ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফা মেয়েদের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন জাপান। টাইব্রেকারে যুক্তরাষ্ট্রকে হারিয়ে এশিয়ার প্রথম দল হিসেবে তারা এই শিরোপা জিতলো।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকে। ফলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে খেলার ভাগ্য নির্ধারণ করা হয়।
টাইব্রেকারে যুক্তরাষ্ট্রের প্রথম তিনটি প্রচেষ্টাই ব্যর্থ হয়। তবে জাপান প্রথম চারটির মধ্যে তিনটিই গোলে পরিণত করতে পারলে প্রথমবারের মত বিশ্বকাপ জয়ের উল্লাসে মেতে ওঠে পুরো এশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/০৯৩০ ঘ.