ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উরুগুয়ের কাছে টাইব্রেকারে (৫-৪) হেরে কোপা আমেরিকার শেষ আট থেকে বিদায় নিলেও একে ব্যর্থতা বলে স্বীকার করছেন না আর্জেন্টিনা কোচ সার্জিও বাতিস্তা।
আর সেমিফাইনালে পা রাখা উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের মতে তার দলের কোপা শুরু হলো মাত্র!
রোববারের খেলায় আর্জেন্টিনা এগিয়ে ছিল নিঃসন্দেহে। কিন্তু ফুটবল সবসময় মাঠের লড়াই। আর 'নক-আউট' পর্ব থেকে এক দলের বাদ পড়াটা নিয়মেরই অংশ।
শেষ আটে আর্জেন্টিনা-উরুগুয়ে লড়াইটা তাই উত্তেজনা ছড়ালো শুরু থেকে। হারলেই যে বাদ পড়তে হবে! শুরুতে গোল খেয়ে গোল শোধও করে দিলো স্বাগতিক দেশ আর্জেন্টিনা। তবে শেষ রক্ষা হলো না। খেলা শেষে জার্সিতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাওয়া গঞ্জালো হিগুয়াইন বলে দিচ্ছিলেন কি হয়েছে ম্যাচের ফল।
হতাশার চাদরে ঢাকা সান্তা ফে'র হাজার হাজার মানুষের কষ্ট অবশ্য খুব একটা স্পর্শ করেনি আর্জেন্টিনা কোচ বাস্তিতাকে। প্রতিযোগিতার হট ফেভারিট'দের বিদায় যে 'ব্যর্থতা' নয়, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্পষ্ট উচ্চারণে সে কথাই বললেন তিনি,"আমার মনে হয় না এটা (বিদায় নেয়া) ব্যর্থতা। কাপটা জেতার সবোর্চ্চ চেষ্টাই আমরা করেছি, কিন্তু পারিনি। 'ব্যর্থতা' অনেক কঠিন একটা শব্দ।"
'শুরুতে আর্জেন্টিনা অনেক ভালো খেলেছে' ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দাবি করলেন বাতিস্তা। তবে গলদ মনে করছেন দলের ভারসাম্যতে,"আশানুরূপ ফুটবলটাই আমরা খেলছিলাম। হঠাৎই দলের ভারসাম্যটা নষ্ট হয়ে গেলো। আমরা তা চাইনি।"
পাঁচ মাস আগে দলের দায়িত্ব নিয়ে প্রথম মিশনেই ব্যর্থ বাতিস্তা। ১৮ বছর পর 'তারকা খচিত' দলটিকে কোপা ট্রফি এনে দেওয়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন তার এখন সলিল সমাধী। তবে কি পদত্যাগ করছেন তিনি? উত্তরে বাতিস্তা বললেন, "আমি এমন কিছুই ভাবছি না। পাঁচ/ছয় মাস আগে দলের দায়িত্ব নিয়েছি। কোপা জেতার ইচ্ছে থাকলেও আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ।"
আর্জেন্টিনার বিদায় মানে এবারের কোপার সবচেয়ে বড় তারকা মেসিরও বিদায়। উরুগুয়ের বিপক্ষে শেষ আটের গোলটিও মেসিরই বানিয়ে দেয়া। আর কোস্টারিকার বিপক্ষে গ্র"প পর্বের শেষ খেলায় মেসি ছিলেন সেরা খেলোয়াড়। বিদায় বেলায় মেসির জন্য যথেষ্ট প্রশংসা ঝরলো কোচের কণ্ঠে, "প্রথম ৩০ মিনিটে সে একেবারেই ব্যতিক্রমী ফুটবল খেলেছে। তার খেলা দেখলেই বোঝা যায়, দলে তার গুরুত্ব কতটুকু।"
কোপার ১৪ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েও এবারের টুর্নামেন্ট শুরু করেছিল অন্যতম 'ফেভারিট' হিসেবে। অথচ গ্র"প পর্যায়ের তিন খেলায় কোনোমতে পার হয়ে শেষ আটে উঠেছে বিশ্বকাপের চতুর্থ হওয়া দলটি।
শেষ আটে এসেই দলটি আমূল পাল্টে গেল। ১০ জনের দল হয়েও আর্জেন্টিনাকে আটকে দেয়া উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ গ্র"প পর্যায়ের ম্যাচগুলোকে ইঙ্গিত করে বললেন, "এতদিনে আমাদের কোপা অভিযান শুরু হলো।"
কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে এবারের কোপার 'চমক' পেরু সেমিফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ। পেরুকে শক্তিশালী দল বলেই অভিহিত করলেন তাবারেজ।
একই সঙ্গে শেষ চারে পৌঁছানোয় দলের সবাইকে আনন্দ উদযাপনের আহ্বান জানালেন উরুগুয়ের কোচ। বললেন, "উদযাপনের সময় এসেছে। কিন্তু তা সাজঘরের বাইরে হবে না।"
আসল উদযাপনটা কি তবে ফাইনাল জয় করেই বিশ্বকে দেখাবেন তিনি?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০৫৫ ঘ.