জেসুসের গোলে দারুণভাবে ঘুরে দাঁড়ানো ম্যানচেস্টার সিটি পরে স্পট কিক থেকে গেলো এগিয়ে। সান্তিয়াগো বের্নাবেউ থেকে দারুণ জয় নিয়ে ফিরল পেপ গুয়ার্দিওলার দল।
- চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘরের মাঠে বড় হারের পর কঠিন বাস্তবতাকে মেনে নিচ্ছেন চেলসির কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিতে ফিরতি দেখায় প্রতিপক্ষের মাঠে বিশেষ কিছুই করতে হবে বলে মনে করেন তিনি।
- চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির মাঠে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলেনি। উল্টো দলের দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের উপর নেমেছে নিষেধাজ্ঞার খড়্গ। পরিস্থিতি প্রতিকূল হলেও দ্বিতীয় লেগে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন।
- ছোট্ট একটি ভুলের কারণে খেতে হয়েছে গোল। ওই ভুলটুকু না হলে সারা রাত খেললেও বার্সেলোনা গোল পেত না বলে দাবি নাপোলি কোচ জেন্নারো গাত্তুসোর।
- জিনেদিন জিদানের কাছে সময়ের সেরা কোচ পেপ গুয়ার্দিওলা। আবার ম্যানচেস্টার সিটি কোচ মনে করেন, রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে জিদানের সাফল্যের পুনরাবৃত্তি অসম্ভব। সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হওয়ার আগে দুই কোচ মেতে উঠলেন পরস্পরের প্রশংসায়।
- গোলরক্ষকের দৃঢ়তায় প্রথমার্ধে জাল অক্ষত রাখে চেলসি। দ্বিতীয়ার্ধে আর পারেনি তারা। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দলকে তাদের মাঠে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ।
- ড্রিস মের্টেন্সের রেকর্ড ছোঁয়া গোলে হারতে বসেছিল বার্সেলোনা। নাপোলির জমাট রক্ষণ ভাঙা যাচ্ছিল না কোনোমতে। শেষ পর্যন্ত জালের দেখা পেলেন অঁতোয়ান গ্রিজমান। নাপোলির মাঠে হার এড়াতে পারল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
- বৈশ্বিক আতঙ্কে রূপ নেওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে ইতালিতেও। এজন্য দেশটির শীর্ষ ফুটবল লিগ সেরি আর বেশ কয়েকটি ম্যাচও স্থগিত করা হয়েছে। সেখানেই স্বাগতিক নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলবে বার্সেলোনা। তবে ভাইরাসজনিত এই রোগটি নিয়ে চিন্তিত নন দলটির কোচ কিকে সেতিয়েন।
- চ্যাম্পিয়ন্স লিগে গত দুই মৌসুমেই প্রতিপক্ষের মাঠে হেরে ছিটকে গেছে বার্সেলোনা। তিক্ত এই অভিজ্ঞতা দলের খেলোয়াড়দের মনে আছে বলে জানিয়েছেন দলটির কোচ কিকে সেতিয়েন। তবে চলতি মৌসুমে প্রতিযোগিতার শেষ ষোলোয় নাপোলির মাঠে তা কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন স্প্যানিশ এই কোচ।
- চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষ অধিনায়ক লিওনেল মেসির বন্দনায় মেতেছেন নাপোলির কোচ জেন্নারো গাত্তুসো। রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে আটকাতে খাঁচা বানানোর কথা জানিয়েছেন ইতালিয়ান এই কোচ।
- কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চের কথা জানিয়েছিলেন পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচ এবার বললেন, ইউরোপের সফলতম দলটির বিপক্ষে তার দলকে দিতে হবে ‘আসল পরীক্ষা’।
- চোটের আঘাতে ভঙ্গুর আক্রমণভাগ নিয়ে ধুঁকতে দেখা গেল টটেনহ্যাম হটস্পারকে। বিপরীতে দাপুটে ফুটবল খেলে দারুণ এক জয় তুলে নিল লাইপজিগ।
- বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হারের পর আবার ঝড়ের আভাস পিএসজি শিবিরে। হালকা চোটের জন্য চার ম্যাচ মাঠের বাইরে থাকায় হতাশা জানিয়ে ক্লাবের সমালোচনা করেছেন তারকা ফরোয়ার্ড নেইমার।
- চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে হেরে আসা লিভারপুল কোচ আত্মবিশ্বাসী ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে। অ্যানফিল্ডে সমর্থকদের উপস্থিতি তার দলকে শক্তি যোগাবে, আর প্রতিপক্ষ কোণঠাসা হয়ে পড়বে বলে মাদ্রিদের দলটিকে সতর্ক করে দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ।
- দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা করেও আতলেতিকো মাদ্রিদের জমাট রক্ষণ ভাঙতে পারল না লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে জিতে পরের ধাপে ওঠার পথে এগিয়ে গেছে দিয়েগো সিমেওনের দল।
- পিএসজির তারকাসমৃদ্ধ আক্রমণভাগকে বেঁধে রেখে দাপুটে ফুটবল খেলল বরুশিয়া ডর্টমুন্ড। আর্লিং ব্রাট হরল্যান্ডের জোড়া গোলের মাঝে নেইমার-এমবাপে জুটিতে ক্ষণিকের জন্য স্বস্তি ফেরে পিএসজি শিবিরে। কিন্তু শেষরক্ষা হয়নি। দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেছে জার্মান ক্লাবটি।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্পেনের আরেক জনপ্রিয় দল বার্সেলোনা খেলবে নাপোলির বিপক্ষে।
- নকআউট পর্বের ১৬ দল পেয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ। গ্রুপ রানার্সআপ হওয়ায় দ্বিতীয় রাউন্ডে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ।
- গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করা পিএসজি শেষ ম্যাচে মেলে ধরল আক্রমণাত্মক ফুটবলের পসরা। জ্বলে উঠলেন তারকাখচিত আক্রমণভাগের সবাই। ঘরের মাঠে গালাতাসারাইকে উড়িয়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করল টমাস টুখেলের দল।
- নিয়মিত খেলোয়াড়দের অনেকের অনুপস্থিতিতে নিজেদের মেলে ধরলেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো। দুই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেলেন জালের দেখা। তাদের নৈপুণ্যে প্রথমবারের মতো ক্লাব ব্রুজকে হারাল রিয়াল মাদ্রিদ।
- চার দিন আগে পাওয়া মৌসুমে প্রথম হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল ইউভেন্তুস। ক্রিস্তিয়ানো রোনালদো ও গনসালো হিগুয়াইনের গোলে বায়ার লেভারকুজেনকে হারিয়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠল মাওরিসিও সাররির দল।
- নিয়মিত একাদশের অধিকাংশ খেলোয়াড়ের অনুপস্থিতি বুঝতেই দিলেন না গ্যাব্রিয়েল জেসুস। চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে দিনামো জাগরেবের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি।
- চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো মাঠে নেমেই রেকর্ড গড়লেন হেঙ্কের গোলরক্ষক মারটেন ভান্ডেভোর্ট। নাপোলির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলরক্ষক হিসেবে খেলতে নামেন বেলজিয়ান এই ফুটবলার।
- লা লিগায় বার্সেলোনার সর্বকনিষ্ঠ গোলদাতা আনসু ফাতি এবার আরও বড় কীর্তি গড়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েছেন স্পেন অনূর্ধ্ব-২১ দলের এই ফরোয়ার্ড।
- লিলের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। দ্বিতীয়ার্ধে এক গোল হজম করায় শঙ্কা জেগেছিল পয়েন্ট হারানোর। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।
- নিয়মিত একাদশের অনেককে বাইরে রেখে অনেকটা ‘বি’ দলে পরিণত হয়েছিল বার্সেলোনা। সেই দলের বিপক্ষেই পেরে উঠল না ইন্টার মিলান। শেষ দিকে বদলি নেমে পার্থক্য গড়ে দিলেন টিনএজার আনসু ফাতি।
- পা হড়কালেই হতে পারতো বিপদ। এমন স্নায়ুচাপের ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলে ধরল লিভারপুল। সুযোগ নষ্টের ভিড়ে দ্বিতীয়ার্ধে মিলল জালের দেখা। নাবি কেইতা দলকে এগিয়ে নেওয়ার পর একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করলেন মোহামেদ সালাহ। সালসবুর্ককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।
- চলতি মৌসুমে বেশ ছন্দে আছেন ইন্টার মিলানের দুই ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস ও রোমেলু লুকাকু। তাই চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শেষ ম্যাচে দলটির মুখোমুখি হওয়ার আগে এই দুই খেলোয়াড়কে নিয়ে বাড়তি সতর্ক বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছে বার্সেলোনা।
- নাপোলির বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট হারানোয় চ্যাম্পিয়ন্স লিগে অপেক্ষা বেড়েছে লিভারপুলের। ‘ই’ গ্রুপের নকআউট পর্বের মীমাংসা হবে শেষ রাউন্ডে। পাঁচ রাউন্ড শেষেও শেষ ষোলো নিয়ে এই অনিশ্চয়তাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
- রিয়াল মাদ্রিদের সাবেক দুই তারকা রাউল গঞ্জালেস ও ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি দলের বিপক্ষে গোল করার নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।
- বার্সেলোনায় দুজনের জুটি জমছে না - লিওলেন মেসি ও অঁতোয়ান গ্রিজমানের ব্যাপারে এমন গুঞ্জন উঠেছিল কিছুদিন আগে। তবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে দুই তারকাই জ্বলে উঠলেন দারুণভাবে, প্রমাণ দিলেন নিজেদের চমৎকার বোঝাপড়ার। ম্যাচশেষে তাদের জুটিকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ এরনেস্তো ভালভেরদে।
- জিতলেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত হয়ে যেত লিভারপুলের। ম্যাচের শুরুতে ড্রিস মের্টেন্সের গোলে পিছিয়ে পড়া বর্তমান চ্যাম্পিয়নদের দ্বিতীয়ার্ধে সমতায় ফেরালেন দেইয়ান লোভরেন। কিন্তু জয়সূচক গোলের দেখা আর পেল না তারা। নাপোলির বিপক্ষে পয়েন্ট হারিয়ে অপেক্ষায় রইল ইয়ুর্গেন ক্লপের দল।
- বার্সেলোনার জার্সিতে সাতশতম ম্যাচ খেলতে নেমে স্বমহিমায় জ্বলে উঠলেন লিওনেল মেসি। দারুণ এক গোল করার আগে-পরে দুই সতীর্থের গোলে রাখলেন অবদান। অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্সে বরুসিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের টিকেট নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
- জিতলেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত-ভালো সম্ভাবনাও জাগিয়েছিল চেলসি। কিন্তু শেষ দিকে গোল খেয়ে ভালেন্সিয়ার সঙ্গে ড্র করেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। পয়েন্ট হারানোয় শেষ ষোলোয় ওঠার অপেক্ষা বাড়লো তাদের।
- অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচে এরিক ডায়ারকে আধা ঘণ্টার মধ্যে তুলে নিয়ে অনেককে বিস্মিত করেছিলেন টটেনহ্যাম হটস্পার কোচ জোসে মরিনিয়ো। তবে সিদ্ধান্তটি কাজে লাগে দারুণভাবে। বদলি হিসেবে নামা ক্রিস্তিয়ান এরিকসেন দলের আগ্রাসী খেলায় রাখেন ভূমিকা। ম্যাচ শেষে ইংলিশ মিডফিল্ডার ডায়ারের কাছে দু:খপ্রকাশ করেন পর্তুগিজ এই কোচ।
- চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা রবের্ত লেভানদোভস্কি যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায় নেমেছেন। চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে একাই চার গোল করে গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড। ভাগ বসিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর ভিন্ন দুই রেকর্ডে।
- শেষের ভুলে পিএসজির বিপক্ষে জয়বঞ্চিত হলেও দলের পারফরম্যান্স দারুণ উপভোগ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। ম্যাচের ফল ‘নিষ্ঠুর’ মনে হলেও ফরাসি এই কোচের চোখে, মাঠের খেলায় এগিয়ে ছিল রিয়ালই।
- রবের্ত লেভানদোভস্কি মাঠে নামবেন আর গোল হবে না, তা যেন হতেই পারে না। মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত সেভাবেই নিজেকে মেলে ধরে চলেছেন তিনি। রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে যেমন একাই করলেন চারটি। বায়ার্ন মিউনিখও উপহার দিল আরেকটি গোল উৎসব।
- ঘরের মাঠে শাখতার দোনেৎস্কের বিপক্ষে পয়েন্ট খুইয়ে কাজটা কঠিন করে তুলল ম্যানচেস্টার সিটি। তবে গ্রুপের অন্য ম্যাচে আতালান্তার মাঠে দিনামো জাগরেব হেরে যাওয়ায় গ্রুপ সেরা হয়েই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পৌঁছে গেছে পেপ গুয়ার্দিওলার দল।
- গোলপোস্টের নিচে দুর্ভেদ্য দেয়াল হয়ে ওঠা কেইলর নাভাসের বাধা ভেঙে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তাদের এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানো পিএসজি দুই মিনিট পর আদায় করে নিল আরেক গোল। শেষের নাটকীয়তায় মূল্যবান একটি পয়েন্ট নিশ্চিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হলো প্যারিসের দলটি।
- পাওলো দিবালার দারুণ গোলে এগিয়ে যাওয়া ইউভেন্তুস পরে আর ব্যবধান বাড়াতে পারেনি। তবে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে ইতালির দলটি।
- আবারও পুরোনো ‘শত্রু’ ক্রিশ্চিয়ানো রোনালদোকে সামলানোর চ্যালেঞ্জ দিয়েগো সিমিওনের সামনে। তবে লড়াইটা তো কেবল একজনের সঙ্গে নয়। আতলেতিকো মাদ্রিদ কোচও জানিয়ে দিলেন, রোনালদো ও ইউভেন্তুসের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত তার দল।
- দারুণ এক হ্যাটট্রিকের পাশাপাশি সতীর্থের গোলে অবদান রেখে রাঙিয়েছেন ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক। তবে রদ্রিগোর এমন দুরন্ত পারফরম্যান্সে বিস্মিত নন জিনেদিন জিদান। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড প্রতিদিন উন্নতি করছেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ।
- চলতি মৌসুমের শুরু থেকে আছেন দারুণ ছন্দে। জালের দেখা পেয়েছেন বুন্ডেসলিগা ও চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের সব ম্যাচে। দারুণ এই পথচলায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা আট ম্যাচে গোল করে রবের্ত লেভানদোভস্কি স্পর্শ করেছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে।
- গালাতাসারাইকে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করার পথে দারুণ এক কীর্তি গড়েছেন করিম বেনজেমা। লিওনেল মেসির পর প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৫ আসরে গোল করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
- জিতলেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত হয়ে যেত ম্যানচেস্টার সিটির। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়ে সম্ভাবনাও জাগিয়েছিল তারা; কিন্তু পারল না জাল অক্ষত রাখতে। আতালান্তার বিপক্ষে পয়েন্ট হারিয়ে অপেক্ষায় রইলো পেপ গুয়ার্দিওলার দল।
- প্রথমার্ধে দলকে এগিয়ে নিলেন মাউরো ইকার্দি। বিরতির পর গোল শোধে মরিয়া চেষ্টা করেও কেইলর নাভাসের দৃঢ়তায় পারল না ক্লাব ব্রুজ। টানা চতুর্থ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল পিএসজি।
- ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকটা দুর্দান্ত পারফরম্যান্সে রাঙালেন রদ্রিগো। হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থের গোলে রাখলেন অবদান। তরুণ সতীর্থের পাশাপাশি রিয়াল মাদ্রিদের অন্যদের পারফরম্যান্সও ছিল নজরকাড়া। দল হিসেবে এমন জ্বলে ওঠার দিনে গালাতাসারাইকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে গেছে জিনেদিন জিদানের দল।
- শুরু থেকে একের পর এক আক্রমণ করেও মিলছিল না গোলের দেখা। দ্বিতীয়ার্ধে দলের ত্রাতা হয়ে এলেন দারুণ ছন্দে থাকা ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি। শেষ মুহূর্তে ব্যবধান বাড়ালেন ইভান পেরিসিচ। অলিম্পিয়াকোসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ।
- ম্যাচের শুরুতে গোল খেয়ে বসা লোকোমোতিভ মস্কো ঘুরে দাঁড়িয়েছিল দারুণভাবে। সমতায় ফিরে উল্টো ইউভেন্তুসের ওপর চাপ তৈরি করেছিল রুশ ক্লাবটি। ড্রয়ের দিকে এগিয়ে চলা ম্যাচের শেষ সময়ে সব আলো কেড়ে নিলেন দগলাস কস্তা। অসাধারণ এক গোলে ইতালিয়ান চ্যাম্পিয়নদের এনে দিলেন নাটকীয় জয়।
- কাম্প নউয়ে স্লাভিয়া প্রাহার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর নিজেদের দর্শকদের ক্ষোভের মুখে পড়েছে বার্সেলোনা দল। মাঠ ছাড়ার সময় শুনতে হয়েছে দুয়োধ্বনি। এমন অবস্থায় দলের তারকা ডিফেন্ডার জেরার্দ পিকে সমর্থকদের ধৈর্য্য ধরতে আহবান জানিয়েছেন।
- ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোল দিয়ে যে নাটকীয়তার শুরু, তা চলল শেষ পর্যন্ত। দুই বহিষ্কার, দুই আত্মঘাতী গোলের ম্যাচে একসময় ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল চেলসি। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে নয় জনের আয়াক্সের বিপক্ষে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছেড়েছে ইংলিশ ক্লাবটি।
- বিরতির আগে গোল শোধ করে লিভারপুলকে পাল্টা জবাব দিয়েছিল হেঙ্ক। তবে দ্বিতীয়ার্ধে তাদের আর আটকাতে পারেনি বেলজিয়ামের চ্যাম্পিয়নরা। অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের দারুণ গোলে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে ইউরোপ সেরারা।
- দুই গোল হজম করে মোটেও দমে যায়নি বরুসিয়া ডর্টমুন্ড। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিন গোল দিয়ে ইন্টার মিলানকে হারিয়েছে বুন্ডেসলিগার দলটি।
- প্রথম দেখায় লিওনেল মেসির নৈপুণ্য ও সৌভাগ্যসূচক গোলে কোনোমতে জেতা বার্সেলোনা এবার ভাগ্যের ছোঁয়া পেল না। স্লাভিয়া প্রাহার গোলরক্ষক অন্দ্রে কোলারের দুর্ভেদ্য দেয়াল ভেদ করতে পারলেন না মেসিও, উল্টো নষ্ট করলেন সুযোগ। ফলাফল, চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে পয়েন্ট হারাল কাতালান ক্লাবটি।
- চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সাফল্য মানেই যেন লিওনেল মেসির গোল। ইউরোপ সেরা প্রতিযোগিতায় এরনেস্তো ভালভেরদের অধীনে দলের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এই সময়ে ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার নামটা শুনলে একটু অবাকই হতে হয়। নামটা যে ‘আত্মঘাতী’!
- প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলের বড় জয় পেলেও হেঙ্কের বিপক্ষে লিভারপুলের খেলা সন্তুষ্ট করতে পারেনি ইয়ুর্গেন ক্লপকে। চারটি গোল ছাড়া দলের পুরো খেলাতেই আরও উন্নতির জায়গা দেখছেন দলকে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেয়া কোচ।
- চোটের কারণে মৌসুমের শুরুটা ভালো না হলেও আবারও ছন্দে ফেরার আভাস দিচ্ছেন বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগে স্লাভিয়া প্রাহার বিপক্ষে ম্যাচে গোল করে গড়েছেন দারুণ দুটি রেকর্ড। দলের কোচ এরনেস্তো ভালভেরদের মতে, এত এত অর্জনের পথ ধরে প্রতিনিয়ত নিজেকে ছাপিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা।
- চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে প্রথম জয়ের দেখা পেয়েছে ঘরোয়া ফুটবলে দারুণ ছন্দে থাকা ইন্টার মিলান। ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডকে সহজেই হারিয়েছে আন্তোনিও কন্তের দল।
- হার দিয়ে শুরুর পর সালসবুর্কের বিপক্ষে কোনোমতে জয়। চ্যাম্পিয়ন্স লিগে ঠিক স্বরূপে দেখা যাচ্ছিল না লিভারপুলকে। ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা যেন ইউরোপে ছিলেন নিজেদের ছায়া হয়ে। এবার নিজেদের ফিরে পেলেন তারা, উড়িয়ে দিলেন বেলিজিয়ান চ্যাম্পিয়ন হেঙ্ককে।
- লিওনেল মেসির পায়ে বার্সেলোনার দারুণ শুরুর পর স্লাভিয়া প্রাহার ঘুরে দাঁড়ানোটা ছিল আরও দুর্দান্ত। চেক রিপাবলিকের দলটির উজ্জীবিত ফুটবলে বেশ খানিকটা সময় উল্টো কোণঠাসা হয়ে পড়েছিল কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিল এক আত্মঘাতী গোল। স্বস্তির জয় নিয়ে ফিরল এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।
- চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। আর ওই এক গোলেই বার্সেলোনা অধিনায়ক গড়ে ফেললেন নতুন এক রেকর্ড, স্পর্শ করলেন আরেকটি।
- আতালান্তার বিপক্ষে ম্যাচে ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করা রহিম স্টার্লিংকে প্রশংসায় ভাসিয়েছেন পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচের মতে, পারফরম্যান্স এবং ফিটনেসের সমন্বয়ে ইংলিশ এই উইঙ্গার অসাধারণ এক ফুটবলার।
- লা লিগায় দলের পড়তি পারফরম্যান্সের কারণে প্রতিনিয়ত সমালোচনার সম্মুখীন হচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। চ্যাম্পিয়ন্স লিগে গ্যালাতাসারাইকে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার পর ফরাসি এই কোচ বললেন, চারপাশের এত সমালোচনার মাঝে পাওয়া এই জয় তার জন্য উচ্ছ্বাসের উপলক্ষ।
- ইউরোপ সেরা হতে আক্রমণভাগকে হতে হবে আরও ধারালো-কোচের এমন মন্তব্য যেন তাতিয়ে দিল ম্যানচেস্টার সিটিকে। প্রথমার্ধে সেরা ছন্দে না থেকেও আদায় করে নিল জোড়া গোল। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করলেন রাহিম স্টার্লিং। আতালান্তাকে উড়িয়ে দিল পেপ গুয়ার্দিওলার শিষ্যরা।
- কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া টটেনহ্যাম হটস্পার উড়িয়ে দিয়েছে রেড স্টার বেলগ্রেডকে। লিগে হঠাৎ খেই হারিয়ে ফেলা বায়ার্ন মিউনিখ ফিরেছে ছন্দে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হারিয়েছে অলিম্পিয়াকোসকে।
- শুরুতেই পিএসজিকে এগিয়ে নিলেন মাউরো ইকার্দি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে গতিতে প্রতিপক্ষকে এলোমেলো করে দিয়ে হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। ক্লাব ব্রুজের বিপক্ষে বড় জয়ে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অজেয় যাত্রা অব্যাহত রাখল টমাস টুখেলের দল।
- আক্রমণ-প্রতি আক্রমণে শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ছড়ানো ম্যাচে ব্যবধান গড়ে দিলেন টনি ক্রুস। জার্মান মিডফিল্ডারের গোলে গালাতাসারাইকে তাদেরই মাঠে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
- প্রতিপক্ষের রক্ষণে একচেটিয়া চাপ ধরে রেখেও কাজের কাজ হচ্ছিল না কিছুই। দলের প্রয়োজনের মুহূর্তে নিজেকে মেলে ধরলেন পাওলো দিবালা। দুই মিনিটে দুবার জালে বল পাঠিয়ে গড়ে দিলেন পার্থক্য। লোকোমোতিভ মস্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা ধরে রাখলো ইউভেন্তুস।
- ইউভেন্তুসের হয়ে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, সেরি আ ও ইতালিয়ান কাপের শিরোপা জিততে চান দলটির তারকা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
- কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পরবর্তী ম্যাচে দলে পাচ্ছে না লুকা মদ্রিচ, লুকাস ভাসকেস ও ফরোয়ার্ড গ্যারেথ বেলকে।
- ক্যারিয়ারে মাঝে মধ্যেই পড়তে হয়েছে সমালোচনার মুখে। তবে প্রতিবারই ঘুরে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করেছেন লুইস সুয়ারেস। ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে পার্থক্য গড়ে দিয়ে উরুগুয়ে স্ট্রাইকার জানালেন, কখনোই হার মানেন না তিনি।
- চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনার জয় তুলে নেওয়ার পেছনে লিওনেল মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা দেখছেন এরনেস্তো ভালভেরদে। দলের তারকা ফরোয়ার্ড শতভাগ ফিট না হলেও পার্থক্য গড়ে দিতে পারেন বলে মনে করেন কাতালান ক্লাবটির কোচ।
- বার্সেলোনার বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরে যাওয়া ম্যাচে জয়টা তার দলের প্রাপ্য ছিল বলে মনে করেন ইন্টার মিলানের কোচ আন্তোনিও কন্তে। ম্যাচ থেকে তাদের ছিটকে যাবার পেছনে দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে ফেলাকেই কারণ হিসেবে দেখছেন ইতালিয়ান এই কোচ।
- সালসবুর্কের বিপক্ষে কঠিন এক ম্যাচ জেতার পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, এই ম্যাচকে তিনি দেখছেন গুরুত্বপূর্ণ এক শিক্ষা হিসেবে। তবে পুরো তিন পয়েন্ট পাওয়ায় স্বস্ত্বিও পেয়েছেন তিনি।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম জয় পেয়েছে চেলসি। ফরাসি ক্লাব লিলকে দুই অর্ধের দুই গোলে হারিয়েছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।
- হার দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা লিভারপুল ৩-০ গোলে এগিয়ে গিয়ে ছিল সহজ জয়ের পথে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফিরিয়ে চমকে দেয় সালসবুর্ক। তাদের রূপকথা শেষ সেখানেই। আবার এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। আসরে তুলে নেয় নিজেদের প্রথম জয়।
- ম্যাচের প্রথম আক্রমণেই বার্সেলোনাকে স্তব্ধ করে দিয়েছিলেন লাউতারো মার্তিনেস। তবে দ্বিতীয়ার্ধের অদম্য বার্সেলোনার জবাব জানা ছিল না ইন্টার মিলানের। লুইস সুয়ারেসের দুর্দান্ত দুই গোলে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বার্সেলোনা।
- ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ার পর দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন টটেনহ্যাম হটস্পারের কোচ মাউরিসিও পচেত্তিনো।
- ক্যারিয়ার জুড়ে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় আরেকটি রেকর্ডে ভাগ বসালেন ক্রিস্তিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে ৩৩টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করে বসলেন সাবেক তারকা ফরোয়ার্ড রাউল গানসালেসের পাশে।
- ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করেও জালের দেখা মিলছিল না। বিরতির পর বদলি হিসেবে নেমে ম্যাচের ভাগ্য গড়ে দিলেন রাহিম স্টার্লিং। গোল করলেন, ফিল ফোডেনের গোলে রাখলেন অবদান। ঘরের মাঠে দিনামো জাগরেব হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি।
- শুরুটা ছিল টটেনহ্যাম হটস্পারের জন্য আশা জাগানিয়া। সন হিয়ুং-মিনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ডের দলটি। পিছিয়ে পড়ে যেন জেগে উঠে বায়ার্ন মিউনিখ। মেতে উঠে গোল উৎসবে। সের্গে জিনাব্রির হ্যাটট্রিক আর রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে বিশাল জয় নিয়ে ফিরে জার্মান চ্যাম্পিয়নরা।
- প্রথমার্ধে পিএসজিকে ঠেকিয়ে রাখতে পারল গালাতাসারাই। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দিলেন মাউরো ইকার্দি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল টমাস টুখেলের শিষ্যরা।
- গনসালো হিগুয়াইনের দারুণ গোলে ইউভেন্তুস এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ফেদেরিকো বের্নারদেস্কি। বেশ কয়েকটি সুযোগ হারানোর পর শেষ দিকে জালের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বায়ার লেভারকুজেনকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেল ইউভেন্তুস।
- বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করা রিয়াল মাদ্রিদ আরেকটি বিব্রতকর হারের শঙ্কায় পড়ে গিয়েছিল। জোড়া গোল করে প্রথমার্ধে ক্লাব ব্রুজকে ২-০ গোলে এগিয়ে নেন ইমানুয়েল বোনাভেনচুরা। কোণঠাসা হয়ে পড়া দলকে ম্যাচে ফেরান সের্হিও রামোস। শেষ দিকে কাসেমিরোর হেডে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে ইউরোপের সফলতম দলটি।
- চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জোড়া গোল করে উৎফুল্ল আনহেল দি মারিয়া। ম্যাচ জুড়ে দাপুটে পারফরম্যান্সে তারা রিয়াল মাদ্রিদকে ‘দুর্বল’ করে ফেলেছিল বলে মনে করেন পিএসজির এই মিডফিল্ডার।
- চ্যাম্পিয়ন্স লিগের গত তিন আসরেই শেষ ষোলো থেকে ছিটকে পড়া পিএসজি এবার রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দুর্দান্ত শুরু করায় ভীষণ খুশি টমাস টুখেল। তবে এখনই প্রতিযোগিতাটির শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলতে চান না ফরাসি দলটির কোচ।
- চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে পিএসজির কাছে বড় হারের জন্য মাঠে খেলোয়াড়দের দৃঢ়তার অভাবকে কারণ বলে মনে করছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।
- শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠলো ম্যাচ। দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোল করে এগিয়ে গেলো ইউভেন্তুস। তবে জিততে পারল না ইতালিয়ান চ্যাম্পিয়নরা। শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে ঘরের মাঠে হার এড়ালো আতলেতিকো মাদ্রিদ।
- সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে সহজেই হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করেছে জার্মানির চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
- প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল পেলো ম্যানচেস্টার সিটি। শাখতার দোনেৎস্কের মাঠে জিতে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর শুরুর করল পেপ গুয়ার্দিওলার দল।
- চোট আর নিষেধাজ্ঞা মিলিয়ে পিএসজির আক্রমণভাগের মূল খেলোয়াড়দের অনেকেই ছিলেন না। তাদের অভাব ফরাসি চ্যাম্পিয়নদের টেরই পেতে দিলেন না আনহেল দি মারিয়া। দারুণ দুই গোলে গড়ে দিলেন পার্থক্য। বিপরীতে ফরোয়ার্ডদের সুযোগ নষ্টের ভিড়ে পরাজয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পুনরুদ্ধারের যাত্রা শুরু হলো রিয়াল মাদ্রিদের।
- আক্রমণে ধার বাড়াতে ডিফেন্ডার কমিয়ে একজন স্ট্রাইকারকে নামালেন চেলসি কোচ। পরের মিনিটেই গোল হজম করল চেলসি। বদলি নামা রস বার্কলি ব্যর্থ হলেন পেনাল্টি থেকে গোল করতে। কোচ হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শুরুটা হলো বাজে। অন্যদিকে ভালেন্সিয়া পেল অনির্বচনীয় স্বাদ, ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথমবারের মতো হারাল চেলসিকে।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই মুদ্রার উল্টো পিঠ দেখল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা দলটি শেষ দিকে দুই গোল হজম করে নাপোলির কাছে হেরেই গেলো।
- আক্রমণে আধিপত্য করল বরুসিয়া ডর্টমুন্ড। কিন্তু গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের বাধা পেরুতে পারল না দলটি। বাধ সাধলো ক্রসবারও। দুইয়ে মিলিয়ে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়লো ম্যাচ জুড়ে নিজেদের খুঁজে ফেরা বার্সেলোনা।
- রেফারির সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করায় ইউরোপিয়ান প্রতিযোগিতায় পিএসজি ফরোয়ার্ড নেইমারের তিন ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে দুই ম্যাচ করেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।
- চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের আগে আরও একটি ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চোট পেয়ে ছিটকে পড়া খেলোয়াড়দের তালিকায় যোগ হলো নতুন নাম, মার্সেলো।
- বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে দারুণ এক সুখবর পেল বার্সেলোনা সমর্থকরা। চোট কাটিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচের দলে জায়গা করে নিয়েছেন দলটির সেরা তারকা।
- ক্লাবের ইতিহাসে লা লিগায় সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়েছেন। গড়েছেন প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে কোনো ম্যাচে গোল করা ও করানোর কীর্তি। বার্সেলোনা বিস্ময় আনসু ফাতির সামনে এবারও আরও বড় কিছুর হাতছানি। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আসছে ম্যাচে মাঠে নামলেই হয়ে যাবেন চ্যাম্পিয়ন্স লিগে কাতালান ক্লাবটির সর্বকনিষ্ট খেলোয়াড়।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ড ও ইন্টার মিলানের সঙ্গে একই গ্রুপে পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের গ্রুপসঙ্গী ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৮-১৯ মৌসুমের সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও সাদিও মানে।
- শুধু অর্থ খরচ করেই চ্যাম্পিয়ন্স লিগ জেতা যায় না বলে মনে করেন ক্রিস্তিয়ানো রোনালদো। উদাহরণ হিসেবে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনার কথা উল্লেখ করেছেন ইউভেন্তুসের এই ফরোয়ার্ড।
- ইউরোপিয়ান প্রতিযোগিতায় নেইমারকে দেওয়া তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে পিএসজির করা আপিল খারিজ হয়ে গেছে।
- দীর্ঘদিন ধরেই আলিসন বেকারকে খুব কাছ থেকে দেখছেন তিনি। সেই দেখার অভিজ্ঞতার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পারফরম্যান্স মিলিয়ে লিভারপুলের গোলরক্ষক কোচ জন আখটারবার্গ জানালেন তার দৃষ্টিতে, এই ব্রাজিলিয়ান বিশ্বের অন্যতম সেরা।
- চ্যাম্পিয়ন্স লিগের গত আসলে কিয়েভের ফাইনালের বেদনা থেকে অনুপ্রেরণা নিয়ে এবারের ফাইনালে নেমেছিলেন বলে জানিয়েছেন লিভারপুলের জয়ের অন্যতম নায়ক মোহামেদ সালাহ।
- টানা ছয় ফাইনালে পেয়েছেন তিক্ত স্বাদ। এবার টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানালেন, অনুভব করছেন মুক্তির স্বাদ।
- চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের কাছে হারের পর টটেনহ্যাম হটস্পারে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনই কথা বলাটা ‘অনেক তাড়াতাড়ি হয়ে যায়’ বলে জানিয়েছেন কোচ মাওরিসিও পচেত্তিনো।
- ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল টটেনহ্যাম হটস্পার। জিতলে লেখা হতো আরেকটি প্রথমের গল্প। লিভারপুলের কাছে তাদের পরাজয়ে তা না হলেও দল নিয়ে গর্বিত দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো।
- কোচ হিসেবে টানা ছয়টি ফাইনালে হারের তিক্ত অভিজ্ঞতা ছিল সঙ্গী। সপ্তমবারে এসে ছুটলো গেরো। টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর তাই লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বললেন, এটাই তাদের সেরা রাত।
- ম্যাচের শুরুতেই যে ধাক্কা খেল তা আর কাটিয়ে উঠতে পারলো না টটেনহ্যাম হটস্পার। শেষ দিকে দিভোক ওরিগির গোলে আরও পিছিয়ে পড়লো তারা। দুই অর্ধের দুই গোলে ১৪ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উচ্ছ্বাসে মাতলো লিভারপুল।
- প্রস্তাবটা তুলেছিলেন টটেনহ্যাম হটস্পারের কোচ মাওরিসিও পচেত্তিনো। তাতে সাড়াও দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দলীয় ছবিতে শুধু একাদশ নয়, স্কোয়াডে থাকা সবাই ঠাঁই পাবে বলে জানিয়েছে তারা।
- শিশু-কিশোররা যেভাবে মুক্ত মনে ফুটবল খেলে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শিষ্যদের সেভাবে খেলার পরামর্শ দিচ্ছেন টটেনহ্যাম হটস্পারের কোচ মাওরিসিও পচেত্তিনো।
- চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সামনে রেখে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ছুটবে তার দল।
- ক্লাব পর্যায়ে বিশ্বের অন্যতম সেরা দল হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা লিভারপুলের জন্য এখন শিরোপা জেতাটা অগ্রাধিকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দলটির রাইট ব্যাক ট্রেন্ট আলেকজ্যান্ডার-আর্নল্ড।
- কদিন বাদে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে মাদ্রিদে গিয়ে টটেনহ্যাম হটস্পার দল কোথায় থাকবে-তা নিয়ে দলটির কোচ মাওরিসিও পচেত্তিনোর ‘মজা করে বলা’ মন্তব্যে লিখিত প্রতিক্রিয়া জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
- ইউরোপের দেশগুলির ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা না করে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছেন উয়েফার সভাপতি আলেক্সান্দার চেফেরিন।
- ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা উয়েফার প্রস্তাবিত নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা লা লিগার জন্য হুমকি হবে বলে মনে করেন প্রতিযোগিতাটির সভাপতি হাভিয়ের তেবাস।
- মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উপলক্ষে বিমান ভাড়া বাড়িয়ে দিয়েছে এয়ারলাইন্স কোম্পানিগুলো। হোটেলগুলো নিচ্ছে মাত্রাতিরিক্ত ভাড়া। ফলে ইংল্যান্ড থেকে স্পেনের রাজধানী যাওয়ার পরিকল্পনা করা টটেনহ্যাম হটস্পার ও লিভারপুল সমর্থকদের গুনতে হবে বড় অর্থ। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইংলিশ দুই ক্লাবের কোচ ইয়ুর্গেন ক্লপ ও মাওরিসিও পচেত্তিনো।
- চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আগেই উঠেছিল টটেনহ্যাম হটস্পার ও লিভারপুল। আরও দুই ইংলিশ ক্লাব চেলসি ও আর্সেনাল ইউরোপা লিগের ফাইনালে পৌঁছানোয় লেখা হলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো ক্লাব পর্যায়ে ইউরোপের শীর্ষ দুই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পা রাখল একই দেশের চারটি ক্লাব।
- আয়াক্সের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিকে দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলার রাতটি নিজের ক্যারিয়ারের সেরা বলে জানিয়েছেন টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার লুকাস মউরা।
- চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে বার্সেলোনার বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পর ড্রেসিংরুমে লিভারপুল খেলোয়াড়দের কয়েক জন আনন্দে কেঁদে ফেলেন বলে জানিয়েছেন দলটির মিডফিল্ডার জেরদান সাচিরি। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে বড় হারের পর ফিরতি পর্বে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস ছিল বলেও জানান সুইস এই ফুটবলার।
- দুই দলই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। লিভারপুলের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইটা তাই উপভোগ্য হবে বলে প্রত্যাশা করছেন টটেনহ্যাম কোচ মাওরিসিও পচেত্তিনো।
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আয়াক্সকে হারিয়ে টটেনহ্যাম হটস্পার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখার পর খেলোয়াড়দের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন কোচ মাওরিসিও পচেত্তিনো। এই আর্জেন্টাইনের কাছে অবিশ্বাস্য জয় পাওয়া শিষ্যরা ‘মহানায়ক’।
- বার্সেলোনার বিপক্ষে লিভারপুলের অবিশ্বাস্য জয়ের রেশ কাটতে না কাটতে আরেকটি শ্বাসরুদ্ধকর লড়াইয়ের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। প্রতিপক্ষের মাঠ থেকে জিতে আসা আয়াক্স ফিরতি পর্বের প্রথমার্ধেই জোড়া গোল করে বসে, কোণঠাসা হয়ে পড়ে টটেনহ্যাম হটস্পার। ওখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। লুকাস মউরার হ্যাটট্রিকে অসাধারণ এক জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠে ইংলিশ ক্লাবটি।
- বার্সেলোনার বিপক্ষে লিভারপুলের অবিশ্বাস্য জয়ের পথে তাদের চতুর্থ গোলটি নিয়ে চলছে তুমুল আলোচনা। বিশেষ করে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের নেওয়া বুদ্ধিদীপ্ত কর্নারটি। আর তা পুরোপুরি সহজাত ছিল বলে জানিয়েছেন ইংলিশ এই ডিফেন্ডার।
- ঘরের মাঠে বড় ব্যবধানে জিতে ফাইনালে এক পা দিয়ে রাখা বার্সেলোনার ফিরতি পর্বে পথ হারানো কিছুতেই মানতে পারছে না স্প্যানিশ ও কাতালান গণমাধ্যম। লিভারপুলের মাঠে ৪-০ গোলে হেরে চ্যম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া কাতালান ক্লাবটিকে ঘিরে চলছে তীব্র সমালোচনা। লা লিগা চ্যাম্পিয়নদের অ্যানফিল্ডে এমন আত্মসমর্পনকে স্প্যানিশ ফুটবল ইতিহাসের অন্যতম বিব্রতকর ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
- লিভারপুলের মাঠে বিশাল ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার পর নিজেদের রক্ষণভাগের কড়া সমালোচনা করেছেন লুইস সুয়ারেস। ম্যাচটিতে বার্সেলোনা শিশুদের মতো রক্ষণ সামলেছে বলে মন্তব্য করেছেন তিনি। সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
- লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ মনে করেছিলেন, সম্ভব নয়। তবে অবিশ্বাস্য জয়ের পর তার শিষ্য ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম জানালেন, বার্সেলোনাকে চার গোল দেওয়ার বিশ্বাস তাদের ছিল।
- লিভারপুলের মাঠে হারের দায় নিজের কাঁধে নিচ্ছেন এরনেস্তো ভালভেরদে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিকে প্রাপ্য প্রশংসা করতেও ভোলেননি বার্সেলোনা কোচ।
- ইতিহাস গড়ে বার্সেলোনাকে হারিয়ে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পর আপ্লুত কোচ ইয়ুর্গেন ক্লপ। অবিশ্বাস্য জয়ের পর শিষ্যদের প্রশংসা করে বলেছেন - জানি না ওরা এটা কিভাবে করল!
- শুধু জিতলেই হতো না, গড়তে হতো ইতিহাস। তাও আক্রমণভাগের দুই তারকা মোহামেদ সালাহ ও রবের্তো ফিরমিনোকে ছাড়া। কী দুর্দান্তভাবেই না তা করলো লিভারপুল! বার্সেলোনার জালে গোল উৎসব করে তুলে নিল অবিশ্বাস্য এক জয়। লা লিগা চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল উদ্দীপ্ত ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
- লিভারপুল থেকে যা পেয়েছেন সেজন্য ইংলিশ দলটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লুইস সুয়ারেস। চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারের ফিরতি পর্বে সাবেক ক্লাবের মাঠে উষ্ণ অভ্যর্থনা আশা করছেন বার্সেলোনার ফরোয়ার্ড।
- বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্সন লিগ সেমি-ফাইনালের ফিরতি পর্বের আগে অনেক বড় ধাক্কা খেয়েছে লিভারপুল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আক্রমণভাগের দুই তারকা মোহামেদ সালাহ ও রবের্তো ফিরমিনোকে পাচ্ছে না ইংলিশ দলটি।
- লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালের ফিরতি পর্বের ম্যাচে উসমান দেম্বেলেকে পাচ্ছে না বার্সেলোনা। পায়ের চোটে ভুগছেন ফরাসি এই ফরোয়ার্ড।
- চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে বার্সেলোনার মাঠে বড় হারের পর প্রতিযোগিতার টানা দ্বিতীয় ফাইনালে পৌঁছানোর আশা ছাড়ছেন না লিভারপুলের অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক। নিজেদের মাঠে ফিরতি পর্বে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাস ধরে রেখে কঠোর পরিশ্রম করে যেতে চান ডাচ এই ফুটবলার।
- চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে পাওয়া বড় জয়ে শেষ চারের লড়াই শেষ হয়নি বলে মনে করেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গে একমত কাতালান দলটির কোচ এরনেস্তো ভালভেরদেও। প্রতিযোগিতার গত আসরের শেষ আটে রোমার বিপক্ষে প্রথম লেগে বড় জয়ের পর ফিরতি পর্বে হেরে ছিটকে যাওয়ার স্মৃতি মাথায় রেখে সতর্ক থাকছেন তিনি।
- চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে নিজ ক্লাবের সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়ার শিকার হওয়া বার্সেলোনার মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়োর পাশে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। সতীর্থকে দুয়ো দেওয়ার ঘটনায় সমর্থকদের সমালোচনা করেছেন অধিনায়ক। আহ্বান জানিয়েছেন মৌসুমের গুরুত্বপূর্ণ এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার।
- শেষ চারের প্রথম লেগে বার্সেলোনার মাঠে বড় হারের পর টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছানোটা কঠিন হয়ে উঠেছে বলে মনে করেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে হাল ছাড়তে রাজি নন এই জার্মান। প্রতিপক্ষের মাঠে দলের আক্রমণাত্মক ফুটবলে নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন তিনি।
- প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো এক ফ্রি-কিকে লিওনেল মেসি জাল খুঁজে নেওয়ায় বিস্মিত নন প্রতিপক্ষ লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। এসব মুহূর্তে বার্সেলোনা অধিনায়ক অপ্রতিরোধ্য বলে মনে করেন তিনি। আর দলের প্রয়োজনে আর্জেন্টাইন ফরোয়ার্ড সবসময় এভাবেই জ্বলে ওঠেন বলে জানিয়েছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।
- লুইস সুয়ারেসের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পরও খেলায় ভালোমতো ছিল লিভারপুল। কিন্তু দ্বিতীয়ার্ধে জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে স্প্যানিশ চ্যাম্পিয়নদের অনেকটাই এগিয়ে দিয়েছেন লিওনেল মেসি।
- লিওনেল মেসির নেতৃত্ব বার্সেলোনার অন্য খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মনে করেন দলটির মিডফিল্ডার ইভান রাকিতিচ। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের সাফল্য দলের সবাইকে এক করে তোলে বলে জানিয়েছেন ক্রোয়াট এই ফুটবলার।
- চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলতে মরিয়া লিওনেল মেসিকে হুমকি বলে মনে করছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
- চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে বার্সেলোনার বিপক্ষে সুযোগ কাজে লাগাতে চান লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। লা লিগা চ্যাম্পিয়নদের বিপক্ষে যে ভুগতে হবে তা মেনে নিচ্ছেন তিনি। প্রতিপক্ষের মাঠে ড্র করতে পারলেই ভালো ফল হবে বলে মনে করেছেন জার্মান এই কোচ।
- প্রথমার্ধের গোলে ম্যাচে চালকের আসনে বসে যাওয়া আয়াক্স শেষ পর্যন্ত টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে। দারুণ এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়েছে নেদারল্যান্ডসের দলটি।
- বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে তাকে আটকাতে আত্মবিশ্বাসী লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক। টানা দ্বিতীয়বারের মতো ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা প্রতিযোগিতার ফাইনালে পা রাখতে সাধ্যের সব কিছুই করবেন বলে জানিয়েছেন ডাচ এই ফুটবলার।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করায় নেইমারকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিন ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে।
- লিভারপুল থেকে যা পেয়েছেন সেজন্য ইংলিশ দলটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লুইস সুয়ারেস। তবে সেজন্য চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারের মুখোমুখি লড়াইয়ে সাবেক ক্লাবকে কোনোরকম ছাড় দিতে রাজি নন বার্সেলোনা ফরোয়ার্ড।
- বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী লিভারপুলের জেমস মিলনার। তাদের খেলার ধরন কাতালান ক্লাবটিকে সমস্যায় ফেলবে বলে মনে করেন ইংলিশ এই মিডফিল্ডার।
- প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠে ইতিহাস গড়া টটেনহ্যাম হটস্পারের খেলোয়াড়দের নিয়ে গর্বিত কোচ মাওরিসিও পচেত্তিনো। ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ চারে জায়গা করে নেওয়াটা এই আর্জেন্টাইনের কাছে একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো।
- চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে বার্সেলোনার বিপক্ষে লড়াইটা সহজ হবে না বলে মনে করেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে প্রতিপক্ষ অধিনায়ক লিওনেল মেসিকে থামানোর কৌশল সাজাতে সময় পেয়ে খুশি এই জার্মান।
- নিজেদের মাঠে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছিল লিভারপুল। ফিরতি দেখায় তিন ফরোয়ার্ড সাদিও মানে, মোহামেদ সালাহ ও রবের্ত ফিরমিনোর গোলের পর ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকও পেলেন জালের দেখা। বড় ব্যবধানে জিতে সেরা চারে উঠেছে প্রতিযোগিতার ২০০৫ সালের চ্যাম্পিয়নরা।
- শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের সাক্ষী হলো ইতিহাদ স্টেডিয়াম, যার পরতে পরতে ছিল উত্তেজনার রেণু। প্রথম ১১ মিনিটে হলো চার গোল। ১০ মিনিট পর আরেকটি। ম্যাচের চিত্রপট পাল্টালো বারবার। শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক জয় পেলো ম্যানচেস্টার সিটি; কিন্তু লক্ষ্য ছোঁয়া হলো না। বরং হারের হতাশা ভুলে মূল্যবান অ্যাওয়ে গোলের ভেলায় চেপে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠল টটেনহ্যাম হটস্পার।
- চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের শুরুতে বার্সেলোনার রক্ষণ ছিল নড়বড়ে। সেই সুযোগে বেশ কয়েকবার তাদের সীমানায় ভীতি ছড়ায় ইংলিশ ক্লাবটি। জয়ের ধারা ধরে রাখতে সতীর্থদের এসব ভুল শুধরে পারফরম্যান্সে উন্নতির তাগিদ দিলেন ম্যাচটিতে জোড়া গোল করা বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি।
- ইউভেন্তুসকে হারিয়ে ২২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে পৌঁছানোকে নিজেদের ‘অবিশ্বাস্য অর্জন’ হিসেবে দেখছেন আয়াক্স অধিনায়ক মাটাইস ডি লিখট।
- চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের ফিরতি পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করা লিওনেল মেসির পারফরম্যান্সে দারুণ খুশি এরনেস্তো ভালভেরদে। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার সেরা ছন্দে থাকলে তাকে থামানো সম্ভব নয় বলে মনে করেন বার্সেলোনার কোচ।
- প্রথম লেগে আয়াক্সের মাঠে ড্র করতে ঘাম ছুটে গিয়েছিল ইউভেন্তুসের। তবে নিজেদের আঙিনায় ফিরে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে সেমি-ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিল দলটি। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ানো আয়াক্সের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা। ইউভেন্তুসকে তাদের মাঠে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগের সেরা চারে উঠেছে নেদারল্যান্ডসের দলটি।
- জাদুকরী ফুটবলে ম্যাচের শুরুতেই গোল আদায় করে নিলেন লিওনেল মেসি। খানিক বাদে প্রতিপক্ষের ভুলে যেন উপহার পেলেন আরেকটি। আর দ্বিতীয়ার্ধে অসাধারণ এক গোলে সব অনিশ্চয়তার ইতি টানলেন ফিলিপে কৌতিনিয়ো। ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠলো বার্সেলোনা।
- চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে নিজের আক্রমণভাগের উপর আস্থা রাখছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ উলে গুনার সুলশার। শেষ ষোলোয় পিএসজির বিপক্ষে প্রত্যাবর্তনের স্মৃতি শিষ্যদের ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন তিনি।
- পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পার্থক্য গড়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ইংলিশ ক্লাবটির মুখোমুখি হওয়ার আগে তাই সতর্ক থাকছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।
- চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
- ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে নাকে আঘাত পাওয়া লিওনেল মেসি পুরোপুরি সেরে উঠেছেন। মাঝে এক ম্যাচে বিশ্রামের পর ইংলিশ ক্লাবটির বিপক্ষে ফিরতি দেখায় আর্জেন্টাইন তারকা খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।
- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস স্মলিংয়ের চ্যালেঞ্জে নাকে আঘাত পান লিওনেল মেসি। তবে তাতে বার্সেলোনা অধিনায়কের সঙ্গে কোনোরকম সমস্যা হয়নি বলে জানিয়েছেন ইংলিশ ডিফেন্ডার। মাঠের ওই ঘটনাকে তিনি দেখছেন একটা দুর্ঘটনা হিসেবে।
- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে বার্সেলোনার মাঠে আরও আত্মবিশ্বাসী হয়ে আগ্রাসী ফুটবল খেলতে চান ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড রোমেলু লুকাকু। গোলের সুযোগ কাজে লাগাতে পারলে স্প্যানিশ পরাশক্তিদের হারানো সম্ভব বলে মনে করেন বেলজিয়ান এই ফুটবলার।
- চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগে হারের পর ফিরতি পর্বে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা। প্রতিপক্ষ বার্সেলোনা নিশ্চিত করেই আগের রাউন্ডে পিএসজির বিপক্ষে তাদের প্রত্যাবর্তনের স্মৃতি মাথায় রাখবে বলে মনে করেন ফরাসি এই ফুটবলার।
- চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নাকে আঘাত পাওয়া লিওনেল মেসিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।
- শেষ ষোলোয় পিএসজির মাঠে নিজেদের লেখা দারুণ প্রত্যাবর্তনের গল্প থেকে আত্মবিশ্বাস নিয়ে বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বেও ঘুরে দাঁড়াতে আশাবাদী ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ উলে গুনার সুলশার। প্রতিপক্ষের সামর্থ্যকে সমীহ করছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদেও।
- ইউরোপীয় ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে অবশেষে জয় খরা কাটলো বার্সেলোনার। ইংলিশ ক্লাবটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে এরনেস্তো ভালভেরদের দল।
- চোট কাটিয়ে ফিরেই আলো ছড়ালেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথমার্ধের শেষ দিকে হেডে দলকে নিলেন এগিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরল ম্যাচজুড়ে দারুণ খেলা আয়াক্স। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে স্বস্তির ড্র নিয়ে ফিরেছে ইউভেন্তুস।
- চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড লিওনেল মেসির মুখোমুখি হতে আত্মবিশ্বাসী ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার ক্রিস স্মলিং। আর বার্সেলোনা অধিনায়ককে আটকানো কঠিন হলেও অসম্ভব নয় বলে মনে করেন ইউনাইটেড কোচ উলে গুনার সুলশার।
- চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে প্রথম লেগে হারের পর ঘুরে দাঁড়িয়ে শেষ আটে জায়গা করে নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে সতীর্থদের সতর্ক করেছেন বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্দ পিকে।
- ইউরোপের প্রতিযোগিতায় আগের ছয় ম্যাচে পোর্তোর কাছে কখনও হারেনি লিভারপুল। রবের্তো ফিরমিনোর নৈপুণ্যে সে আধিপত্য ধরে রেখেছে তারা। পর্তুগালের দলটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের দল।
- পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন সের্হিও আগুয়েরো। ম্যাচ এগিয়ে যাচ্ছিল গোলশূন্য ড্রয়ের দিকে। শেষ দিকে পার্থক্য গড়ে দিলেন সন হিউং-মিন। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে গেল টটেনহ্যাম হটস্পার।
- চোট কাটিয়ে ইউভেস্তুস দলে ফিরেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পর্তুগিজ ফরোয়ার্ড খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন ইতালিয়ান ক্লাবটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ভিএআরের সাহায্য নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে রেফারির দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করায় নেইমারের বিপক্ষে অভিযোগ আনা হয়েছে।
- চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করার পর অসমীচীন আচরণের জন্য ইউভেন্তুসের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোকে ২০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।
- চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে বার্সেলোনাকে এগিয়ে রাখছেন টটেনহ্যাম হটস্পারের কোচ মাওরিসিও পচেত্তিনো। ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা এই প্রতিযোগিতায় কাতালান ক্লাবটি এবার ষষ্ঠ শিরোপা জিতবে বলে মনে করেন এই আর্জেন্টাইন।
- চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করার পর অসমীচীন আচরণের জন্য ইউভেন্তুসের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর বিরুদ্ধে অভিযোগ এনেছে উয়েফা।
- পেপ গুয়ার্দিওলার অধীনে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পাশাপাশি ১০০ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়ে ম্যানচেস্টার সিটি। তবে ঘরোয়া ফুটবল নয় বরং চ্যাম্পিয়ন্স লিগের ফলাফল দিয়েই ইংলিশ ক্লাবটিতে তার সাফল্য বা ব্যর্থতা বিবেচনা করা হবে বলে মনে করেন স্প্যানিশ এই কোচ।
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তুস খেলবে আয়াক্সের বিপক্ষে।
- আগের দিন দারুণ এক হ্যাটট্রিকে ইউভেন্তুসকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তোলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পরদিন দুর্দান্ত পারফরম্যান্সে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাসে ভাসালেন লিওনেল মেসি। লিওঁর বিপক্ষে দাপুটে জয়ের পর দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকার পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেন বার্সেলোনা অধিনায়ক।
- চ্যাম্পিয়ন্স লিগে লিওঁর বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি দুই সতীর্থের গোলে অবদান রাখা লিওনেল মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে ও লিওঁ কোচ বুহিনো জেনেজিও।
- প্রতিযোগিতামূলক ফুটবলে লিভারপুলের বিপক্ষে জয় অধরাই থেকে গেল বায়ার্ন মিউনিখের। জার্মান চ্যাম্পিয়নদেরকে তাদেরই মাঠে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
- চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে আবারও দুর্দান্ত রূপে নিজেকে মেলে ধরলেন লিওনেল মেসি। জোড়া গোল করার পাশাপাশি দুই সতীর্থের গোলে রাখলেন অবদান। অধিনায়কের এমন জাদুকরী পারফরম্যান্সে লিওঁকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনালে পা রাখলো বার্সেলোনা।
- আতলেতিকো মাদ্রিদের জালে দারুণ এক হ্যাটট্রিকে দলকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে দিতে পেরে দারুণ খুশি ইউভেন্তুসের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। এমন পারফরম্যান্সের জন্যই ইতালির চ্যাম্পিয়নরা তাকে দলে টেনেছিল বলে মনে করেন পর্তুগিজ এই ফুটবলার।
- দারুণ ছন্দে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়াইও করতে পারল না শালকে। জার্মানির দলের বিপক্ষে যেন গোল উৎসবে মেতে উঠেছিলেন পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। নিজেদের মাঠে শালকেকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংল্যান্ডের দলটি।
- ম্যাচের প্রথমভাগে দারুণ এক হেডে পথ দেখালেন ক্রিস্তিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধের শুরুতে বাড়ালেন আশা আর শেষ দিকে গড়ে দিলেন ব্যবধান। পর্তুগিজ তারকার অসাধারণ এক হ্যাটট্রিকে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের টিকেট পেল ইউভেন্তুস।
- চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে আতলেতিকো মাদ্রিদকে হারাতে নিজেদের সর্বোচ্চটা দিতে দলের সবাই মরিয়া হয়ে আছে বলে জানিয়েছেন ইউভেন্তুসের তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। স্প্যানিশ দলটিকে টপকে প্রতিযোগিতার পরের পর্বে যেতে আত্মবিশ্বাসী পর্তুগিজ এই ফুটবলার।
- প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে হারের পর ঘুরে দাঁড়িয়ে ফিরতি পর্বে পিএসজিকে তাদেরই মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছানোয় শিষ্যদের প্রশংসা করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ উলে গুনার সুলশার।
- চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ভিএআরের সাহায্য নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে রেফারির দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত যথার্থ ছিল না বলে মনে করেন ফরাসি দলটির তারকা ফরোয়ার্ড নেইমার।
- হাস্যকর দুটি ভুলে প্রথমার্ধেই দুই গোল হজম করে বসে পিএসজি। তারপরও দুই লেগ মিলিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে লক্ষ্য পূরণের পথেই ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় পাল্টে গেল পুরো চিত্র। প্যারিসের দলটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠে গেল ম্যানচেস্টার ইউনাইটেড।
- নিজেদের ভুলে ম্যাচের প্রথমভাগেই দুই গোল খেয়ে বসল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও উজ্জীবিত প্রতিপক্ষকে আটকানোর উপায় জানা ছিল না সান্তিয়াগো সোলারির দলের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদেরকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে আয়াক্স।
- নিষেধাজ্ঞার কারণে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিও রামোস না থাকায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি পর্বে আয়াক্স সুবিধা পাবে বলে মনে করেন ডাচ দলটির কোচ এরিক টেন হাগ।
- চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখায় রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিও রামোসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।
- চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইউভেন্তুসকে হারিয়ে আতলেতিকো মাদ্রিদ নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বলে মনে করেন দলটির কোচ দিয়েগো সিমেওনে। তবে এখনই কোয়ার্টার-ফাইনাল নিয়ে ভাবতে রাজি নন এই আর্জেন্টাইন। তার মতে, ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে কঠিন লড়াই অপেক্ষা করছে।
- শালকের গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নিলেন সের্হিও আগুয়েরো। কিন্তু পরে দুটি পেনাল্টি থেকে গোল হজম করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে হারতে বসেছিল তারা। তবে শেষ দিকে লেরয় সানে ও রাহিম স্টার্লিংয়ের গোলে রোমাঞ্চকর জয় নিয়ে জার্মানি থেকে ফিরেছে পেপ গুয়ার্দিওলার দল।
- আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়ানো ম্যাচে গোলের দেখা মিলছিল না কিছুতেই। অবশেষে শেষ দিকে এসে পার্থক্য গড়ে দিলেন হোসে মারিয়া হিমেনেস ও দিয়েগো গদিন। উরুগুয়ের এই দুই ডিফেন্ডারের গোলে ইউভেন্তুসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ।
- চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচ খেলে এখনও গোলের খাতা খুলতে পারেননি বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেস। অবশ্য আক্রমণভাগের অন্যতম বড় ভরসার এমন গোল খরায় চিন্তিত নন কোচ এরনেস্তো ভালভেরদে।
- সমান পাঁচবার করে ইউরোপ চ্যাম্পিয়ন দুই দলের লড়াইয়ে হাতছানি ছিল রোমাঞ্চের। তবে মাঠের লড়াইয়ে তার দেখা মেলেনি খুব একটা। রক্ষণ জমাট রেখে লিভারপুলের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ।
- শুরু থেকে শেষ পর্যন্ত রক্ষণ জমাট রেখে বার্সেলোনাকে রুখে দিয়েছে অলিম্পিক লিওঁ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে লা লিগার চ্যাম্পিয়নদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিগ ওয়ানের দলটি।
- তারকা ফরোয়ার্ড নেইমারকে ছাড়াই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার সামর্থ্য রাখে বলে মনে করেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু।
- আতলেতিকো মাদ্রিদকে নিয়ে চিন্তিত ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির একান্ত চাওয়া তার দল যেন প্রতিপক্ষের মাঠে অবশ্যই গোল করে।
- পায়ের চোটে প্রায় আড়াই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফিরতে দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন।
- চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা। এতে পিএসজি ‘ভীষণ খুশি’ বলে জানিয়েছেন দলটির ফুটবলার ইউলিয়ান ড্রাক্সলার।
- চ্যাম্পিয়ন্স লিগে উজ্জীবিত আয়াক্সের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক জয় তুলে নেওয়ায় দলের খেলোয়াড়দের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন দলটির কোচ সান্তিয়াগো সোলারি।
- চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে জয়ের পর ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহারকে ইতিবাচকভাবে দেখছেন রিয়াল মাদ্রিদের কোচ সান্তিয়াগো সোলারি।
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- যুক্তরাষ্ট্রে বাইডেন যুগের শুরু
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’