আশরাফুল-মুশফিকের শতকে বাংলাদেশের স্বস্তি

মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন ২৬১ রানের রেকর্ড জুটির সৌজন্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেটে ৪৩৮ রান করে অতিথিরা এখনো ১৩২ রানে পিছিয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2013, 11:14 PM
Updated : 10 March 2013, 01:17 PM

শ্রীলঙ্কার বিপক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে ২০০৮ সালে ঢাকায় ৪১৩ রান করেছিল বাংলাদেশ।

প্রথম দ্বি-শতকের অপেক্ষায় থাকা আশরাফুল ব্যাট করছেন ১৮৯ রানে। ষষ্ঠ শতক পাওয়া ডানহাতি এই ব্যাটসম্যানের ৩৯৮ বলের ইনিংসে ২০টি চার ও ১টি ছক্কা।

দ্বিতীয় শতকে পৌঁছানো অধিনায়ক মুশফিক অপরাজিত ১৫২ রানে। তার ২৩৬ বলের ইনিংসটি ১৮টি চার ও ১টি ছক্কায় গড়া।

অতিথিদের ভালো অবস্থানে নিয়ে যাওয়ার পথে দেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন আশরাফুল-মুশফিক। ২০১০ সালে ভারতের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২০০ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিক।

এর আগে ২০০৭ সালে কলম্বো টেস্টে ষষ্ঠ উইকেটে ১৯১ রানের জুটি গড়েছিলেন আশরাফুল-মুশফিক। যা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে অতিথিদের সর্বোচ্চ। ২০১১ সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে পঞ্চম উইকেটে ১৮০ রানের জুটি গড়েছিলেন সাকিব আল হাসান ও শাহরিয়ার নাফীস।

রোববার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ১৩৫ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।

আগের দিনের ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিকে ১০৫ পর‌্যন্ত নিয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন হন আশরাফুল-মমিনুল হক। দিনের শুরুতে আশরাফুল বেশ সতর্ক থাকলেও মমিনুল ছিলেন সাবলীল।

নিজের প্রথম টেস্ট ইনিংসকে অর্ধশতকে পরিণত করার পর নুয়ান কুলাসেকারার বলে স্লিপে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্যাচে পরিণত হন মমিনুল (৫৫)।

তার বিদয়ের পর বাজে শট খেলে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের বিদায় দলকে বেশ অস্বস্তিতে ফেলে দেয়।
রঙ্গনা হেরাথের করা ৫৪তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান আশরাফুল। পঞ্চম বলে স্ট্রাইক পেয়ে ওভারের শেষ বলে তার শটের অনুকরণ করতে গিয়ে স্ট্যাম্পিংয়ে পরিণত হয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন মাহমুদুল্লাহ।
১৭৭ রানে চার ব্যাটসম্যানের বিদায়ে স্বাগতিকদের মনে আশা জেগে উঠলেও আশরাফুল-মুশফিকের দৃঢ়তায় দিন শেষে ভালো অবস্থানেই বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৭০/৪ ডিক্লে. (করুনারত্নে ৪১, দিলশান ৫৪, সাঙ্গাকারা ১৪২, থিরিমান্নে ১৫৫*, ম্যাথিউস ২৭, চান্দিমাল ১১৬*; সোহাগ ৩/১৬৪, হাসান ১/১১২)
বাংলাদেশ প্রথম ইনিংস ৪৩৮/৪ (জহুরুল ২০, এনামুল ১৩, আশরাফুল ১৮৯*, মমিনুল ৫৫, মাহমুদুল্লাহ ০, মুশফিক ১৫২; কুলাসেকারা ১/৭৬, এরাঙ্গা ১/৮০, মেন্ডিস ১/৯২, হেরাথ ১/১০৩)