প্রয়াত ফুটবলার মারীর নামে রাঙ্গামাটি স্টেডিয়াম

রাঙ্গামাটি জেলা স্টেডিয়ামের নামকরণ হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রয়াত ফুটবলার চিং হ্লা মং চৌধুরী মারীর নামে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2012, 10:28 AM
Updated : 5 Dec 2012, 10:28 AM
ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙ্গামাটি জেলা স্টেডিয়ামের নামকরণ হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রয়াত ফুটবলার চিং হ্লা মং চৌধুরী মারীর নামে। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এই সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ক্রীড়া পরিষদের সভাপতি আহাদ আলী সরকার।
রাঙামাটি ব্যায়ামাগারকে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক অধ্যাপক শমিত কুমার রায় এবং রাঙ্গামাটি পুরাতন স্টেডিয়ামের নাম শহীদ শুক্কুরের নামে নামকরণ করা হবে।
গাজীপুরের টঙ্গীতে প্রয়াত সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারের নামে নতুন একটি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এই স্টেডিয়াম তৈরিতে ব্যয় হবে ৮ কোটি টাকা। এছাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে খুলনায় নতুন একটি সুইমিং পুল তৈরি করার সিদ্ধান্তও নেয়া হয় এই সভায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২২৪ঘ.