আরো দু'বছর বিশ্বসেরা মেসি: স্কলারি

টানা চার বছর ধরে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি কমপক্ষে আরও দু'বছর এ সম্মান পাবেন বলে মনে করেন ব্রাজিলের কোচ লুই ফেলিপে স্কলারি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2013, 08:37 AM
Updated : 5 Sept 2019, 04:54 AM

স্কলারি বলেন, ২৬ বছর বয়সী আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের কাছ থেকে আরো অনেক কিছু দেখবে বিশ্ববাসী।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে স্কলারি বলেন, "আমি মনে করি লিওনেল মেসি আরো দু'বছর ধরে বিশ্বের সেরা ফুটবলার নির্বাচিত হবেন। সে যে কেবল দলের জন্যই খেলে তা নয়, তার আছে অসাধারণ ব্যক্তিগত দক্ষতাও। এ সক্ষমতা দিযে সে একাই ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে।"

মেসির পরে কে তবে হবে ফিফা বর্ষসেরা? স্কলারি মনে করেন, ২১ বছর বয়সী নেইমার হবে পরবর্তী বিশ্বসেরা। তবে তাকে এর আগে ইউরোপীয় ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে হবে।

"বার্সেলোনায় নেইমার মেসির মতোই ব্যক্তিগত দক্ষতা দেখাতে পারবে। স্পেনে তার প্রথম বছর প্রধানত কাটবে শিখতে ও নতুন কৌশলের সঙ্গে মানিয়ে নিতে। ব্রাজিলে আমরা ইউরোপের মতো কৌশল নিয়ে এত ভাবি না। নেইমারকে তাই মানিয়ে নিতে হবে।"

নেইমার তা পারবে বলেই বিশ্বাস স্কলারির, "সে শিখতে আগ্রহী। ব্রাজিলের তুলনায় স্পেনের লিগে ও চ্যাম্পিয়নস লিগে সে উচ্চ পর্যায়ে খেলবে।"